Arif Haque

Arif Haque This page is all about my Music, Contents & Blogs

'রমিজের আয়না' থেকে 'গোলাম মামুন' - এখনো অপূর্ব কাজ করে যাচ্ছেন অপূর্ব! ❤️
19/06/2024

'রমিজের আয়না' থেকে 'গোলাম মামুন' - এখনো অপূর্ব কাজ করে যাচ্ছেন অপূর্ব! ❤️

দীর্ঘ বিরতির পর "ওমর" সিনেমায় "রব জানে" গান দিয়ে প্লেব্যাকে ফিরলেন আরেফিন রুমি; শুভকামনা রইলো। ❤️
12/04/2024

দীর্ঘ বিরতির পর "ওমর" সিনেমায় "রব জানে" গান দিয়ে প্লেব্যাকে ফিরলেন আরেফিন রুমি; শুভকামনা রইলো। ❤️

অভিনয় যদি কোনও শিক্ষা প্রতিষ্ঠান হয়, তবে তিনি নিশ্চয়ই সেখানকার প্রধান শিক্ষক হবেন; ফজলুর রহমান বাবু একজন জীবন্ত কিংবদন্ত...
05/04/2024

অভিনয় যদি কোনও শিক্ষা প্রতিষ্ঠান হয়, তবে তিনি নিশ্চয়ই সেখানকার প্রধান শিক্ষক হবেন; ফজলুর রহমান বাবু একজন জীবন্ত কিংবদন্তি। ❤️

বাংলা চলচ্চিত্রের দুই মায়ের সাথে। ❤️ অভিনেত্রী রাশেদা চৌধুরী ও আল্পনা দুলারি।
01/04/2024

বাংলা চলচ্চিত্রের দুই মায়ের সাথে। ❤️

অভিনেত্রী রাশেদা চৌধুরী ও আল্পনা দুলারি।

শাকিব খান - অপু বিশ্বাস জুটির আবিষ্কারক তিনি; বাংলা চলচ্চিত্রে অশ্লীলতার সময়কে পরিবর্তন করার লক্ষ্যে তিনি প্রথমবার এই জু...
28/03/2024

শাকিব খান - অপু বিশ্বাস জুটির আবিষ্কারক তিনি; বাংলা চলচ্চিত্রে অশ্লীলতার সময়কে পরিবর্তন করার লক্ষ্যে তিনি প্রথমবার এই জুটিকে নিয়ে নির্মাণ করেছিলেন সোশ্যাল ড্রামা "কোটি টাকার কাবিন"। এই চলচ্চিত্রের ব্যাপক সফলতা যেমন শাকিব অপুর ক্যারিয়ারের জন্য আশীর্বাদ হয়ে এসেছিলো, তেমনি বাংলাদেশী চলচ্চিত্রের বাঁক বদলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো।

শ্রদ্ধেয় এফ.আই.মানিক স্যারের সাথে সেসব বিষয় নিয়ে আজ বেশ খানিকটা কথা হয়েছে; ইন্টারভিউটি আসছে শীঘ্রই। ❤️

Congratulations to all Academy Awards Winner! Well deserved. ❤ Cillian Murphy, Robert Downey Jr & Christopher Nolan for ...
12/03/2024

Congratulations to all Academy Awards Winner! Well deserved. ❤

Cillian Murphy, Robert Downey Jr & Christopher Nolan for "Oppenheimer". 🔥

আমার কাছে এ সময়ের সেরা পরিচালক নিঃসন্দেহে Raihan Rafi ভাই। "পোড়া মন - ২" থেকেই আমি উনার কাজের ভক্ত, উনার মেকিং এর মধ্যে ...
03/03/2024

আমার কাছে এ সময়ের সেরা পরিচালক নিঃসন্দেহে Raihan Rafi ভাই।

"পোড়া মন - ২" থেকেই আমি উনার কাজের ভক্ত, উনার মেকিং এর মধ্যে এমন একটা বিষয় আছে, যেটা দর্শককে শেষ পর্যন্ত আটকে রাখে। ওটিটি হোক কিং বড় পর্দা - তিনি দর্শকের পালস খুব ভাল বোঝেন এবং সে অনুযায়ীই কনটেন্ট তৈরি করেন, যার কারণে সব মাধ্যমেই তিনি ধারাবাহিকভাবে সফল।

একবার রাফি ভাইয়ের সাথে ইন্টারভিউয়ে কথা হলে জানতে চেয়েছিলাম যে উনার কাজের চিত্রনাট্য, মিউজিক, সিনেমাটোগ্রাফি সহ আনুষঙ্গিক বিষয়গুলোর সিদ্ধান্ত কিভাবে নেয়া হয়; তিনি বলেছিলেন যে - উনার কাজের সবগুলো সেক্টরই উনার কন্ট্রোলে থাকে এবং সব সিদ্ধান্ত মূলত উনিই নেন।

আমার কাছে মনে হয়েছে একের পর এক কমপ্লিট প্যাকেজ বানানোর পেছনে এই বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কারণ ক্রিয়েটরদের সিদ্ধান্তের স্বাধীনতা থাকা খুবই প্রয়োজন; যেহেতু কনটেন্টটি তাঁর, তাই তিনিই সেটার ব্যাপারে সবচেয়ে ভাল সিদ্ধান্ত নিতে পারেন বলে আমি মনে করি।

সামনেও 'তুফান' সহ বেশ কিছু ভাল কাজ নিয়ে আসছেন তিনি; আজ জন্মদিনে রায়হান রাফির জন্য অনেক অনেক শুভেচ্ছা ও সামনের সকল কাজের জন্য শুভকামনা রইলো। ❤

My Most Favorite International Artist of This Time!Happy Birthday Ed Sheeran! ❤
17/02/2024

My Most Favorite International Artist of This Time!

