Worker News

Worker News The Voice of the Working World Policy & Law
Get updates on labor laws, government policies, and international labor standards affecting workers globally.

Welcome to Worker News — The Voice of the Working World

At Worker News, we are dedicated to bringing you the latest, most accurate, and unbiased news about workers and labor movements from every corner of the globe. From factory floors to farmland, from union halls to boardrooms, our mission is to spotlight the stories that matter most to workers everywhere. Who We Are
Worker News is an independe

nt digital news platform focused entirely on the lives, rights, struggles, and achievements of workers across all sectors—industrial, agricultural, service, and gig economy. Our newsroom is powered by a passionate team of journalists, labor researchers, and rights advocates committed to reporting labor news with integrity and depth. What We Cover
Labor Rights & Movements
Stay informed about union activities, strikes, collective bargaining, and worker protests worldwide. Workplace Conditions
We cover stories of workplace safety, fair wages, harassment, and discrimination—ensuring no voice is left unheard. Global Worker Perspectives
We bring you real stories from real workers—across continents, industries, and cultures. Gig & Informal Sector News
We shine a light on the often overlooked sectors of the workforce and explore the challenges of modern labor. Our Mission
Our goal is simple: to build awareness, encourage solidarity, and provide a reliable platform where workers' issues are not just covered—but prioritized. We believe in journalism with a conscience, and we strive to be a catalyst for change by empowering workers with the information they need to demand their rights and shape their futures. Why Worker News? In a world where labor voices are often silenced or sidelined, Worker News exists to amplify them. We are not driven by corporate interests or political agendas—we are driven by truth, fairness, and the unwavering belief that every worker matters. Worker News — Because every worker has a story. And every story deserves to be heard.

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার সংলগ্ন একটি চাতালে আটকে রেখে নেছার আলী ওরফে আলমগীর (৫০) নামে এক শ্রমিককে হত্যার অভিযো...
23/07/2025

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার সংলগ্ন একটি চাতালে আটকে রেখে নেছার আলী ওরফে আলমগীর (৫০) নামে এক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সরকার এন্টারপ্রাইজ নামক একটি চাতালে এই ঘটনা ঘটে।

নিহত নেছার আলী যশোরের চৌগাছা উপজেলার কান্দি গ্রামের মৃত সোনাই মন্ডলের ছেলে। বর্তমানে তিনি ও তার স্ত্রী দিপালী খাতুন ডাকবাংলা এলাকায় বসবাস করছিলেন।

নিহতের স্ত্রী দিপালী খাতুন জানান, পাওনাদারদের কাছ থেকে ধার নেওয়া টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তারা আত্মগোপনে ছিলেন। সোমবার সকালে কোটচাঁদপুরের তালসার বাজারে অবস্থানকালে পাওনাদাররা তাদের ধরে নিয়ে যায়। স্থানীয় মেম্বার ও পুলিশের উপস্থিতিতে একটি সালিশি বৈঠকে শরিফুল নামে এক ব্যবসায়ীর দেড় লাখ টাকা ফেরত দেওয়া হয়। এরপরও ওই রাতে তাদের চাতালের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়।

তিনি আরও অভিযোগ করেন, পরদিন সকালে তার স্বামীকে লাঠি দিয়ে মারধর করা হয়। প্রতিবাদ করলে তাকেও নিচে এনে অন্য কক্ষে আটকে রাখা হয়। কিছুক্ষণ পর তার স্বামীর নিথর দেহ একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নেছার আলীর শ্যালিকা শিফালী খাতুন জানান, দেড় লাখ টাকা ফেরত দেওয়ার পরও এ ধরনের অমানবিক আচরণ করা হয়েছে, যা একদমই অগ্রহণযোগ্য। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এলাকাবাসীর মতে, চাতাল ব্যবসায়ী শরিফুল ও প্রোপাইটার আরশাদ আলী পাওনা টাকা ফেরত পাওয়ার পরও এমন নির্মম ঘটনা ঘটানো খুবই নিন্দনীয়। ঝিনাইদহ চাউলকল মালিক সমিতির সভাপতি আক্তার হোসেন ভাণ্ডারী বলেন, আমাদের চাতালে শ্রমিকদের নিয়ে মাঝে মাঝে সমস্যা হয়। তবে এভাবে মৃত্যু অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।’

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের নবম তলায় থেকে ছিটকে পড়ে নিহত নোয়াখালীর সুবর্ণচরের ৩ নির্মাণ শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছ...
23/07/2025

