রাজপথ

রাজপথ If you’ve never ridden a motorcycle, you’ve never experienced freedom.

Bangladesh won the match by 6 wickets. #রাজপথ
07/10/2023

Bangladesh won the match by 6 wickets.

#রাজপথ

অকটেনের বর্তমান দাম
04/10/2023

অকটেনের বর্তমান দাম

বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশের ১৫ জনের চূড়ান্ত দল। কেমন হলো বিশ্বকাপ দলটি? Miss you
26/09/2023

বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশের ১৫ জনের চূড়ান্ত দল। কেমন হলো বিশ্বকাপ দলটি?

Miss you

মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলের ধাক্কায়নারী সাংবাদিক নিহতের ঘটনায় প্রধান আসামী গাজীপুর থেকে গ্রেফতার............
21/09/2023

মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলের ধাক্কায়
নারী সাংবাদিক নিহতের ঘটনায় প্রধান আসামী গাজীপুর থেকে গ্রেফতার................................................

গতকাল মোটরসাইকেলের ধাক্কায় একজন নারী সাংবাদিক নিহতের ঘটনা ঘটে। পরবর্তীতে নিহতের মেয়ে তানজিলা আক্তার মীম(১৯) এর অভিযোগের প্রেক্ষিতে সড়ক পরিবহন আইনে অজ্ঞাতনামা মোটরসাইকেল চালকের নামে একটি মামলা রুজু করা হয়। মামলা নং- ৩১, তারিখ -২০/৯/২৩ ইং। জনাব মোঃ ফয়েজ আহমেদ পুলিশ সুপার নেত্রকোণা মহোদয় উক্ত মামলার জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের নির্দেশ প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে আসামী সনাক্তের চেষ্টা ও গ্রেফতারে মাঠে নামে নেত্রকোণা মডেল থানার একটি চৌকস টীম।তথ্য প্রযুক্তির সহায়তায় সনাক্ত করা হয় আসামিকে।
অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই ফরিদ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অদ্য ২১/৯/২৩ খ্রিষ্টাব্দ ভোর ৬.০০ ঘটিকায় উক্ত ঘটনায় জড়িত মোঃ জাবির মিয়া@ জাভেদ (৩৫), পিতা- মৃত আব্দুল খালেক তালুকদার, সাং- নাড়িয়াপাড়া, এপি- রাজুর বাজার, থানা ও জেলা- নেত্রকোণাকে গাজীপুর জেলার শ্রীপুর থানার সালনা এলাকা থেকে গ্রেফতার করেন।

20/09/2023

নেত্রকোনায় চোরাচালানে ব্যবহৃত গাড়ির চাপায় গণমাধ্যমকর্মীর মৃত্যু। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। 😭

ডাইভারের মুখ থেকে শুনুন বিস্তারিত....... 😭

19/09/2023

মানুষ সব সময় এক থাকে না! মানুষ শিখে,মানুষ শিক্ষা পায়,অতঃপর বদলায়।
কথাগুলো সত্যিই প্রত্যেকটি মানুষের মনের কথা।

এমনই হওয়া উচিত বিশ্বকাপের স্কোয়াড... 😍😍১। তামিম ইকবাল ২। লিটন দাস ৩। নাজমুল শান্ত ৪। সাকিব আল হাসান ৫। মুশফিকুর রহিম৬। হ...
08/09/2023

এমনই হওয়া উচিত বিশ্বকাপের স্কোয়াড... 😍😍
১। তামিম ইকবাল
২। লিটন দাস
৩। নাজমুল শান্ত
৪। সাকিব আল হাসান
৫। মুশফিকুর রহিম
৬। হৃদয়/রিয়াদ
৭। মোসা/সৌম্য
৮। মিরাজ
৯। তাসকিন
১০। হাসান
১১। শরিফুল/ফিজ
😍😍
এতো এক্সপেরিমেন্ট না করে এই ১৫ জন নিয়ে বিশ্বকাপে যাওয়া উচিত। সৌম্যকে চাইলে পেস সহায়ক পিচে সাতে খেলানো যাবে ৩/৪ ওভার হাত ঘুরানোর জন্য। তাকে নিলে আর ব্যাকাপ ওপেনার লাগবেনা। স্পিন সহায়ক পিচে সাতে মোসাদ্দেক সেরা অপশন। ছয়ে হৃদয়ের বিকল্প হিসেবে রিয়াদ থাকবেন। সিনিয়র বলে খেলাতেই হবে, এসব চিন্তা বাদ দিয়ে স্কোয়াডে রাখা উচিত। আফিফকে দল থেকে বাদ দেওয়া উচিত, শামীমকে এই মুহূর্তে ওয়ানডের জন্য পারফেক্ট মনে হচ্ছে না...

