বিশ্ববিদ্যালয় পরিক্রমা

বিশ্ববিদ্যালয় পরিক্রমা A Monthly Bilingual News Magazine on Education & Finance

17/07/2025

এসএসসিতে ফেল, রাস্তায় বিক্ষোভ—পাসের দাবিতে শিক্ষাবোর্ড ঘেরাও শিক্ষার্থীদের

16/07/2025
16/07/2025

মতলবে তিন হাজার একর কৃষিজমি রক্ষায় এলাকাবাসীর প্রতিবাদ সভা

‘লাডি চটা’ নিয়ে গ্রামবাসীর ক্ষোভ, চেয়ারম্যানের বিরুদ্ধেও অসন্তোষ

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় প্রায় তিন হাজার একর কৃষিজমি রক্ষার দাবিতে অনুষ্ঠিত হয় এলাকাবাসীর এক প্রতিবাদ সভা। সভায় শত শত কৃষক, দিনমজুর, নারী ও যুবক অংশগ্রহণ করে জমি দখল ও প্রকল্পের নামে জমি ধ্বংসের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করেন।

স্থানীয়দের অভিযোগ—‘লাডি চটা’ নামের একটি প্রকল্পের আড়ালে কৃষিজমি দখল করে শিল্পাঞ্চল বা আবাসিক এলাকা নির্মাণের পাঁয়তারা চলছে। বক্তারা বলেন, এই জমিগুলোই হাজারো কৃষক পরিবারের জীবিকা, খাদ্য উৎপাদনের মূল উৎস এবং এলাকার পরিবেশগত ভারসাম্যের ভীত।

গ্রামবাসীর অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের একজন চেয়ারম্যান এই জমি প্রকল্পে সক্রিয় ভূমিকা পালন করছেন। ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ চরমে পৌঁছেছে।

14/07/2025

বনানীতে চাঁদা চাওয়ায় সিএনজি চালকদের হাতে চাঁদাবাজকে গণধোলাই। 😁😁

13/07/2025

তিন হাজার একর কৃষিজমি রক্ষার দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় মতলব উত্তর উপজেলায়।
এই গুরুত্বপূর্ণ জনস্বার্থমূলক সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, এডভোকেট শরিফ মাহমুদ ফেরদাওস সাহিন।

🎙️ তিনি বলেন—

> “এই কৃষিজমি আমাদের অস্তিত্ব। হাজারো কৃষক পরিবার এই জমির উপর নির্ভরশীল। যে কোনো উন্নয়ন হতে হবে মানুষের জীবন ও জীবিকার স্বার্থ রক্ষা করে।”

13/07/2025

তিন হাজার একর কৃষিজমি রক্ষার দাবিতে মতলব উত্তরবাসীর প্রতিবাদ সভায় জনস্রোত!
প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সেলিমুস সালাম সেলিম।

🎙️ তিনি বলেন—

> "এই জমি শুধু মাটি নয়, হাজারো কৃষকের জীবন ও জীবিকার ভরসা। কৃষককে ধ্বংস করে উন্নয়নের নামে প্রকল্প জনগণের স্বার্থে নয়।"

03/07/2025

নরসিংদীতে বিশ্ববিদ্যালয় পরিক্রমা'র উদ্যোগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

02/07/2025

ডা. আনিসুল আউয়ালকে নিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় নতুন মাত্রা
(চাঁদপুর-২ আসনের সম্ভাব্য বিএনপি প্রার্থী)
📅 তারিখ: ৩০ খ্রিস্টাব্দ, সোমবার
🕝 সময়: বিকাল ০২:৪০ মিনিট

স্থান: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), কাকরাইল, ঢাকা
🎯 আয়োজক: মাসিক বিশ্ববিদ্যালয় পরিক্রমা

বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিভাগের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে মাসিক বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজন করেছে এক অনন্য সংবর্ধনা অনুষ্ঠান। এই আয়োজনে দেশের প্রতিভাবান শিক্ষার্থীদের কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা ছড়িয়ে দিতে বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করবেন।

🎙️ প্রধান আলোচক হিসেবে থাকবেন:

ডা. এ. এম. এম. আনিসুল আউয়াল
অতিরিক্ত সচিব (অবঃ), বাংলাদেশ সরকার
চ্যান্সেলরস গোল্ড মেডেল প্রাপ্ত
সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, চাঁদপুর-২ (বিএনপি)

📚 শিক্ষাগত ও পেশাগত পরিচিতি:

ডা. আনিসুল আউয়াল একজন বহুমাত্রিক ব্যক্তিত্ব। তিনি চিকিৎসা, প্রশাসন ও শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছেন। তাঁর শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে:

এমবিবিএস – চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রি

এমপিএইচ (Master of Public Health) – জনস্বাস্থ্য বিষয়ে বিশেষায়িত

এমসিএন (Master of Clinical Nursing), অস্ট্রেলিয়া – নার্সিংয়ে আন্তর্জাতিক মানের উচ্চতর ডিগ্রি

এফআরএসএইচ (FRSH), লন্ডন – স্বাস্থ্যসেবায় ফেলোশিপ

এফসিজিপি (FCGP) – পরিবারভিত্তিক চিকিৎসা অনুশীলনে স্বীকৃত ফেলো

এমবিএ (MBA), ইউএসএ – মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর

পিএইচডি (PhD), অস্ট্রেলিয়া – গবেষণাভিত্তিক সর্বোচ্চ ডিগ্রি

30/06/2025

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

📍 স্থান: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), কাকরাইল, ঢাকা
🎯 আয়োজন: মাসিক বিশ্ববিদ্যালয় পরিক্রমা

🎖️ প্রধান অতিথি:

জনাব মোঃ সাইদুর রহমান খান
মহাপরিচালক, সমাজসেবা অধিদফতর

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when বিশ্ববিদ্যালয় পরিক্রমা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিশ্ববিদ্যালয় পরিক্রমা:

Share

A Magazine newspaper

A Bilingual News Magazine on Education & Business and Banking