30/09/2023
প্রাক্তন
আজকাল🥀
তুমি কেমন আছো, আর জিগ্যেস করতে ইচ্ছে করে না😊
কারন জানি😊
তুমি ভালোই আছ, অন্যের শরীরে শান্তি খুঁজছ🤗
যদিও তুমি আমায় কোনদিনই কিছু বলনি, তবু যেদিন তোমার গলার পাশে অন্য কারোর দেওয়া, ভালোবাসার ক্ষতচিহ্ন দেখলাম, ভেতর ভেতর ভেঙে গিয়েছিলাম আমি😅
আমার সামনেই তুমি যখন তাকে একটা কাঁটাবিহীন, রক্ত গোলাপ উপহার দিলে, অদৃশ্য কিছু কাঁটার আঘাতে ক্ষত-বিক্ষত হয়েছিলাম আমি😊
অথচ, এরকম তো হবার কথা ছিল না,
জামাকাপড় বদলানোর মতো, তো মানুষ বদলানোর কথা ছিল না,
আমার জায়গাটা অন্য কাউকে, দেবার কথা ছিল না,
তবু সেই সব কটা ছিল না র জায়গায় একটা ছিল বা আছে, বসে গেছে কখন নিঃশব্দে, টেরই পাইনি।
জানিনা কেন?
বহুবার জিগ্যেস করেছি তোমায় আর ঠিক ততবারই, তুমি সব দোষ চাপিয়ে দিয়েছ আমার ওপর।
বারবার বলেছ, আমি নাকি তোমায় ভালোবাসতে পারিনি।
আচ্ছা, ভালোবাসা বলতে তুমি কি বোঝ?
ভালোবাসা মানে কি শুধু শরীর চেনা , দিনের শেষে মনটা ছোঁয়া নয়?
ভালোবাসা মানে কি, প্রায় নিভতে আসা একটা প্রদীপকে, নতুন করে জ্বালিয়ে তোলা নয়?
ভালোবাসা মানে কি পরিত্যক্ত, বাসী ফুলগুলো ফেলে না দিয়ে, ডায়েরির পাতায় জমিয়ে রাখা নয়?
ভালোবাসা মানে কি, হাজার অন্ধকারের পরেও, তোমার বুকে মুখ গুঁজে কাঁদতে চাওয়া নয়?
ভালোবাসা মানে কি, সব শৈত্য সরিয়ে দিয়ে, তোমার বুকের ভেতর রোদ ছড়িয়ে দেওয়া নয়?
ভালোবাসা মানে কি, তোমাকে নিজের অভ্যাসে পরিণত করা নয়?
ভালোবাসা মানে কি, সব হিসেব নিকেশের উর্ধ্বে উঠে, শুধু ভালোবেসে যাওয়া নয়?🙂
আমি কিন্তু এগুলো সব, সব করেছিলাম,😊
কিন্তু তুমি
আসলে তা করনি🥀
ডুবন্ত মানুষ যেমন খড়কুটোকে আঁকড়ে ধরে, তেমনিভাবে তোমায় আঁকড়ে ধরেছিলাম।
এজন্মে আমাদের মধ্যে এটুকুই পার্থক্য রয়ে গেল, প্রাক্তন😅💔🥀
লেখকঃ কথিকা বসু🥀