Zero Point

Zero Point Zero Point is a specialist Event Management, Marketing and Production company which has been operati We rarely see a client just once.

Zero Point is a specialist Event Management, Marketing and Production company which has been operating since June 2006. In the ground of media of Bangladesh, We are well formed & consecrated fabricator institution. We also regularly work on low budget small scale local community events and festivals. Zero Point love events, we are passionate about them and take each one personally. Our passion and

dedication, combined with the experience of our in-house event specialists enables us to exceed client expectations. We make it our priority to understand our client’s objectives, working alongside clients from concept to completion to create a unique and memorable event. Most of our clients come to us again and again, enabling us to develop a solid understanding of their business objectives. Virtually all new customers arrive by personal recommendation. We pride ourselves on delivering a first-class service to each and every one of our clients, large and small. Get in touch now to see how Zero Point can help your business.

আলহামদুলিল্লাহ। সফলভাবে দুটি রাষ্ট্রিয় বড় ইভেন্ট সফলভাবে সম্পন্ন করলাম। এই ইভেন্ট সফলভাবে সম্পন্ন হতো না এই ইভেন্ট এতো ...
10/12/2024

আলহামদুলিল্লাহ। সফলভাবে দুটি রাষ্ট্রিয় বড় ইভেন্ট সফলভাবে সম্পন্ন করলাম। এই ইভেন্ট সফলভাবে সম্পন্ন হতো না এই ইভেন্ট এতো সুন্দর হতো না যদি ইমতি ভাই, রফিক ভাই, জাহান ভাই, টুটুল ভাই, ডলার, জাহিদ, স্বপন, ফারাবী মত একনিষ্ঠ মানুষগুলোর সাপর্ট পাওয়া না যেত।

10/11/2024

Garments Compliance Management
Client: Transparency International Bangladesh.
Production: Zero Point
Director: Nazmus Shadat Nazim

09/11/2024

BJMC Corporate Video
Duration: 9:30
Direcion: Nazmus Shadat Nazim
Production: Zero Point
Date:20 July, 2021

11/09/2024

যারা এখনও জাতীয় সংগীতের পরিবর্তন নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত আছেন দয়া করে থামুন। একটা মহল এটাই চাচ্ছে যে আমরা যেন এই রকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে নিজেদের মধ্যে মারামারি করি। শুধু জাতীয় সংগীত না এ রকম আরো অনেক বিষয় আমাদের সামনে এনে জাতীর ভিতর বিভেদ সৃস্টি করার মহা পরিকল্পনা আসতে থাকবে। তাই সতর্ক থাকুন। গভীরভাবে সব কিছু উপলব্ধি না করে মাথা দিয়ে শুধু ঠেলাঠেলি কইরেন না। সাবধান থাকুন, ইগনর করা শিখুন। সব বিষয়ে মন্তব্য করতেই হবে এমন প্রয়োজনীয়তা বাদ দিন। ভাল থাকুন, বাংলাদেশকে ভালবাসুন।

