Foad Uddin Ahmed

Foad Uddin Ahmed খুবই সিম্পল মানুষ
(1)

20/08/2024

জাফর ইকবালের প্রতি রাগ থাকলে, আপনি তার বই না কিনলেই হলো। তাকে পছন্দ না হলে, তার বই না পড়লেই হলো।

তার বই কেন পুড়বেন? বই পুড়ে তার উপর রাগ মেটানোর প্রক্রিয়াটা পুরোটাই ভুল।

তার বই পুড়বেন। সেটা খবর হবে বিবিসি, আল-জাজিরা সহ সব মাধ‍্যমে। তিনি রাতারাতি আন্তর্জাতিক হয়ে উঠবেন।

তার বই পুড়বেন আর তিনি আন্তর্জাতিক পুরস্কার পাবেন।
তার বই পুড়বেন, আর তিনি বিদেশের যে কোন দেশে সহজে আশ্রয় পাবেন। (যদিও উনার সে চিন্তা করতে হবে না)

তার বই পুড়বেন, আর তিনি সমাজের মুখপাত্র হয়ে উঠবেন।
তার বই পুড়বেন, আর একটা পক্ষ সেটাকে নিয়ে অনেক সুবিধা আদায় করতে পারবে।

আর যদি তার বই না পুড়েন, তিনি এমনিতেই চুপ থাকবেন।

এক প্রকাশক আমাকে ফোন করে দুঃখ করেছে যে উনার বই যাদের কাছে আটকে আছে তারা খুব চিন্তায় আছেন। কারণ উনার বই বিক্রি করা প্রকাশকদের জন‍্য কঠিন হয়ে পড়বে।

ভেবে দেখুন, কোনটা ভালো?
RAUFUL ALAM

আমার মতামত হচ্ছে জনাব জাফর ইকবাল এর বই না পড়া।

উপাধি দিয়েছেন:  একজন হচ্ছে বীর পলাতক শ্রেষ্ঠ আরেকজন তার মেয়ে বীর পলাতক উত্তম আশা করি বুঝতে পারছেন🤣🤣
18/08/2024

উপাধি দিয়েছেন: একজন হচ্ছে বীর পলাতক শ্রেষ্ঠ
আরেকজন তার মেয়ে বীর পলাতক উত্তম
আশা করি বুঝতে পারছেন🤣🤣

৭২-৭৫ সম্পর্কে জানতে কোন বই পড়বেন। অনেক বইয়ের নামই বলা যায়, তবে সমকালীন সময়ের সেরা একটা বইয়ের নামই বলা যায়। মহিউদ্দিন আহ...
18/08/2024

৭২-৭৫ সম্পর্কে জানতে কোন বই পড়বেন। অনেক বইয়ের নামই বলা যায়, তবে সমকালীন সময়ের সেরা একটা বইয়ের নামই বলা যায়।
মহিউদ্দিন আহমদের "বেলা-অবেলা: বাংলাদেশ ১৯৭২-১৯৭৫"।

পড়ার সময় মাথায় রাইখেন বইটা ২০২১ সালে প্রকাশিত হইসে, তখন মাথার উপরে যারা ছিলো তাদেরও মাথায় রাখা লাগসে আবার সত্যটাও নির্মোহভাবে প্রকাশ করা লাগসে। মহিউদ্দিন আহমদ মানেই এতো বেশি তথ্যের আর্টিকুলেশন যে- আপনি এই বইয়ের রেফারেন্স অংশ থেকে আপনার পড়া দরকার এমন বাদবাকি সব বইয়ের নাম পেয়ে যাবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিসহ বিভিন্ন ধরনের সহিংসতায় সারা দেশে কমপক্ষে ৬৭ শিশু–কিশোর ন...
18/08/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিসহ বিভিন্ন ধরনের সহিংসতায় সারা দেশে কমপক্ষে ৬৭ শিশু–কিশোর নিহত হয়েছে।

