Vivid Stories

Vivid Stories আসসালামু আলাইকুম :)
(2)

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি: একটি মানবিক এবং দায়িত্বশীল পরিবেশের আহ্বানআজকের সকালটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ...
22/07/2025

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি: একটি মানবিক এবং দায়িত্বশীল পরিবেশের আহ্বান

আজকের সকালটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অন্যরকম এক বেদনায় মোড়ানো। যেখানে প্রতিদিন শিশুদের প্রাণচঞ্চল শব্দে মুখরিত থাকার কথা, সেখানে এখন শুধু নিস্তব্ধতা আর ধ্বং\*সচিহ্ন। পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে হায়দার আলী ভবন—যেখানে তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান হতো।

ধ্বংসস্তূপে পরিণত এই ভবনের চারপাশে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে অনুসন্ধান ও ধ্বংসাবশেষ সরানোর কাজে অংশ নিয়েছে বিমানবাহিনীর একটি টিম।

এদিকে সকাল থেকে স্কুলের সামনে ভিড় জমিয়েছে স্বজনেরা, সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা। সকাল ৯টায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শুরু করে ৬ দফা দাবিতে। তাদের দাবি শুধুই বিচারের নয়, একটি নিরাপদ ভবিষ্যতের আশাবাদও।

# # # শিক্ষার্থীদের ৬ দফা দাবি:

১. **নিহতদের সঠিক নাম ও পরিচয় অবিলম্বে প্রকাশ করতে হবে।**

২. **আহতদের একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।**

৩. **ঘটনার সময় শিক্ষকদের ওপর সেনাবাহিনীর সদস্যদের যে হাত তোলার অভিযোগ উঠেছে, তার জন্য দোষীদের চিহ্নিত করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।**

৪. **নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।**

৫. **বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্রশিক্ষণ বিমানের ব্যবহার অবিলম্বে বন্ধ করে আধুনিক ও নিরাপদ বিমান চালু করতে হবে।**

৬. **প্রশিক্ষণের স্থান এবং পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে—যাতে শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় এ ধরনের ঝুঁকি আর না থাকে।**

শিক্ষার্থীদের এই দাবিগুলো শুধু একজন শিক্ষার্থী বা অভিভাবকের আর্তনাদ নয়, বরং একটি দায়িত্বশীল রাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রতি একটি মানবিক এবং নিরাপদ ভবিষ্যতের স্পষ্ট বার্তা।

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
21/07/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

শিশুগুলো জানতো না, আজই তাদের জীবনের শেষ সকাল।বাবা-মায়েরাও বুঝতে পারেনি, শেষবারের মতো ব্যাগটা গুছিয়ে দিচ্ছে। আকাশে ছিল রো...
21/07/2025

শিশুগুলো জানতো না, আজই তাদের জীবনের শেষ সকাল।
বাবা-মায়েরাও বুঝতে পারেনি, শেষবারের মতো ব্যাগটা গুছিয়ে দিচ্ছে। আকাশে ছিল রোদের আড়ালে লুকানো অশ্রুবর্ষা—নেমে এলো এক চিরকালীন বিদায় নিয়ে।আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও।
আমীন।
ক্লাস চলাকালীন মাইলেস্টন কলেজের মাঠে বিমান বি*ধ্ব*স্ত।
আল্লাহ বাচ্চাগুলোকে জান্নাতের পাখি বানিয়ে নিলেন।

06/07/2025

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

শখের বয়স থাকতে সময় দাও, ভালোবাসো...স্বামী-স্ত্রী যখন জীবনের একসাথে পথচলা শুরু করেন, তখন শুধুই সংসার নয়, দরকার একে অপরের ...
04/07/2025

শখের বয়স থাকতে সময় দাও, ভালোবাসো...