৫ কেজি মাছ মাত্র ১,৮০০ আবার নাকি ডেলিভারী চার্জ ফ্রী। কথাটা কী সত্য
09/09/2024

৫ কেজি মাছ মাত্র ১,৮০০ আবার নাকি ডেলিভারী চার্জ ফ্রী। কথাটা কী সত্য

13/08/2024

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটা ভিডিও নিয়ে অনেকের মন খারাপ কারণ তারা দেখেছেন আসিফ মাহমুদ সিটে বসে আছেন আর ক্রিকেট বোর্ডের সবাই দাঁডিয়ে দাঁডিয়ে নিজেদের পরিচয় দিচ্ছেন। ভিডিওর আগে-পরে কিছু নেই।
ইত্তেফাক পত্রিকায় বলা হয়েছে
উপদেষ্টা আসিফের আচরণে খারাপ কিছু দেখছেন না বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। গণমাধ্যমকে তিনি বলেন, ‘শুরুতে সিইও যখন পরিচয় করিয়ে দিচ্ছিলেন তখন তিনি দাঁড়িয়ে ছিলেন। এরপর ইনাম প্রথমে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করে। পরে ক্রমানুসারে জালাল ভাই, মাহবুব ভাই, ববি ভাই, আমি আর যারা আছে সবাই সেভাবেই করেছি।
আসিফ মাহমুদ যে দাঁডিয়ে ছিলেন তা ভিডিওতে নেই। এবার আসুন বিশ্লেষণে
১. যিনি এই ভিডিও করেছে তিনি কেন পুরো ভিডিওটা পোষ্ট না করে শুধু ঐ অংশটি আপলোড করলেন?
২. এটা কি ইনটেনশনালী করা হয়েছে?
৩. আসিফ মাহমুদ তো কাউকে দাঁডিয়ে নিজেদের পরিচয় দিতে বলেন নি, হয়তো শুরুতেই সিইও দাঁডিয়ে নিজের পরিচয় দেয়ার করনে বাকি সবাই একই কাজ করছেন। অথবা অতি ভক্তি চোরের লক্ষণ হতে পারে।
৪. এই বিষয়টা নিয়ে ক্রিকেট বোর্ডের কারো কোন সমস্যা নাই আমরা অর্ধেক ভিডিও দেখা মানুষগুলোর সব কিছু জ্বলতেছে কেন?
৬. আসিফ মাহমুদের প্রথম দিনে প্রথম মিটিং-এ অন্য কোন সংগঠনকে না ডেকে ক্রিকেট বোর্ডকে ডেকে কথা বলেছেন এর থেকে বড সম্মান কি হতে পারে।
৭. বিগত দিনে এই মানুষগুলো বসে বসেই সব করছে বলে বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থা, এখন আর বসাবসি নাই, সবাই দৌডের উপরই থাক, তাহলে যদি ক্রিকেটের কোন উন্নতি হয় সেটাই ভাল।

বিশেষ দ্রষ্টাব্য - যে ব্যক্তি এই ভিডিও পোস্ট করছে তার মতলব বুঝা দরকার।

08/08/2024

আগামীকাল শুক্রবার, জুম্মার নামাজ। বাংলাদেশের প্রত্যেক মসজিদের ইমামদের উচিত হবে বর্তমান সহিংসা প্রতিরোধ নিয়ে বয়ান করা। বিশেষ করে হিন্দু, খৃষ্টান এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা এবং তাদের উপাসনালয়গুলো রক্ষার বিষয়ে। এ বিষয়ে আমরা প্রত্যেকে মসজিদ কমিটির সাথে কথা বলতে পারি। এটাও আমাদের নতুন বাংলাদেশ গডার নতুন একটি কাজ।

14/05/2024

Rana Plaza Survivor_Rikta_Rikta
Duration: 13 min
Organization: ActionAid Bangladesh
Supported By ILO (International Labour Organization)
Production: Zero Point
Direction: Nazmus Shadat Nazim

This content is Copyright by Zero Point. Any unauthorized reproduction, redistribution, or re-upload is strictly prohibited in this Visual. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!

30/04/2024

Rana Plaza Survivor_Nazma Akter
Duration: 10:06 min, Organization: ActionAid Bangladesh, Supported By ILO (International Labour Organization), Production: Zero Point, Direction: Nazmus Shadat Nazim.

This content is Copyright by Zero Point. Any unauthorized reproduction, redistribution, or re-upload is strictly prohibited in this Visual. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!

বই পোকা ফয়সাল এবং তার ঋদ্দ্বিবন্ধু কয়েসের মাধ্যমে পরিচয় হলো সাগরের সাথে, সাগরের মাধ্যমে পরিচয় ফয়সালের সাথে। গত শুক্রবার ...
24/04/2024

