03/07/2024
বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন অনেক উপজাতি রয়েছে, যারা তাঁদের অদ্ভুত আচার-আচরণ, জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের কারণে আলোচনায় থাকে। এমনই এক উপজাতি আফ্রিকার মুরসি জাতি । এদেরকে বিশ্ব চেনে মানুষখেকো উপজাতি হিসেবে । অনধিকার প্রবেশ করলে মৃত্যুই একমাত্র শাস্তি । কারণ ইথিওপিয়া এই অঞ্চলটি সবচেয়ে যোগাযোগহীন একটি স্থলভাগ । যেখানে সভ্যতার প্রবেশ নিষেধ । ওমো ও মাগো নদীর মাঝের জায়গায় এই মুরসি উপজাতি বসবাস করে থাকে । পাহাড় ও জঙ্গল ঘেরা এই জায়গায় ১০ হাজার মুরসি উপজাতির মানুষের বাস এখানে । প্রধানত দুটি কারণে এরা বিখ্যাত । প্রথমত এদের হিংস্রতা । আর দ্বিতীয়টি অবশ্যই মহিলাদের নীচের ঠোঁটের মাটি বা কাঠের তৈরি প্রবর্ধক । ইথিওপিয়ার মুর্সি উপজাতির ভয়ংকর একটি প্রথা, আফ্রিকার মুরসি উপজাতি ও সাউথ আফ্রিকার কালচার ।
tribal people lifestyle in bangla | মুরসি সম্পর্কে জানলে অবাক হবেন | mursi tribe history in banglaবিশ্বের বিভিন্ন প্রান্তে এমন অনেক উপজাতি রয়েছে, যারা তা...