Admission/Primary/NTRCA/BCS Preparations

Admission/Primary/NTRCA/BCS Preparations Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Admission/Primary/NTRCA/BCS Preparations, Magazine, Fulbaria.

03/12/2024
Please like, comment, share and follow this group and invite your friends. Thank you and good luck. please don't forget ...
31/10/2024

Please like, comment, share and follow this group and invite your friends. Thank you and good luck. please don't forget to like and comment on this post.





SSC & HSC Exam Suggestions

28/10/2024

Telling lies --- a great sin.

🔸 am
🔸are.
🔸was
🔸 is

27/10/2024

বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
A. রাজশাহী
B. কুমিল্লা
C. আগারগাঁও
D. সোনারগাঁও

27/10/2024

৩ বার বিসিএস সমাচার সুবিধা-অসুবিধা

যদি ৩ বার বিসিএস প্রজ্ঞাপন জারির পর থেকে শুরু হয় অর্থাৎ পূর্বের বিসিএস কাউন্ট না হয়, তাহলে,
১. সদ্য গ্রেজুয়েট পাশ করে যারা এই তিন বিসিএসে অংশগ্রহণ করবে মোটামুটি সবাই ধরা খাবে।
২. ২৯-৩২ বছর বয়সীরা সর্বোচ্চ সুবিধা পাবে।
৩. প্রেশাররা কোন তিন বিসিএস এ অংশগ্রহণ করবে দ্বিধায় থাকবে।
৪. একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে বিসিএসের গাইড বই পড়া শুরু করবে সেই ১ম বর্ষ থেকেই।

আর যদি পূর্বের বিসিএস কাউন্ট হয় ৩ বার বিসিএসের ক্ষেত্রে,
১. সদ্য গ্রেজুয়েটদের বিশাল সুযোগ।
২. ২০১৬-১৭, ২০১৭-২০১৮ সেশনের বিরাট ক্ষতি। ইতিমধ্যেই এই দুটি সেশন অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। বেকারের হার এই দুটি সেশনেই মাত্রাতিরিক্ত।
৩. যারা তিনবার পরীক্ষা দিয়েছেন তাদের খুবই হতাশা কাজ করবে, অনেকেই হয়তো ৩০ বছর বয়স ধরেই প্ল্যান সাজিয়েছেন কিভাবে কি করবেন।

আর এই দুই ক্ষেত্রেই এক-দুইটা ব্যাচ চরম বৈষম্যের শিকার হবে।
বিদ্যমান ব্যবস্থার ফলে,
১. তুলনামূলক চৌকস কর্মকর্তারাই নিয়োগ পাবে। যেহেতু কয়েকবার দেওয়ার পর অনেককিছুই জানা হয়ে যায়।
২. পছন্দের ক্যাডার পাওয়া অনেকটাই সহজ যেহেতু অনেকবার সুযোগ থাকে।
৩. যারা বিসিএস প্রার্থী সবারই মানসিকভাবে সেটআপ আছে কে কতবার দিতে পারবে।
৪. অল্প মার্কসের ব্যবধানে ক্যাডার না পাওয়া প্রার্থীর একাধিক সুযোগের কারণে পরবর্তীতে ভালো কিছু পেতে পারে।

সরকারকে যা করা উচিত,
১. প্রত্যকের সুযোগ বৃদ্ধি করা। হয়তো ৩২ পর্যন্ত পরীক্ষা দেওয়ার ব্যবস্থা অথবা ৩০ ধরে যতবার (৫-৬ বার) বিসিএস হতো ততবার করা। সুযোগ কমানো কোনোভাবেই কাম্য নয়।

মন্তব্য ৩ বারের বিসিএসের লিমিটে কোনো সুবিধা নেই ১-২ ব্যাচের সুবিধা করতে গিয়ে অন্যদের বিপাকে ফেলা বৈষম্য বৈকি কিছু নয়।

