Loser of the Century

Loser of the Century I don't care what you care...

16/08/2025
12/08/2025

শ্রীলঙ্কায় বিপ্লবের পর দুর্নীতি উধাও
আমাদের বিপ্লবের পর ? বিপ্লবই উধাও !

23/07/2025

''দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।"

নিজের জীবন উৎসর্গ করে ২০টি তাজা প্রাণ বাঁচালেন মহীয়সী শিক্ষিকা মাহেরিন চৌধুরী।
মাইলস্টোনের টিচার মাহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে যাবার মতো বুদ্ধিমতী ছিলেন না। শুধু বলছিলেন, "দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।"

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষিকা মাহেরিনের সাহসিকতায় অন্তত ২০ জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন, “ম্যাডাম ভিতরে ঢুকে গিয়ে বাচ্চাগুলারে বের করে দিছেন, তারপর উনিই বের হতে পারেন নাই।”মাহেরীন একজন শিক্ষিকা নয় তিনি একজন দরদী মা, মাইলস্টোন স্কুলে বিমান বি'ধ্ব'স্ত দূর্ঘটনায় অ'গ্নিদ'গ্ধ হয়েও তিনি ২০/৩০টা মায়ের কলিজার টুকরোকে বাঁচিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করে নিজেই না ফিরবার দেশে চলে যান, সালাম হে শিক্ষা দেবতা।

বাংলাদেশ ধন্য, সকল বাংলাদেশি ধন্য এমন একজন শিক্ষিকা তাদের দেশে জন্মেছে।

শত শত সালাম সেই মায়ের প্রতি যার গর্ভে মেহরীন চৌধুরী নামক রত্নটি জন্মেছে।

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন।

22/07/2025

হাসিনা রেজিমের একটা ক্লাসিক বৈশিষ্ট্য ছিল মৃত এবং হতাহতের সংখ্যা গোপন করা। অনেক কমিয়ে দেখানো।
রানা প্লাজা, শাপলা চত্বর, নিরাপদ সড়ক, চট্টগ্রামে কন্সট্রাকশানের সময় ওভারব্রিজ ভেঙ্গে পড়া - এগুলো সহ অনেক সিচুয়েশনে এই কাজটা করা হয়েছিল। শেষ পর্যন্ত এমন অবস্থা হয়েছিল, কোনো বিষয়ে হাসিনা সরকার সত্য বললেও মানুষ সেটা মিথ্যা মনে করতো।
রাষ্ট্রযন্ত্রের এই চরিত্র বদলেছে কি না - সেটা বোঝা যাবে, এই ঘটনার হতাহতের ব্যাপারে স্বচ্ছতা থেকে। ইতিমধ্যে অনেক পোস্ট-কমেন্টে দাবি দেখছি, হতাহতের সংখ্যা অনেক বেশি কিন্তু সেটা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে।
ইন্টেরিম যদি এই কাজটা আসলেই করে সেটা চরম ধরণের ব্লান্ডার হবে। এই ভয়ঙ্কর ট্র্যাজেডির সময় এধরণের প্রতারণা মানুষ ভালোভাবে নেবে না। আর আসলেই যদি এমন কাভারআপের চেষ্টা করা হয়, তাহলে কাদের রেপুটেশন রক্ষার জন্য সেটা হবে, তাও বোধগম্য। তাদের ব্যাপারেও পাবলিক পারসেপশান খারাপই হবে।

13/07/2025

ভিডিও কলে কি আর দেশ চালানো যায়...

12/07/2025

জুলাই ২০২৪- আম্লীগ পতন
জুলাই ২০২৫- বিম্পি পতন

11/07/2025

ব্যাক্তির দায় দল নেবে না। কিন্তু
চাঁদার ভাগ সাদা খামের ভিতরে ভরে দিও!

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Loser of the Century posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share