চাঁদের মতো বউ

চাঁদের মতো বউ ভালো 'তো, ভালো-না
এ মনের চোঁরা'বালি
চুঁই’চুঁই করে
শুধু তুই’তুই করে

ভুলের ঝড়ে হারিয়ে যাওয়া, ঐ পথ যদি ফিরে ডাকে, ক্লাঁন্ত এ মন আবার বেঁধে দিবো
ঐ পথেরই বাঁকে, স্মৃতির ঝরা পাতা পুঁড়িয়ে, নতুন সুরে যাবো হারিয়ে, মন যাবে দূরে সেই সুখের তীরে, ব্যাঁথা মুঁছে গিয়ে হবে সব রঙ্গিন।

_________বাপ্পী খান

তুমি কী মেঘ ?কী গাঢ় ,গভীর ,অথচ ছুতে গেলে নেই।তুমি কী জল ?কী স্বচ্ছ ,সহজ ,অথচ প্রলয় নিমিষেই !What kind of cloud are you?...
10/02/2025

তুমি কী মেঘ ?
কী গাঢ় ,গভীর ,
অথচ ছুতে গেলে নেই।
তুমি কী জল ?
কী স্বচ্ছ ,সহজ ,
অথচ প্রলয় নিমিষেই !

What kind of cloud are you?
How dark, deep,
Yet you can't touch it.
What kind of water are you?
How clear, simple
Yet the flood is in an instant!

28/11/2024

চোঁখকে নাহয় আঁটকে রাখি,
মনের সীমান্তে কাঁটাতার কই?
আমি ভীষন অমনোযোগী পাঠক,
তবু তুমি আমার একমাত্র বই!....

Keep your eyes closed,
Where is the barbed wire in the border of the mind?
I am an inattentive reader.
But you are my only book!....

আমার স্বামী বাসায় ফিরলেই আমার কোলে মাথা রাখে।🖤ইদানিং অনেক ব্যস্ত হয়ে গেছে। সারাদিন বাহিরে থাকার পর সন্ধ্যার পর যখন বাসায়...
12/06/2024

আমার স্বামী বাসায় ফিরলেই আমার কোলে মাথা রাখে।🖤

ইদানিং অনেক ব্যস্ত হয়ে গেছে। সারাদিন বাহিরে থাকার পর সন্ধ্যার পর যখন বাসায় আসে তখন একেবারে নেতিয়ে পড়ে।ফ্রেশ হয়ে কোলে মাথা রেখে বলে তুমি মাথায় হাত বুলিয়ে দাও আমি ঘুমায়।যখন আমি মাথায় হাত বুলিয়ে দিই তখন প্রতিদিন একই কথা বলবে "তোমার কাছে আসলে যে শান্তি লাগে এই শান্তি পৃথিবীর আর কোথায় ও লাগে না!❤️

When my husband comes home, he puts his head on my lap

It's been very busy lately. After being out all day, when he comes home in the evening, he falls down completely. After being refreshed, he puts his head on his lap and says, pat my head, I sleep. When I pat my head, he will say the same thing every day, "The peace that comes to you is the peace of this world and the rest of the world." Where does it take!❤️

চোখকে নাহয় আটকে রাখি,মনের সীমান্তে কাঁটাতার কই? আমি ভীষন অমনোযোগী পাঠক,তবু তুমি আমার একমাত্র বই!....Keep your eyes close...
12/06/2024

চোখকে নাহয় আটকে রাখি,
মনের সীমান্তে কাঁটাতার কই?
আমি ভীষন অমনোযোগী পাঠক,
তবু তুমি আমার একমাত্র বই!....

Keep your eyes closed,
Where is the barbed wire in the border of the mind?
I am an inattentive reader.
But you are my only book!....

আমার এক আকাশ পরিমান ভালোবাসাও যখন তোমার হৃদয় স্পর্শ করতে পারেনি, তাহলে প্রিয় মেনে নিলাম আমি কখনোই তোমাকে ভালোবাসিনি...💔...
12/06/2024

আমার এক আকাশ পরিমান ভালোবাসাও যখন তোমার হৃদয় স্পর্শ করতে পারেনি, তাহলে প্রিয় মেনে নিলাম আমি কখনোই তোমাকে ভালোবাসিনি...💔

When my sky-high love couldn't touch your heart, then dear accept I never loved you...💔

"ইগো দিয়ে কখনো সম্পর্ক হয় না!🌸 সম্পর্কে বেহায়া হতে হয়! ছ্যাঁ/চড়ামি করতে হয়! ইগো দেখিয়ে কথা বলা অফ করে দিলে সে সম্পর্ক খু...
12/06/2024

"ইগো দিয়ে কখনো সম্পর্ক হয় না!🌸
সম্পর্কে বেহায়া হতে হয়! ছ্যাঁ/চড়ামি করতে হয়! ইগো দেখিয়ে কথা বলা অফ করে দিলে সে সম্পর্ক খুব বেশিদিন টিকে না! টিকিয়ে রাখতে চাইলেও টিকিয়ে রাখা যায় না! কথা না বলতে বলতে অভ্যাস হয়ে যায়। সম্পর্ক, রাগ, অভিমান হবে আবার ঠিক হবে' কিন্তু কথা বলা অফ করবেন না! প্রচণ্ড রাগ, অভিমানের পরেও ছ্যাঁ/চড়ার মতো গিয়ে বলতে হবে, "ভালোবাসি"! 🖤

