তথ্যবিন্দু ইনসাইট

তথ্যবিন্দু ইনসাইট TotthoBindu Insight,
Infography
BioGraphy
Technology
Tutorials Daily Update Page, News
https://www.facebook.com/pg/samosamoyek
(1)

12/07/2025

ইস পাথর টা বুকে যখন ফেল্লো কিভাবে বুকটা চ্যাপ্টা হয়ে গেছিল😭

11/07/2025

একটা মানুষকে প্রাগৈতিহাসিক নিষ্ঠুরতায় যখন এত সময় নিয়ে হ*ত্যা করা হয়, তখন কর্তৃপক্ষ কোথায় অবস্থান করে? মব কিলিং স্টপ করার জন্য কেনো কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে না? মগের মুল্লুক কি কেয়ামত পর্যন্ত চলতে থাকবে এই দেশে?

ধামরাইয়ে হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা। ধামরাইয়ে বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর কনে...
04/07/2025

ধামরাইয়ে হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা।

ধামরাইয়ে বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর কনের
ডান্স করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে পাত্রের এলাকায়। এতে ক্ষুব্ধ হয়ে পাত্রের বাবা বিয়ে ভেঙ্গে দিলে পাত্রের বাবাকে কল করে মামলার হুমকি দিয়েছেন কনের বাবা।

এ সংক্রান্ত একটি কল রেকর্ড আমাদের কাছে এসেছে। মেয়ের বাবার মামলার হুমকির জবাবে ছেলের বাবা বলেন, "আমাকে ফাঁসিতে ঝুলালেও এমন যাত্রাপালার মেয়ে আমার বাড়িতে উঠাবো না। দরকার হলে আপনার সব খরচপাতি আমি দিয়ে দেব, তবু বিয়ে হবে না।"

এসময় দুজনেই উত্তপ্ত বাক্য বিনিময় করেন।

এ বিষয়ে জানতে পাত্রের মুঠোফোনে কল করলে তিনি জানান, "কলেজ পড়ুয়া এক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আমাদের বিয়ের তারিখ ছিল। কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে আমার বাবা বিয়ে ভেঙ্গে দিয়েছেন। বাবাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি কিছুতেই এই বিয়ে হতে দেবেন না।"

বিয়ে ভেঙ্গে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে পাত্রের এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, কনে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করে ওই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে হবু বউ দৃষ্টিকটু অঙ্গভঙ্গিতে নেচেছিল। ওই নাচের ভিডিওটি আমাদের গ্রামের অধিকাংশ মানুষই দেখেছে। এমনকি ছেলের বাবাকেও অনেকে নাচের ভিডিওটি দেখিয়ে তার হবু পুত্র বধূ বলে তিরস্কার করেছে। যে কারণে ছেলের বাবা হাজী সাহেব এখন ওই মেয়েকে পুত্রবধূ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

এ বিষয়ে কনের বাবা কথা বলতে রাজি হয়নি। তিনি সংবাদটি প্রকাশ না করার অনুরোধ করার কারণে সংশ্লিষ্ট সকলের পরিচয় গোপন রাখা হয়েছে।

সংগৃহীত

29/06/2025

কুমিল্লা মুরাদ নগর
ধর্ষণের পর সাহায্যের বদলে নারীকে উলঙ্গ করে মারধর ও ভিডিও করে স্থানীয়রা
নিন্দা জানায়

