28/06/2025
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের মহাসমাবেশে অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও কমপক্ষে ২০ জন হয়েছেন। যশোর থেকে ছেড়ে যাওয়া নেতাকর্মীদের বহন করা একটি বাস শুক্রবার রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন যশোরের নেতাকর্মীরা।
নিহতরা হলেন, যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদহ গ্রামের মৃত ইনসান আলীর ছেলে গ্রাম ডাক্তার জালাল (৬৫), একই গ্রামের বাপ্পি হোসেনের ছেলে ওই বাসের হেলপার আসিফ (৩২), মধুগ্রামের বজলুর রহমানের ছেলে জিল্লুর রহমান (৬৫), আব্দুল হালিম (৫৫) ও ঘুরুলিয়া গ্রামের মাওলানা মোস্তফা (৫৫)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, যশোর থেকে ঢাকাগামী নাইটকোচটি হাসাড়া সেতুর কাছে চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাক দুটোই নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে আঘাত হানে। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান।
এদিকে, শরিবার বিকেলেই পাগলাদহ গ্রামে ডাক্তার জালাল ও আসিফের মরদেহ পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। পাগলাদাহ পূর্বপাড়া জামে মসজিদে নামাজে যানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ঘটনার পর এক শোক বার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম বলেন, মহাসমাবেশে অংশ নিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় আমাদের কয়েকজন সঙ্গী শাহাদাত বরণ করেছেন। এটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, শহীদদের রক্ত বৃথা যাবে না। এই আত্মত্যাগ আমাদের আন্দোলন আরও বেগবান করবে। আমরা তাদের পরিবারের পাশে আছি এবং সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করবো।
অপর দিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই স্ট্যাটাস দেন।
জামায়াত আমির লিখেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে আসা যশোরের একটি বাস মাওয়া এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনায় মহান আল্লাহর চারজন বান্দা ইন্তেকাল করেছেন। তিনি আরও লিখেছেন, মহান রাব্বুল আলামিন তাদের শহীদ হিসেবে কবুল করুন। আরও কতিপয় ব্যক্তি আহত হয়েছেন। সবশেষে ডাক্তার শফিকুর রহমান লিখেছেন, মহান আল্লাহ তাদেরও সুস্থতার নিয়ামত দান করুন। আমিন।