৩ বার বিসিএসের পক্ষের প্রার্থীদের কোন কারণে পক্ষে কথা বলছেন কমেন্ট করুন।

26/10/2024

চাকরির খবর - Job Circular
বিসিএস প্রস্তুতি: শক্ত বেসিক নলেজ তৈরীর জন্য যেভাবে এবং যে বইগুলো পড়বেন!
14 APRIL 2019 · PUBLIC
[ লেখাটি একটু বড় বিধায় ধৈর্য সহকারে পড়ুন ;আপনার মূল্যবান সময় অপচয় হবেনা কথা দিলাম ]
......................
শামীম আনোয়ার, সহকারী পুলিশ সুপার ( এএসপি), ৩৪ তম বিসিএস পুলিশ ক্যাডার, মেধাক্রম ১১, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সাবেক ছাত্র।
(সদ্য পড়াশুনা শেষ করে চাকুরি নামক মহাযুদ্ধে যারা অবতীর্ণ হতে চলেছেন অথবা অনার্স ৩য়-৪র্থ বর্ষে পড়ছেন, কিন্তু ৩৮, ৩৯ বা ৪০তম বিসিএসসহ অন্যান্য চাকুরির পরীক্ষায় অংশ নেওয়ার প্রত্যাশায় নিজেকে অধিক কম্পিটিটিভ করতে এখন থেকেই কাজ শুরু করার কথা ভাবছেন, তাদের জন্যই মূলত এই লেখা।)
বেসিক ভাল থাকলে এ কোচিং-ও কোচিং দৌড়াদৌড়ি না করে মোটামুটি চলনসই পড়াশুনা দিয়েই কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যেতে পারে, পক্ষান্তরে বেসিক দুর্বল থাকলে দিনরাত নির্ঘুম অধ্যবসায়ও রূপ নিতে পারে ব্যর্থতায়- উঠতে বসতে
সবাই বলে থাকেন, এমনই প্রচলিত একটি ধারনা এটি। কিন্তু প্রশ্ন হল এই বেসিক বা ফাউন্ডেশনের স্বরুপটি ঠিক কি!
এসম্পর্কে অনেকেরই ধারনাগত অস্পষ্টতা আছে। এটি কি এমন কিছু, যা মায়ের পেট থেকে নিয়ে আসতে না পারলে
অর্জন করে নেবার কোন পথ নেই? বহুল আলোচিত, সেই তুলনায় সামান্যই ব্যাখ্যাকৃত এই বেসিক বিল্ডআপ করার
প্রয়োজনীয় আঙ্গিকসমূহ ব্যাখ্যা করে আমি আজকের এই লেখাটি সাজিয়েছি। আশা করি আপনাদের কাজে আসবে।

