আমাদের ভালোবাসার ঝিনাইদহ

আমাদের ভালোবাসার ঝিনাইদহ আমি সেই চা'য়ে ডুবানো বিস্কুট, প্রিয়জনদের অবহেলায় তলিয়ে গেলাম গোপনে 🤎🫂

ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এম এ কালাম ফিলিং স্টেশন প্রতি ১০ লিটারে এক লিটার তেল কম দেয়।ভ্রাম্যমান আদালত আজ জরিমানা করে...
22/05/2025

ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এম এ কালাম ফিলিং স্টেশন প্রতি ১০ লিটারে এক লিটার তেল কম দেয়।

ভ্রাম্যমান আদালত আজ জরিমানা করেছে মাত্র ৪০ হাজার টাকা। শহরের উপকণ্ঠে অবস্থিত এই ফিলিং স্টেশন থেকে প্রতিদিন লক্ষ লক্ষ লিটার তেল সরবরাহ করা হয়। এর আগেও কয়েকবার ভ্রাম্যমান আদালত এই ফিলিং স্টেশন কে জরিমানা করেছে কিন্তু তাদের এই লোক ঠকানো ব্যবসা এখনো অব্যাহত আছে।
এদের এই ফিলিং স্টেশন কে আমাদের বয়কট করা উচিৎ।

বৃষ্টি মানেই শুধু ঠান্ডা হাওয়া আর ভেজা মাটি নয় এতে লুকিয়ে আছে এক বিস্ময়কর গন্ধ, যেটা আমাদের মন ছুঁয়ে যায়।বৃষ্টির প...
18/05/2025

বৃষ্টি মানেই শুধু ঠান্ডা হাওয়া আর ভেজা মাটি নয় এতে লুকিয়ে আছে এক বিস্ময়কর গন্ধ, যেটা আমাদের মন ছুঁয়ে যায়।বৃষ্টির পর মাটির যেই চেনা গন্ধটা নাকে আসে, তার নাম পেট্রিকর (Petrichor)।এই গন্ধটা আসে একধরনের ব্যাকটেরিয়া থেকে, যার নাম অ্যাক্টিনোমাইসেটিস (Actinomycetes)।

এই ব্যাকটেরিয়া শুষ্ক মাটিতে বসবাস থাকে।বৃষ্টি পড়লেই মাটি ভিজে যায়, আর তখনই ব্যাকটেরিয়াগুলো জিওসমিন (Geosmin) নামক এক রাসায়নিক নিঃসরণ করে।জিওসমিনই সেই পরিচিত গন্ধের জন্য দায়ী, যেটাকে আমরা “বৃষ্টির গন্ধ” বলি।
মানুষের ঘ্রাণেন্দ্রিয় এই জিওসমিনের প্রতি খুবই সংবেদনশীল অল্প পরিমাণেই আমরা সেটা টের পাই।এই গন্ধ শুধু ভালো লাগা তৈরি করে না,অনেকের মনে ফিরিয়ে আনে শৈশব, স্মৃতি, ছুটির দিন কিংবা প্রথম প্রেমের বৃষ্টি!এটা একধরনের মানসিক প্রশান্তি, যেন প্রকৃতি নতুন করে শুদ্ধ হতে শুরু করেছে।বিজ্ঞান আর প্রকৃতির এই মেলবন্ধনই আমাদের পৃথিবীকে করে তোলে আরও রহস্যময় আর সুন্দর।

তাঁদের আড্ডার স্থান ছিল রাজধানীর শেরেবাংলা নগরের ফুটপাত! পড়াশোনার পাশাপাশি সেখানকার টং দোকানে তুমুল আড্ডা দেন সব বন্ধুরা...
18/05/2025

তাঁদের আড্ডার স্থান ছিল রাজধানীর শেরেবাংলা নগরের ফুটপাত! পড়াশোনার পাশাপাশি সেখানকার টং দোকানে তুমুল আড্ডা দেন সব বন্ধুরা, চায়ের কাপে ঝড় তুলতেন প্রতিদিন। সেই আড্ডায় হুট করে এক বন্ধুর আত্মীয়ের মাধ্যমে প্রস্তাব আসে ঠিকাদারি ব্যবসার।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আমদানি করা পণ্য খালাসের কাজ। ১৯৭৮ সালে তরুণ বয়সে তারুণ্যের উন্মাদনায় কিছু না ভেবেই রাজি হয়ে গেলেন তাঁরা। কিন্তু গন্ডগোল দেখা দেয় ব্যবসার টাকা জোগাড় করতে গিয়ে। চার বন্ধু হন্য হয়ে টাকা জোগাড় করতে নেমে গেলেন!

বন্ধুত্বের দৃঢ় বন্ধন, অসীম সাহস আর অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এভাবে শূন্য পুঁজিতে ধারের টাকায় যাত্রা শুরু করা সেই কোম্পানিটি এখন প্রায় ৩০ হাজার কোটি টাকার বৃহৎ শিল্পগ্রুপ! বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান।

ইউনাইটেড হসপিটাল, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর চেইন সুপারশপ ইউনিমার্ট তাদেরই প্রতিষ্ঠান। আরও আছে বিদ্যুৎকেন্দ্র, রেস্টুরেন্ট, আবাসন, হোটেল, বেসরকারি বন্দর, লজিস্টিক ব্যবসাসহ নানা কিছু।

চার বন্ধু হাসান মাহমুদ রাজা, আহমেদ ইসমাইল হোসেন, আকতার মাহমুদ রানা ও খোন্দকার মইনুল আহসান শামীম মিলে শুরু করেছিলেন যাত্রা। ১০ বছর পরে যুক্ত হন তাঁদের আরও দুই বন্ধু। আজকের ইউনাইটেড গ্রুপ এই ছয় বন্ধুর ঐক্যবদ্ধ চেষ্টা, একে অপরের প্রতি অগাধ বিশ্বাস ও হাড়খাটুনি পরিশ্রমেরই ফসল।
বন্ধুত্ব কখনো হারে না, সব সময় বন্ধুত্ব জিতে যায়। স্যালুট এমন সকল বন্ধুদের।🥰

07/04/2025

মোবাইল গেমস মানুষ কে কোন প্রজায় নিয়ে যাই

01/04/2025

ঈদুল ফিতর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হেনা কোথায় #ভাইরালভিডিওシভিডিও

শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই
20/03/2025

শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই

Address

Dhaka

Telephone

+8801718358890

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের ভালোবাসার ঝিনাইদহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share