Joy Tv । জয় টিভি

Joy Tv । জয় টিভি Joy Thinking Voice (JoyTv) is the Bengali Content in Bangladesh.

Here you will be watch Biography of People and Politics, Motivation, Health, Education, Sports, Agriculture, Social Affairs, Short Dramas, Entertainment and Bengali Culture Programs etc. Joy Thinking Voice (Joy Tv। জয় tv) এর ইতিকথা..............

মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে, ততই তারা বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে। এই আধুনিক যুগে মুখোশের আড়ালে এরা একটু বেশিই অত্যাধুনিক। আধুনিকতার দোহাই দিয়ে

, মুখে সভ্যতার মুখোশ লাগিয়ে, তারা ভুলে যাচ্ছে নিজের শেকড়ের টান, মা-মাটি-মানুষ, দেশ ও দশের কথা।

স্বার্থবাদী দুনিয়ার মোহে ভেঙে যাচ্ছে শত শতাব্দী যুগ-যুগান্তর অনাদিকালের পুরাতন পারিবারিক বন্ধন। কোথায় যেন হারিয়ে যাচ্ছে একান্নবর্তী পরিবারগুলো। সমাজে দেখা দিচ্ছে হিংসা-বিদ্বেষ নানাবিধ দ্বন্ধ। বাড়ছে অশান্তি আর বিশৃঙ্খলা। সন্তান ভুলে যাচ্ছে নিজের বয়স্ক পিতা-মাতার কথা। নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অবক্ষয়ের কারণে প্রতিনিয়ত বিপন্ন হচ্ছে মানবতা।

সমাজ ও রাষ্ট্রে মানুষে মানুষে সৃষ্টি হচ্ছে নানাবিধ সমস্যা। সমাজের অসঙ্গতি, অন্যায়-অবিচার, সুদ, ঘুষ, দূর্নীতি, রাজনৈতিক হিংসা প্রতিহিংসা, হানাহানি, মারামারি, হত্যা, খুন, ধর্ষণ, লুটপাট, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, রাগ-ক্ষোভ ইত্যাদি অনৈতিক কাজে জড়িয়ে মানুষ তার মানবিক মূল্যবোধ হারিয়ে দিনকে দিন পাষাণ হয়ে যাচ্ছে।

ঘোর অমানিশায় পড়ে দু'চোখে অন্ধকার দেখছে সাধারণ মানুষ। তাদের জীবন ক্রমসই হয়ে উঠেছে দূর্বিসহ। তাদের আকুতি-কাকুতি-মিনতি শোনতে চায় না কেউ। সাধারণ জনগণের বুকপাটা হাহাকার আর আর্তনাদে কখনো কখনো পৃথিবীটা নীরব নিস্তব্ধ হয়ে ওঠে।

কান্ডজ্ঞানহীন বিবেকবর্জিত ব্যাক্তিগত ভ্রান্তিকর জীবন দর্শনের কারণে সমাজে তৈরি হচ্ছে এক ধরনের অমানবিক গল্প। এসব গল্প যে কোনো বিবেকবান মানুষের হৃদয় নাড়িয়ে দিয়ে আকাশ ভাঙ্গা বৃষ্টির ন্যায় কান্নার ঝড় তুলবে।

সমাজ ও রাষ্ট্রের এমন সব সুবিধাবঞ্চিত অসহায়, অসুস্থ, পরিবারহীন বৃদ্ধ-বৃদ্ধা, মানুষ ও মানবিকতার কথা বলতে, দেশ ও জাতির কল্যাণে কাজ করতে প্রতিষ্ঠিত হয় “Joy Thinking Voice(Joy Tv। জয় tv) ”. যেখানে দেশ ও জনগনের স্বার্থে কাজ করাই আমাদের মূললক্ষ্য।

★★ প্রতিষ্ঠাঃ ২০১৯ সালের ০৩ মে সামাজিক ও মানবিক কার্যক্রমের মধ্যদিয়ে যাত্রা শুরু করে “Joy Thinking Voice (Joy Tv। জয় tv) ". "Joy Thinking Voice (Joy Tv। জয় tv) " দেশ ও জনসেবার লক্ষ্যে সততা স্বচ্ছতার সকলদিক আইনগত ভাবে সহযোগিতা পেতে জন নিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রশাসনিক অনুমতি পেতে সবকিছু প্রক্রিয়াধীন রয়েছে।