"Ego is never a relationship!🌸
Be cheeky about it! Have to climb! If you show ego and turn off the relationship, the relationship will not last long! Even if you want to keep it, you can't keep it! It becomes a habit not to speak. Relationship, anger, pride will be okay again' but do not turn off talking! Even after great anger, pride, you have to say, "I love you"! 🖤

কিছু মানুষ বাহানা করে ছেড়ে যায়,কিছু মানুষ চেষ্টা না করেই হেরে যায়।আর কিছু মানুষ _জীবন দিয়ে শেষ অবদি পাশে থেকে যায়।ভালোবা...
22/01/2024

কিছু মানুষ বাহানা করে ছেড়ে যায়,
কিছু মানুষ চেষ্টা না করেই হেরে যায়।

আর কিছু মানুষ _
জীবন দিয়ে শেষ অবদি পাশে থেকে যায়।

ভালোবাসা সুন্দর।
মানুষ এর সত্যিকার ভালোবাসা ভীষণ সুন্দর।
শুধু সঠিকটা যাচাই করে নিতে পারলেই ব্যাস জীবন সুন্দর।

Some people leave with excuses,
Some people fail without even trying.
and some people
Stays with life until the end.

love is beautiful
The true love of people is very beautiful.
Life is beautiful only if you can verify what is right.

আমারে হারায় ফেললে শুধু আমারেই হারাবা না,একজোড়া প্রার্থনার হাত হারাবা ;সাথে এক বুক ভালোবাসাও হারাবা!If you lose me, you w...
22/01/2024

আমারে হারায় ফেললে শুধু আমারেই হারাবা না,
একজোড়া প্রার্থনার হাত হারাবা ;
সাথে এক বুক ভালোবাসাও হারাবা!

If you lose me, you will not only lose me,
Lose a pair of praying hands;
Lose a heart with love!

স্ত্রীর জন্য স্বামীর বাড়ির পরিবেশ এমন হওয়া উচিত যে সে তার বাবার বাড়িতেই যেতে চাইবে না। যাবে না, তা না। অবশ্যই যাবে। কিন্...
22/01/2024

স্ত্রীর জন্য স্বামীর বাড়ির পরিবেশ এমন হওয়া উচিত যে সে তার বাবার বাড়িতেই যেতে চাইবে না।

যাবে না, তা না। অবশ্যই যাবে। কিন্তু জলদি ফিরে আসার জন্য সে নিজেই উদগ্রীব থাকবে।

কিন্তু যদি এমন হয়, বাবার বাড়িতে গিয়ে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাহলে ব্যাপারটা খুব প্যাথেটিক। প্যাথেটিক এই সেন্সে যে তাকে আজীবন ঐ স্বামীর সংসার করতে হবে। ঐ বাড়িতেই থাকতে হবে।

The environment of the husband's house for the wife should be such that she does not want to go to her father's house.

Can't go, no. Of course will go. But he himself would be eager to return soon.

But if that's the case, he breathes a sigh of relief when he goes to his father's house. Then it is very pathetic. Pathetic in the sense that she has to live with that husband forever. Must stay in that house.

ব্যা'ডা মানুষ কাঁন্দাবেই। SO কাঁন্নতেই যদি হয় এটলিস্ট রিচ আর হ্যান্ডসাম ..কোনো ব্যা'ডার জন্যই কাঁন্দা ভালো।দিনশেষে যাতে ...
22/01/2024

ব্যা'ডা মানুষ কাঁন্দাবেই। SO কাঁন্নতেই যদি হয় এটলিস্ট রিচ আর হ্যান্ডসাম ..
কোনো ব্যা'ডার জন্যই কাঁন্দা ভালো।
দিনশেষে যাতে মানুষজন শরম দিয়ে …
বলতে না পারে, “এই ব্যাডার জন্য কাঁনতেছস?
_______সিরিয়াসলি?"🙂

Bad people cry. SO Kannatei if the athlete is rich and handsome..
Crying is good for any sorrow.
At the end of the day so that people with shame...
Can't say, “Are you crying for this bad?
_______Seriously?”🙂

19/01/2024

দাম্পত্য জীবনের অসাধারন লুকোচুরি😇

Amazing sneak peek of married life😇

সব কিছু মনের মতো মেলে না, মানিয়ে নিতে হয়।মেনে নিলে ঠিক একসময় সুখ ফিরে আসবে!Everything does not match as you like, you ha...
31/12/2023

সব কিছু মনের মতো মেলে না, মানিয়ে নিতে হয়।মেনে নিলে ঠিক একসময় সুখ ফিরে আসবে!

Everything does not match as you like, you have to adapt. If you accept it, happiness will return at some point!

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when চাঁদের মতো বউ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চাঁদের মতো বউ:

Share

Category