
24/07/2025
"দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন পাইলট তৌকিরের স্ত্রী – হৃদয়ছোঁয়া বক্তব্যে বললেন, 'আপনারা ক্ষমা করলে হয়তো সে শান্তি পাবে'"
মাত্র ছয় মাস আগে নতুন জীবনের পথে যাত্রা শুরু করেছিলেন পাইলট তৌকির আহমেদ ও তার স্ত্রী। সংসার জীবনের স্বপ্ন আর ভবিষ্যতের নানা পরিকল্পনা—সবই ছিল তাদের চোখে-মুখে। কিন্তু নিয়তির নির্মম খেলায় এক মর্মান্তিক দু'র্ঘ'ট'নায় চিরতরে থেমে গেল তৌকিরের জীবন।
স্বামীর মৃ'ত্যু'তে শোকাহত তৌকিরের নববিবাহিতা স্ত্রী দেশের মানুষের কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চেয়েছেন। তার আবেগঘন বক্তব্যে উঠে এসেছে এক তরুণ স্ত্রীর হৃদয়বিদারক অভিব্যক্তি—
"আমাদের বিয়ের মাত্র ছয় মাস হয়েছে। সংসার কী, সেটাই বুঝে ওঠার আগেই সে চলে গেল। আমি তাকে ক্ষমা করে দিয়েছি… যদি আপনারাও তাকে ক্ষমা করেন, তাহলে হয়তো সে শান্তিতে থাকতে পারবে।"
দেশের আকাশকে নিরাপদ রাখার দায়িত্বে থাকা এক সাহসী পাইলটের এই বিদায় আমাদের সকলকে নাড়া দিয়েছে। স্ত্রী তাঁর স্বামীর পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে যে মহানুভবতার উদাহরণ দিয়েছেন, তা গভীরভাবে স্পর্শ করেছে কোটি মানুষের হৃদয়।
© Amar Tv