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের নবম তলায় থেকে ছিটকে পড়ে নিহত নোয়াখালীর সুবর্ণচরের ৩ নির্মাণ শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

বুধবার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে নিহত নির্মাণ শ্রমিক মো. হাসান, ফখরুল ইসলাম ও রাশেদের বাড়ি গিয়ে ছাত্রদল নেতা নাছিরের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল।

নাছির উদ্দিন নাছির আর্থিক সহযোগিতার পাশাপাশি নিহত নির্মাণ শ্রমিক রাশেদের নবজাতক শিশুর দায়িত্ব নেওয়ার ঘোষণাও দিয়েছেন।

ফরিদপুরে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পৌর বাসস্ট্যান্ড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়...
23/07/2025

ফরিদপুরে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পৌর বাসস্ট্যান্ড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহত হন অন্তত ১০ জন। এর জেরে প্রায় চার ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল।

ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবিতে শ্রমিকদের একাংশ গতকাল মঙ্গলবার সকাল ১১টায় মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শুরুর কিছুক্ষণের মধ্যে নির্বাচিত সভাপতি ইয়াছিন মোল্লার নেতৃত্বে অর্ধশত লোক লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাদের ব্যানারও কেড়ে নেওয়া হয়। মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকদের আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে স্লোগানও দিতে দেখা যায়।

এ ঘটনার পর অন্য শ্রমিকরা উত্তেজিত হয়ে দুপুর ১২টার দিকে ফরিদপুর থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেন। তারা লাঠি নিয়ে বাস টার্মিনালে অবস্থান নেন। পরে দুপুর ২টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আহত হন অন্তত ১০ জন শ্রমিক। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদিকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। প্রায় চার ঘণ্টা পর বিকেল ৪টার দিকে বাস চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এক গ্রুপ নিয়ন্ত্রণ করেন বর্তমান সভাপতি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) ইয়াসিন মোল্লা এবং অন্য গ্রুপ নিয়ন্ত্রণ করেন সাবেক সহসভাপতি ইসমাইল হোসেন।

সাধারণ শ্রমিক ও সংগঠনটির সাবেক একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, শ্রমিক ইউনিয়নটিতে সাত হাজার ২০০ জন সদস্য রয়েছেন। এর মধ্যে এক হাজার দুইজন শ্রমিককে সদস্য দেখিয়ে একপাক্ষিকভাবে ২৫ জুলাই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় গত ১৭ জুলাই সবাইকে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

সাবেক সহসভাপতি ইসমাইল হোসেন বলেন, অধিকাংশ শ্রমিককে না জানিয়ে গোপনে নির্বাচন করা হয়। কোনো তপশিল ঘোষণা না করে এবং ভোটার তালিকা না টানিয়েই অবৈধভাবে নির্বাচন দেখিয়ে শ্রমিক ইউনিয়নটি দখল করা হয়েছে। এর প্রতিবাদে মানববন্ধন করা হলে সেখানেও ইয়াছিন মোল্লার নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালায়। তিনি বলেন, আমরা সুষ্ঠু একটি নির্বাচনের দাবি জানাই এবং শ্রমিকদের ওপর হামলার বিচার চাই।

অন্যদিকে ইয়াছিন মোল্লা বলেন, আমাদের নির্বাচন সুষ্ঠু হয়েছে। এই নির্বাচন বাধাগ্রস্ত করতে আজ এই অবস্থার সৃষ্টি করেছে। আওয়ামী লীগের দোসররা একত্রিত হয়েছিল, তখন আমরা সাধারণ শ্রমিকরা বাধা দিয়েছি।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান বলেন, শ্রমিকদের মানববন্ধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিত নিয়ন্ত্রণে আনা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান: এক বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিলে বক্তব্য ...
23/07/2025

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান: এক বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিলে বক্তব্য দিচ্ছেন উন্নয়ন অর্থনীতি বিষয়ক গবেষক মাহা মির্জা। আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে।

জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী কিছু নিয়ে সমালোচনা করলে তকমাবাজি করা হচ্ছে বলেছেন উন্নয়ন অর্থনীতি বিষয়ক গবেষক মাহা মির্জা। তিনি বলেন, ‘সরকারের সঙ্গে দ্বিমত করলে, এনসিপি নিয়ে কিছু বললে অভ্যুত্থানের পক্ষে যারা ছিল তাদের আক্রমণ করা হচ্ছে। এটা দুঃখজনক।’

আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান: এক বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিলে তিনি এসব কথা বলেন। প্রথম আলোর উদ্যোগে এই গোলটেবিল হয়।

মাহা মির্জা বলেন, 'কষ্ট হচ্ছে যে অভ্যুত্থানের পর কার্পেটের তলে রেখে কথা বলার কথা ছিল না। কী বললে কী ট্যাগিং খাব, এসব হওয়ায় কথা ছিল না। আওয়ামী লীগের সময়েও সাহস করে অনেক কিছু বলেছি, কিন্তু এখন আমাদের চিন্তা করতে হচ্ছে, লিখব কিনা। লেখার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণ হচ্ছে।'

গোলটেবিলের শুরুতে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানানো হয়। সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

এই ট্যাগিং নিয়ে মাহা মির্জা আরও বলেন, 'ট্যাগিংয়ের শিকার আমরা কমবেশি সবাই হচ্ছি। যারা একটু লিবারেল, মডার্ন আধুনিক জীবনযাপন করলে, ছায়ানটে গেলে, রবীন্দ্রনাথের গান শুনলে সবাই আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর। এদের ব্যাশিং করতে হবে।’

তৃতীয় ও চতুর্থ শ্রেণির প্রান্তিক পর্যায়ে যাঁরা কাজ করেন সরকারের হয়ে তাদের আওয়ামী ট্যাগিং দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে বলেন মাহা মির্জা। এই ট্যাগিং আলার্মিং বিষয় বলেন তিনি।

মাহা মির্জা আরও বলেন, ‘নরম্যান ফ্লিনকেইনস্টেইন নামের একজন লেখক বলেছেন, হলোকাস্টকে উদযাপন করতে করতে জায়োনিস্টকে ইন্ডাস্ট্রি বানিয়ে ফেলেছে।

আওয়ামী লীগের সময়ে মুক্তিযুদ্ধকে উদযাপন করতে করতে সেটাকে ইন্ডাস্ট্রি বানানো হয়েছে। জুলাইকে উদযাপন করতে করতে যেন জুলাইকে ইন্ডাস্ট্রি না বানিয়ে ফেলি।'

অভ্যুত্থানে শ্রমিকেরা সবচেয়ে বেশি মারা গেছে জানিয়ে মাহা মির্জা বলেন, ‘কিন্তু সেই শ্রমিকদের ওপর গত আগস্টে গুলি চালানো হলো। কিন্তু অভ্যুত্থানের ন্যূনতম চাওয়া ছিল গুলি চলবে না। কিন্তু প্রথম শহীদ হলেন চম্পা নামের গার্মেন্টস শ্রমিক। সে সময় অনেক কারখানা বন্ধ হলো, বেতন বন্ধ হলো। শ্রমিকেরা রাস্তায় নেমে এল। কিন্তু এটার ব্যাপারে সরকারের বিকার ছিল না। বরং সরকার বড় করে বলেন বিনিয়োগ সম্মেলন করল, স্মার্ট উপস্থাপনা নিয়ে নানা উন্মাদনা দেখা গেল, কর্মসংস্থান হবে বলা হলো। যদিও তার তেমন প্রভাব দেখা যাচ্ছে না। কিন্তু বন্ধ হওয়া কারখানা নিয়ে উদ্যোগ দেখা গেল না। বরং দেশকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখানো হচ্ছে। আবার সেই সিঙ্গাপুর হতে হবে। একই ভাষায় কথা বলছে।’

মাহা মির্জা উত্তর সিটি করপোরেশনে হকার ও ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের সমালোচনা করেন। অন্য সমস্যা বাদ দিয়ে বুলডোজার চালানো হয়েছে বলেন তিনি।

প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফের সঞ্চালনায় এতে আরও অংশ নেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ, বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী সারা হোসেন, লেখক-গবেষক আলতাফ পারভেজ, অধ্যাপক সাঈদ ফেরদৌস, নির্মাতা কামার আহমাদ সাইমন, রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জাহেদ উর রহমান, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের গবেষণা বিশেষজ্ঞ সহুল আহমদ।

ভারতের রাজধানী দিল্লির কাছের হরিয়ানার শহর গুরুগ্রামে পশ্চিমবঙ্গের অন্তত ছয়জন বাসিন্দাকে বাংলাদেশি সন্দেহে আটক করে শারীরি...
23/07/2025