★★ উদ্দেশ্যঃ মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জাতির কল্যাণে মানুষের পাশে থেকে শিক্ষা-স্বাস্থ্য-সংস্কৃতি, অন্ন, বস্ত্র, বাসস্থান, জীবন-জীবিকা, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এবং জীববৈচিত্রের সৃজনশীল সুন্দর কর্মযজ্ঞের কথা তুলে ধরতে "Joy Thinking Voice (Joy Tv। জয় tv) ” অঙ্গীকারবদ্ধ।

★★ আয়ের উৎসঃ “Joy Thinking Voice (Joy Tv। জয় tv) " সম্পূর্ণ অলাভজনক একটি "সামাজিক মিডিয়া সংস্থা" বা সামাজিক যোগাযোগ মাধ্যম (প্রতিষ্ঠান)। যা হেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সিনিয়র সিটিজেন সেফটি কেয়ারের (এসসিএসসি-র) প্রতিষ্ঠাতা মোঃ রিদওয়ান আবিদ চৌধুরী জয়ের ব্যক্তিগত অংশগ্রহণই আয়ের প্রধান উৎস। জয় চৌধুরী তাঁর ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান এবং পেশাগত আয় থেকেই এই কাজ করছেন।

★★প্রতিষ্ঠাতার কিছু কথাঃ
সকল জীবের প্রতি ছোটবেলা থেকেই কেন জানি আমার মনে এক ধরনের মায়া-মমতা-দরদ, লালন পালন ধারণ ও পোষণ করতাম। মানুষের কষ্ট দেখলে আমি ঠিক থাকতে পারতাম না। বলতে পারেন মানুষের কষ্ট একদম সহ্য হতনা। বিশেষ করে সমাজের নির্যাতিত নিপীড়িত, সুবিধাবঞ্চিত, অসহায়, অসুস্থ, পরিবারহীন বৃদ্ধ-বৃদ্ধা এবং সহায় সম্বলহীন মানুষের প্রতি আমার দূর্বলতা সব সময় কাজ করত।
তাদেরকে অসহায় অবস্থায় দেখলে খুব কষ্ট হতো। তখন থেকেই ভাবতাম যদি তাদের জন্য কিছু করতে পারতাম। এক সময় সাহস করে শুরু করলাম। সামাজিক ও মানবিক কার্যক্রমের মধ্যদিয়ে দেশ ও মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করলাম।

সেই থেকেই শুরু। তারপর ২০১৯ সালে "Joy Thinking Voice (Joy Tv। জয় tv) " প্রতিষ্ঠা করে সমাজ, রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখতে শুরু করলাম।

আপনাদের সহযোগিতা পেলে ভবিষ্যৎ-এ প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও খাদ্য-সামগ্রী প্রদানসহ স্থায়ীভাবে একটি ফ্রি বিনোদন কেন্দ্র গড়ে তোলার ইচ্ছে রয়েছে।

মহান আল্লাহতা'য়ালা আমাকে সেই তাওফিক দান করুন। ---আমিন

মোঃ রিদওয়ান আবিদ চৌধুরী জয় (শিক্ষক ও কলামিষ্ট)
প্রতিষ্ঠাতা পরিচালকঃ
Joy Thinking Voice (Joy Tv। জয় tv), Dhaka, Bangladesh.

---------------------------
★★ Joy Thinking Voice (Joy Tv। জয় tv), Mob: 01811421143 Dhaka, Bangladesh.
----------------------------

07/08/2025

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা । Joy Tv । Dhaka

07/08/2025

ভোট,নেতা-কর্মী,জনগণ ও রাজনীতি । Ridwan Abid Chowdhury । Joy Tv । Dhaka

07/08/2025

মায়ায় জড়ানো জীবন । Childhood । Joy Tv । Dhaka

সাংবাদিক ইলিয়াস হোসেনের এই পোস্ট কে কিভাবে দেখছেন?
06/08/2025

সাংবাদিক ইলিয়াস হোসেনের এই পোস্ট কে কিভাবে দেখছেন?