স্বামী-স্ত্রী যখন জীবনের একসাথে পথচলা শুরু করেন, তখন শুধুই সংসার নয়, দরকার একে অপরের সঙ্গে গভীর সময় কাটানো। বছরের অন্তত একবার হলেও দু’জনে মিলে অজানা কোথাও ঘুরে আসা দরকার।
নতুন শহর, নতুন অভিজ্ঞতা, নতুন কিছু স্মৃতি। সপ্তাহে অন্তত একদিন, হাতে হাত রেখে কোনও ছোট্ট রেস্তোরাঁয় বসে একসাথে খাওয়া। কিংবা রোদ পড়া বিকেলে, রাস্তার ধারে কোনও এক চায়ের দোকানে ধোঁয়া ওঠা চায়ের কাপ ভাগ করে নেওয়া।

কোনও কারণ ছাড়াই দু’জনে একসাথে হাঁটা, নিঃশব্দে হাত ধরে কিছুটা পথ পেরিয়ে যাওয়া।
রান্নাঘরে একসাথে পছন্দের খাবার রান্না করা, রান্নার মাঝে খুনসুটি, হাসি, গল্প।
কখনো শুধু চুপচাপ পাশে বসে থাকা, অথবা বলা
“তুমি আজও আগের মতোই সুন্দর।”
এই ছোট ছোট মুহূর্তগুলোই গড়ে তোলে এক শক্তিশালী সম্পর্কের ভিত।

লোকে বলবে আদিখ্যেতা। কিন্তু সম্পর্ক তো আর লোকে বানায় না নিজেরা বানাই।
আর তাই, যতই ব্যস্ততা থাকুক, দিনে অন্তত ১০ মিনিট একান্তে কাটানো দরকার।
এই সময়গুলোই একদিন হয়ে উঠবে মনে রাখার মতো মূল্যবান অধ্যায়।

আজ হয়তো হাতে খুব বেশি টাকা নেই, সময়ও কম।
কিন্তু একদিন টাকা থাকবে, সময় থাকবে, থাকবে না সেই প্রাণ, সেই ইচ্ছেগুলো।
দুজনেই তখন ক্লান্ত হবে জীবনের দৌড়ে, হয়তো একদিন কেউ একজন থাকবে না।
সে যে থাকবে, যেনো বুক ভরে বলতে পারে
“আমি সবটা পেয়েছি, ওর সঙ্গে বেঁচেছি বাঁচার মতো করে।”

একমাত্র সন্তান তখন নিজের জীবনে ব্যস্ত থাকবে।
তখন যদি দু’জনই জীবিত থাকো, চোখে চোখ রেখে বলতে পারবে,
“আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি একসাথে।”

তাই দেরি কোরো না।
ভালোবাসো, সময় দাও, একসাথে বাঁচো।
কারণ আজকের ছোট ছোট মুহূর্তই একদিন হয়ে উঠবে বেঁচে থাকার শেষ শক্তি!
✨❤️

😆😆😆
30/06/2025

😆😆😆

২টা জিনিষ মনে রাখবেন 😂

How people actually wanted SQUID GAME Season 3 to end 💀
30/06/2025

How people actually wanted SQUID GAME Season 3 to end 💀

Shefali jariwala Passed away due to Cardiac arrest 💔Shefali Jariwala isn't with us anymore 😢💔The iconic face of Kaanta L...
27/06/2025

Shefali jariwala Passed away due to Cardiac arrest 💔
Shefali Jariwala isn't with us anymore 😢💔
The iconic face of Kaanta Laaga the early 2000s hit is no more...
কয়দিন আগেও পোস্টে ছিলো হাসিখুশি, আর এখন—চলে গেলেন চিরবিদায়ে।
কিছু তারকার হঠাৎ চলে যাওয়া মেনে নেওয়া সত্যিই কষ্টকর।
শ্রদ্ধা ও ভালোবাসা রইল তার প্রতি 🙏💔



27/06/2025

রাফসান দ্যা ছোট ভাই এর BLU electrolyte drink ভাঙ্গারির দোকানে 🙄

সব সময় একটা কথা খুব শুনি—ছেলে বিয়ে করলেই নাকি সে নিজের থাকেনা, বৌয়ের হয়ে যায়। আর মেয়ে? সে বিয়ে করলেও কখনও পর হয় না। কথাট...
27/06/2025

সব সময় একটা কথা খুব শুনি—ছেলে বিয়ে করলেই নাকি সে নিজের থাকেনা, বৌয়ের হয়ে যায়। আর মেয়ে? সে বিয়ে করলেও কখনও পর হয় না। কথাটা শুনতে সুন্দর, কিন্তু একটু ভেবে দেখেছেন কি, এর পেছনে আমাদের মনোভাব কতটা কাজ করে?

