Jahid On The Go

Jahid On The Go Human

08/06/2025

পাগলা গরুর দুধ দোয়ানো জটিল। তবে জানলে সহজ।❤️

24/05/2025

My Life , My Rules ❤️❤️❤️❤️

19/05/2025

গ্রামের এই ছোট্ট ঘর টা আমার❤️😜
Md Zahidul Alam Tusher

بِسْمِ اللهِ أرْقِيْكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيْكَ وَمِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أوْ عَيْنٍ حاَسِدٍ اللهُ يَشْفِيْكَ بِسْمِ...
07/05/2025

بِسْمِ اللهِ أرْقِيْكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيْكَ وَمِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أوْ عَيْنٍ حاَسِدٍ اللهُ يَشْفِيْكَ بِسْمِ اللهِ أرْقِيْكَ

উচ্চারণ : বিসমিল্লাহি আরক্বিকা মিং কুল্লি শাইয়িন ইয়ুজিকা ওয়া মিন সাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসাদিল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরক্বিকা।

অর্থ : আল্লাহর নামে কষ্ট দানকারীর সব অনিষ্টতা থেকে তোমাকে ঝাঁড়-ফুক করছি। হিংসুক ব্যক্তির কুদৃষ্টির অনিষ্টতা থেকে আল্লাহর নামে তোমাকে ঝাঁড়-ফুক করছি। আল্লাহ তোমাকের আরোগ্য দান করতে তারই নামে ঝাঁড়-ফুক করছি।’ (বুখারি ও মুসলিম)

With Rakib – I just got recognised as one of their top fans! 🎉
04/05/2025

With Rakib – I just got recognised as one of their top fans! 🎉

জুলাই গণঅভ্যুত্থানে আহত কাজল মিয়ার মাথার ছবি। যে এই নৃশংসতার নির্দেশ দিয়েছে সে ইতিহাসে খুনি হাসিনা হয়েই আজীবন লেখা থাকবে...
02/05/2025

জুলাই গণঅভ্যুত্থানে আহত কাজল মিয়ার মাথার ছবি।

যে এই নৃশংসতার নির্দেশ দিয়েছে সে ইতিহাসে খুনি হাসিনা হয়েই আজীবন লেখা থাকবে, তার পতন যখন হয়েছে, তার বিচারও এদেশেই হবে, ইনশাআল্লাহ।

মহাসড়কে উল্টো পথে মোটরসাইকেল চালাতে গিয়ে বাসের ধাক্কায় মাঝ সড়কে ছিটকে পড়েন এই মোটরসাইকেলচালক। বাসচালক গতি নিয়ন্ত্রণ করায়...
29/04/2025

মহাসড়কে উল্টো পথে মোটরসাইকেল চালাতে গিয়ে বাসের ধাক্কায় মাঝ সড়কে ছিটকে পড়েন এই মোটরসাইকেলচালক। বাসচালক গতি নিয়ন্ত্রণ করায় বেঁচে যান তিনি। পরে অন্যান্য যানবাহনের চালক ও সহকারীরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। গতকাল বেলা তিনটায় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কে।
ছবি: দীপু মালাকার

গণহ'ত্যাকারী খু'নি হাসিনার দা'লা'লি করা দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার রহমান মিজান, আগস্টের আগে সে পিএম (প্রধানমন্ত্রী) বি...
29/04/2025

গণহ'ত্যাকারী খু'নি হাসিনার দা'লা'লি করা দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার রহমান মিজান, আগস্টের আগে সে পিএম (প্রধানমন্ত্রী) বিটের রিপোর্টার ছিল।

গতকাল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পারভেজ হত্যার বিচারের দাবিতে মোমবাতি প্রজ্বলন আর বিক্ষোভ মিছিলের ডিউটি শেষ করে থানায় গ...
26/04/2025

গতকাল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পারভেজ হত্যার বিচারের দাবিতে মোমবাতি প্রজ্বলন আর বিক্ষোভ মিছিলের ডিউটি শেষ করে থানায় গিয়ে হাজতের সামনে দিয়ে যাওয়ার সময় হাজত থেকে একটা ছেলে বারবার করে ডাকছিল। হাজতের সামনে যেতেই জিজ্ঞেস করল 'তার পরিবারের কেউ এসেছে কিনা!'

আমি যেহেতু তাকে আগে কখনো দেখিনি মামলার এজাহারনামীয় আসামী হিসেবে নাম জানলেও মুখ দেখে তাকে চিনতে পারার কথা না। পরে তার দিকে তাকিয়ে বুঝলাম স্টুডেন্ট মানুষ এবং অনুমান করেই বললাম তুমি যেন কয় নাম্বার আসামী, - 'সে বললো স্যার এক নাম্বার আসামী কিন্তু আমি ছুরি মারিনি।' যদিও বেশিরভাগ অপরাধীরা এটাই বলে থাকে।

পুনরায় জিজ্ঞেস করল তার পরিবারের কাউকে দেখেছি কিনা! তার চোখ মুখে পরিবারকে দেখার কি যে আকাঙ্খা সেটা বলে বুঝাতে পারবনা। যাইহোক তদন্ত আর প্রচলিত বিচার ব্যবস্থায় তার শাস্তি নির্ধারণ হবে। কিন্তু অপরাধের পর এই যে হৃদয়ভরা কাকুতি এসব দিয়ে কি সে এখান থেকে বের হতে পারবে! পরিবারকে দেখার এই আকাঙ্খা কি কেন্দ্রীয় কারাগারের চার দেওয়ালে বসে আদৌ কোনদিন শেষ হবে! সে কিংবা তার পরিবার কি আর কোনদিন স্বাভাবিক জীবন-যাপন করতে পারবে?