06/08/2025

রাজধানীর শ্যামপুরে গ্যাসের লাইনে পানি নারীদের ক্ষোভ প্রকাশ । Joy Tv । Dhaka

06/08/2025

জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া । Joy Tv । Dhaka

06/08/2025

জুলাই ঘোষণাপত্র নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেস ব্রিফিং । Joy Tv । Dhaka

06/08/2025

ঢাকা বিভাগের জেলা সমূহ আয়োজিত বিএনপির বিজয় র‌্যালী পূর্ব সমাবেশ । BNP । Joy Tv । Dhaka

জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউসুফ।১। যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহি...
05/08/2025

জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউসুফ।

১। যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ ২৩ বছর পাকিস্তানের স্বৈরশাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করে জাতীয় মুক্তির লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল;

এবং
২। যেহেতু, বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডে স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে;

এবং
৩। যেহেতু স্বাধীন বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধান প্রনয়ন পদ্ধতি, এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা-পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল;

এবং
৪। যেহেতু স্বাধীনতা-পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূলমন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশালের নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে এবং মতপ্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে, যার প্রতিক্রিয়ায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংঘটিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাকশাল পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রবর্তনের পথ সুগম হয়,

এবং
৫। যেহেতু আশির দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র-জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে ১৯৯০ সালের গণঅভ্যুত্থান সংঘটিত হয় এবং ১৯৯১ইং সনে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়।

এবং
৬। যেহেতু দেশী-বিদেশী চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় ১/১১ -এর ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য ও ফ্যাসিবাদের পথ সুগম করা হয়;

এবং
৭। যেহেতু গত দীর্ঘ ষোল বছরের ফ্যাসিবাদী, অগণতান্ত্রিক এবং গণবিরোধী শাসনব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অতি উগ্র বাসনা চরিতার্থ করার অভিপ্রায়ে সংবিধানের অবৈধ ও অগণতান্ত্রিক পরিবর্তন করা হয় এবং যার ফলে একদলীয় একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়;

এবং
৮। যেহেতু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, গুম-খুন, আইন-বহির্ভূত হত্যাকাণ্ড, মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে;

এবং
৯। যেহেতু, হাসিনা সরকারের আমলে তারই নেতৃত্বে একটি চরম গণবিরোধী, একনায়কতান্ত্রিক, ও মানবাধিকার হরণকারী শক্তি বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী, মাফিয়া এবং ব্যর্থ রাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে;

এবং
১০। যেহেতু, তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার ফ্যাসিবাদী নেতৃত্বে সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট, অর্থ পাচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে বিগত পতিত দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ও এর অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যস্ত করে তোলে এবং এর পরিবেশ, প্রাণবৈচিত্র্য ও জলবায়ুকে বিপন্ন করে;

এবং
১১। যেহেতু শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল, ছাত্র ও শ্রমিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ষোল বছর যাবত নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল-জুলুম, হামলা-মামলা, গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়;

এবং
১২। যেহেতু বাংলাদেশে বিদেশী রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব, শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সংগত আন্দোলনকে বহিঃশক্তির তাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তিপ্রয়োগের মাধ্যমে দমন করে;

এবং
১৩। যেহেতু অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার তিনটি প্রহসনের নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৪ এর জাতীয় সংসদ নির্বাচন) এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে;

এবং
১৪। যেহেতু, আওয়ামী লীগ আমলে ভিন্নমতের রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষার্থী ও তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় এবং সরকারী চাকুরীতে একচেটিয়া দলীয় নিয়োগ ও কোটাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র, চাকুরী প্রত্যাশী ও নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের জন্ম হয়;

এবং
১৫। যেহেতু বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের ওপর চরম নিপীড়নের ফলে দীর্ঘদিন ধরে জনরোষের সৃষ্টি হয় এবং জনগণ সকল বৈধ প্রক্রিয়া অবলম্বন করে ফ্যাসিবাদবিরোধী লড়াই চালিয়ে যায়;

এবং
১৬। যেহেতু, সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটাব্যবস্থার বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন-পীড়ন, বর্বর অত্যাচার ও মানবতাবিরোধী হত্যাকাণ্ড চালানো হয়, যার ফলে সারা দেশে দল-মত নির্বিশেষে ছাত্র-জনতার উত্তাল গণবিক্ষোভ গণঅভ্যুত্থানে রূপ নেয়;

এবং
১৭। যেহেতু ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দল, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শ্রমিক সংগঠনসহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আওয়ামী ফ্যাসিবাদী বাহিনী রাজপথে নারী-শিশুসহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে, অগনিত মানুষ পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করে এবং আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে;

