13/07/2025
আজ সন্ধার পরে চট্টগ্রাম হাটহাজারী এলাকায় আমাদের সিএনজির সাথে একটা বাইক দাক্কা লাগে,বাইক এর ভদ্র লোকের হাত কেটে যায়,আমরা সিএনজি থামিয়ে তাকে একটা ফার্মেসিতে
নিয়ে যাই,দোকানদার হাসপাতালে নিয়ে যেতে বলে ঔষধ বিক্রি করবে না এভাবে,আমি পরিচয় দেই আমি মেডিকেলকর্মী।
তারপর তার ড্রেসিং করে রক্ত পড়া বন্ধ করে ব্যান্ডেজ করে দেই।
বাইক চালক ভদ্র লোক বারবার বলছিলো ভাই ফার্মাসির বিল আমি দেই,আপনি দিবেন কেন?
ভদ্র লোক কে প্রশ্ন করলাম কালকে যদি আপনার সামনে আমি রাস্তায় পড়ে থাকি এক্সিডেন্ট করে?যদি তখন আমার পকেটে কোন টাকা না থাকে!
ভদ্র লোক ব্যাথার মধ্যেও হেসে দিলো।
জানতে চাইলাম বাসা কতদূর যেতে সমস্যা হবে কিনা?
সে বললো বাসা ধুরে অনেক একটা অসহায় মা কে বাজার করে দিতে হবে তাই এদিকে আসছি।
আমিও কিছুটা শান্তি পাইলাম😍