Feelings - অনুভূতি

Feelings - অনুভূতি অনুভূতি গুলো ব্যস্ততার মাঝেও উকি দেয় ?

17/07/2025
Open Thy Mind, Walk AloneWe Are Not Afraid, Walk Alone 🫥
30/01/2025

Open Thy Mind, Walk Alone
We Are Not Afraid, Walk Alone 🫥

28/08/2024

তোমরা আমার পুরাতন ফডতে যতই ডু মারোনা কেন!!

আমি রিপ্লাই দিতামনা 🙄

Sometimes, your quality could be more important than how you dress.Down to earth leaders 🫡
08/08/2024

Sometimes, your quality could be more important than how you dress.

Down to earth leaders 🫡

-"মা,আমার বয়সে তোমার মুড অফ হতো?"-"সেটা কি জিনিস?"-"ধ‍্যৎ,এই যে আমার হয়...কিছুই ভালোলাগে না!"-"নাহ,এত সময় ছিল না।কাছের ক...
14/05/2024

-"মা,আমার বয়সে তোমার মুড অফ হতো?"

-"সেটা কি জিনিস?"

-"ধ‍্যৎ,এই যে আমার হয়...কিছুই ভালোলাগে না!"

-"নাহ,এত সময় ছিল না।কাছের কলেজে পড়তাম,জামাকাপড় কাচতে আসতাম হাফ টাইমে।আবার কলেজ।বিকেলে নিজের সময় বলতে টাইপ ক্লাস..."

-"তুমি প্রেম করনি?"

-"দাদার একটা বন্ধু ছিল,বেশ ভালো লাগতো।কথা সেরকম হয়নি কখনও।"

-"তোমার কোনো ফ‍্যান্টাসি ছিল না?"

-"নাহ,দাদা বৌদির সংসারে অবিবাহিত মেয়েদের ফ‍্যান্টাসি থাকে না...বিয়ের পরেরদিন যখন চলে যাচ্ছিলাম,কাঁদতে কাঁদতে তোর বড়মামাকে বলেছিলাম -দোকানে জামাকাপড় ইস্ত্রি করতে দেওয়া আছে যেন নিয়ে আসে।এবার বল তোর ভাষায় কোনটা ফ‍্যান্টাসি..."

-"আচ্ছা মা তোমার কাছে অপেক্ষা মানে কি?"

-"ও তুমি বুঝবে না,তুমি তো "কল ওয়েটিং এ রেগে যাওয়া মানুষ"...সেই সকালে অফিস গিয়ে সন্ধ‍্যেবেলা ফেরার অপেক্ষা তোরা বুঝবি না, কথায় কথায় মোবাইলের মেসেজ ছিল না। তোর বাবার ফেরার অপেক্ষাটুকু ছিল। একটা খেটে খাওয়া সাংসারিক মানুষের হাসি আছে...ঐ যে তোর বাবা পিঠে হাত দিত আমার, ওটাই আমার সাফল‍্য, ওটাই আমার প্রেম,ওটাই আমার ভালোবাসা।"

-"বাবা তোমাকে আই লাভ ইউ বলেছে কখনও?"

-"মাসকাবারির লিস্টে মনে করে পন্ডস পাউডার, গ্লিসারিন সাবান আর শীতকালে মনে করে একটা ক্রিম উনি কখনও ভুল করেননি। জামাকাপড় ভেজাতে দেওয়ার সময় প্রতিবার পকেটে পাওয়া দশটাকার নোট রাখতে ভুলে যায়নি কখনও।বাজারের লঙ্কা, হলুদের প‍্যাকেট ভুল হলেও আমার বাদামের প‍্যাকেট ভুল হয়নি কখনও। তোর কাছে ভালোবাসা মানে কি জানি না।আমি এগুলো নিয়ে আজও ভীষন সুখী একজন স্ত্রী।"

-"তোমার কখনও মনে হয়নি এই লোকটার সাথে আর থাকা যাচ্ছে না?"

-"পাঁচ মিনিট আগেই এই ডায়লগ দিয়েছি, যাইনি কেন জানিস? দিনে আট দশবার তিন চামচ চিনি দিয়ে বড় কাপে চা আমাকে কেউ করে খাওয়াবে না,তোর বাবা ছাড়া।"

-"আরেহ,বাবা শুনে যাও শুনে যাও"

-"তোরও সংসার হবে,তবু একটা কথা শোন-কখনও মানিয়ে নিতে শেখ বলবো না, শুধু বলবো...ভালোটুকু খুঁজে আরোও ভালো থাকার চেষ্টা করবি, ছেড়ে তো বেড়িয়ে আসাই যায়।থেকে যেতে পারলে তবেই তো একটা ফ‍্যামিলি এ্যালবাম পরের জেনারেশন পাতা উল্টে দেখবে"❤️

18/03/2024

রোজার শেষ দিকে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে এক করুন দৃশ্য দেখা যায়।
সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসা গুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্র ছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না। এদের কারো বাবা-মা নেই, কারো বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়।
বাকীরা সারাদিন কান্না করে। তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয়- কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? তারা কি আর কিছুটা দিন বেচে থাকতে পারত না? মা বাবা বেচে নাই তো কী হইছে? মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসল না কেন? মা বেচে থাকতে মামারা কত আদর করত! বাবা বেচে থাকতে চাচারা কত আদর করত! এই ছোট্ট বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখে।
সুতরাং যাদের সামর্থ আছে তারা নিকটস্থ এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের দিকে বিশেষ নজর রাখতে পারি।

আল্লাহ আমাদের রোজার সঠিক অর্থ বোঝার তৌফিক দান করুন। আমিন।

Address

Fulbaria

Telephone

+8801923731088

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feelings - অনুভূতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Feelings - অনুভূতি:

Share