বেসিক তৈরি করার মূল প্রতিপাদ্য হল সঠিক প্রস্তুতিকৌশল নির্ধারণ, নির্ভুল উপকরণ বাছাই ও তার যথাযথ ব্যবহার এবং জীবনাচরণের প্রতিটি পদক্ষেপকে
কাঙ্ক্ষিত লক্ষ্যাভিমুখী করার সাথে
সম্পৃক্ত। অর্থাৎ বেসিক বিল্ডিং হলো,
সঠিক প্রক্রিয়া অবলম্বন ও সে অনুযায়ী
নিজেকে উপর্যুপরি শাণিত করার
লক্ষ্যে অব্যাহত প্রচেষ্টা। আমরা দেখে
নেওয়ার চেষ্টা করব, বিসিএসসহ
অন্যান্য চাকুরী পরীক্ষার তীব্র
প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে
রাখা ও সে লড়াইয়ের রসদ সংগ্রহকে
যারা পাখির চোখ করেছেন, কেমন
হতে পারে তাদের সেই বেসিক
তৈরির আঙ্গিক।।
#১ইংরেজিতে_দক্ষতা_বৃদ্ধিঃ
যেকোন চাকুরির পরীক্ষায় ( এমনকি
ভাইভায়ও) ভাল করার জন্য ফ্রিহ্যান্ড
রাইটিং , স্পোকেন ইংলিশ ও
ইংরেজি গ্রামারের ওপর ভাল দখল
নিশ্চিত করার কোন বিকল্প নেই। এটি
অন্যান্য প্রতিযোগীদের তুলনায়
আপনাকে অধিক কম্পিটিটিভ ও যোজন
যোজন এগিয়ে দেওয়ার মতো এমন একটি
ভাইটাল গুণ, যা অন্যান্য বিষয়ের মতো
একদিন, একমাস বা একবছরে আয়ত্ত করা
রীতিমতো অসম্ভব। তাই এ লক্ষ্যে কাজ
শুরু করে দিন আজই।
** প্রতিদিন ইংরেজি দৈনিক পত্রিকা
পড়ার অভ্যাস গড়ে তুলুন। হালকা
পাতলা নজর বুলিয়ে রেখে দিলেন,
এমন নয়, এর পেছনে কমপক্ষে একঘণ্টা সময়
বরাদ্দ রাখুন। যারা পত্রপত্রিকায় ব্যবহৃত
আধুনিক ইংরেজি ভাষাভঙ্গি সম্পর্কে
একেবারেই ওয়াকেফহাল নন, তারা
প্রফেসর্স প্রকাশনের How to read English
newspaper বইটি ( আশা করি সবাই নাম
শুনেছেন) সময় নিয়ে, বুঝেবুঝে প্রথম
থেকে শেষ পর্যন্ত কয়েকবার পড়ে
ফেলুন। আশা করা যায় ভাষা ও আধুনিক
বাক্য গঠন ভঙ্গি সম্পর্কে একটা সম্যক
ধারনা পেয়ে যাবেন। এবার ভাল
মানের একটি ইংরেজি পত্রিকা
( আমি ডেইলি স্টার পড়ি) বাসায়
রেখে উল্লিখিত নিয়মে শুরু করে দিন।
বিগেইনাররা প্রথমে শুধু হেডলাইন
পড়ে যেতে পারেন, তারপর আস্তে
আস্তে আপনার নিজস্ব রুচিবোধ
অনুযায়ী পছন্দনীয় টপিকগুলো পড়ার
চেষ্টা করুন। সময় নিন, ডিকশনারি খুলে
প্রয়োজনীয় শব্দের অর্থ জেনে নিয়ে
তা খাতায় নোট করে রাখার মতো
ধৈর্যশীল হোন, তাড়াহুড়ো করার
দরকার নেই। এভাবে সময়ের পরিক্রমায়
উপসম্পাদকীয় কলামসমূহ একটু একটু করে
দেখার চেষ্টা করুন। ইনশাআল্লাহ,
ইংরেজিতে অন্যদের ঈর্ষাকাতর করে
দেওয়ার মতো দক্ষতা অর্জনের দিকে
আপনি এগিয়ে যাবেনই। চাকুরির
পরীক্ষায় কম্পালসরি ইংলিশের
পাশাপাশি বাংলাদেশ ও
আন্তর্জাতিক বিষয়াবলির
পরীক্ষাসমূহও যদি কোয়ালিটি
ইংরেজি দিয়ে লিখে আসতে
পারেন, অন্য প্রতিযোগী দের তুননায়
এখানেই অন্তত ৫০ নম্বর এগিয়ে যাওয়া
