R D Academy

R D Academy কম্পিউটার বিষয়ক নলেজ

মামু ভাইগ্না একসাথে, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বাগেরহাট। এখানে প্রায় ৮০০০( আট হাজার) বিগার জমি উপরে অবস্থিত,৫০০০( পাঁচ ...
19/04/2025

মামু ভাইগ্না একসাথে, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বাগেরহাট। এখানে প্রায় ৮০০০( আট হাজার) বিগার জমি উপরে অবস্থিত,৫০০০( পাঁচ হাজার) বিঘা জমি নিয়ে পাওয়ার প্লান নির্মাণ করা হয়েছে। ভিতরে আরও অনেক সুন্দর দৃশ্য রয়েছে কিন্তু ছবি তোলা নিষেধ।

25/11/2024

CD Disk এর মেমোরি ক্যাপাসিটি কতো?

A) 600 MB B)800 MB
C)700 MB D) 1 GB

সঞ্চয়ের নেশায় ডুবে গিয়ে জীবনের স্বাদ হারাবেন না,স্বল্পে সন্তুষ্ট থাকুন, তাতেই জীবনের আসল স্বাদ খুঁজে পাবেন।
29/10/2024

সঞ্চয়ের নেশায় ডুবে গিয়ে জীবনের স্বাদ হারাবেন না,
স্বল্পে সন্তুষ্ট থাকুন, তাতেই জীবনের আসল স্বাদ খুঁজে পাবেন।

28/10/2024

নতুন বই ছাপতে দেশি প্রেসগুলোকে ছাপার দায়িত্ব দেওয়া হয়েছে, বাদ গেলো সব ভারতীয় প্রতিষ্ঠান।

😏👍শুধু মরিচ খেলেই ঝাল লাগেনা, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে !! 😏👍
27/10/2024

😏👍
শুধু মরিচ খেলেই ঝাল লাগেনা, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে !! 😏👍

এতোগুলো তাজা প্রাণ হারানোর পরেও আপা হারানোর শোক যাদের কাছে বেশি, তারা মূসা (আ:)-এর যুগে জন্মালেও ফেরাউনের জন্য শোক করতো।
22/10/2024

এতোগুলো তাজা প্রাণ হারানোর পরেও আপা হারানোর শোক যাদের কাছে বেশি, তারা মূসা (আ:)-এর যুগে জন্মালেও ফেরাউনের জন্য শোক করতো।

সাকিব আল হাসান আওয়ামীলীগের সম্পদ। দেশের সম্পদ হলে তার জনপ্রিয়তা ও টাকা দিয়ে ইমরান খানের মতো আলাদা দল করতো। স্বৈরাচারের অ...
21/10/2024

সাকিব আল হাসান আওয়ামীলীগের সম্পদ। দেশের সম্পদ হলে তার জনপ্রিয়তা ও টাকা দিয়ে ইমরান খানের মতো আলাদা দল করতো। স্বৈরাচারের অধীনে রাজনীতি করতো না।।

★ একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল।  ★ পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার  সাথে সাথে ব্যাঙ...
20/10/2024

★ একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল।
★ পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও
তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে।
★ সহনীয় পর্যায়ে নিয়ে শুরু করল যদি ও সে চাইলেই
লাফ দিয়ে বেরিয়ে যাতে পারত।
★ কিন্তু সে লাফ দেয় না। সে সহ্য করতে থাকে। আস্তে
আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয়।
★ তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেয়ে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার।
★ কিন্তু তখন আর তার লাফ দেওয়ার মত শক্তি তার থাকে না। পানি আরও গরম হতে থাকে যার ফলে সে গরম পানিতে ফুটে একটা সময় মারা যায়।
★ এখন যদি প্রশ্ন করা হয় ব্যাভটি কিভাবে মারা গেলে?তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম পানির কারনে মারা গেছে।
★ কিন্তু না সে গরম পানির জন্য মারা যায়নি
সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত দেরিতে নেওয়ার
কারনে।
★ ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান কাল পাত্র ভেদে
একেকটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে কিন্তু আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে ক্ষমতা থাকা
সত্বেও আমাদের বুঝতে হবে কখন সরে যাওয়া উচিত
অর্থাৎ সঠিক সময়ের সিদ্ধান্ত সঠিক সময় নেওয়া উচিত। আবেগ ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত
নেওয়া উচিত না।
সংগৃহীত 🌸🌸🌸

2012
07/10/2024

2012

মূর্খের সবচেয়ে বড় সমস্যা হলো সব জায়গায়ই সে নিজেকে যোগ্য মনে করে। আর অন্যকেও সে নিজের মতো মূর্খই মনে করে।
25/09/2024

মূর্খের সবচেয়ে বড় সমস্যা হলো সব জায়গায়ই সে নিজেকে যোগ্য মনে করে। আর অন্যকেও সে নিজের মতো মূর্খই মনে করে।

15/09/2024

আগামীকাল সোমবার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ (সাঃ) জন্ম দিন খুঁশি হয়ে থাকলে
আলহামদুলিল্লাহ 🤲

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when R D Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share