স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ে এই যে ছোটখাট ব্যাপারে আমরা মাথা গরম করে ফেলি, সুকান্তের আঠারো ভেবে পদাঘাতে সব চূর্ণবিচূর্ণ করে ফেলতে চায়, পরিবারের কথা শুনতে চায়না, সিনিয়রদের মানতে চায়না, আইন আদালত মানতে চায়না, নিজে যা ভাবি তাই সঠিক মনে করি, আবেগের বশে এই সঠিক মনে করাটা কতটা ভয়াবহ হতে পারে তা পারভেজ হত্যা মামলার আসামীরা হাড়ে হাড়ে টের পাচ্ছে।

আজকে তাদের বন্ধু-বন্ধব কেউ পাশে নেই, তার সহপাঠী তথা পুরো বাংলাদেশ এখন তাদের দ্রুত বিচার প্রত্যাশা করছে। অপরাধবোধে ফাঁসিতে মরার আগে ভেতরে ভেতরে যে মরা আপনি আর আপনার পরিবার মরবে তার দায়ভার কে নিবে এখন! পারভেজের মত হাসিমাখা একটা ছেলের পরিবারের দায়িত্ব কে নিবে! নিজেকে আর নিজের পরিবারকে এমন কুৎসিতভাবে ধ্বংশ করে দেওয়ার জন্য কি আমাদের 'বাবা-মা' রা আমাদের জন্ম দিয়েছিলেন,আমাদের পেছনে এত শ্রম দিয়েছিলেন?

কপিঃ উপস্থিত পুলিশ অফিসার।

জুম্মার নামাজে ছোট ভাইদের আবদার রাখলাম
18/04/2025

জুম্মার নামাজে ছোট ভাইদের আবদার রাখলাম

‘আরে মিয়া থামেন থামেন, আগে কথা শোনেন। দলের বাহাদুরি আমাকে দেখাবেন না। দলের যে মালিক সেই পরিবারের বড় আত্মীয় আমি। রেস্তা স...
14/03/2025

‘আরে মিয়া থামেন থামেন, আগে কথা শোনেন। দলের বাহাদুরি আমাকে দেখাবেন না। দলের যে মালিক সেই পরিবারের বড় আত্মীয় আমি। রেস্তা সম্পর্ক কিছুই জানেন না, এখন শুনে রাখেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে শ্রদ্ধার বড় বোন ছিলেন মরহুমা ফাতেমা বেগম। তারই আদরের নাতি হলো আমার মেয়ে-জামাতা। সে হিসেবে শেখ হাসিনা আমার বেয়াইন। ’

বিক্ষুব্ধ ঠিকাদারদের হৈ-চৈ দুই হাতে থামিয়ে কথাগুলো বলছিলেন বহুল আলোচিত ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। বিগত ১৫ বছরে ব্যাপক দুর্নীতির কারণে তাকে ‘দুর্নীতির বরপুত্র’ও বলা হয়।

"২০ জুলাই (২০২৪) আমরা সরাসরি বিএনপির হাইকমান্ডের সাথে যোগাযোগ করেছিলাম। (বলেছিলাম,) খু'নের পর খু'ন হচ্ছে, আমরা বড় কিছু ভ...
10/02/2025

"২০ জুলাই (২০২৪) আমরা সরাসরি বিএনপির হাইকমান্ডের সাথে যোগাযোগ করেছিলাম। (বলেছিলাম,) খু'নের পর খু'ন হচ্ছে, আমরা বড় কিছু ভাবতেছি। (তখন) আমাদেরকে বলা হয়েছিল, আমরা এখনও শেখ হাসিনার পতন নিয়ে ভাবছি না।"
- ফেস দ্যা পিপলের সাথে সাক্ষাৎকারে জুলাই বিপ্লবের অন্যতম নায়ক সারজিস আলম

এভাবেই বিএনপির হাইকমান্ড তলে তলে আ.লীগের সাথে সমঝোতা করে চলতো। যার কারণে গত দেড় দশক ধরে বিএনপির হাজারো তৃণমূলের নেতাকর্মী গু'ম-খু'ন আর নি'র্যা'ত'নের শিকার হলেও এদের কিছুই হয়নি। এরা ছিল বহাল তবিয়তে। সেটা আমরা "মার্চ ফর ডেমোক্রেসি" এর সময়েও প্রমাণ পেয়েছিলাম। এদিকে চব্বিশের জুলাই মাসে এসে যখন ছাত্রনেতাদের ডাকে দেশবাসী রাস্তায় নেমে খু'নি হাসিনাকে দি'ল্লি পা'লি'য়ে যেতে বাধ্য করলো তখন বিএনপি নেতা ফখরুল-রিজভী থেকে শুরু করে বাকি নেতারাও বলা শুরু করলো এই আন্দোলনের মাস্টারমাইন্ড নাকি তারেক জিয়া।

(বত্ব, বিএনপির তৃণমূলের কর্মীদের অংশগ্রহণ ও ত্যাগ নিয়ে আমাদের কোন অভিযোগ নেই।)

Address

Dhaka

Telephone

+8801521106485

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahid On The Go posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahid On The Go:

Share