কোন ব্যাপারই নয়। ** গ্রুপ করে সপ্তাহে
একদিন হলেও ইংরেজিতে কথা বলার
চর্চা শুরু করুন।
#এডভান্স_লেভেলের_জন্যঃ
১. English for competitive exam by, fazlul haque.( শুরুতেই
এই বইটা পড়লে যেকোন পরীক্ষায় বসার
মত একটা প্রস্তুতি আপনার হয়ে যাবে,
যা আপনাকে আত্মবিশ্বাসী ও পরবর্তী
প্রস্তুতির সময় নির্ভার রাখবে + বিগত
বছরের বিভিন্ন চাকুরি পরীক্ষার প্রশ্নও
এতে কভার হয়ে যাবে- সে অর্থে
এটিকে ইংরেজির জব সল্যুশনস ও বলা চলে)
২. saifur’s vocabulary (এই বইটি ভালমতো
আত্মস্থ করতে পারলে অন্তত
ভোকাবুলারি নিয়ে যে আপনাকে আর
ভাবতে হবে না, তা সাইফুর স্যারের
হেটার্সরাও অবলীলায় মেনে নিবেন।
৩. চৌধুরী এন্ড হোসাইন স্যার লিখিত
advanced learners বইটির সম্পূর্ণ গ্রামার
অংশ। ( সুবিধা হল এই বইটি আমাদের
প্রায় সবারই আগে থেকে পড়া আছে,
তাই পড়াটা সহজ হবে, যারা এসএসসি
বা ইন্টার লেভেলে অন্য বই ফলো
করেছিলেন, সেই বইটি থেকেই কভার
করতে পারেন) Cliffs TOEFLসহ পেট মোটা
আরো কতকত বইয়েরনাম শুনবেন, এককথায়
বলব, নিজের সর্বনাশ ডেকে আনবেন না
( এক্সপার্ট ইউজার দের ক্ষেত্রে
ব্যাপারটা ভিন্ন, মূলত বিগেইনারদের
জন্যই আমার এ লেখা)
৪. সাহিত্য অংশের জন্য ওরাকল প্রিলি
ও রিটেন গাইডের সাহিত্য অংশের
পাশাপাশি ABC of english literature বইটি
দেখে নিবেন। এছাড়া লেটার
রাইটিং এর জন্য সঠিক ফরম্যাট জেনে
নিয়ে মাঝে মাঝে প্র্যাকটিস করুন।
( চৌধুরী এন্ড হোসাইন স্যারের বইতেই
পাবেন)
#বাংলাঃ বাংলার জন্য এই
মুহূর্তে আলাদা করে না ভাবলেও
চলবে। পরীক্ষার আগের ক’মাস সময়ই
এক্ষেত্রে পর্যাপ্ত হবার কথা। তবে
নিম্নের কাজগুলো সতর্কতার সাথে
করে যেতে পারেন ** বাংলা
পত্রিকা বা যে কোন বই পড়ার সময়
কনফিউজিং বানানগুলো আলাদা
ভাবে খেয়াল করবেন। ** চিঠি,
স্মারকলিপি, ভাবসম্প্রসারন, সারাংশ
সারমর্ম সংলাপ প্রভৃতির ফরম্যাটটা
জেনে নিয়ে মাঝে মাঝে ফ্রিহ্যান্ড
লেখার প্র্যকটিস করবেন।
#এডভান্স_লেভেলের_জন্যঃ ১. mp3
প্রিলিমিনারি বাংলা ( শুধু বর্ণনা
গুলো পড়বেন। এমসিকিউ আকারে
দেওয়া প্রশ্ন দেখার দরকার নেই।
ব্যাকরণ, সাহিত্য সব, অর্থাৎ এটা থেকে
কিছুই বাদ দেবেন না।)
২. সৌমিত্র শেখর স্যারের জিজ্ঞাসা
( এই বই থেকে শুধু সাহিত্য অংশ দেখুন,
ব্যাকরণ অংশ কোনকোন ক্ষেত্রে
অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক লেখায়
ভরা ( একটু খেয়াল করে দেখলে
নিজেই বুঝবেন) কথাগুলো কি একটু
বামনের চাঁদে হাত টাইপের ব্যাপার
হয়ে গেল!!! স্যরি, স্যার। তবে আমি
নিজে পড়তে যেয়ে যা মনে হইছে,
তা-ই বললাম। ৩. ক্লাস ওয়ান থেকে শুরু
করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আবশ্যিক
বাংলা বইয়ে যেসব কবি
সাহিত্যিকের গল্প-কবিতা রয়েছে,
তাদের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে
বিস্তারিত ( ছন্দেছন্দে বা অদ্যাক্ষর
দিয়ে সাহিত্যকর্ম মুখস্ত রাখতে গেলে
বড় ধরনের প্যারায়ই পড়তে হবে, এ
ব্যাপারে শতভাগ নিশ্চিত থাকুন।
কারন একসময় দেখবেন, এক কবি/
সাহিত্যিকের সাথে অন্যজনের ছন্দ
মিলে গিয়ে পুরো তালগোল
পাকিয়ে যাচ্ছে। আর অদ্যাক্ষর
মুখস্থকারীরা দেখবেন, একপর্যায় একই
অক্ষরে কয়েকটা করে সাহিত্যকর্ম এর
নাম চলে আসছে। এক্ষেত্রে আমি মনে
করি এ ধরনের ছন্দ বা অদ্যাক্ষরের
টোটকা বা শর্ট টেকনিক দিয়ে জোর
করে কোন কিছু মুখস্থ রাখার চিন্তা
মাথা থেকে ঝেরে ফেলে পঠিতব্য
সাহিত্যকর্ম গুলোর ওপর বারবার সতর্ক
চোখ বোলাতে থাকুন। সম্ভব হলে একজন
শব্দ করে পড়ুন, অন্যরা শুনুন, বা নিজেই
গুনগুন করে পড়ুন, আবার নজর বোলান।
এভাবে একবার, একশবার, হাজারবার।
ইনশাআল্লাহ কোন সাহিত্যকর্ম নাম
শুনলে বলে দিতে পারবেন, কার
লেখা, কখন লেখা, কি প্রকৃতির
লেখাসহ প্রয়োজনীয় আঙ্গিকসমুহ।
৪. শুধু ব্যাকরনের জন্য নবম-দশম শ্রেনীর
ব্যাকরন বই ( প্রথম থেকে শেষলাইন
ঠোটস্থ করে নিন) এর পাশাপাশি
হায়াত মামুদের বইটির ব্যাকরন অংশ
দেখবেন। [ fb/jobcircular24 ]
#নিজেকে_আপডেট_রাখুন
#সাধারণ_জ্ঞান সাম্প্রতিক সময়ে
বিসিএস সহ চাকুরি পরীক্ষাসমূহের
প্রশ্নপত্রের ধরণে যে পরিবর্তনের ধারা
লক্ষ করা যাচ্ছে, তাতে পরীক্ষার দুচার
মাস আগে আজকের বিশ্ব/নতুন বিশ্ব
নামের প্যাকেজ দিয়ে পার পাবার
কথা যারা ভাবছেন, তারা বোকার
স্বর্গে বাস করছেন। এক বিসিএসের
তুলনায় অন্যটির প্রশ্নের ধরন এতটাই
পালটে যাচ্ছে, দীর্ঘমেয়াদে
বাংলাদেশ ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ অতীত,
বর্তমান ও সম্ভাব্য ভবিষ্যৎ ঘটনাবলি র
ওপর যথাযথ দখল রেখে সাফল্য লাভের
আশা করা দিবাস্বপ্ন মাত্র। তাই এখন
থেকেই নিজেকে ধীরেধীরে প্রস্তুত
করে তুলুন
** দিনে কমপক্ষে একবার হলেও আপনার
পছন্দের যে কোন একটি চ্যানেলের
সংবাদ মনযোগ দিয়ে শুনুন।
** আপনি যদি
এক্সপার্ট ইউজার না হয়ে থাকেন,
ততাহলে ইংরেজি পত্রিকা শুধু আপনার
ভাষিক দক্ষতার উন্নয়নেই কাজে
আসবে। তাই ইংরেজির পাশাপাশি
একটি বাংলা দৈনিকও রাখুন। ( আমি
প্রথম আলোই পড়ি)।
**খেলার পাতা,
নকশা, অভ্যন্তরীণ রাজনৈতিক হালচাল,
ন্যান্সির ফ্রিটজি খালার অঙ্গসৌষ্ঠব
দেখার অভ্যেস থাকলে সেটি বাদ
দিন।( না দেখে থাকলে একবার দেখে
নিতে পারেন, না হয় সেই কৌতূহলে
আবার পড়ায় মন না বসে!!)

