SUMAN MAHI

SUMAN MAHI Sometimes what appears isn't the reality
and sometimes reality isn't what its appears to be feel free to Ping me

26/06/2025

বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট ভাই ও বোন আছেন যারা ফেমেলি সহ ইউরোপ যেতে আগ্রহী। আপনাদের জন্য বেস্ট অপশন হল স্পাউস ভিসা।আজকে আমার এই পোস্টটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে যারা ২০২৬ সালে স্পাউস নিয়ে আপনি কোন দেশে চেষ্টা করতে পারবেন তা জানতে পারবেন।
প্রথমে চেষ্টা করব স্পাউস ভিসা কি সেটা নিয়ে বেসিক কিছু তথ্য দিতে
স্পাউস ভিসা হল একটি প্রকারের ভিসা যা একজন ব্যক্তির HUSBAND / Wife কে অন্য একটি দেশে বসবাসের অনুমতি দেয়।
১/ ফিনল্যান্ড 🇫🇮
ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসায় আপনি আপনার Wife / Husband / Baby নিয়ে যেতে পারবেন। আপনি যদি Bachelors & Master’s আবেদন করেন তাহলে আপনি আপনার husband & Wife কে নিতে পারবেন।ফিনল্যান্ডে এই সূযোগ আপনি পাবেন আপনার স্পাউস সহ ফ্লাই করতে পারবেন। ফিনল্যান্ডে স্পাউস কাজের অনুমতি পায়
Finland Bachelor's জন্য IELTS 6 লাগবে
Master’s জ্ন্য IELTS 6.5 লাগবে।
২/ সুইডেন 🇸🇪
সুইডেন এ আপনি আপনার HUSBAND & Wife কে স্পাউস হিসাবে নিয়ে আসতে পারবেন। তবে শুদুমাথ যারা সুইডেন এ Master’s অথবা PHD করতে যাবে তারাই পারবে Bachelor's স্পাউস Allow না। সুইডেনে একসাথে ফ্লাই করতে পারবেন।
৩/ লিথুনিয়া 🇱🇹
লিথুনিয়াতে আপনি আপনার Husband / Wife কে স্পাউস হিসাবে নিতে পারবেন। শুদুমাথ যারা Master’s জন্য যাবেন তারা এই সূযোগ পায়। লিথুনিয়াতে Bachelor's স্পাউস নেওয়া Impossible. লিথুনিয়াতে Husband & Wife একসাথে ফ্লাই করা যায় না। স্টুডেন্ট আগে ভিসা পাবে তারপর লিথুনিয়াতে যাওয়ার পর স্পাউস এর প্রসেস করবে স্টুডেন্ট নিজেই।
৪/ নেদারল্যান্ডস
এই দেশটাতে অনেকেই জানেন না যে স্পাউস নিয়ে যাওয়া যায়। তবে আগে স্টুডেন্ট যাওয়ার পর স্পাউস নিতে পারবে । স্পাউস কাজ করার সূযোগ পান তবে প্রথমে পাবেন না । Bachelor's & Master’s স্টুডেন্ট Husband / Wife আনতে পারবে
৫/ ডেনমার্ক 🇩🇰
বেশিরভাগ স্টুডেন্ট ভাই ও বোনের প্রিয় একটা দেশ। Bachelor & Master’s ,Phd স্টুডেন্টদের জন্য স্পাউস নিয়ে যাওয়ার সৃযোগ রয়েছে। স্টুডেন্ট চাইলে স্পাউসকে সাথে নিয়ে ফ্লাই করে যেতে পারবে। স্পাউস কাজ করার অনুমতি পান। IELTS লাগবে
৬/ নরওয়ে 🇧🇻
শুদুমাথ MASTER’S AND PHD স্টুডেন্ট স্পাউস নিতে পারবে। যদি সব কিছু একসাথে APPROVED হয় আপনি স্পাউস নিয়ে একসাথে আসতে পারবেন। ielts লাগবে
৭/ Germany
স্পাউস নিয়ে আসার সূযোগ আছে। শুদুমাথ Master’s and Phd Student আনত পারবে স্পাউস। তবে অনেক সময় লাগে একসাথে ফ্লাই করা যায় না।
৮/ অস্ট্রিয়া 🇦🇹
স্পাউস নিয়ে যাওয়ার অনুমতি আছে। তবে একটু সময় লাগবে।
৯/Ireland
Ireland স্পাউস নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। শুধুমাত্র NFQ Level 9 বা 10 Masters, PhD ,স্পাউস এর
–কাজের অনুমতি থাকে।আবেদন একসাথে করা যায় তবে ফ্লাই একসাথে করা যায় না।
১০/ ফ্রান্স
LONG Stay Student Visa Holder পরিবার আনতে পারবেন।
আপনাদের কে বেসিক কিছু তথ্য দিলাম। আশা করি আপনাদের কাজে লাগবে।
দয়া করে কেউ যদি আমার পোস্ট কপি মারেন মিনিমাম একটা রেফারেন্স দিবেন। রাতজেগে এগুলো লিখতে হয়।
২০২৬ সালে আপনাদের জন্য বেস্ট ৩ টা দেশ স্পাউস নিয়ে আগালে ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে ,,ফিনল্যান্ড ,Denmark ,,লিথুনিয়া ,
এই ৩ দেশে ২০২৬ সালের জানুয়ারি / ফেব্রুয়ারি ইনটেক দরতে পারবেন।
ফিনল্যান্ড ,,লিথুনিয়া ,,Denmark এই ৩ দেশের স্পাউস ভিসার ফাইল প্রসেস আপনি চাইলে আমার মাধ্যমে করাতে পারবেন।

