Echoes of RAKIB

Echoes of RAKIB In here. all the the contents are related to Entertainment and Information.

09/07/2025

...................................
🔮 জটThought | পর্ব-২

এই পর্বে থাকছে এমন কিছু প্রশ্ন, যেগুলোর উত্তর খুঁজলে সময়, বাস্তবতা, ধর্ম ও বিজ্ঞান—সবই একাকার হয়ে যায়:

১️) মহাবিশ্ব সৃষ্টির আগে কি ছিল?
২️)কিভাবে একটি কণা মহাবিশ্বে পরিণত হলো?
৩️)মহাবিশ্ব কেন ও কীভাবে ক্রমাগত বড় হচ্ছে?
৪️)শেষ সীমান্তে কী আছে?
৫️)এই প্রশ্নগুলোর উত্তরে বিজ্ঞান আর ধর্ম কি একমত? না দ্বন্দ্বে?
৬️)কেয়ামতের শিংগা—এটা কি সত্যি কোনো বস্তু? না কি এটা কেবল একটি প্রতীক?

🌀 প্রেক্ষাপট:

মহাবিশ্বের সৃষ্টি নিয়ে সবচেয়ে আলোচিত তত্ত্ব হলো বিগ ব্যাং।
একটি অতিক্ষুদ্র কণা থেকে শুরু, তারপর ক্রমাগত বিস্তার।
▪️ হাবল বলছেন: প্রতি সেকেন্ডে ৭৩ কিমি হারে মহাবিশ্ব বাড়ছে।
▪️ আরেক দল বলছেন: ৬৭ কিমি/সেকেন্ড।
কিন্তু…
বিজ্ঞান থেমে যায় যেখানে "আগে কী ছিল?" প্রশ্নের মুখে,
ধর্ম সেখানে ব্যাখ্যা হাজির করে।
সেই ব্যাখ্যা কি কেবল বিশ্বাস?
না কি গভীরভাবে দেখলে সেটা বিজ্ঞানেরই এক সম্ভাব্য ভাষ্য?
🎇 আরও থাকছে:
▪️ স্ট্রিং থিওরি দিয়ে ওয়ার্মহোল ব্যাখ্যার চেষ্টা
▪️ "মহাবিশ্বের শেষ প্রান্তে ১ দিন = পৃথিবীর হাজার বছর"—এর রহস্য
▪️ এবং অনেক চমকপ্রদ ভাবনার খোরাক...

🧠 খুলে যাক ভাবনার জট !

02/07/2025

H

জমে থাকা প্রশ্ন আর অভিজ্ঞতা নিয়ে লাইভে আসছি আমরা  Jotangko -জটাংক এ।  ঠিক রাত ১১টা ১১।  আমন্ত্রণ।
25/06/2025

জমে থাকা প্রশ্ন আর অভিজ্ঞতা নিয়ে লাইভে আসছি আমরা Jotangko -জটাংক এ। ঠিক রাত ১১টা ১১। আমন্ত্রণ।

22/06/2025

......................................

১৯ – শুধুই একটি সংখ্যা নয়, এটি এক মহাজাগতিক রহস্যের চাবিকাঠি।
Fibonacci, Golden Ratio, এবং আমাদের চারপাশের বিস্ময়কর সৃষ্টি — সবকিছুর পেছনে কাজ করছে এক অভিন্ন গণিত।

এই ভিডিওতে জানবেন:
📌 কিভাবে ১৯ জড়িয়ে আছে কোরআনের গাণিতিক কাঠামোর সাথে
📌 Mona Lisa, Pyramid, Eiffel Tower–এ Golden Ratio-এর রহস্য
📌 Fibonacci সংখ্যা ও মহাবিশ্বের ডিজাইন



তাৎক্ষনিক প্রশ্ন পরামর্শ ও মতামতের জন্য যোগাযোগ ঠিকানা :

Mohammed Rial Ahsan
Fb: https://www.facebook.com/mohammed.rial.ahsan/reels/?_rdr
Messenger .rial.ahsan

