Natural World & Civil Engineering Help Desk

Natural World & Civil Engineering Help Desk civil engineering help desk civil engineering help service

09/04/2025

Good evening

08/04/2025

Good night

Nice nuture
03/04/2025

Nice nuture

03/04/2025

I love you 💕 this page followers

03/04/2025

This page is helpful

ভাইরাল ছাদেক কাকু এখন রাজ্য বিহীন সাম্রাজ্যের মালিক
03/04/2025

ভাইরাল ছাদেক কাকু এখন রাজ্য বিহীন সাম্রাজ্যের মালিক

রাজ্য বিহীন সাম্রাজ্যের রাজা আমাদের সেই ভাইরাস সাদেক কাকুফেইসবুক পেইজলিংক:https://www.facebook.com/profile.php?id=100068478452836ইউটিউব চ্যানেল .....

একজন সাইট ইঞ্জিনিয়ারের কলাম সম্পর্কে যে বিষয়গুলো জানা দরকার :১.কলাম কি? কত প্রকার ও কি কি?উঃ যে সকল আর.সি সি কাঠামো উলম্...
28/03/2025

একজন সাইট ইঞ্জিনিয়ারের কলাম সম্পর্কে যে বিষয়গুলো জানা দরকার :

১.কলাম কি? কত প্রকার ও কি কি?
উঃ যে সকল আর.সি সি কাঠামো উলম্ব লোড বা চাপা লোড বহন করে তাকে কলাম বলে।
কলাম ২ প্রকার। যথা-
I). শর্ট কলাম।
ii).লং কলাম।

#কলাম ঢালাই দেওয়ার পূবে একজন সাইট ইঞ্জিনিয়ার হিসাবে যে বিষয়গুলো চেক করতে হবে।এবং ঢালাই দেওয়ার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে :

১। কলামের কিকার ঢালাই সাধারণত ৩"-৬" হয়ে থাকে। তবে কলাম সাটার যদি স্টিল হয় সেক্ষেত্রে ৬"-৯" ইঞ্চি ঢালাই ও দেওয়া যেতে পারে।
২। ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী রডের ডায়া ঠিক আছে কিনা চেক করতে হবে।
৩। ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী কলামের রিং স্পেসিং ঠিক আছে কিনা চেক করতে হবে।
৪। কলামের রিং এর হুক ১৩৫° আছে কিনা চেক করতে হবে।
৫। কলামের ল্যাপিং ড্রয়িং ও ডিজাইন অনুযায়ী দিয়েছে কিনা চেক করতে হবে।
৬। কলামের উপরে ও নিচে অর্থাৎ L/4 অংশে ২৫% এবং কলামের মাঝখানে অর্থাৎ L/2 অংশে ৫০% হারে লাপিং দিতে হবে।
৭। কলামের ফর্মওয়ার্ক সেট করার পূর্বে ফর্মওয়ার্ক তৈলাক্ত করে নিয়েছে কিনা চেক করতে হবে ।
৮। কলামের সল চেক করে নিতে হবে। কলামের ল্যাপিং যেন একই জায়গায় না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।
৯। কলামের ক্লিয়ার কভার ১.৫" আছে কিনা চেক করতে হবে।
১০। ২৪ নং তার দ্বারা কলামের রিং বাধা আছে কিনা চেক করতে হবে।
১১। কলাম ঢালাই দেওয়ার পূবে প্রাউটিং মেরে নিতে হবে।
১২। কলাম ঢালাই দেওয়ার সময় ভাইব্রেটর ঠিক ভাবে মারতেছে কিনা সে দিকে লক্ষ্য রাখতে হবে।
১৩। ঢালাইয়ের অনুপাত ঠিক আছে কিনা লক্ষ্য রাখতে হবে।
১৪। কলামের হাইট যদি ৫' এর বেশি হয় তবে ২ বারে ঢালাই সম্পন্ন করতে হবে।
১৫। কলামের সাটার ঢালাইয়ের ৭২ ঘন্টা পরে খুলতে হবে। বিশেষ কোন প্রয়োজন হলে ২৪ ঘন্টা পরে খোলা যেতে পারে।
১৬। কলামের সাটার খুলে কলামে চটের ছালা মুড়িয়ে ২ সপ্তাহ্ কিউরিং করতে হবে। কোন অবস্থায় চটের ছালা সুখাতে দেওয়া যাবে না,ইত্যাদি।

#ইঞ্জিনিয়ারিং_টিপস #ছাদঢালাই #সিভিলইঞ্জিনিয়ার #নির্মানকাজ #ᴜᴘᴅᴀᴛᴇᴠɪᴅᴇᴏ #রডের_হিসাব #বিল্ডিং_কন্সট্রাকশন