Happy Birthday Ed Sheeran! ❤

13/02/2024

ভালবাসা দিবস একেক জনের কাছে একেক রকম -

ম্যারিড দম্পতি - 'আমাদের কাছে প্রতিদিনই ভালবাসা দিবস'

সিঙ্গেল জাতি - 'এই সব দিবস পালন করা ঠিক না, এই সব দিবস মানি না৷'

নিব্বা নিব্বি - 'আজ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, এই দিনটা শুধু আমার আর আমার প্রিয় মানুষের৷'

ছ্যাকা জাতি - 'তোমরা যাকে নিয়ে কালকে অনেক কিছু প্ল্যান করছো, পরে দেখবা স্বার্থ উদ্ধার হলে সেই মানুষটা আর তোমার পাশে থাকবে না!
'
ইত্যাদি, ইত্যাদি....

যাই হোক, আমার কাছে অবশ্য আগামীকাল শুধুই পহেলা ফাল্গুন; তাই সবাইকে জানাই বসন্তের অগ্রীম শুভেচ্ছা৷ 😊

আমার ক্যারিয়ারের শুরুটা হয়েছে রেডিও চ্যানেলের মাধ্যমে, তাই রেডিওর প্রতি আবেগটা সব সময়ই অন্যরকম; অনেক কিছু শিখেছি রেডিও থ...
13/02/2024

আমার ক্যারিয়ারের শুরুটা হয়েছে রেডিও চ্যানেলের মাধ্যমে, তাই রেডিওর প্রতি আবেগটা সব সময়ই অন্যরকম; অনেক কিছু শিখেছি রেডিও থেকে, শ্রোতাদের থেকে অনেক ভালবাসা পেয়েছি এবং প্রতিদান হিসেবে সবর্দা সততার সাথে শ্রমও দিয়েছি।

ভাল থাকুক সকল রেডিও কর্মী ও শ্রোতাবৃন্দ। ❤

সবাইকে 'বিশ্ব বেতার দিবস' এর শুভেচ্ছা।

05/02/2024

কনটেন্ট ক্রিয়েটররা বই প্রকাশ করছে কিংবা তুলনামূলক কম বয়সী কেউ বই প্রকাশ করছে - এই বিষয়টি নিয়ে হাসি তামাশা করার কিছু নাই; আপনারা তো বইটা পড়েনই নি তাহলে কি দিয়ে এই লেখকদের বিচার করছেন? নাকি আপনি নিজে পারলেন না জন্য ইর্ষা হচ্ছে এবং সে কারণে এই সব ট্রল করে নিজের স্যাডিস্টিক প্লেজার নিচ্ছেন!?

একজন লেখকের তো কোনও নির্দিষ্ট মাপকাঠি নেই যে তাকে অমুক স্থান থেকে উচ্চতর ডিগ্রী লাভে করে তবেই বই লিখতে হবে কিংবা অমুক তমুক যোগ্যতা না থাকলে বই লিখতে পারবে না।

আপাতদৃষ্টিতে সাধারণ একজন মানুষ যাকে মনে হয়, তিনিও তার কল্পনাশক্তি এবং আত্ম অর্জিত জ্ঞান দিয়ে একটা অসাধারণ বই লিখে ফেলতেই পারেন।

অতএব, আগে বইটা পড়ুন, তারপর ভাল মন্দ যেমন লাগুক সেটাই মন্তব্য করুন; এই ইলেক্ট্রনিক ডিভাইসের ভেতরে হারিয়ে যাওয়া জেনারেশনের যুগে যে দুই চার জন বই লেখার সাহস করছে - তাদেরকে উৎসাহ দিন, ভুল করলে সংশোধন করে দিন কিন্তু তাদেরকে দমানোর চেষ্টা থেকে বিরত থাকুন। 🙏

কিছু অভিনেতাকে গুণী অভিনেতা বললেও কম বলা হয়ে যায়; তিনি তেমনই একজন, শ্রদ্ধেয় তারিক আনাম সাহেব। ❤ প্রেক্ষাগৃহে আসছে নুরুল ...
04/02/2024

কিছু অভিনেতাকে গুণী অভিনেতা বললেও কম বলা হয়ে যায়; তিনি তেমনই একজন, শ্রদ্ধেয় তারিক আনাম সাহেব। ❤

প্রেক্ষাগৃহে আসছে নুরুল আলম আতিকের "পেয়ারার সুবাস"।

এই ঈদে ইকবাল ভাইয়ের 'ডেডবডি' সিনেমা আসছে; বর্তমানে চেন্নাইয়ে চলছে সিনেমাটির কালার, এডিটিং এর কাজ।
02/02/2024

এই ঈদে ইকবাল ভাইয়ের 'ডেডবডি' সিনেমা আসছে; বর্তমানে চেন্নাইয়ে চলছে সিনেমাটির কালার, এডিটিং এর কাজ।

দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
30/01/2024

দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arif Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arif Haque:

Share

Description

Arif Haque is currently working as Program Producer & Radio Broadcaster on "People's Radio 91.6 Fm". He is the Vocalist & Guitarist of band "Shopnorajjo”