
29/06/2025
গাজীপুরের শ্রীপুরে সিসিডিবি ক্লাইমেট সেন্টার।
এই সেন্টারটিকে একটি ক্লাইমেট হাব হিসেবে গড়ে তোলা হয়েছে, যাতে নতুন নতুন উদ্ভাবন এবং সহযোগিতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জলবায়ু-ঝুঁকিপূর্ণ মানুষের সেবা করা যায়। সেন্টারের ১২ হেক্টর জমির উপর গড়ে তোলা হয়েছে একটি জলবায়ু পার্ক, যেখানে বাংলাদেশের প্রধান বাস্তুতন্ত্রগুলোর প্রতিরূপ এবং প্রায় ১০০টি জলবায়ু অভিযোজন ও নবায়নযোগ্য শক্তির সমাধান রয়েছে। এছাড়া এই সেন্টারে রয়েছে একটি শিক্ষাকেন্দ্র (লার্নিং সেন্টার), যেখানে প্রদর্শনী, প্রশিক্ষণ এবং সম্মেলনের সুবিধা রয়েছে।