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের মহাসমাবেশ...
28/06/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের মহাসমাবেশে অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও কমপক্ষে ২০ জন হয়েছেন। যশোর থেকে ছেড়ে যাওয়া নেতাকর্মীদের বহন করা একটি বাস শুক্রবার রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন যশোরের নেতাকর্মীরা।
নিহতরা হলেন, যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদহ গ্রামের মৃত ইনসান আলীর ছেলে গ্রাম ডাক্তার জালাল (৬৫), একই গ্রামের বাপ্পি হোসেনের ছেলে ওই বাসের হেলপার আসিফ (৩২), মধুগ্রামের বজলুর রহমানের ছেলে জিল্লুর রহমান (৬৫), আব্দুল হালিম (৫৫) ও ঘুরুলিয়া গ্রামের মাওলানা মোস্তফা (৫৫)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, যশোর থেকে ঢাকাগামী নাইটকোচটি হাসাড়া সেতুর কাছে চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাক দুটোই নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে আঘাত হানে। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান।
এদিকে, শরিবার বিকেলেই পাগলাদহ গ্রামে ডাক্তার জালাল ও আসিফের মরদেহ পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। পাগলাদাহ পূর্বপাড়া জামে মসজিদে নামাজে যানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ঘটনার পর এক শোক বার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম বলেন, মহাসমাবেশে অংশ নিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় আমাদের কয়েকজন সঙ্গী শাহাদাত বরণ করেছেন। এটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, শহীদদের রক্ত বৃথা যাবে না। এই আত্মত্যাগ আমাদের আন্দোলন আরও বেগবান করবে। আমরা তাদের পরিবারের পাশে আছি এবং সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করবো।
অপর দিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই স্ট্যাটাস দেন।

জামায়াত আমির লিখেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে আসা যশোরের একটি বাস মাওয়া এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনায় মহান আল্লাহর চারজন বান্দা ইন্তেকাল করেছেন। তিনি আরও লিখেছেন, মহান রাব্বুল আলামিন তাদের শহীদ হিসেবে কবুল করুন। আরও কতিপয় ব্যক্তি আহত হয়েছেন। সবশেষে ডাক্তার শফিকুর রহমান লিখেছেন, মহান আল্লাহ তাদেরও সুস্থতার নিয়ামত দান করুন। আমিন।

27/06/2025

শুক্রবারের একটু বিনোদন এই আর কি।

27/06/2025
মা স্ট্রো-ক করেছে..দেড় ঘন্টা পরে কেন্দ্রে এসে পরীক্ষা দিতে পারলেন না মেয়ে 🙂 দেরি করে আসাতে পরীক্ষার কেন্দ্রে এলাউ করা ...
26/06/2025

মা স্ট্রো-ক করেছে..দেড় ঘন্টা পরে কেন্দ্রে এসে পরীক্ষা দিতে পারলেন না মেয়ে 🙂 দেরি করে আসাতে পরীক্ষার কেন্দ্রে এলাউ করা হয়নি। এমন একটা ঘটনা দেখলাম আজকে

আমার মনে হয় যে কিছু কিছু ইভেন্ট যেমন বাবা মা মারা যাওয়া , কিংবা হঠাৎ সিরিয়াস অসুস্থ হয়ে যাওয়া।

এমন ঘটনায় কবলিত ছাত্র ছাত্রীদের জন্য পরীক্ষার নিয়মে কিছু পরিবর্তন আনা অনেক জরুরী।

এই বিষয় গুলো মানবিক ভাবে দেখে তথ্য প্রমাণের ভিত্তিতে নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া উচিৎ এডুকেশন বোর্ডের।

পাশাপাশি প্রশ্ন পত্র ও পরিবর্তন করে দিলে আর কোন জটিলতা সমস্যা থাকবে না।

আমরা মানুষ বিপদ আমাদের যে কারোই হতে পারে আল্লাহ কখন কি তকদিরে লিখে রেখেছেন ঠিক নেই।

তাই আমার কাছে ব্যাক্তিগত ভাবে মনে হয় এই বিষয় গুলো নিয়ে শিক্ষা গবেষকরা চিন্তা করা উচিৎ।

পাশাপাশি দ্রুত নতুন একটি নিয়ম চালু করা উচিৎ বিষয় গুলো নিয়ে।

সংগৃহীত

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when তথ্যবিন্দু ইনসাইট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তথ্যবিন্দু ইনসাইট:

Share