24/09/2024
তুমি আজ এসে ছিলে,বসে ছিলে কি পাশে?
হাত দিয়ে কি কপাল ছুঁয়েছিলে ভালোবেসে?
কেনো না মোর ঘরের দরজা ছিলো বন্ধ,
সকালে দেখলাম খোলা,তুমি ছাড়া কে আসবে এ গোধুলী বেলা।
জীবন আমাকে নিয়ে কোন খেলাতে মেতেছে,
তুমি কি জানো আজ আমার স্বপ্নে তুমি এসেছিলে!
সাঝ সকালে লিখব তোমায় কখন কি ভেবেছি,
তোমার জন্য ছন্দ হব কখন কি ভেবেছি!
হাত বাড়িয়ে কাছে ডাকি,হাতের কাছে থাকো না,
একটা জীবন না হয় আমার সাথে বাঁচো না।
কি পাবে আর কি হারাবে সে সব হিসেব থাক তোলা,
এই জীবন আমার বোধ হবে না তোমায় ভোলা।
তোমার অজান্তে তোমাতে যাচ্ছি ডুবে হয়ে দিশেহারা,
এই আমার নেই তো কিছু দুনিয়াতে তুমি ছাড়া।
ভালোবাসছি বেসে যাচ্ছি নিজের মত করে,
আমি কিন্তু যাব হারিয়ে রাখো না আমায় ধরে।
শেষ কবে ভালোবাসি বলে ছিলে আছে কি মনে?
আজ আমার ভীষণ ভাবে তোমায় মনে পড়ে।
যাচ্ছি পুড়ে একা একা আসে পাশে কেউ নেই,
কেউ যদি হারানো আমার তোমাকে এনে দেই।
এমন করে জড়িয়ে নিব, যেন পালাতে না পারো;
দূরে গেলেও আমার মায়া কাটাতে না পারো।
একটু দূরে গেলে'ই আসবে তুমি ছুটে,
ভাববে বুঝি আমি গেলাম নিরুদ্দেশে ছুটে ;
যেখান থেকে কেউ ফিরে না,একটিবার গেলে।
✍️নীল আহমেদ