অনেক অপেক্ষার পর অবশেষে ৩৫০ সিসি পর্যন্ত অনুমোদন পেয়েই গেলো বাংলাদেশ। Big news for a        #রাজপথ
07/09/2023

অনেক অপেক্ষার পর অবশেষে ৩৫০ সিসি পর্যন্ত অনুমোদন পেয়েই গেলো বাংলাদেশ। Big news for a

#রাজপথ

আসুন একটা গেম খেলা যাক, পুরস্কার হিসেবে সেরা ৫ জনের জন্য থাকবে  Riding Gloves, windbreaker, T-shirt, Sticker এছাড়াও জিতে...
07/09/2023

আসুন একটা গেম খেলা যাক, পুরস্কার হিসেবে সেরা ৫ জনের জন্য থাকবে Riding Gloves, windbreaker, T-shirt, Sticker এছাড়াও জিতে নিন রাজপথের আকর্ষণীয় স্টিকার।

আর দেড়ি কেন!
ইনভাইট করুন আপনার ফ্রেন্ডলিষ্ট এর সকল বন্ধুদের এবং স্ক্রীনশট দিন এই পোষ্টের কমেন্ট বক্সে।
আগামী ১০/১০ ২০২৩ এর মধ্যে ১0k ফলোয়ার হলেই হলে অংশগ্রহণকারীদের মধ্যে সবথেকে বেশি ইনভাইটদাতা মধ্যে বেছে নেয়া হবে ৫ জন বিজয়ী এবং তারা পাবে আকর্ষনীয় পুরস্কারের পাশাপাশি রাজপথের স্টিকার।

নিয়মাবলী : কমেন্টে একটি সুন্দর ক্যাপশন অবশ্যই দিতে হবে সাথে,
#রাজপথ
* রাজপথের পেইজটি অবশ্যই ফলো দিতে হবে।
* এই পোস্ট টি শেয়ার দিতে হবে পাবলিক করে।
* Youtube Subscribe করতে হবে: https://www.youtube.com/

সবাইকে ধন্যবাদ 😍

উন্নয়নের সুফল সবার পাওয়া উচিৎ 😭
05/09/2023

উন্নয়নের সুফল সবার পাওয়া উচিৎ 😭

04/09/2023

এই রাস্তায় উল্টো পথের ভোগান্তি আর কত?
প্রায় প্রতিদিন এভাবে উল্টো পথে বাইক আসে আর দূর পাল্লার বাস মাঝ ফ্লাইওভারে থামিয়ে উল্টোপথে যাত্রীদের জিতে বাধ্য করছে।

কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সবাই শেয়ার করে ছড়িয়ে দিন যেন প্রশাসনের নজরে আসে।
আর যারা আমার পেইজটি এখনো ফলোও করেননি তারা ফলো করে পাশে থাকবেন।

বিশেষ সতর্কতামূলক পোস্ট ⚠️যারা বিমানবন্দর থেকে জসিমউদ্দিন মুখী ফ্লাইওভার ব্যবহার করছেন, একটু সাবধানে চালাবেন। ল্যাম্প পো...
04/09/2023

বিশেষ সতর্কতামূলক পোস্ট ⚠️

যারা বিমানবন্দর থেকে জসিমউদ্দিন মুখী ফ্লাইওভার ব্যবহার করছেন, একটু সাবধানে চালাবেন। ল্যাম্প পোস্টের রড বাহিরের দিকে ঝুলে আছে রাতে বারি লেগে পরে গেছিলাম, রাস্তার কার্পেটিং ভাঙা এবং এর নিচে থাকা ফ্লাইওভারের সলিং আর পাটাতন নড়বড়ে হয়ে আছে।
বাইকার ভাইয়েরা বিশেষভাবে সাবধানে রাইড করবেন, স্পীড নিয়ন্ত্রনে রেখে চালাবেন। উপরের এই ফ্লাইওভার ব্যবহার না করা ভালো হবে।

Collected from BikeBD

People of Dhaka, are you ready? Airport to Farmgate just in 12 minutes, Dhaka Elevated Expressway!!🖤▪️Unfortunate as a b...
02/09/2023

People of Dhaka, are you ready?

Airport to Farmgate just in 12 minutes, Dhaka Elevated Expressway!!🖤

▪️Unfortunate as a biker 😭

Photo collected.

26/08/2023

আসসালামু আলাইকুম।
ব্রেক ইন পিরিয়ড! অনেক গুরুত্বপূর্ণ টপিক। নতুন বাইক কিনেই সবার আগে যে বিষয়টি মাথায় আসে। ব্রেক ইন পিরিয়ড নিয়ে সবার মাঝে অনেক কৌতূহল রয়েছে, এমনকি অনেকের মাঝে কিছু ভুল ধারণাও রয়েছে। আজ আমি ব্রেক ইন পিরিয়ড এর বেপারে যত ভুল ধারণা আছে সব দূর করে দেব। এই ভিডিও দেখার পর ব্রেক ইন পিরিয়ড নিয়ে আর কোনো ভিডিও বা কন্টেন্ট আপনাকে দেখতে হবে না।

Break-in period! After watching this video you don't need to watch any more videos or content about the break-in period.