এবং
১৮। যেহেতু, অবৈধ শেখ হাসিনা সরকারের পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে, পরবর্তী সময়ে ৫ আগস্ট ঢাকা অভিমুখে লংমার্চ পরিচালনা করে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল, ছাত্র-জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণী, পেশার আপামর জনসাধারণের তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা ৫ আগস্ট ২০২৪ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়;

এবং
১৯। যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় ও প্রয়োগ রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে যুক্তিসঙ্গত, বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত;

এবং
২০। যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রীম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট ২০২৪ তারিখে একটি অন্তর্বতীকালীন সরকার গঠন করা হয়;

এবং
২১। যেহেতু, বাংলাদেশের সর্বস্তরের জনগণের ফ্যাসিবাদবিরোধী তীব্র আকাঙ্ক্ষা এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয়;

এবং
২২। সেহেতু, বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করছে;

এবং
২৩। সেহেতু, বাংলাদেশের জনগণ বিগত ষোল বছরের দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম কালে এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংঘটিত গুম-খুন, হত্যা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধসমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে;

এবং
২৪। সেহেতু, বাংলাদেশের জনগণ জুলাই গনঅভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্রজনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে।

এবং
২৫। সেহেতু, বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধসম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে।

এবং
২৬। সেহেতু বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে।

এবং
২৭। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে, ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।

এবং
২৮। ৫ আগস্ট ২০২৪ সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রনয়ণ করা হলো।

কদমতলী থানার শ্রমিকলীগ নেতা উজ্জ্বলসহ রাজধানীতে আওয়ামীলীগের ১২ নেতাকর্মী গ্রেফতার---------------------------------------...
05/08/2025

কদমতলী থানার শ্রমিকলীগ নেতা উজ্জ্বলসহ রাজধানীতে আওয়ামীলীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
--------------------------------------------------------------
গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃতরা হলোঃ-

১। তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান (৬০)

২। নোয়াখালী ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম পারভেজ (৪৩)

৩। মিরপুর ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মোঃ মজিবর রহমান (মেম্বার) (৪৭)

৪। আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জিয়াউল হক জিয়া (৪০)

৫। নবাব কাটরা ইউনিট যুবলীগগের সহ-সভাপতি মোঃ কলিম (৫২)

৬। কদমতলী থানার সাবেক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বল (৪৮)

৭। চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ রেদওয়ান খান বোরহান (৫০)

৮। কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান (৩৩)

৯। অমর একুশে হল ছাত্রলীগের সেক্রেটারী আতাউল গনি কৌশিক (৩৪)

১০। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এরশাদুর রহমান রিফাত (৩১)

১১। চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌর সাবেক মেয়র ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (৫৭)

১২। ঢাকা মহানগর উত্তর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন পলাশ (৪২)

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (৪ আগস্ট ২০২৫ ) মোঃ হাবিবুর রহমান ও জিয়াউল হক জিয়াকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। একইদিন মোঃ জাহিদুল ইসলাম পারভেজ ও মোঃ মজিবর রহমানকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের একটি টিম। ডিবি লালবাগ বিভাগ মোঃ কলিমকে গ্রেফতার করে।

অন্যদিকে হাবিবুর রহমান উজ্জ্বলকে সোমবার ফতুল্লা এলাকা থেকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের টিম । তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলা রয়েছে।

মুগদা এলাকা থেকে মোঃ রেদওয়ান খান বোরহানকে গ্রেফতার করে ডিবি উত্তরা বিভাগ। ডিবি সূত্রে আরও জানা যায়, সোমবার অপর এক অভিযানে সোহানুর রহমান, আতাউল গনি কৌশিক, এরশাদুর রহমান রিফাত ও মো জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের টিম।

অপরদিকে সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার (০৪ আগষ্ট ২০২৫) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাড্ডা থানাধীন ডি আই টি প্রজেক্ট এলাকা থেকে ইকবালকে গ্রেফতার করে সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের চৌকস একটি টিম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

05/08/2025

রাজধানীর মানিক মিয়া এভিনিউ ঢাকা থেকে সরাসরি সম্প্রচারিত............

05/08/2025

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সমাবেশ ও গণমিছিল । Joy Tv । Dhaka

Address

Fulbaria
1204

Alerts

Be the first to know and let us send you an email when Joy Tv । জয় টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share