বই পোকা ফয়সাল এবং তার ঋদ্দ্বি

বন্ধু কয়েসের মাধ্যমে পরিচয় হলো সাগরের সাথে, সাগরের মাধ্যমে পরিচয় ফয়সালের সাথে। গত শুক্রবার ফয়সালের বাসায় গেলাম আমরা তিন জন। তার বাসায় গিয়ে আমি পুরোপুরি হতোবোম্ব। একটা বাসায় এতো বই থাকতে পারে, আমার বন্ধু ফয়সালের ঘর ভর্তি শুধু বই আর বই। শুধু বই বললে ভুল হবে কারণ এখানে শুধু বই না খুব দুর্লভ কয়েকশো বই রয়েছে। এই কালেকশনের অনেক বই তোর একাধিকবার তার পড়া। ফয়সাল আমাকে তার কালেকশনের বিভিন্ন ধরণের বইগুলো দেখালো, বেশ কিছু বই সম্পর্কে ধারণা দিলো। এরপর তার বাসায় দুপুরের খাবার শেষ করে আবার তার রুমে গিয়ে বসলাম। এবার আরো অবাক হলাম ফয়সালের কালেকশন দেখে। তার জীবনে সে যত ম্যাগাজিন পড়েছে তার সবগুলো তার কাছে আছে, সে যত দেশে ভ্রমণ করেছে, সেখান থেকে যত লিফটলেট, ব্রোসিয়ার, ম্যাগাজিন, প্লেনটিকিট, ট্যুরপ্ল্যানের পেপার সব কিছু সুন্দর করে ফাইলে সাজিয়ে রেখেছে। একটা মানুষ এতো গোছানো হতে পারে এটা ফয়সালের বাসায় না গেলে জানা হতো না। ফয়সাল মূলত একজন শিল্পপতি, কিন্তু এতো নিরঅহংকার এবং বন্ধুসুলভ সত্যই ভাবা যায় না। মানুষ মানুষের কাছ থেকে অনেক কিছু শিখে, আমার মনে হয়েছে ফয়সাল ঠিক তেমন একজন মানুষ যার কাছ থেকে অনেক কিছু শিখার আছে জানার আছে। বেশ কিছু সময় ওর রুমে গল্প করে চারজন বের হলাম ফয়সালের নতুন প্রজেক্ট `ঋদ্দ্বি’ দেখার জন্য। সেখানে গিয়ে পুরো চোখচড়ক গাছ, এটা তো এলাহি কান্ড, পুরো একটা বিল্ডিং জুড়ে `ঋদ্দ্বি’। `ঋদ্দ্বি’ মূলত `ঋদ্দ্বি’ হলো বই পড়া, আর্ট গ্যালারি, সাংস্কৃতিক অনুষ্ঠান, কিডস স্টেশনারি শপ, ক্যাফেসহ নানা আয়োজনের একটা স্থান। এখানে রয়েছে কয়েক হাজার বইয়ের কালেকশন। এই বইগুলোর মধ্যে এমনও অনেক বই রয়েছে যেগুলো কয়েকশো বছরের পুরোনো। যে কেউ চাইলে সারাদিন ধরে বই পড়তে পারেন। একটা পুরো ফ্লোর জুড়ে তৈরী করা হয়েছে আর্ট গ্যালারি, যে কেউ চাইলে তার ছবির প্রদর্শন করতে পারবেন। এই আয়োজনগুলো সবই ফয়সালের একান্ত ব্যক্তিগত উদ্যোগ, নিজের পয়সা খরচ করে এসব করা। একজন মানুষ কতটা বই পাগল হলে এমন উদ্যোগ নিতে পারে তা ফয়সালের সাথে দেখা না হলে জানা সম্ভব হতো না। সব কিছু দেখার পর ফয়সাল নিয়ে গেলো তার নিজের রুমে, দেখালো তার স্কুল জীবনের লিখা খাতা, তার বাবার বিয়ের কার্ড, তার দাদার লিখা নোট ডায়রী, তার জীবনের সবগুলো ভ্রমণের হিসাব নিকাশের লেজার শিট, আরো কত কিছু। অনেক দিন পর মনে হলো ফয়সালের মতো বন্ধুর সাথে দিনের পর দিন শুধু বই নিয়ে কথা বলা যায়, আড্ডা দেয়া যায়। সন্ধ্যার কিছু আগে বিদায় নিলাম `ঋদ্দ্বির’ কাছ থেকে। ধন্যবাদ বন্ধু কায়েস এবং সাগরকে। ভালো থাকো সব বন্ধুরা। সময় পেলে `ঋদ্দ্বি’তে গিয়ে সময় কাটাতে পারো। আমি নিশ্চিত মন ভালো হয়ে যাবে।

Address

Fulbaria

Telephone

+8801716803322

Alerts

Be the first to know and let us send you an email when Zero Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zero Point:

Share