নিহত শিশু-কিশোরদের মধ্যে ৫৭ জনের শরীরে গুলির ক্ষতচিহ্ন ছিল। শিশু ও কিশোরদের মৃত্যু বড় ধাক্কা দিয়েছে সাধারণ মানুষের মনে।

শিশু-কিশোর মৃত্যুর প্রথম ঘটনা ঘটে ১৮ জুলাই। ওই দিন থেকে ৪ আগস্ট পর্যন্ত নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৪০ জন শিশু-কিশোর। এ ছাড়া ৫ থেকে ১১ আগস্টের মধ্যে আরও ২৭ শিশু-কিশোরের মৃত্যুর তথ্য পাওয়া যায়।

চমৎকার
18/08/2024

চমৎকার

13/08/2024

সুন্দর বাংলাদেশ, ঐক্যের বাংলাদেশ গড়ার জন্য প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস স্যারের হিন্দু ধর্মাবলম্বীদের সাথে দেখা ঐক্যের কথা বলেন। অল্প কথায়, সহজ করে বলে দিলেন। Loud & Clear

10/08/2024

কেমন জাহান্নাম বানিয়েছিলেন একটু খানিক বুঝতে পারবেন

অন্তবর্তীকালীন সরকারকে আন্তরিক অভিনন্দন!
08/08/2024

অন্তবর্তীকালীন সরকারকে আন্তরিক অভিনন্দন!

08/08/2024

অন্তর্বর্তীকালীন সরকার এর কাছে Mahmudur Rahman - মাহমুদুর রহমান
৬ টি দাবী

১/ যমুনা সেতুর নাম মন্ত্রীসভার প্রথম বৈঠকেই শহীদ আবু সাঈদ এর নামে করতে হবে।
২/ বঙ্গবন্ধু এভিনিউ এর নাম শহীদ আবরার এভিনিউ করতে হবে।
৩। গণহত্যার দায়ে হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে।
৪/ গত ১৬ বছরে ভারতের সাথে হওয়া সকল চুক্তি সাসপেন্ড করতে হবে।
৫/ সকলের সাথে আলোচনা করে রাস্ট্র পরিচালনার জন্য এমন একটি রূপরেখা করতে হবে যার মাধ্যমে নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে আর কোন দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট, দানব হাসিনার মত কেউ যেন রাস্ট্র ক্ষমতায় না আসতে পরে।
৬/ রাস্ট্রীয় সুবিধা কাজে লাগিয়ে ভুয়া প্রত্যয়নে World Health Organization (WHO) তে চাকুরী নেয়া হাসিনার মেয়ে পুতুলকে চাকুরী থেকে উইথড্র করতে হবে।

08/08/2024

2,917 DAYS

Alhamdulillah my mama Brigadier Abdullahil Amaan Azmi is here. Alhamdulillah Alhamdulillah Alhamdulillah. Unbelievable!!!!!

After 8 years…..
Never thought we all can see this day. Alhamdulillah. He is here with us. I repeat he is here with us. It’s a miracle for us. Alhamdulillah Alhamdulillah Alhamdulillah. He is physically fit Alhamdulillah. Thank you so much everyone for praying for him and also thank you so much those who shared my post. May Allah bless all of us. Ameen.

"আমি কতদিন আলো বাতাস দেখিনা, আল্লাহর দুনিয়া দেখিনা, ওরা আমাকে আযান শুনতে দেয়নাই। আমার এই গামছাটা তে আমি যেই পরিমান চোখের পানি মুছেছি, ওই পানি জমাইলে একটা দীঘি বানানো যেত"। And what not.

May Allah never forgive the tyrants, the inhumans who tortured my Mammu for absolutely no reason.

Collected

06/08/2024

কতটা ভন্ড আর মিথ্যার জননী পালায় গেছে!

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Foad Uddin Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Foad Uddin Ahmed:

Share

Category