19/06/2025

🌌 জটাংকের ২০ পর্বের বিশেষ আয়োজন
"জটThought"
আজ থেকে শুরু!
২০টি পর্ব — ২০টি গোপন দ্বার।
প্রতিটি পর্বে উন্মোচিত হবে এমন কিছু জ্ঞান যা আমাদের শরীর, আত্মা, ও মহাবিশ্বের গভীর সংযোগকে প্রকাশ করবে।
এই বিষয়গুলো অতিমাত্রায় সংবেদনশীল ও রহস্যময়, তাই সেগুলোর গভীরতা সাধারণত আলোচনায় আসে না।
কিন্তু আমরা শুধু জানবো না — আমরা জীবনে তা প্রয়োগের পথও খুঁজবো।
________________________________________
🔥 প্রথম পর্ব:
“১৯ এর শক্তি”
🗓️ প্রকাশ: ১৯ জুন
🕖 সময়: রাত ৯টা ৩০
📍 দেখুন: জটাংকের ইউটিউব চ্যানেলে
________________________________________
এই পর্বে থাকছে:
🔹 ১৯ — শুধুই সংখ্যা নাকি মহাবিশ্বের গোপন কোড?
🔹 খ্রিস্টপূর্ব ৫০০ সালেই গ্রীক দার্শনিকরা কেন এই সংখ্যাটিকে লক্ষ করেছিলেন?
🔹 ১৯ কীভাবে হয়ে উঠেছে শক্তি, সৌন্দর্য, ও আধ্যাত্মিকতার এক অদ্ভুত অংক?
🔹 ১৯ → Fibonacci → Golden Ratio (১.৬১৮) – এই রহস্যময় রোডম্যাপ
🔹 কীভাবে নিজ জীবনে ১৯ এর শক্তিকে ধারণ করবো?
🔹 Golden Ratio–কে ব্যবহার করবো নিজের কাজে, চিন্তায়, এমনকি জীবনের ডিসিপ্লিনে!
________________________________________
🎯 প্রস্তুত তো?
আপনি যা জানেন, এই পর্বটি তার বাইরেও কিছু খুলে দেবে।
এই এক একটি পর্ব — জ্ঞান নয়, অভিজ্ঞতা।

15/06/2025

সোনাবাড়িয়া মঠ মন্দির কলারোয়া উপজেলার সীমান্তবর্তী একটি জনপদ সোনাবাড়িয়া। প্রায় ৩শ’ বছর আগের গোটা সোনাবাড়িয়াজুড়ে জমিদার শাসনের নিদর্শন ছড়িয়ে আছে। এমনই এক প্রাচীন ঐতিহ্যের ধারক সোনাবাড়িয়া মঠ মন্দির। প্রায় ৬০ ফুট উঁচু টেরাকোটা ফলক খচিত শ্যামসুন্দর মন্দিরটি আজও দাঁড়িয়ে আছে প্রাচীন স্থাপত্যের অনুরূপ নিদর্শন হয়ে। এই ঐতিহাসিক মঠ মন্দিরটি এখনই সংস্কার করা না হলে এর জরাজীর্ণ অবশিষ্ট অংশটুকুও বিলীন হয়ে যাবে। বিভিন্ন সূত্রে জানা গেছে, বাংলা ১২০৮ সালে রানী রাশমনি এই মঠ মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এ ছাড়া মঠ মন্দিরের ইতিহাস নিয়ে অনেক জনশ্রুতি আছে।

08/06/2025

সুখবর।

আজ ( বৃহষ্পতিবার ) রাত ৯টা ১৯ মিনিট।আসছে জটাংকের নতুন পর্ব — শনি শুধুই গ্রহ ? নাকি শক্তি? .................................
05/06/2025

আজ ( বৃহষ্পতিবার ) রাত ৯টা ১৯ মিনিট।

আসছে জটাংকের নতুন পর্ব — শনি শুধুই গ্রহ ? নাকি শক্তি?
...................................................................................

শনি, ইংরেজিতে সার্টান। সোনালি রিঙের বলয়ে ঘেরা কি অনিদ্য সুন্দর একটি গ্রহ ! অথচ এর নাম উচ্চারণেরই যেন ভয় আর আতংক এসে ভর করে-শনি ! আমরা তো ছোটবেলা থেকেই শুনে আসছি-

শনির দশা, কপালে শনি লেগেছে, শনির দোষ, শনির দৃষ্টি…….. মানে শনি শব্দটা থাকলেই সেটা যেন আর পজেটিভ ওয়ার্ড হতেই পারেনা।

কেন ? "শনি" আসলে কে ? একটা গ্রহ? একটা গ্রহদেবতা?
নাকি নিয়তির পাঠশালার এক শিক্ষক—যিনি কষ্ট দিয়ে শিক্ষা দেন, ধ্বংস দিয়ে গড়ে তোলেন?

দর্শক, আজ রাত ৯টা ১৯ মিনিটে আমরা যাবো শনি গ্রহের গভীরে। পুরো ভিডিওটিতে আমরা শনি গ্রহের রহস্যভেদ করবো -
১) বিজ্ঞানের চোখে
২) জ্যোতিষের ব্যাখ্যায়
৩) সংখ্যার জাদুতে
আর ৪) আধ্যাত্মিকতার আলোয়।

প্রস্তুত হন—এই ভ্রমণ আপনাকে বদলে দিতে পারে।

পর্বের নাম : শনি শুধুই গ্রহ ? নাকি শক্তি?

