স্বপ্ন তুমি

স্বপ্ন তুমি জীবনকে ভালোবাসো........ জীবনকে ভালোবাসো কোন মেয়েকে না,তাহলে তুমি সব পাবে।

কেন জানি না,মন চাই তার কোথাও মন না লাগুক।অস্থিরতায় কাটুক তার রাতগুলো।তার কারো কাছে শান্তি না মিলুক।ফিরে আসুক সব ছেড়ে.......
29/09/2024

কেন জানি না,মন চাই তার কোথাও মন না লাগুক।
অস্থিরতায় কাটুক তার রাতগুলো।
তার কারো কাছে শান্তি না মিলুক।
ফিরে আসুক সব ছেড়ে....
আমাকে বলুক তোমাকে ছাড়া ভালো নেই।
জানি না কেন,তারপরও চাই, আমাকে ছাড়া তার ভাল থাকা না হোক।
আর ফিরে আসুক।

29/09/2024

পৃথিবী গোলাকার যদি কখনো দেখা হয়ে যায়,আমার চোখের দিকে তাকিও না,
আমার চোখ সেই চিঠি, যে চিঠি তুমি কখনো পাওনি।
যা পড়ে তুমি কখনো নিজেকে মাফ করতে পারবে না।
আমি তোমাকে অনেক ভালোবাসি।
তুমি পুরো জীবন নিজেকে সঠিক মনে কর,আমি পুরো জীবন নিজেকে ভুল মনে করব।
এই জন্যই যদি কখনো কোথাও আমাদের দেখা হয়ে যায়,মুখ ফিরিয়ে নিও।

✍️নীল আহমেদ

হে নারী...?তুমি জান্নাতে যাওয়ার জন্য সহযোগী চাও। তবে কেনো দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করো?তুমি রাসূল সাঃ এর স্ত্রীদের প্রে...
27/09/2024

হে নারী...?
তুমি জান্নাতে যাওয়ার জন্য সহযোগী চাও।
তবে কেনো দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করো?
তুমি রাসূল সাঃ এর স্ত্রীদের প্রেমের বর্ণনা
শুনে মুগ্ধ হয়ে যাও। তবে কেনো কুঁড়েঘর
ক্ষুধার্ত থাকার কথা শুনেই ভীতু হয়ে যাও?
সুন্নাত শুধু কপালে চুমু দেওয়া আর
বাড়িতে ফিরে ফুল দেওয়ার নাম নয়।
ঘরে কিছু নেই ক্ষুধার্ত পেট চিৎকার
করছে তবুও মুচকি হাসি দেওয়া ও সুন্নাত।
কোমল সুন্নাহ্ তো সবাই আঁকড়ে ধরতে চায়
কিন্তু হারিয়ে যাওয়া সুন্নাহ্ ও সমাজ
পরিবর্তন করবে তবে কারা??
এমন সুন্নত কে আকড়ে ধরুন
যেন আমাদের রব খুশি হয়ে যান
উপরে রব হাসবেন নিচে আমারা।

~ সংগৃহীত.

26/09/2024
25/09/2024

যেহেতু একবার চলে যেতে পেরেছো,ভুলেও আর ফিরে এসো না.....
ফিরে আসলে ব্যর্থ হবে।
আমি ভীষণ অযোগ্য মানুষ।

24/09/2024

তুমি আজ এসে ছিলে,বসে ছিলে কি পাশে?
হাত দিয়ে কি কপাল ছুঁয়েছিলে ভালোবেসে?
কেনো না মোর ঘরের দরজা ছিলো বন্ধ,
সকালে দেখলাম খোলা,তুমি ছাড়া কে আসবে এ গোধুলী বেলা।
জীবন আমাকে নিয়ে কোন খেলাতে মেতেছে,
তুমি কি জানো আজ আমার স্বপ্নে তুমি এসেছিলে!

