
21/07/2025
গভীর শোক ও প্রার্থনা
উত্তরা দিয়াবাড়ি সংলগ্ন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
বিমানটি যেই স্থানে ভেঙে পড়েছে, তার খুব কাছেই ছোট ছোট শিশুদের ক্লাস চলছিল। এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যেই আহতদের উত্তরা আধুনিক হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে হস্তান্তর করা হয়েছে।
এই সংকটময় মুহূর্তে প্রচুর রক্ত ও মানবিক সহায়তার প্রয়োজন।
🤲 আমরা সকলকে আহ্বান জানাই—এই নিরীহ নিষ্পাপ শিশু ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে।
আসুন, মানবিকতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিই।
🕊️ আল্লাহ তাআলা যেন আহতদের দ্রুত আরোগ্য দান করেন এবং শহিদদের জান্নাতবাসী করেন। আমাদের সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।