দেখবেন : ‌‌ ৫জুন । বৃহষ্পতিবার । রাত ৯টা ১৯ মিনিট ।

প্লাটফর্ম : জটাংক ইউটিউবে

সবাইকে ঈদের শুভেচ্ছা । ঈদ মুবারক।

23/05/2025

কেউ যদি আপনার কাছে দেশের পরিস্থিতি জানতে চান, কী বলবেন ?

ইঞ্জিনিয়ার রিয়াল আহসান স্যারের ২০০টি ভিডিও নিয়ে একটি সিরিজ তৈরি হচ্ছে। প্রায় সবকটি ভিডিও দীর্ঘ। আশা করছি আগামী ১জুন শনি...
17/05/2025

ইঞ্জিনিয়ার রিয়াল আহসান স্যারের ২০০টি ভিডিও নিয়ে একটি সিরিজ তৈরি হচ্ছে। প্রায় সবকটি ভিডিও দীর্ঘ।
আশা করছি আগামী ১জুন শনিবার থেকে ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো আপনাদের সামনে হাজির হতে থাকবে।

মহাজাগতিক জ্ঞান সমৃদ্ধ হোক আপনার জীবন। শুভকামনা।

🔴 প্রথমবার! রুকইয়াহ নিয়ে LIVE🌙 ১৭ মে, শনিবার | রাত ১০:৩০...........................................................🧿 Evi...
16/05/2025

🔴 প্রথমবার! রুকইয়াহ নিয়ে LIVE
🌙 ১৭ মে, শনিবার | রাত ১০:৩০
...........................................................

🧿 Evil Eye
🕯️ Black Magic
👤 জ্বিনের প্রভাব
📿 তাবিজ বা অদৃশ্য জটিলতা
আপনার বা প্রিয়জনের জীবনে ঢুকে পড়েছে?

🛡️ Ad Dua Ruqyah Center এর প্রতিষ্ঠাতা, রাক্বী মাহমুদুল হাসান থাকছেন লাইভে—
আপনার প্রশ্নের উত্তর দিতে,
পরামর্শ দিতে,
আলোক দেখাতে।

✉️ অনুষ্ঠান চলাকালে সরাসরি প্রশ্ন করতে পারেন। কিংবা এখন থেকেই প্রশ্ন জমা দিতে পারেন মেইল কিংবা কমেন্টে।

✉️ প্রশ্নের জন্য :
📧 [email protected]
📌 অথবা জটাংক ফেসবুক পেজ / ইউটিউব কমিউনিটিতে কমেন্ট করুন।

শুভকামনা

রোহিণী নক্ষত্র : মানব আত্মার চুম্বক......................................................................রোহিণী—শব্দটা শ...
13/05/2025

রোহিণী নক্ষত্র : মানব আত্মার চুম্বক
......................................................................

রোহিণী—শব্দটা শুনলেই এক অদ্ভুত কোমলতা জেগে ওঠে মনে। সংস্কৃতে ‘রোহিণী’ অর্থ ‘লালাভ’, ‘বর্ধনশীল’, কিংবা ‘যা বিকাশ ঘটায়’। পৌরাণিক কাহিনি অনুযায়ী, রোহিণী হলো চাঁদের সবচেয়ে প্রিয় নক্ষত্র। এক মহাজাগতিক ভালোবাসা দুজনের মধ্যে।

বৈজ্ঞানিক বিশ্লেষণ
পৃথিবী থেকে দেখা সবচেয়ে উজ্জ্বল তারাগুলোর একটি- রোহিণী। এর আরেকটা নাম আছে, Aldebaran (আলদেবারান)।
তৌরুস (Ta**us) নক্ষত্রপুঞ্জের অন্তর্গত এই রোহিনীর রং লাল। আর আকৃতি রীতিমত দৈত্যাকার। সূর্যের চেয়ে প্রায় ৪৪ গুণ বড় এবং উজ্জ্বল। রেডিমেট্রিক বিশ্লেষণ বলছে এটি তার আয়ুষ্কালের শেষ দিকে রয়েছে। অর্থ্যাৎ বিশেষ কিছু না ঘটলে খুব কম সময়ই এই রোহিণী আমাদের মাঝে আছে, তারপর ধ্বংস হয়ে যেতে পারে। আপনি যদি আলোর গতিতে এগুতে থাকেন, তাহলে রোহিণীতে পৌঁছাতে আপনার লাগবে ৬৫বছর। এই নক্ষত্র পৃথিবী থেকে খালি চোখেই দেখা যায়, এবং একে হিন্দু জ্যোতিষশাস্ত্রে রোহিণী নক্ষত্র হিসেবে ধরা হয়।

