
20/07/2025
লিখুন "থ্রিলার ভয়ংকর"
সংকলনে।
আমাদের যাপিত জীবনে সবচে বেশি উপভোগ্য কী জানেন তো?
থ্রিলার।
হ্যাঁ, জীবনে আর কিছু থাক বা না থাক, থ্রিলের দরকার আছে। এ ছাড়া জীবন কিছুতেই উপভোগ্য হয় না। আমাদেন পুর্ব পুরুষের গুহাবাস কিংবা যুগের পর যুগ শিকারি জীবনের অভ্যস্ততা থেকে আমাদের রক্তেও একটা অ্যডভেঞ্চার বা থ্রিলারের নেশা ঢুকে গেছে। তাই, আমরা চাই বা না চাই, থ্রিলার হর হামেসাই তৈরি হয় চারপাশে। সাধারণ মানুষেরাও মুখে যতই না বলুক, সত্যটা হচ্ছে, সবাই থ্রিল পছন্দ করে,
ভেতরে তা ধারণও করে। অথচ গল্প উপন্যাসে উঠে আসে কেবল কল্পনার থ্রিল। আমাদের জীবনের বাস্তবতায় যে থ্রিলারের জন্ম হয়, যা কল্পনাকেও টপকে যায়।
সত্যিকারের থ্রিলের অনুভূতির জন্য মানুষ বিচিত্র নৃশংস, অকল্পনীয় কত কুকর্ম যে করতে পারে, তা ভাবনারও অতিত। সেই সব পরিচিত কিংবা মানবসৃষ্ট অবিশ্বাস্য সত্যিকারের থ্রিলার যদি জানাতে চান পাঠককে, তবে লিখতে পারেন"থ্রিলার ভয়ংকর"
লিখুন, হরর থ্রিলার, মিস্ট্রি থ্রিলার, ডার্ক থ্রিলার, কিংবা গল্পের আঙ্গিকে লিখতে পারেন আপনার সাথে ঘটে যাওয়া জীবনের ভয়ংকর ঘটনার বর্ননা ।
একটা অবিশ্বাস্য থ্রিলার জার্নির সাথে থাকার সুযোগ মিস করতে না চাইলে লিখুন হাতখুলে। যা কলি প্রকাশনী থেকে আমার সম্পাদনায় প্রকাশ হবে শীঘ্রই।
মেইল এড্রেস -
- আহমাদ স্বাধীন,
থ্রিলার গল্প লেখক।