26/06/2023
এরশাদুল্লাহ এবং তালাশ টিম নিয়ে গত দুইদিন থেকে যা হচ্ছে তা ভালোভাবে খেয়াল করছি, বিষয়টি আমার কাছে ভাল্লাগেনাই, পোস্ট লেখার টিক আগ মুহূর্তেও আমি তালাশ টিমের পুরো প্রতিবেদন দেখলাম, প্রতিবেদনে মেয়েগুলোর সাক্ষাতকার জঙলে নিলো কেন? এমন প্রশ্ন আমার মস্তিষ্কে বার বার উকি দিচ্ছে, হলুদ মিডিয়া কি এরশাদুল্লাহ'র নাটক সাজিয়ে নিরপরাধ কাউকে ফাসিয়ে দিচ্ছে নাতো?
আপনাদের দেশে ইসলাম মুসলমান এবং দাড়ি টুপিওয়ালা কে কিভাবে ঘায়েল করা যায় তার চর্চা তো কম হয়না, বৈধ বউ কে অবৈধ বানিয়ে মামুনুল হক সাহেবকে কেমন টানাটানি করা হচ্ছে তা তো আর মিত্যা নয়, আর আপনারা মুসলিম হয়ে তার প্রতিবাদ না করে উলটো মামুনুল হক সাহেবের বিরুদ্ধেও কথা বলছেন অনেকে ……....
ওরা চায় এই দেশে ধর্মীয় শিক্ষা বন্ধ হউক, ওরা চায় নারীরা উলঙ্গ হয়ে চলাফেরা করুক, ওরা ভাল করে জানে একজন পরদানশিল নারী বদলে দিতে পারে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত, তাদের থিউরি অনুযায়ী মুরগীর স্বাধীনতা চায় ওরা, কারন সহযে মুরগিদের চেটেপুটে খেতে পারবে,তাই হয়তো এমন ষড়যন্ত্র
কৌমী মাদারিস বন্ধের ষড়যন্ত্র নতুন কিছু নয়, বিভিন্ন প্রপাগাণ্ডা দিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনে কৌমি মাদারিসের উপর বহু সময় বহু অভিযোগ আনা হয়েছিলো, অবশ্য ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি অনেক সময়, তাই হয়তো এবার এরশাদুল্লাহ নামে কোন নাটক মঞ্চায়ন করা হলো, আর আমরাও খেয়ে নিচ্ছি এরকম অরুচিকর খাবার....
হ্যা প্রায় সময় সমকামিতার অভিযোগ উঠে কৌমি মাদারিসের দুশ্চরিত্রা কিছু তালাবার উপর, অবশ্য তাহা অনাকাঙ্ক্ষিত, তাই বলে গোটা কৌমি অঙন তো দোষী হতে পারেনা....
আজ তালাশ টিম কৌমি মহিলা মাদ্রাসার ব্যাপারে এত বড় প্রতিবেদন প্রকাশ করলো, কই দেখলাম না তালাশ টিম কে সরকারি কোন মহিলা কলেজের ছাত্রাবাসে যেতে, এইতো কয়েকদিন আগে ইডেন কলেজে কিনা হলো, ঢাকা ভারসিটির মহিলা ছাত্রাবাসে দেহব্যবসা হচ্ছে শুনলাম, সেখানে তো তালাশ টিমের কেউ গেলনা, আর এমন কি হলো যে সুনামধন্য কৌমি মাদারিসের অন্তর্ভুক্ত মহিলা মাদ্রাসায় হুট করে তালাশ টিম গেল আর প্রতিবেদন প্রকাশ করে দিল.......
আমি সত্য উদঘাটনের জন্য কৌমি মাদারিসের অন্তর্ভুক্ত এদারা বোর্ড কিংবা বেফাক সহ যে কয়টা নেতৃস্থানীয় বোর্ড রয়েছে তাদের প্রতি আহবান করবো আপনারা ব্যাপারটা নিয়ে অনুসন্ধান করুন এবং সত্যতা বের করুন,যদি এরকমটা কিছু না হয়ে তাহলে আপনারা মানহানি মামলা করুন তালাশ টিমের বিরুদ্ধে,