25/10/2024

#১৮ তম শিক্ষক নিবন্ধন

বর্তমানে বাংলাদেশের উপদেষ্টা গন ছাত্র। তারা অবশ্যই চাকুরীতে এই বিদ্যমানবৈষম্য টা বুঝবেন।
✍️তাছাড়াও অন্তবর্তী কালীন সরকার মাননীয় প্রফেসর ডঃ মোঃ ইউনুস স্যার, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।
✍️আমার জানা মতে উনি যখন গ্রামীণ ব্যাংকের পরিচালক ছিলেন তখন শিক্ষা ঋণ পদ্ধতি চালু করেছিলেন। মেধাবীরা যাতে পড়াশুনা চালিয়ে এবং স্বাবলম্বী হতে পারেন।
✍️এখন সেই মেধাবীরাই চাকরিতে বৈষম্যের শিকার।এমন কি করোনায় অনেকের বয়স শেষ। বাংলাদেশের চাকরির প্রবেশের বয়স ও কম।
✍️তাই আমি বা আমরা মনে করি 18 তম নিবন্ধনের রেজাল্ট প্রকাশ করে গণবিজ্ঞপ্তি দেওয়ার পাশাপাশি দ্রুত নিয়োগ পদ্ধতি শেষ করা হক।
✍️যারা ১-১২ তম এর মধ্যে আছে তাদেরকে উপেক্ষা করে দ্রুত নিয়োগ দেওয়া হক।( যেহেতু তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে) এখন ১৮ তম নিবন্ধন শিক্ষার্থীদের অগ্রাধিকার বেশি।

25/10/2024

💥সব নিয়োগ পরীক্ষার ভাইবা বোর্ডে একটি কমন প্রশ্ন থাকে, সেটি হল "Introduce Yourself ", প্রশ্নটি ইংরেজিতেই করা হয় এবং ইংরেজিতেই উত্তর দিতে হয়। অনেকে জানতে চায় ভাইভাতে introduce yourself এই প্রশ্নের উত্তর কি হবে। এই প্রশ্নের কোনো model উত্তর আছে কিনা। introduce yourself এর জন্য এইটা অনুসরণ করতে পারেন।

♦ Introduce Yourself : ♦
:
|| Major points:||
:
1. Name
2. Educational Background
3. Family background
4. Work experience (if have any)
5. Streangths & weakness
6. Hobbies & career objective
:
♦ Sample ♦
It's my pleasure to introduce myself in front of you. This is....... (your name). I completed my honours and masters degree from the department of......from.... University obtaining CGPA..... respectively.
Talking about my streangths & skills, I am innovative, hardworking and a quick learner. I can work under pressure. I am good at communication skill which enables me to convince people in my favour through logical argument. I am positive thinker.
My weaknesses are I am a short tampered, trust easily on people & emotional but I want to break emotionally.

My hobby is listening music.
As a fresher, I don't have any work experience, but I will prove myself once the opportunity.

এই লেখাটি ভাইবা বোর্ডের মাত্র একটি প্রশ্নের সমাধান।

Truly Speaking যে কোন চাকরির ভাইভা বোর্ডে 3-5 মিনিট ইংরেজিতে কথা বলতে পারলেই বাজিমাত করতে পারবেন।

Address

Fulbaria

Telephone

+8801811100133

Website

Alerts

Be the first to know and let us send you an email when Admission/Primary/NTRCA/BCS Preparations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category