ভারতের রাজধানী দিল্লির কাছের হরিয়ানার শহর গুরুগ্রামে পশ্চিমবঙ্গের অন্তত ছয়জন বাসিন্দাকে বাংলাদেশি সন্দেহে আটক করে শারীরিক নির্যাতন চালাচ্ছে পুলিশ।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ওই ছয়জনই পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা এবং তারা মুসলমান। তারা ভাসমান শ্রমিক এবং সাত-আট বছর ধরে গুরুগ্রামে থাকতেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের ওই শ্রমিকদের একটি সংগঠন। সংগঠনটির কাছে গুরুগ্রাম পুলিশ ওই ছয়জন আটক হওয়ার কথা স্বীকার করেছে।

পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’র সাধারণ সম্পাদক আসিফ ফারুক বলেন, পুলিশ আমার কাছে স্বীকার করেছে যে, ওই ছয়জনকে তারা আটক করেছে। আমি রোববার বাদশাহপুরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারকে ফোন করেছিলাম। তিনি অবশ্য এটাও বলেছেন যে ওদের গ্রেপ্তার করা হয়নি।

তাছাড়া ছয়জন আটক হওয়ার ব্যাপারে মালদা জেলার যুগ্ম শ্রম কমিশনারের কাছে লিখিত অভিযোগও জমা হয়েছে।

সূত্র : বিবিসি বাংলা

ওডিশায় বাংলার একাধিক পরিযায়ী শ্রমিককে আটকে রাখার অভিযোগ উঠেছিল। কী জানাল হাই কোর্ট?ওডিশায় পশ্চিমবঙ্গের বেশ কয়েক জন পরিযা...
23/07/2025

ওডিশায় বাংলার একাধিক পরিযায়ী শ্রমিককে আটকে রাখার অভিযোগ উঠেছিল। কী জানাল হাই কোর্ট?

ওডিশায় পশ্চিমবঙ্গের বেশ কয়েক জন পরিযায়ী শ্রমিককে আটক করা হয়েছিল বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাই কোর্টে। বুধবার মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। কেন তাঁদের আটকে রাখা হয়েছিল? এই সংক্রান্ত বিষয়ে আগামী চার সপ্তাহের মধ্যে ওডিশা সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চের। পাল্টা হলফনামা দিতে পারবে মামলার অন্য সবপক্ষ। আগামী ২৯ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি।

ওডিশায় পশ্চিমবঙ্গের যে বাসিন্দাদের আটকে রাখা হয়েছিল, তার মধ্যে বেশিরভাগ মালদা, মুর্শিদাবাদ, বীরভূমের বাসিন্দা। পরিবারের লোকজন খোঁজ না পাওয়ায় বিষয়টি নিয়ে শোরগোল তৈরি হয়। এর মধ্যেই সাইনুর ইসলাম নামে এক মুর্শিদাবাদের হরিহরপাড়ার থানার বাসিন্দাকে ছেড়ে দেওয়া হয়েছে।

রঘুনাথ নামে আরও এক বাংলার বাসিন্দা এ দিন আদালতে জানান, ২৯ জুন তাঁদের ওডিশা পুলিশ আটক করে। তাঁদের ছোট্ট একটা ঘরে অন্য বাংলাষীদের সঙ্গে আটকে রাখা হয়। আদালতের কাছে হাজির করানো হয়নি। পরের দিন গ্রেপ্তার দেখায় পুলিশ। পাল্টা, ওডিশার এজি (অ্যাডভোকেট জেনারেল) আজ হাই কোর্টে জানান, কাউকেই গ্রেপ্তার করা হয়নি। ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাঁদের আটক করে কোন দেশের লোক সেটা চিহ্নিত করা হচ্ছিল।

পাল্টা রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হঠাৎ করে একজনকে বিদেশি সন্দেহ করার মতো কী কারণ হলো? প্রায় ৪০০ বাঙালিকে ওখানে আটকে রাখা হয়েছে। তাঁদের মারধর করা হয়েছে। আমরা সেই ভাবে সরকারের থেকে পদক্ষেপ করবো।’ যদি ওডিশার এজি দাবি করেছেন, ‘মিথ্যা অভিযোগ’ তোলা হচ্ছে। দুই পক্ষের বক্তব্য শোনার পর হাই কোর্ট জানায়, বিষয়টি নিয়ে ওডিশা হলফনামা দেওয়ার পর রাজ্য যদি মনে করে পাল্টা জবাব দিতে পারবে।