সাঝ সকালে লিখব তোমায় কখন কি ভেবেছি,
তোমার জন্য ছন্দ হব কখন কি ভেবেছি!
হাত বাড়িয়ে কাছে ডাকি,হাতের কাছে থাকো না,
একটা জীবন না হয় আমার সাথে বাঁচো না।
কি পাবে আর কি হারাবে সে সব হিসেব থাক তোলা,
এই জীবন আমার বোধ হবে না তোমায় ভোলা।

তোমার অজান্তে তোমাতে যাচ্ছি ডুবে হয়ে দিশেহারা,
এই আমার নেই তো কিছু দুনিয়াতে তুমি ছাড়া।
ভালোবাসছি বেসে যাচ্ছি নিজের মত করে,
আমি কিন্তু যাব হারিয়ে রাখো না আমায় ধরে।
শেষ কবে ভালোবাসি বলে ছিলে আছে কি মনে?
আজ আমার ভীষণ ভাবে তোমায় মনে পড়ে।

যাচ্ছি পুড়ে একা একা আসে পাশে কেউ নেই,
কেউ যদি হারানো আমার তোমাকে এনে দেই।
এমন করে জড়িয়ে নিব, যেন পালাতে না পারো;
দূরে গেলেও আমার মায়া কাটাতে না পারো।
একটু দূরে গেলে'ই আসবে তুমি ছুটে,
ভাববে বুঝি আমি গেলাম নিরুদ্দেশে ছুটে ;
যেখান থেকে কেউ ফিরে না,একটিবার গেলে।

✍️নীল আহমেদ

23/09/2024

ভরসা সব সময় আল্লাহ্‌ উপর রাখা উচিৎ, যিনি ভাগ্য লিখেন ;তিনি ভাগ্য বদলাতেও পারে।

22/09/2024

মেয়ে মানুষকে এড়িয়ে গেলে সে পিছনে ঘুরতে শুরু করবে.....
আর যদি বুঝে যায় আপনি তাকে ভালোবাসেন তাহলে আপনাকে আর কে বাঁচায়।এতো সুন্দর অভিনয় করবে মনে হবে আপনি হয়তো কম ভালোবাসছেন.....
তারপর আপনি যা ভাবছেন তাই হবে!
আপনি অপরাধী এটা বুঝিয়ে আপনার থেকে চলে যাবে।
যদি ভালোবাসেন বলবে, এতো ভালোবাসা পছন্দ না।
যদি যত্ন করেন,বলবে এত যত্ন আমার ভালো লাগে না।
যদি মাঝামাঝি কোন অবস্থানে থাকেন আপনি বোরিং, বাকিদের থেকে আপনার কিছু শেখা দরকার।
মনে রাখতে হবে প্রয়োজনর অতিরিক্ত সব কিছু হচ্ছে বিষ।
তাই কাউকে প্রয়োজনের অতিরিক্ত কোন কিছু দেওয়া বন্ধ করুন।হতে পারে সেটা ভালোবাসা কিংবা কেয়ারিং।
ছেলেরা যদি কাউকে সত্যিকার ভালোবাসে তাহলে সে মেয়েটার বাবা যে রকম কেয়ার করে ছেলেটাও তেমন কেয়ার করে।

17/09/2024

আমি যাকে জলবায়ু ভেবেছি,সে যে আবহাওয়ার মত বদলে যাবে ভাবতে পারিনি।

17/09/2024

যে আমাকে হারানোর ভয় করেনি,তার আমি না থাকাতে কি আসে যায়?

13/09/2024

আমি কাউকে ছেড়ে দেইনি,
যার মন ভরে গিয়েছে সে চলে গিয়েছে।

দূর হতে রোজ দেখি,যদি সে জানতো,আমি আজও ভালোবাসি যদি সে মানতো!মিথ্যা ছিল আর মনে,শুরুতে যদি বলতো,তবুও তাকে ভালোবাসতা,যদি সত...
13/09/2024

দূর হতে রোজ দেখি,যদি সে জানতো,
আমি আজও ভালোবাসি যদি সে মানতো!
মিথ্যা ছিল আর মনে,শুরুতে যদি বলতো,
তবুও তাকে ভালোবাসতা,যদি সত্যিটা বলতো।
দিন গুলো না হয় একা ভালোবাসি বলে কাটতো,
তবুও মানুষটা ছিলো এই মন তো তা জানতো।
বিশ্বাস ভাঙ্গার দায় হতো না,
আমিও তো এমনিতেও পাইনি,
পেয়েছি পেয়েছি এমন ভাব তো থাকতো না,

09/09/2024

প্রিয় বই বার বার পড়লে'ই উপসংহার বদলে যায় না!

কেউ আমার খুব কাছে এসে দূরে চলে গেছে।তার জন্য এখন আর কারো কাছাকাছি যেতে ভালো লাগে না।
07/09/2024

কেউ আমার খুব কাছে এসে দূরে চলে গেছে।তার জন্য এখন আর কারো কাছাকাছি যেতে ভালো লাগে না।

Address

Fulbaria

Telephone

+8801923158158

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্ন তুমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বপ্ন তুমি:

Share

Category