Saddam Hossain

Saddam Hossain The page is for you

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাবে ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশসহ ১৪৩ দেশ। আর বিপক্ষে ভোট দিয়...
11/05/2024

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাবে ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশসহ ১৪৩ দেশ। আর বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ৯ দেশ। ফিলিস্তিনের বিপক্ষে ভোট দেওয়া রাষ্ট্রগুলো হলো—আর্জেন্টিনা, চেচনিয়া, হাঙ্গেরি, ইসরাইল, মাইক্রোনেশিয়া, নাউরু, পলাউ, পাপুয়া নিউগিনি এবং যুক্তরাষ্ট্র।
"আর্জেন্টিনার পাগলা সমর্থক যারা তারা একটু চিন্তা ভাবনা করে দেখিস আগামীতে কি করবি...!"

বাহ! কাম সারছে, ১০০% ভ্যাট বসানোর জোর দাবি জানাচ্ছি! মনে রাইখেন আবার যেনো তরমুজের মত অবস্তা না হয়!
02/04/2024

বাহ! কাম সারছে, ১০০% ভ্যাট বসানোর জোর দাবি জানাচ্ছি!
মনে রাইখেন আবার যেনো তরমুজের মত অবস্তা না হয়!

08/03/2024

একজন পুরুষের সকল চিন্তা-ভাবনা, ধ্যান ধারণা বলা যায় সব কিছুই অন্য কেন্দ্রিক। তার নিজের বলতে কিছুই নেই!👌✌️👌

03/02/2024

সাকিব মাঠে নামলে সবাই এমন ভুয়া ভুয়া বলে চিৎকার করে কেন?

28/01/2024

আমাদের বন্ধুরা আমাদের সীমান্তে আমাদের একজন বিজিবি সদস্য'কে গুলি করে হত্যা করেছিল, অথচ আমাদের সরকার চুপ করে আছে একটা কথাও কেউ বলেনাই। আর প্রশাসন? তারাতো দেখি পিনপতন নিরবতা পালন করতেছেন, মনে হচ্ছে যেনো বিএনপি-জামায়াতের কোন কর্মীকে হত্যা করা হয়েছিল। আর জনগন? কিছু বললে যদি আবার ৫৭ ধারায় মামলা খেয়ে বসে তাহলেতো তার পুরা জীবনই শেষ! সেই চিন্তা করেই তারা সবকিছু নিরবে সহ্য করা শিখে গেছে, তাই তারাও চুপচাপ। যেখানে লেপাল'র মতো দেশ চোখে চোখ রাঙ্গিয়ে কথা বলে, সেখানে আমাদের মতো বাংলাদেশ চুপচাপ, কেন? এটা কিসের বার্তা দিচ্ছে? দাসত্ব, অক্ষমতা নাকি ভদ্রতা?

31/12/2023

যেই দেশে নিউ-ইয়ার এর সময় অফিস ছুটি দেয়না, সেই দেশে নিউ-ইয়ার উদযাপন করা মানে "বিনা দাওয়াতে কোনো অনুষ্ঠানে যাওয়া". 🤪

27/12/2023

পেলাম একটা স্মার্ট NID, কিন্তু আজ প্রর্যন্ত ফটোকপি জমা দেয়া ছাড়া আর কোন স্মার্ট সেবা পেলাম না।

পেলাম আরেকটা স্মার্ট ড্রাইভিং লাইসেন্স, পুলিশের কাছে তা দেখানো ছাড়া আর কোন কাজে আসেনাই।

বাইকের নাম্বার প্লেট টা ও স্মার্ট, পিছনে ঝুলিয়ে রাখা ছাড়া আর কোন কাজে লাগেনাই।

অথচ দেশ ডিজিটাল যুগ থেকে স্মার্ট যুগে পদার্পণ করলো! এটা কেমন ডিজিটাল দেশ আর কেমন-ই বা স্মার্ট বাংলাদেশ?

সৌম্য সব ঝাল একসাথে মিটিয়ে নিয়েছে! তোর এই প্রত্যাবর্তনটা দরকার ছিলো ভাই!
20/12/2023

সৌম্য সব ঝাল একসাথে মিটিয়ে নিয়েছে! তোর এই প্রত্যাবর্তনটা দরকার ছিলো ভাই!

  এর কভার ফটো হওয়া ভাল লক্ষন নয়। অতীত অভিজ্ঞতা!
07/11/2023

এর কভার ফটো হওয়া ভাল লক্ষন নয়।
অতীত অভিজ্ঞতা!

19/10/2023

আজকে মোহাম্মদুল্লা'র ৩ টা ছক্কার মধ্যে একটা হাতুরুর টাক মাথায়, আরেকটা পাপনের মাথায় এবং অন্যটা নান্নু'র মাথায় পড়া উচিত ছিল! এশিয়া কাপ এক্সপ্রিমেন্ট করতে করতে পার করল, এখন এই বিশ্বকাপেও এক্সপ্রিমেন্ট চলতেছে। এই এক্সপ্রিমেন্টের শেষ কোথায়? কি সুন্দর সাজানো ঘোচানো একটা দল আজ তার ছন্দে ফিরতে মরিয়া!

18/10/2023

বাংলাদেশ যদি আর একটা ম্যাচও জিতে তাহলে সেটা হবে ইন্ডিয়া'র বিপক্ষে। এই ছাড়া আমি আর কোন সুযোগ দেখিনা!😜

10/10/2023

আজকে একটাই চাওয়া।
লিটন: ১০০
তোওহিদ: ৫০
শান্ত: ১০০
মিরাজ: ৫০
বাকি ৬৫ রান মুশফিক, সাকিব সহ সবার। তাহলেই আজকের ম্যাচ জিতবো! 🤪

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Saddam Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saddam Hossain:

Share