BDC বাংলা

BDC বাংলা বিডিসি বাংলার লক্ষ্য
সমগ্র দেশ ও জাতির কল্যাণে সাধারণ মানুষের কাছে সত্য তুলে ধরা ।

12/06/2023

বাংলাদেশ ইসলামিক আন্দোলনের প্রার্থী শায়েখ চরমোনাই মুফতি ফয়জুল করিমের উপর ফের হামলায় রক্তাক্ত।
রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে সরাসরি সম্প্রচার।
#ফয়জুল #চরমোনাই #বরিশাল

14/04/2023

Jagonews24 is one of the most popular bangla news portals based on Bangladesh. 24x7 Latest & breaking news of home and abroad, entertainment, lifestyle, special reports, politics, economics, culture, education, information technology, health, sports, columns and features are included in it.

14/04/2023

শুভ নববর্ষ

পুলিশের আজান প্রতিযোগিতায় প্রথম যশোরের কনস্টেবল ইসমাইলযশোর: ------------------------------------------------------------...
14/04/2023

পুলিশের আজান প্রতিযোগিতায় প্রথম যশোরের কনস্টেবল ইসমাইল

যশোর:
---------------------------------------------------------------------

বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

আজানে প্রথম হয়েছেন যশোর জেলা পুলিশের কনস্টেবল মো. ইসমাইল হোসেন মুন্না, দ্বিতীয় নোয়াখালী জেলা পুলিশের কনস্টেবল মো. মনিরুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এএসআই মো. ওমর ফারুক।কেরাতে প্রথম স্থান অধিকার করেছেন ৩ এপিবিএন খুলনার নায়েক আবু মুসা, দ্বিতীয় হয়েছেন মাদারীপুর জেলা পুলিশের এএসআই মো. আরিফুর রহমান এবং তৃতীয় হয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এএসআই মো. ওমর ফারুক।

‌‘বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তায় ইসলামিক দর্শন ও বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় এর প্রতিফলন’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এএসআই মো. জাহাঙ্গীর আলম, দ্বিতীয় স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকার উচ্চমান সহকারী শেখ রেজাউল কবীর এবং তৃতীয় হয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের এএসআই মো. মারুফুল ইসলাম।
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে বাছাই করে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য পুলিশ সদস্যদের ঢাকায় প্রেরণ করা হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় এ বছর আজানে ২৬ জন, কেরাতে ২৭ জন এবং রচনা প্রতিযোগিতায় ১৮ জন প্রতিযোগী অংশ নেন।

অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পুলিশ সদস্যদের মাঝে ধর্মীয় চর্চা বাড়ানোর জন্য প্রতি বছর আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতায়ও প্রতি বছরের ন্যায় সকল পুলিশ ইউনিট থেকে পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেছেন। তাদের মধ্য থেকে অধিকতর যোগ্য প্রতিযোগীকে নির্বাচন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা-২০২৩ এর আয়োজক কমিটির সভাপতি ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান। এ সময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজিপি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যরা এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when BDC বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BDC বাংলা:

Share