
16/07/2025
যদি আবার ও কখনো জন্ম নিয়ে এই দুনিয়ায় আস্তে হয়
তাহলে পাখি হয়ে জন্ম নিবো
খা খা রোদে পুড়বো
আবার বৃষ্টিতে ভিজবো
না হয় প্রচণ্ড ঝড়ে উড়ে যাবো
তবুও নারী হয়ে
জন্ম নিবো না এই দোকা বাজে আর মিথ্যা বাদিদের
মাঝে 😥👈