জ্যোতিষশাস্ত্রে রোহিণীর ভূমিকা
রোহিণী হল চন্দ্রের চতুর্থ নক্ষত্র। এটি ২৭টি নক্ষত্রের মধ্যে সবচেয়ে মোহময়, নান্দনিক এবং প্রেমঘন বলে বিবেচিত।
এর শক্তি: স্থায়ীতা, সৃষ্টি, উর্বরতা, আকর্ষণ, বিলাসিতা, ও প্রেম।
যাদের জন্ম রোহিণী নক্ষত্রে, তারা সাধারণত শিল্পে পারদর্শী, আবেগপ্রবণ, সংবেদনশীল ও অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন। এই নক্ষত্র বৃষ রাশির অংশ আর এর অধিপতি গ্রহ চন্দ্র। ফলে, আবেগ, কল্পনা এবং মায়াবী শক্তি এখানে প্রবল।

মানবজীবনে প্রভাব
রোহিণীর গভীর আকর্ষণক্ষমতা মানুষকে টানে প্রেম, সৃজন আর আত্মনিবেদন পথে।
এটি মনের দরজা খুলে দেয়, চাপা কষ্ট গলে বেরিয়ে আসে কান্না হয়ে, কবিতা হয়ে, বা চিত্র হয়ে। চোখ অশ্রুসিক্ত করে, আর সেই অশ্রু শুদ্ধিকর, নিরাময়কারী।
রোহিণী মানুষকে শেখায়—ভালোবাসা শুধু একমাত্র উপায় নয়, কিন্তু শেষ আশ্রয়ও বটে।

গাণিতিক সৌন্দর্য ও বিন্যাস
রোহিণী ১৩°২০′ থেকে ২৬°৪০′ পর্যন্ত বৃষ রাশিতে বিস্তৃত। এর প্রতিটি পদ। আলাদা আলাদা প্রভাব তৈরি করে মানুষের মানসিক গঠন ও দৃষ্টিভঙ্গির উপর।
পদ ১: বাস্তববাদী চিন্তা
পদ ২: শৈল্পিক দক্ষতা
পদ ৩: আবেগপ্রবণতা
পদ ৪: আত্মসংযোগ ও আধ্যাত্মিকতা

মিথ ও মিস্ট্রি
মিথোলজি অনুসারে চাঁদকে দেবতা বলে বিশ্বাস করতেন কিছু মানুষ। যেকারণে চাঁদকে বলা হতো চন্দ্রদেব। তো এই চন্দ্রদেবের ছিল ২৭ স্ত্রী। তার মধ্যে চাঁদের এক স্ত্রীর নাম-রোহিণী।
মিথ বলছে, চাঁদ এতটা গভীর ভাবে রোহিণীকে ভালোবাসে যে তার উপর মোহাবিষ্ট হয়ে পড়েন। চন্দ্র রোহিণীর প্রেমে এতটাই ডুবে গিয়েছিলেন যে বাকি ২৬ স্ত্রীকে উপেক্ষা করতেন। তখন আরেক দেবতা ব্রহ্মা, চাঁদকে অভিশাপ দেন। এই গল্প চাঁদের কালি-পূর্ণিমার পেছনের একটি ব্যাখ্যা হিসেবেও ব্যবহৃত হয়। চাঁদের কলঙ্ক বলতে মেই কালো দাগকে বোঝায়—তার প্রেমের ঋণ-দায় যেন চাঁদকে আলো ও অন্ধকারের মধ্য দিয়ে যাওয়া শেখায়।
________________________________________
রোহিণীর পরিবেশ কল্পনায়
কল্পনাভিত্তিকভাবে যদি রোহিণীকে একটা জগৎ ধরা হয়, তবে তা হবে—
নরম আলোয় ভরা,
ফুলে-পাতায় ছাওয়া,
এক ধরণের ধীরগতির সৌন্দর্যে মোড়া একটা নীরব ভূমি—যেখানে কান্নাও কবিতা, প্রেমও আরাধনা।

শেষ কথা
রোহিণী হল অন্তরের নক্ষত্র। যেখানে কেবল আলো নয়, আবেগও জ্বলে। যেখানে চন্দ্র তার নীরব কান্না লুকায়, আর মানব আত্মা নিজের শেকড়ের খোঁজ পায়। রোহিণী মানেই টান।একটা অদ্ভুত চুম্বক শক্তি।মানুষকে যেন অজান্তেই টেনে নেয়—ভালোবাসার, বিচ্ছেদের, সৃষ্টির ও আত্মোত্থানের দিকে।তুমি যদি রোহিণী নক্ষত্রকে বোঝো, তাহলে তুমি বুঝবে—কেন কিছু ভালোবাসা শেষ হয়েও শেষ হয় না। কেন কিছু মানুষ চলে গিয়েও রয়ে যায় বুকের ভেতর।

@জটাংক

Address

Dhaka

Telephone

+8801913556655

Website

Alerts

Be the first to know and let us send you an email when Echoes of RAKIB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Echoes of RAKIB:

Share