Darpan Tv-দর্পন টিভি

Darpan Tv-দর্পন টিভি সত্য এবং নির্ভরযোগ্য সংবাদ সবার আগে!
(2)

''একবার ভাবুন তো,এটা আপনার বুকের উপর পরলে কি হবে..?
12/07/2025

''একবার ভাবুন তো,এটা আপনার বুকের উপর পরলে কি হবে..?

💔😭💔
12/07/2025

💔😭💔

😭💔😭💔
12/07/2025

😭💔😭💔

আমাদের এতিম বানিয়ে ফেলেছে-নি*হত সোহাগের ছেলে।বাবা হারানোর এক নিদারুণ কষ্ট নিয়ে হয়ত ওদের বাকিপথ পাড়ি দিতে হবে।ছেলেটা হয়ত ...
12/07/2025

আমাদের এতিম বানিয়ে ফেলেছে-নি*হত সোহাগের ছেলে।
বাবা হারানোর এক নিদারুণ কষ্ট নিয়ে হয়ত ওদের বাকিপথ পাড়ি দিতে হবে।ছেলেটা হয়ত এই বয়সে একটা বিরূপ পরিবেশের সাক্ষী হয়ে গেল।সুন্দর একটা পরিবেশ যদি সমাজ বা দেশ দিতে না পারে পরবর্তী প্রজন্মও এইরকম চিন্তা করে বড় হবে।মানুষের অনিষ্ট সাধন করে জগতের কোনো মানুষ সুখী হতে পারে না।কেউ যদি পরিবার ভাল থাকতে এমন কাজ করে তারও বুঝা উচিত তার এমন কাজের দায় অন্তত পরকালে পরিবারের কোনো সদস্য বহন করবে না।অতএব যাদের জন্য বা যার জন্য এমন করছেন দুনিয়াবি এই সামান্য সুখের আশায়,তারা আলোর পথে থাকুন জীবের প্রতি প্রেম দেখান।এমন অনেক মানুষকে চিনি যারা রাস্তায় বিনা কারণে একটা পিপড়াও মা*রতে চাই না।আবার এমন মানুষও দেখছি জগতে যারা মৃ*ত্যু নিশ্চিত হয়েছে জেনেও ক্রমাগত আক্রমণ করে গেছে।কিন্তু একদিন সবাইকে ম*রতে হবে।কেউ আগে কেউ পরে।

12/07/2025
এই সেই ভাইটি যাকে মধ্যযুগীয় কায়দায় মা"রা  হয়েছে নবীজি ﷺ বলেছেন:"যে ব্যক্তি অ'ন্যায়' ভাবে একজন মুসলমানকে হ' ত্যা করে...
12/07/2025

এই সেই ভাইটি যাকে মধ্যযুগীয় কায়দায় মা"রা হয়েছে নবীজি ﷺ বলেছেন:
"যে ব্যক্তি অ'ন্যায়' ভাবে একজন মুসলমানকে হ' ত্যা করে,
সে যেন পুরো মানবজাতিকে হ' ত্যা করল।"
📖 সূরা মায়িদা: ৩২

ছবিটার  নাম দিলাম "নিস্তব্ধ বাংলা"
12/07/2025

ছবিটার নাম দিলাম "নিস্তব্ধ বাংলা"

একজন খতিবের খুৎবা পছন্দ না হলে কি এইভাবে আঘাত করতে হবে?নুরুল আমিন মাদানী সাহেব। চাঁদপুর প্রফেসর পাড়া মোল্লাবাড়ি বাইতুল...
11/07/2025

একজন খতিবের খুৎবা পছন্দ না হলে কি এইভাবে আঘাত করতে হবে?
নুরুল আমিন মাদানী সাহেব। চাঁদপুর প্রফেসর পাড়া মোল্লাবাড়ি বাইতুল আমিন মসজিদের ইমাম সাহেব। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যিনি লেখাপড়া সম্পূর্ণ করেন।

আজ খুৎবা চলা অবস্থায়, খুৎবা পছন্দ না হওয়ায় চা*পাতি দিয়ে তার উপর অতর্কিত হা*ম*লা চালায়।

রাজধানীতে চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার সন্...
11/07/2025

রাজধানীতে চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে। পুলিশ যুবদল নেতা মঈনসহ দুজনকে আটক করেছে।

সোহাগের বন্ধু মামুন বলেন, দু-তিন মাস ধরে মঈন প্রতি মাসে চাঁদা দাবি করত সোহাগের কাছে। সোহাগ টাকা দিতে অস্বীকৃতি জানালে কিছুদিন আগে দোকানের সামনে এসে তাকে ‘দেখে নেওয়া’র হুমকি দিয়ে চলে যায়। বুধবার সন্ধ্যায় সোহাগকে একা পেয়ে মঈনসহ ৪-৫ জন মিলে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে। নির্যাতনের সময় তারা তার পরনের পোশাকও খুলে ফেলে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা কেউ ভয়ে এগিয়ে যেতে পারিনি। কারণ মঈন যুবদলের চকবাজার থানার সাধারণ সম্পাদক প্রার্থী। তার বিরুদ্ধে মিটফোর্ড হাসপাতালের ফুটপাত ও কেমিক্যাল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ রয়েছে। এমনকি হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগেও মোটা অঙ্কের ঘুস বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

চট্টগ্রাম মিরসরাই মেল-খুমে ঘুরতে গিয়ে গতকাল ২ জন মা*রা গেছে এবং ৩ জনকে হসপি*টালে নিয়ে যাওয়া হয়েছে, পাহাড়ে ঘুরুন জোশ...
11/07/2025

চট্টগ্রাম মিরসরাই মেল-খুমে ঘুরতে গিয়ে গতকাল ২ জন মা*রা গেছে এবং ৩ জনকে হসপি*টালে নিয়ে যাওয়া হয়েছে, পাহাড়ে ঘুরুন জোশে নয়, হুসে। ঝরনায় অথবা পাহাড়ে ঘুরতে গেলে স্থানীয় গাইড সাথে রাখুন।

আমরাও Travel Basket এর সাথে গিয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছিলাম। যা এখনো মনে পড়ে। বন্ধু Ibrahim তো মরতে-মরতে বেঁচে গেছে, আমারো পানির মধ্যে পায়ের রগ মোচরা খেয়ে পানির মধ্যে শুয়ে যাওয়ার অবস্থা হয়ে গিয়েছিল।

মেলখুমের পোস্টের লিংক কমেন্টে👇

🕌┏━━━━ ﷽━━━━┓🕌🕋  🌙জুমা মোবারক🌙   🕋🕌┗━━━━ ﷽━━━━┛🕌হে আল্লাহ তুমি এই জুমার দিনের উছিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দিও ❤️
11/07/2025

🕌┏━━━━ ﷽━━━━┓🕌
🕋 🌙জুমা মোবারক🌙 🕋
🕌┗━━━━ ﷽━━━━┛🕌

হে আল্লাহ তুমি এই জুমার দিনের উছিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দিও ❤️

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Darpan Tv-দর্পন টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Darpan Tv-দর্পন টিভি:

Share

Category