আমরা যখন মেয়েকে কিছু দিই—ভালোবাসা, শিক্ষা, স্নেহ—আমরা তার বদলে কিছু চাই না। শুধু চাই সে যেন ভালো থাকে, সুখে থাকে। মেয়ের মুখে হাসি দেখলে মনটা ভরে যায়। সে যদি আমাদের থেকে দশগুণ ভালো থাকে, তবু ঈর্ষা নয়, বরং আরও দশগুণ আনন্দ হয়। তার জীবনের প্রতিটা সুখে আমরা আশীর্বাদ করি আর প্রতিটা কষ্টে তার পাশে দাঁড়াই। মেয়ের বিপদ মানেই যেন নিজের বুকের ভেতর কষ্ট জমে ওঠে।

আর ছেলে? তাকে নিয়েই যেন আমাদের সব স্বপ্ন, সব বিনিয়োগ। ছোটবেলা থেকে তার জন্য খরচ করি, পরিশ্রম করি—আর মনের কোণে একটা অদৃশ্য প্রত্যাশা গড়ে তুলি। ভাবি, একদিন ছেলে বড় হবে, সব ফিরিয়ে দেবে, পাশে থাকবে। কিন্তু যখন সে বিয়ে করে, তখন অনেক সময় আমরা ভেতরে ভেতরে তার থেকে দূরে সরে যাই। ভাবি, “এখন তো তোর সংসার, তোর দায়িত্ব—তুইই সামলাবি।” পাশে দাঁড়ানোর বদলে যেন একটু পেছনে সরে আসি।

মেয়ের ভালো থাকা আমাদের নিঃস্বার্থ আনন্দ দেয়, কিন্তু ছেলের সুখ অনেক সময় তুলনার চোখে দেখি। ভাবি, “আমরা তো এমন সুখ পাইনি।” ছেলের দুঃখে পাশে না দাঁড়িয়ে তাকে একা ফেলে দিই, আর তার সুখ দেখলে মনে হয়, “এত সুখে কেন?”
কিন্তু সত্যি বলুন তো—এটাই কি ভালোবাসা?

মেয়ে যদি ছোট করে কিছু দেয়, সেটাই বড় মনে হয়, মনে হয় “আমার মেয়ে কতো খেয়াল রাখে!”
আর ছেলে যদি শতভাগ চেষ্টা করেও কিছু না পারলে, শুধু সেইটুকুই চোখে পড়ে, যা দিতে পারেনি।
মেয়ের বিয়েতে যদি লাখ টাকা খরচ হয়, মন থেকে খুশি হয়ে করি—কখনও হিসেব করে বলি না,
কিন্তু ছেলের পড়াশোনায়, ব্যবসায় কিছু দিলেই মনে করিয়ে দিই—“তোর পেছনে এতো দিয়েছি।”

একবার ভাবুন—মেয়ে-জামাইকে যে ভালোবাসা, গুরুত্ব, সম্মান দিই, ছেলের বৌ কি সেটা পায়?
মেয়ের সন্তান মানেই চোখে জল, বুকভরা আবেগ। কিন্তু ছেলের সন্তানের দিকে তাকিয়ে কি তেমন ভালোবাসা ঝরে?

সবকিছুর ভেতরে একটা সত্য লুকিয়ে আছে—মেয়ের প্রতি আমাদের ভালোবাসা নিঃস্বার্থ, শর্তহীন।
কিন্তু ছেলের প্রতি ভালোবাসার ভেতরে এক ধরনের প্রত্যাশা, এক ধরনের দাবি জড়িয়ে থাকে।

এই পার্থক্যই তৈরি করে দেয় "আপন" আর "পর" এর দূরত্ব।
Not collected!

শুভ রাত্রি 👀
22/11/2024

শুভ রাত্রি 👀

যে কারণে কথায় কথায় ওষুধ খাওয়া উচিত না!
21/11/2024

যে কারণে কথায় কথায় ওষুধ খাওয়া উচিত না!

Address

Fulbaria

Telephone

8801682236511

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vivid Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vivid Stories:

Share