Suzuki Gixxer Sf Fi Abs V4 এই বাইকটি সম্পর্কে কোন কিছু জানার থাকলে comment এ জানান।ধন্যবাদ
25/08/2023

Suzuki Gixxer Sf Fi Abs V4 এই বাইকটি সম্পর্কে কোন কিছু জানার থাকলে comment এ জানান।

ধন্যবাদ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে ফার্মগেট অংশ আগামী ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্ভোদন এর মাদ্ধমে চালু হতে যাচ্ছে...
21/08/2023

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে ফার্মগেট অংশ আগামী ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্ভোদন এর মাদ্ধমে চালু হতে যাচ্ছে। বর্তমান প্রকল্পে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণ কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশ যান চলাচলের জন্য প্রস্তুত হয়েছে। এ অংশের মেইন লাইনের দৈর্ঘ্য ১১.৫ কিমি এবং র‍্যাম্পের দৈর্ঘ্য ১১.০ কিমি। র‍্যাম্পসহ মোট দৈর্ঘ্য ২২.৫ কিমি। এ অংশে ওঠানামার জন্য মোট ১৫টি র‍্যাম্প (এয়ারপোর্ট-২, কুড়িল-৩, বনানী-৪, মহাখালী-৩, বিজয়সরণি-২ ও ফার্মগেট-১) রয়েছে। এর মধ্যে ১৩টি র‍্যাম্প যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

20/08/2023

এদের কে থামাবে? পুলিশ এসে সমাধান দিলো
চেরাগ আলী থেকে আজমপুর ফ্লাইওভার এর যত অনিয়ম। মোটরসাইকেল, রিকশা, বাস উল্টো পথে রেগুলার যাচ্ছে। এর জন্য প্রায়ই দুর্ঘটনা হচ্ছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
#উল্টোপথে

For better resolution Youtube: https://youtu.be/Vy67nAXBHAI

নতুন বাইক কিনে যে ভুলটা কখনোই করবেন না  বর্তমান সময়ে আমরা সবাই জানি বাইকের ব্রেক ইন পিরিয়ড বলে একটা জিনিস থাকেন , আর সম...
16/08/2023

নতুন বাইক কিনে যে ভুলটা কখনোই করবেন না


বর্তমান সময়ে আমরা সবাই জানি বাইকের ব্রেক ইন পিরিয়ড বলে একটা জিনিস থাকেন , আর সময়টাতে একটা নতুন বাইক অনেক কিছু মেইনটেইন করে চালাতে হয়। আর আপনি আপনার বাইকের ব্রেক ইন পিরিয়ড যত ভালোভাবে মেইনটেইন করবেন আপনি আগামীর দিনগুলোতে আপনার বাইক থেকে তত ভালো ফিডব্যাক পাবেন।

একটা বাইক যখন সম্পূর্ণ নতুন থাকে তখন বাইকের মাইলেজ একেবারে কম থাকে। আর নতুন বাইক কিনে মাইলেজ কম পাওয়ার অনেকেই যে ভুলটা করেন সেটা হচ্ছে , এলাকার লোকাল কোন গ্যারেজে বাইকটা নিয়ে যান এবং নিয়ে গিয়ে বাইকের কার্বুরেটর টিউনিং করান। অনেকেই এই কাজটি করিয়ে বাইকের তেল সাপ্লাই কমিয়ে নেন এই চিন্তা করে যাতে বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া যায়।

আর এই ভুলটা আপনাকে সারাজীবন ভোগাবে যতোদিন আপনি বাইকটা ব্যবহার করবেন। তাহলে এখন করনীয় কি ? আপনি একটা বাইক নতুন কেনার পর বাইকটা ব্রেক ইন পিরিয়ড মেনে কমপক্ষে দুই থেকে তিন হাজার কি.মি আগে চালান এবং নিয়মিত বাইকটা সার্ভিস করুন। আপনি যদি এভাবে করতে থাকেন তাহলে দেখতে পাবেন আপনি একটা নিদিষ্ট সময় পর আপনার বাইক থেকে প্রকৃত মাইলেজ পাবেন। কিন্তু আপনি যদি শুরুতেই আপনার বাইককে এডজাস্ট হওয়ার সুযোগ না দিয়ে উক্ত ভুলটা করেন তাহলে আগামীর দিনগুলোতে আপনার বাইকের মাইলেজের উপর এটি অনেক বাজে একটা প্রভাব ফেলবে।

তাই নতুন বাইক কিনে মাইলেজ কম পেলে কেউ শুরুতেও কেউ এলাকার লোকাল গ্যারেজে যাবেন না বাইকের তেল কমিয়ে নিতে। নিজের বাইক সম্পর্কে জানুন এবং সব সময় নিজের প্রিয় বাইকটির যত্ন নিন।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when রাজপথ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাজপথ:

Share