বাগেরহাটের চিতলমারী উপজেলা শ্রমিক দলের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় দলের নিজস্ব কার্যালয়ে উ...
22/07/2025

বাগেরহাটের চিতলমারী উপজেলা শ্রমিক দলের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় দলের নিজস্ব কার্যালয়ে উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল মুন্সী স্বাক্ষরিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
সোহেল মুন্সী উপস্থিত সাংবাদিকদের জানান, ২০ জুলাই রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি দেখতে পান, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের লোগো ও ব্যানার ব্যবহার করে টিপু সুলতানকে উপজেলা শ্রমিক দলের সভাপতি এবং গাজী এনামুল হককে সাধারণ সম্পাদক দাবি করা হয়। এ সময় “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” শীর্ষক আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা এবং লিফলেট বিতরণের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে মোঃ সোহেল মুন্সী আবেগাপ্লুত হয়ে সংবাদ সম্মেলনে বলেন, ওই অনুষ্ঠানে যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক — উপজেলার সদ্য নির্বাচিত বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাবেক উপজেলা বিএনপির সদস্যসচিব আহসান হাবিব ঠান্ডু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. ফজলুল হক উপস্থিত ছিলেন — সেহেতু দলীয় নিয়ম-কানুন সম্পর্কে তারা আমাদের চেয়ে অনেক বেশি অবগত আছেন।

তিনি আরও বলেন, বাগেরহাট জেলা শ্রমিক দলের কমিটি বর্তমানে সক্রিয় না থাকায়, বিগত ০২/১২/২০২৪ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারী সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ স্বাক্ষরিত ৫ সদস্য বিশিষ্ট চিতলমারী উপজেলা কমিটি অনুমোদিত হয়।

এরপর যথানিয়মে উক্ত কমিটি দলীয় নীতিমালা অনুযায়ী কার্যক্রম পরিচালনার মাধ্যমে ৭১ সদস্য বিশিষ্ট চিতলমারী উপজেলা শ্রমিক দলের এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের সুপারিশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফারাজি মতিয়ার রহমান। অতঃপর বিগত ০৮/০২/২০২৫ তারিখে উক্ত কমিটির অনুমোদনে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ কর্তৃপক্ষ। (উল্লেখ্য, বাগেরহাট জেলা কমিটি না থাকায় উক্ত কমিটি কেন্দ্রীয়ভাবে অনুমোদিত হয়।)

এতদ্সত্ত্বেও উক্ত অনুষ্ঠানে টিপু সুলতান উপজেলা শ্রমিক দলের সভাপতি এবং গাজী এনামুল হক সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়ানোসহ অবৈধভাবে মিথ্যা পরিচয় দিয়েছেন।

এ কারণে চিতলমারী উপজেলা বিএনপির নেতাকর্মীদের প্রতি বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন মোঃ সোহেল মুন্সী।

এ সময় তার সঙ্গে ছিলেন — উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আবুল খান, নাজমুল আলম রনি; সাধারণ সম্পাদক মোঃ রাজু খান; যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম গাজী; সাংগঠনিক সম্পাদক আনিচ তরফদার ও প্রদীপ মন্ডল; দপ্তর সম্পাদক মনির তালুকদার; প্রচার সম্পাদক জিসান মুন্সী; অর্থ সম্পাদক আমিনুর ইসলাম সবুজসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।

তেহট্ট, পলাশিপাড়া ও নাকাশিপাড়া থানায় বিষয়টি জানিয়েছে পরিযায়ী শ্রমিকদের পরিবার। দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের। প্রশাসনের...
22/07/2025

তেহট্ট, পলাশিপাড়া ও নাকাশিপাড়া থানায় বিষয়টি জানিয়েছে পরিযায়ী শ্রমিকদের পরিবার। দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: বাংলাভাষী বনাম বাংলাদেশি বিতর্কের মধ্যেই ফের ভিন রাজ্যে আটক পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক। এবার বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় আটক নদিয়ার ২৫-৩০ জন পরিযায়ী শ্রমিক। পরিবারের অভিযোগ, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড দেখানো সত্ত্বেও মেলেনি রেহাই। তেহট্ট, পলাশিপাড়া ও নাকাশিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।

কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি। পরিবারের মুখে অন্ন তুলে দিতে গিয়ে ওঁরা আজ পরিযায়ী। জীবন-জীবিকার সন্ধানে এ রাজ্য থেকে কেউ মহারাষ্ট্র, কেউ উত্তরপ্রদেশ, কেউ হরিয়ানায় কর্মরত। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ীদের একাংশকে হেনস্তার অভিযোগ বারবার সামনে আসছে। বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশব্য়াকের অভিযোগও এসেছে। এই আবহে ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ভিন রাজ্যে আটক করা হল। বাংলাদেশের নাগরিক সন্দেহে এবার হরিয়ানায় আটক নদিয়ার ২৫-৩০ জন পরিযায়ী শ্রমিক। পরিবার সূত্রে খবর, তেহট্ট, পলাশিপাড়া ও নাকাশিপাড়া থেকে এই শ্রমিকরা বেশ কয়েক বছর আগে হরিয়ানায় কাজ করতে যান। অভিযোগ, দিনকয়েক আগে বাংলাদেশি তকমা দিয়ে ওই পরিযায়ী শ্রমিকদের আটক করা হয়। অভিযোগ, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড দেখানো সত্ত্বেও রেহাই মেলেনি। ভিডিও বার্তার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানিয়েছেন তাঁরা। তেহট্ট, পলাশিপাড়া ও নাকাশিপাড়া থানায় বিষয়টি জানিয়েছে পরিযায়ী শ্রমিকদের পরিবার। পুলিশের হাতে আটক পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র তুলে দিয়ে মুক্তির আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা। দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

গত সপ্তাহেও বিজেপিশাসিত হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে নদিয়ার চাপড়া থেকে যাওয়া কয়েকজন পরিযায়ী শ্রমিককে। পেট চালাতে এই এলাকার অনেকেই ১৫ বছর ধরে হরিয়ানায় বসবাস করেন। কেউ পরিযায়ী শ্রমিক, তো কেউ লোহার ছাট কেনাবেচার কাজ করেন। এলাকার বাসিন্দাদের দাবি, দিনকয়েক আগে তাদেরই কয়েকজনকে বাংলাদেশের নাগরিক সন্দেহে বিজেপি শাসিত হরিয়ানার পুলিশ আটক করেছে। একাধিক নথি দেখালেও ছাড়া তো হয়ইনি, উল্টে বাংলাদেশে পুশব্যাকের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

ভিন রাজ্যে বাংলা ভাষীদের আক্রমণের অভিযোগ উঠেছে আগেই। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই ইস্যুতে পথে নেমেছে তৃণমূল। গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়ান। একুশের সভা মঞ্চ থেকে ইস্য়ুতেই সরব হন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "আমার এখানেও তো দেড় কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের। কই তাঁদের তো কোনও অসুবিধা হয় না। তাহলে আপনারা কেন বাংলা ভাষার ওপর সন্ত্রাস করবেন? আমরা এর জবাব চাই।''

ভোলা: সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি, হত্যা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মব ও গুজব সৃষ্টির প্রতিব...
22/07/2025

ভোলা: সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি, হত্যা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মব ও গুজব সৃষ্টির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক দল। সোমবার (২১ জুলাই) সকাল ১০টায় জেলা শ্রমিক দলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মহাজনপট্টি, সদর রোড, বাংলস্কুল মোড়, নতুন বাজার দিয়ে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পূর্বে বক্ত্যব রাখেন জেলা বিএনপির আহব্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, ভোলা জেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল আলম মানিক, সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্নু সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক।

এ সময় বক্তারা তারেক জিয়ার নামে কুরুচিকর বক্তব্যের তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এবং তীব্রভাবে এই ধরনের বক্তব্য কারীদের প্রতিরোধ করার ঘোষণা দেন।

বিক্ষোভ মিছিলকে সফল করতে ভোলা জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা খন্ড-খন্ড মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাবেশে অংশগ্রহণ করেন।

ফরিদপুরে শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে বাসস্ট্যান্ড এলাকা। এতে অন্ত...
22/07/2025

ফরিদপুরে শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে বাসস্ট্যান্ড এলাকা। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। সংঘর্ষের পর সাধারণ শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেন।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে ফরিদপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের একটি পক্ষ অভিযোগ করে, অধিকাংশ ভোটারকে বাদ দিয়ে গোপনে নির্বাচন সম্পন্ন করা হয়েছে। এ নির্বাচনের প্রতিবাদে ও আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।

