
22/07/2025
মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি: একটি মানবিক এবং দায়িত্বশীল পরিবেশের আহ্বান
আজকের সকালটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অন্যরকম এক বেদনায় মোড়ানো। যেখানে প্রতিদিন শিশুদের প্রাণচঞ্চল শব্দে মুখরিত থাকার কথা, সেখানে এখন শুধু নিস্তব্ধতা আর ধ্বং\*সচিহ্ন। পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে হায়দার আলী ভবন—যেখানে তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান হতো।
ধ্বংসস্তূপে পরিণত এই ভবনের চারপাশে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে অনুসন্ধান ও ধ্বংসাবশেষ সরানোর কাজে অংশ নিয়েছে বিমানবাহিনীর একটি টিম।
এদিকে সকাল থেকে স্কুলের সামনে ভিড় জমিয়েছে স্বজনেরা, সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা। সকাল ৯টায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শুরু করে ৬ দফা দাবিতে। তাদের দাবি শুধুই বিচারের নয়, একটি নিরাপদ ভবিষ্যতের আশাবাদও।
# # # শিক্ষার্থীদের ৬ দফা দাবি:
১. **নিহতদের সঠিক নাম ও পরিচয় অবিলম্বে প্রকাশ করতে হবে।**
২. **আহতদের একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।**
৩. **ঘটনার সময় শিক্ষকদের ওপর সেনাবাহিনীর সদস্যদের যে হাত তোলার অভিযোগ উঠেছে, তার জন্য দোষীদের চিহ্নিত করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।**
৪. **নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।**
৫. **বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্রশিক্ষণ বিমানের ব্যবহার অবিলম্বে বন্ধ করে আধুনিক ও নিরাপদ বিমান চালু করতে হবে।**
৬. **প্রশিক্ষণের স্থান এবং পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে—যাতে শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় এ ধরনের ঝুঁকি আর না থাকে।**
শিক্ষার্থীদের এই দাবিগুলো শুধু একজন শিক্ষার্থী বা অভিভাবকের আর্তনাদ নয়, বরং একটি দায়িত্বশীল রাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রতি একটি মানবিক এবং নিরাপদ ভবিষ্যতের স্পষ্ট বার্তা।