✅ আজ আমরা রডের পরিমাপ শিখব।10 mm = 0.616 kg/m = 3 suta12 mm = 0.888 kg/m = 4 suta16 mm = 1.579 kg/m = 5 suta20 mm = 2.46...
27/03/2025

✅ আজ আমরা রডের পরিমাপ শিখব।
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . .
8 mm -8.4 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg
রডের মাপ ফিট মেপে kg বের করা হয়………
এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 /532) যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে . এখনে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে।
ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখুন।

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে....১ কাঠা = ৭২০ বর্গফুট।১ কাঠা = ৮০ বর্গগজ।১ কাঠা = ১.৬৫ শতাংশ।১ কাঠা = ১৬ ছটাক।২০ কাঠা = ১...
30/01/2025

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে....
১ কাঠা = ৭২০ বর্গফুট।
১ কাঠা = ৮০ বর্গগজ।
১ কাঠা = ১.৬৫ শতাংশ।
১ কাঠা = ১৬ ছটাক।
২০ কাঠা = ১ বিঘা।
৬০.৫ কাঠা = ১ একর।
=========================

১ একর = ১০০ শতাংশ।
১ একর = ৩ বিঘা ৮ ছটাক।
১ একর = ৬০.৫ কাঠা।
=========================

১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট।
১ বিঘা = ১৬০০ বর্গগজ।
১ বিঘা = ২০ কাঠা ।
১ বিঘা = ৩৩ শতাংশ।
=========================

১ শতাংশ =৪৩৫.৬ বর্গফুট ৬৫.৪৫ বর্গ ইঞ্চি।
১ শতাংশ = ১০০ অযুতাংশ।
৫ শতাংশ = ৩ কাঠা। = ১৩০৬.৮ বর্গফুট ।
=========================

১ অযুতাংশ = ৪ বর্গফুট ৫২.৩৬ বর্গ ইঞ্চি।
১ ছটাক = ৪৫ বর্গফুট।
=========================
চট্টগ্রামের অধিবাসীদের জন্য নিচের হিসাবটা উপযোগী।
১ কানি = ১৬,৯৯০ বর্গফুট।
১ কানি = ৩৯ শতাংশ।
১ কানি = ২৩.৫ কাঠা।
১ কানি = ২০ গন্ডা।
=========================

১ গন্ডা = ১৬৯৯০ বর্গফুট।
১ গন্ডা = ২ শতাংশ।
১ গন্ডা = ১.২১ কাঠা।
২০ গন্ডা = ১ কানি ।
=========================

কানিঃ
কানি দুই প্রকার। যথা- (ক) কাচ্চা কানি (খ) সাই কানি
কাচ্চা কানি
: ৪০ শতকে এক বাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়।
সাই কানিঃ
এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়।

কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা
২ কানি ১০ গন্ডা (৪০ শতকের কানিতে) = ১ একর
১ কানি = ১৭২৮০ বর্গফুট
১ কানি = ১৯৩৬ বর্গগজ
১ কানি = ১৬১৯ বর্গমিটার
১ কানি = ৪০ বর্গ লিঙ্ক
১ একর = ১০ বর্গ চেইন
১ একর = ১০০ শতক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ শতক = ১ গন্ডা বা ৪৩২.৬ বর্গফুট
বিঘা-কাঠার হিসাব
১ বিঘা = (৮০ হাত × ৮০ হাত) ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ২০ কাঠা
১ কাঠা = ১৬ ছটাক
১ ছটাক = ২০ গন্ডা

উপরোক্ত পরিমাপ পদ্ধতির মাধ্যমে এবার আপনি খুব সহজেই হিসাব করতে পারবেন আপনার ফ্ল্যাটটির পরিমাপ। তারপরও আপনাদের সুবিধার্থে আরও সহজভাবে তুলে ধরা হলো।
* ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ২১৬০ বর্গফুট।
* ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৩৬০০ বর্গফুট।
* ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ বর্গফুট।
এই হিসাব পদ্ধতির মাধ্যমে এবার আপনি ঠিক করুন আপনি আপনার জায়গায় কোন আয়তনের ফ্ল্যাট নির্মাণ করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, রাজউক ইমারত নির্মাণ আইনে মোট জমির এক তৃতীয়াংশ জায়

04/01/2025
ইট দিয়ে তৈরী নান্দনিক ডিজাইন
02/07/2024

ইট দিয়ে তৈরী নান্দনিক ডিজাইন

Address

Fulbaria

Telephone

+8801625878588

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natural World & Civil Engineering Help Desk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Natural World & Civil Engineering Help Desk:

Share

Category