মানববন্ধন শুরুর কিছুক্ষণ পর অপরপক্ষ এসে ব্যানার কেড়ে নিয়ে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয় এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়।

সংঘর্ষে আহত অন্তত ১০ জন শ্রমিককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় বাসস্ট্যান্ড এলাকায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

সংগঠনের সাধারণ শ্রমিক এবং সাবেক নেতারা জানান, শ্রমিক ইউনিয়নের ৫ হাজার ৭০০ সদস্যের মধ্যে মাত্র ১ হাজার ২ জনকে ভোটার দেখিয়ে একপক্ষীয়ভাবে আগামী ২৫ জুলাই নির্বাচন ঘোষিত হয়। তফসিল ছাড়াই গত ১৭ জুলাই সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

এক শ্রমিক বলেন, ‘আমাদের অজ্ঞাতে গোপনে নির্বাচন করা হয়েছে। কোনো তফসিল বা ভোটার তালিকা প্রকাশ ছাড়াই এটি অবৈধভাবে করা হয়েছে। এর প্রতিবাদ করতেই মানববন্ধন, কিন্তু সেখানেও হামলা হয়েছে। আমরা সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই।’

অপরদিকে সদ্য নির্বাচিত সভাপতি ইয়াছিন মোল্যা বলেন, ‘মানববন্ধনকারীরা আওয়ামী লীগের দোসর। তারা এখনও চাঁদাবাজি করছে। আমাদের সুষ্ঠু নির্বাচন হয়েছে। তারা নির্বাচন ব্যর্থ করতে এই পরিস্থিতি তৈরি করেছে।’

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘শ্রমিকদের নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী চেলা নদীতে বালু তুলতে গেলে দুই বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমা...
22/07/2025

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী চেলা নদীতে বালু তুলতে গেলে দুই বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া গ্রামের চেলা নদীর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তটি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধীন।

বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ওই দুই শ্রমিক একটি ছোট বারকি নৌকা নিয়ে চেলা নদী পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। সেখানেই বিএসএফ তাঁদের ধরে নিয়ে যায়।

বিজিবির সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুর হক বলেন, দুই শ্রমিক ভারতের অভ্যন্তরে অবৈধভাবে বালু তুলতে গিয়েছিলেন। এ সময় বিএসএফ বাধা দিলে অন্য শ্রমিকেরা মিলে বিএসএফকে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে বিএসএফ ওই দুজনকে ধরে নিয়ে যায়। তাঁদের ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল হক মঙ্গলবার দুপুরে বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এখনো ওই দুই শ্রমিকের নাম-পরিচয় জানা যায়নি।’

নারায়ণগঞ্জের ফতুল্লার পুলিশ লাইনে অবস্থিত নিট গার্ডেন নামের একটি রপ্তানীমুখী গার্মেন্টস লে অফের প্রতিবাদে মঙ্গলবার (২২ জ...
22/07/2025

নারায়ণগঞ্জের ফতুল্লার পুলিশ লাইনে অবস্থিত নিট গার্ডেন নামের একটি রপ্তানীমুখী গার্মেন্টস লে অফের প্রতিবাদে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে গার্মেন্টের শ্রমিকরা। এসময় তারা প্রতিষ্ঠানটির মালিকপক্ষের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন।

আন্দোলনরতরা জানান, মঙ্গলবার সকালে গার্মেন্টসের ৫০০ জন শ্রমিক কাজে যোগ দিতে এসে দেখতে পান তাদের ফ্যাক্টরীতে তালা লাগানো রয়েছে এবং প্রধান ফটকের সামনে বিপুল সংখ্যক শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। কারখানার সামনে গার্মেন্টসটি ১৩(১) ধারায় বন্ধের নোটিশ সাটানো হয়েছে অথচ গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ কিংবা ভাংচুরের কোন ঘটনা ঘটেনি।

কারখানার মালিকপক্ষ শ্রমিকদের পাওনাদি থেকে বঞ্চিত করার জন্য অন্যায়ভাবে কারখানাটি বন্ধ করেছে। আমরা অবিলম্বে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবি জানাচ্ছি ও আইন অনুযায়ী শ্রমিকদের পাওনাদি পরিশোধের দাবি জানাচ্ছি।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Worker News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share