Niladri's Family Blog

Niladri's Family Blog Welcome to our page. Travelling & Cooking and Daily lifestyle Blog. Thanks for Watching.
(3)

02/02/2025
30/01/2025

== নবজাতকের চুল ==
জনস্বার্থে=
নবজাতকের চুল নিয়ে সমাজে অনেক ভ্রান্ত ধারণা পরিলক্ষিত হয়। কেউ বলে নবজাতকের চুল জন্মের পরপর বা সাত দিনের মধ্যে ফেলে দিতে হয়। কেউ কেউ বলেন দ্রুত চুল ফেললে বাচ্চার ভালো চুল গজায়। আবার কেউ কেউ বলে এতো তারাতাড়ি চুল ফেললে বাচ্চার ব্রেনের ক্ষতি হয়। কিন্তু এই সব বক্তব্যের কোন বৈজ্ঞানিক রেফারেন্স পাওয়া যায় না।

বরঞ্চ আমরা দেখতে পাই, নবজাতকের মাথা কামানোর ফলে মাথায় ব্যাকটেরিয়া ও ফাংগাল ইনফেকশন সহ ফোড়া, সোরিয়াসিস ইত্যাদি রোগ হয় (মুলত ক্ষুর বা রেজার থেকে জীবানু আসে তবে অন্যান্য কারণও বিদ্যমান) । কখনো কখনো মাথা কামানোর সময় অসাবধানতায় হেয়ার ফলিকল সহ চামড়া তুলে ফেলে, ফলে পরবর্তীতে সেখানে আর চুল গজায় না।

পরামর্শঃ
১। বাচ্চার চুল কামানোর জন্য সময়ের বিশেষ কোন বাধ্যবাধকতা নেই। গরমের দিনে মাথা কামিয়ে দিলে বাচ্চারা আরাম বোধ করে। তবে খুব সাবধানে এই কাজ টি করতে হবে। অথবা কাচি দিয়ে চুল ছোট করে রাখা যেতে পারে। শীতের দিনের জন্য উল্টো কথা। শীতের দিনে চুল বাচ্চাকে বাড়তি উষ্ণতা দেবে।
অনেক বিশেষজ্ঞের মতে বাচ্চার বয়স ১-২ মাস হলে মাথা কামানো উচিৎ। কারন ততোদিনে মাথার চামড়া কিছুটা পরিপক্ক হয়।
২। সপ্তাহে এক বা দুইদিন বাচ্চাদের উপযোগী শ্যাম্পু দিয়ে চুল পরিস্কার করা উচিৎ।
৩। অনেকেই বাচ্চার মাথায় তেল ব্যবহার করে। সেক্ষেত্রে সরিষার তেল কোন ভাবেই গ্রহনযোগ্য নয়। শিশুদের উপযোগী তেল ব্যবহার করা যেতে পারে।
৪। তেল বা শ্যাম্পু ব্যাবহার এর আগে ডাক্তারের পরামর্শ নেয়া উচিৎ। তেল, শ্যাম্পু তে সমস্যা হলে ব্যবহার বন্ধ করা উচিৎ।
৫। মাথায় চামড়া উঠা, ফুস্কুড়ি উঠা, দাগ পরা ইত্যাদি হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেয়া উচিৎ।

সর্বশেষ কথা- বাচ্চার বয়স ছয়মাস না হওয়া পর্যন্ত,চুল না কাটাই ভালো।
আপনার বাচ্চার সময় মতো সবগুলো টিকা দিন।
সংগৃহীত=

30/01/2025
30/01/2025
30/01/2025
30/01/2025
ব্যাঙ্গ স্টাইলে ঘুম
11/11/2024

ব্যাঙ্গ স্টাইলে ঘুম

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Niladri's Family Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Niladri's Family Blog:

Share