26/05/2025
গাজী রিজিয়ন হাইওয়ে পুলিশ আসছে ঈদুল আযহা-
উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত:হয় হাইওয়ে পুলিশ এর ডিআইজি (অপারেশনস্-হেডকোয়ার্টার্স) অতিরিক্ত দায়িত্ব
(অপারেশনস্-উত্তর) জনাব মোঃ শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে সকাল ১১ টায় গাজীপুর রিজিয়ন সদর দপ্তরে "
ঈদুল আযহা- উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভার অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদে পদন্নতি প্রাপ্ত) জনাব শেখ মোস্তাফিজুর রহমান, গাজীপুর রিজিয়ন এর সঞ্চালনায় কোরবানির পশুর হাট, মহাসড়কে যানজট প্রবণ স্পট নির্ধারণ, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা, সড়ক দুর্ঘটনার কারণ সংক্রান্ত আলোচনা, সড়ক দুর্ঘটনারোধ/হ্রাসকল্পে করণীয় বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
সভায় হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের সকল থানা, ক্যাম্প ও ফাঁড়ির অফিসার ইনচার্জ, বিভিন্ন জেলা এবং উপজেলার বাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, মোটর শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর প্রতিনিধিবৃন্দ এবং মহাসড়ক কেন্দ্রিক পশুহাটের ইজারাদারদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ এবং হাইওয়ে সংশ্লিষ্ট অংশীজনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।বক্তারা আসন্ন ঈদুল আযহায় মহাসড়কের নিরাপত্তার জন্য এবং মহাসড়ক যানজটমুক্ত করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বাংলাদেশ কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন খান তার বক্তব্যে ঈদের সময় মহাসড়কে পশুবাহী এবং যাত্রীবাহী যানবাহন যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য শ্রমিক ফেডারেশন হাইওয়ে পুলিশকে সার্বিক সহযোগিতা করবে।
সভায় হাইওয়ে পুলিশ (অপারেশনস্-হেডকোয়ার্টার্স) অতিরিক্ত দায়িত্ব
(অপারেশনস্-উত্তর) জনাব মোঃ শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়, আসন্ন ঈদ আযহা উপলক্ষে পশুবাহী যানবাহন যাতে নিরাপদ ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে সেদিকে লক্ষ্য রেখে নিরাপত্তামূলক জোরদার করা হবে বলে ব্যক্ত করেন। তিনি বলেন, এবারের ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক। মহাসড়ক নিরাপদ ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে সবাইকে একযোগে কাজ করার জন্য আহবান জানান। সভায় সভাপতি মহোদয় বলেন, হাইওয়ে পুলিশ ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দদের সমন্বয় পূর্বক কাজ করে সেবা প্রদান নিশ্চিত করতে হবে। তিনি চালকদের যথাযথ সচেতনতাই মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কমিয়ে নিয়ে আনতে পারে বলে মনে করেন। হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের আয়োজনে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং মহাসড়ক যানজটমুক্ত রাখার জন্য এক বিশেষ সমন্বয় সভার আয়োজন করা হয়। হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার ডিআইজি অপারেশনস- উত্তর জনাব মোঃ শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের সকল থানা, ক্যাম্প ও ফাঁড়ির অফিসার ইনচার্জ, বিভিন্ন জেলা এবং উপজেলার বাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, মোটর শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন ঈদুল আযহায় মহাসড়কের নিরাপত্তার জন্য এবং মহাসড়ক যানজটমুক্ত করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বাংলাদেশ কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন খান তার বক্তব্যে বলেন যে ঈদের সময় মহাসড়কে পশুবাহী এবং যাত্রীবাহী যানবাহন যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য শ্রমিক ফেডারেশন হাইওয়ে পুলিশকে সার্বিক সহযোগিতা করবে। সভাপতি মহোদয় তার বক্তব্যে বলেন যে শুধু হাইওয়ে পুলিশের একার পক্ষে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং যানজট মুক্ত করা অনেক কঠিন। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি তার বক্তব্যে আরও বলেন যে হাইওয়ে পুলিশ আপামর জনগনকে সাথে নিয়ে জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, নৌ পুলিশ এবং শিল্প পুলিশের সাথে সুন্দর সমন্বয়ের মাধ্যমে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়ক যানজটমুক্ত রাখার জন্য নিরলস ভাবে কাজ করে যাবে। সভায় আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত ডিআইজি মীর মোদাচ্ছের হোসেন। সবশেষে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন এর পুলিশ সুপার ড. আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সহযোগিতা কামনা করে সমন্বয় সভার সমাপ্তি ঘোষনা করেন। এ দিকে হাইওয়ে পুলিশ নারায়ণগঞ্জ রূপগঞ্জ মহাসড়কের যানজটমুক্ত আইনশৃঙ্খলা গড়ে তুলতে রূপগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা সহযোগিতা নিয়ে নানা উদ্যোগ গ্রহণ করেছে। জনসাধারণের রাস্তা পারাপারের দুর্ঘটনা এড়াতে মোঃ জাহানুর আলী পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)। ইনচার্জ, ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্প রূপগঞ্জ নারায়ণগঞ্জ। নানা প্রদক্ষেপ গ্রহণ করেছে।