20/08/2024
জাফর ইকবালের প্রতি রাগ থাকলে, আপনি তার বই না কিনলেই হলো। তাকে পছন্দ না হলে, তার বই না পড়লেই হলো।
তার বই কেন পুড়বেন? বই পুড়ে তার উপর রাগ মেটানোর প্রক্রিয়াটা পুরোটাই ভুল।
তার বই পুড়বেন। সেটা খবর হবে বিবিসি, আল-জাজিরা সহ সব মাধ্যমে। তিনি রাতারাতি আন্তর্জাতিক হয়ে উঠবেন।
তার বই পুড়বেন আর তিনি আন্তর্জাতিক পুরস্কার পাবেন।
তার বই পুড়বেন, আর তিনি বিদেশের যে কোন দেশে সহজে আশ্রয় পাবেন। (যদিও উনার সে চিন্তা করতে হবে না)
তার বই পুড়বেন, আর তিনি সমাজের মুখপাত্র হয়ে উঠবেন।
তার বই পুড়বেন, আর একটা পক্ষ সেটাকে নিয়ে অনেক সুবিধা আদায় করতে পারবে।
আর যদি তার বই না পুড়েন, তিনি এমনিতেই চুপ থাকবেন।
এক প্রকাশক আমাকে ফোন করে দুঃখ করেছে যে উনার বই যাদের কাছে আটকে আছে তারা খুব চিন্তায় আছেন। কারণ উনার বই বিক্রি করা প্রকাশকদের জন্য কঠিন হয়ে পড়বে।
ভেবে দেখুন, কোনটা ভালো?
RAUFUL ALAM
আমার মতামত হচ্ছে জনাব জাফর ইকবাল এর বই না পড়া।