Amar Tv

Amar Tv সৃষ্টিশীল বিনোদনের সাথে
(1)

"দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন পাইলট তৌকিরের স্ত্রী – হৃদয়ছোঁয়া বক্তব্যে বললেন, 'আপনারা ক্ষমা করলে হয়তো সে শান্তি পাবে'"মাত...
24/07/2025

"দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন পাইলট তৌকিরের স্ত্রী – হৃদয়ছোঁয়া বক্তব্যে বললেন, 'আপনারা ক্ষমা করলে হয়তো সে শান্তি পাবে'"

মাত্র ছয় মাস আগে নতুন জীবনের পথে যাত্রা শুরু করেছিলেন পাইলট তৌকির আহমেদ ও তার স্ত্রী। সংসার জীবনের স্বপ্ন আর ভবিষ্যতের নানা পরিকল্পনা—সবই ছিল তাদের চোখে-মুখে। কিন্তু নিয়তির নির্মম খেলায় এক মর্মান্তিক দু'র্ঘ'ট'নায় চিরতরে থেমে গেল তৌকিরের জীবন।

স্বামীর মৃ'ত্যু'তে শোকাহত তৌকিরের নববিবাহিতা স্ত্রী দেশের মানুষের কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চেয়েছেন। তার আবেগঘন বক্তব্যে উঠে এসেছে এক তরুণ স্ত্রীর হৃদয়বিদারক অভিব্যক্তি—

"আমাদের বিয়ের মাত্র ছয় মাস হয়েছে। সংসার কী, সেটাই বুঝে ওঠার আগেই সে চলে গেল। আমি তাকে ক্ষমা করে দিয়েছি… যদি আপনারাও তাকে ক্ষমা করেন, তাহলে হয়তো সে শান্তিতে থাকতে পারবে।"

দেশের আকাশকে নিরাপদ রাখার দায়িত্বে থাকা এক সাহসী পাইলটের এই বিদায় আমাদের সকলকে নাড়া দিয়েছে। স্ত্রী তাঁর স্বামীর পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে যে মহানুভবতার উদাহরণ দিয়েছেন, তা গভীরভাবে স্পর্শ করেছে কোটি মানুষের হৃদয়।

© Amar Tv

‘মেয়ের পর ছেলেও চলে গেলো, আমি এখন কী নিয়ে বাঁ'চ'বো’‘গতকাল রাতেও আমার ছেলেকে রক্ত দেওয়া হয়। ডাক্তাররা বলছিল জানাবে। কিন্ত...
23/07/2025

‘মেয়ের পর ছেলেও চলে গেলো, আমি এখন কী নিয়ে বাঁ'চ'বো’

‘গতকাল রাতেও আমার ছেলেকে রক্ত দেওয়া হয়। ডাক্তাররা বলছিল জানাবে। কিন্তু জানিয়েছে ছেলে মা'রা গেছে...। আমার মেয়েটা একদিন আগে চলে গেলো। এর পরদিন রাতে ছেলেও চলে গেলো। এখন আমি কী নিয়ে বাঁচবো?’

কথাগুলো বুকে পাথর চেপে বলছিলেন বিমান বি'ধ্ব'স্তের ঘটনায় নি'হ'ত নাজিয়া-নাফির মা। বারবার গলা আ'ট'কে আসছিল, হারিয়ে ফেলছিলেন কথা বলার শক্তি। একদিনের ব্যবধানে দুই আদরের ধনকে হারানোর বেদনার কোনো মাপকাঠি হয় না।

"ভয় পেও না, সামনে দৌড়াও... আমি পিছনে আছি।"২০ জন ছাত্র-ছাত্রীকে মৃ/ত্যু'র মুখ থেকে উ'দ্ধা'র করার পর, অবশেষে নিজেই শ'হীদ হ...
22/07/2025

"ভয় পেও না, সামনে দৌড়াও... আমি পিছনে আছি।"
২০ জন ছাত্র-ছাত্রীকে মৃ/ত্যু'র মুখ থেকে উ'দ্ধা'র করার পর, অবশেষে নিজেই শ'হীদ হলেন এক সাহসী শিক্ষক।
তিনি শুধু প্রা'ণ দিলেন না—গড়ে গেলেন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
সমাজে শিক্ষকতার মর্যাদাকে তুলে ধরলেন শ্রদ্ধার সর্বোচ্চ শিখরে।
হে মহান আল্লাহ, এই শিক্ষকসহ সব নিহতকে জান্নাতুল ফেরদাউস দান করুন,
আর আহতদের দ্রুত আরোগ্য দান করুন। (আমীন)

"ভাই থাকতে তোর কিছু হয় ক?"২১ জুলাই, উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে বিমান দু/র্ঘ'ট'নার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তেই ছুটে...
22/07/2025

"ভাই থাকতে তোর কিছু হয় ক?"

২১ জুলাই, উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে বিমান দু/র্ঘ'ট'নার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তেই ছুটে যান হাজারো মানুষ। আ'ত'ঙ্কে কাঁপছিল পুরো এলাকা, শিক্ষার্থীরা আ'ট'কা পড়েছিল ভবনের ভেতরে।

একজন ভাই যখন খুঁজে পান তার ছোট বোনকে নিরাপদে, তখন আর নিজেকে ধরে রাখতে পারেননি। আবেগে কাঁদতে কাঁদতে বললেন—
"ভাই আছি না, ভাই থাকতে তোর কিছু হয় ক?"

এই ছোট্ট বাক্যেই মিশে আছে ভাইয়ের ভালোবাসা, দুশ্চিন্তা আর স্নেহের অটুট বন্ধন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, আর হাজারো হৃদয় কেঁদে উঠে সেই অনুভূতিতে।

জরুরি মানবিক সহযোগিতা প্রয়োজন 🆘নাম: রাফসি আক্তার রাফিশ্রেণি: চতুর্থ (Class Four)আইডি কোড: 2357শিক্ষা প্রতিষ্ঠান: মাইলস্...
21/07/2025

জরুরি মানবিক সহযোগিতা প্রয়োজন 🆘

নাম: রাফসি আক্তার রাফি
শ্রেণি: চতুর্থ (Class Four)
আইডি কোড: 2357
শিক্ষা প্রতিষ্ঠান: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ
লোকেশন: খালপাড়, ২ নম্বর ব্রিজ এলাকা

🛫 বিমান দু/র্ঘ/ট/নায় গুরুতর আ/হ/ত হয়েছে রাফি।
বর্তমানে তিনি উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন।

❗ সে নিজের সম্পর্কে বেশি কিছু বলতে পারছে না।
তবে জানা গেছে, তার নাম রাফসি আক্তার রাফি এবং সে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী।

তার মা-বাবা বা পরিবারের সদস্যদের কাছে দ্রুত পৌঁছানোর জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
👉 যদি কেউ তাকে চিনে থাকেন বা তার পরিবারের কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে যোগাযোগ করুন।

📍বর্তমান অবস্থান: উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল

দয়া করে পোস্টটি শেয়ার করুন 🙏
একটি শিশুর পরিবার তার সন্ধানে অপেক্ষা করছে... 💔

21/07/2025
19/07/2025

🔴LIVE: সমাবেশের জামায়াতের জনসমুদ্র | Jamaat Islami | Today News

Address

15 Eskaton
Fulbaria
1000

Alerts

Be the first to know and let us send you an email when Amar Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amar Tv:

Share