20/07/2025
আল্লাহুম্মা ইলাইকা আশকু দুরফা কুউওয়াতি, ওয়া কিল্লাতা হীলাতি, ওয়া হাওয়ানী ‘আলান-নাস।
ইয়া আরহামার রাহিমীন, আনতা রাব্বুল মুসতাদ’আফীন, ওয়া আনতা রাব্বী।
ইলা মান তাকিলুনী? ইলা বা‘ইদিন ইয়াতাজাহ্হামুনী, আও ইলা ‘আদুওয়্যিন মাল্লাক্তাহু আমরী?
ইল্লাম ইয়াকুন বিকা গাদাবুন ‘আলাইয়া, ফালা উবালী, ওয়ালাকিন ‘আফিয়াতুকা আওসা‘উ লি।
আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত বিহিদ্-জ্জুলুমাত, ওয়া সালুহা ‘আলাইহি আমরুদ্-দুনইয়া ওয়াল আখিরাহ্ –
মিন আন তুনায্যিলা বি গাদাবুক, আও তাহুল্লা বি সাখাতুক।
লাকাল ‘উতবা হত্তা তারদা।
লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক।
বাংলা অনুবাদঃ
হে আল্লাহ! আমি তোমার কাছেই অভিযোগ করছি আমার শক্তিহীনতা,
আমার অসহায়তা ও মানুষের দৃষ্টিতে আমার তুচ্ছ অবস্থার কথা।
হে পরম দয়ালু, তুমি তো নিপীড়িতদের প্রতিপালক, তুমিই আমার প্রভু।
তুমি আমাকে কাহার নিকট সোপর্দ করেছ?
কোন দূর-দূরান্তের শত্রুর নিকট, যে আমাকে ঘৃণা করে?
নাকি এমন শত্রুর হাতে, যার তুমি আমার ব্যাপারে ক্ষমতা দান করেছ?
যদি তুমি আমার উপর রাগান্বিত না হও, তবে আমি কিছুই পরোয়া করি না।
তবে তোমার ক্ষমা ও নিরাপত্তাই আমার জন্য অধিক প্রশস্ত।
আমি তোমার সেই মুখমণ্ডলের নূরের আশ্রয় প্রার্থনা করি,
যার মাধ্যমে সকল অন্ধকার দূর হয়
এবং যার দ্বারা দুনিয়া ও আখিরাতের যাবতীয় কাজ ঠিকভাবে চলে।
তুমি যেন আমার ওপর তোমার রাগ নাযিল না করো কিংবা তোমার অসন্তোষ আমার ভাগ্যে না আসে।
তোমারই সন্তুষ্টি অর্জন পর্যন্ত আমি নতজানু থাকবো।
তোমার সাহায্য ছাড়া আর কোনো শক্তি বা ক্ষমতা আমার নেই।