©Foreign Guides

14/05/2025

নগ্ন দেহে কোনো মুগ্ধতা নেই।মুগ্ধতা আছে প্রিয়জনের চুল..মুখের হাসি..গালের টোল..চোক্ষের চাহুনি...কপালের টিপ..হাতের শ্পর্শে❤️💙

লো বাজেটে পড়াশোনার জন্য বেশ কয়েকটি দেশ রয়েছে যেখানে টিউশন ফি কম এবং জীবনযাত্রার ব্যয় তুলনামূলকভাবে কম। নিচে এরকম কয়েকটি ...
29/12/2024

লো বাজেটে পড়াশোনার জন্য বেশ কয়েকটি দেশ রয়েছে যেখানে টিউশন ফি কম এবং জীবনযাত্রার ব্যয় তুলনামূলকভাবে কম। নিচে এরকম কয়েকটি দেশের তালিকা এবং তাদের বৈশিষ্ট্য দেওয়া হলো:
১. জার্মানি (Germany)
কেন জার্মানি?
• অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নেই (সেমেস্টার ফি মাত্র ২০০-৫০০ ইউরো)।
• উচ্চমানের শিক্ষা এবং বিশ্বব্যাপী স্বীকৃত ডিগ্রি।
• ছাত্রদের জন্য বিভিন্ন স্কলারশিপ এবং পার্ট-টাইম কাজের সুযোগ।
জীবনযাত্রার খরচ (মাসিক):
• ৭০০-১২০০ ইউরো (বাসস্থান, খাবার, পরিবহনসহ)।
• কম খরচে স্বাস্থ্যবিমা সুবিধা।
২. নরওয়ে (Norway)
কেন নরওয়ে?
• পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নেই (সকল জাতির জন্য বিনামূল্যে)।
• আন্তর্জাতিক মানের শিক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য।
• আপনি চাইলে নরওয়েজিয়ান ভাষার পাশাপাশি কিছু কোর্স ইংরেজিতেও করতে পারেন।
জীবনযাত্রার খরচ (মাসিক):
• ৮০০-১২০০ ইউরো।
• জীবনযাত্রার খরচ একটু বেশি, তবে পড়ার খরচ না থাকায় এটি একটি ভালো বিকল্প।
৩. পোল্যান্ড (Poland)
কেন পোল্যান্ড?
• টিউশন ফি খুবই কম (১২০০-৩০০০ ইউরো/বছর)।
• ইংরেজি ভাষায় কোর্স করার সুযোগ।
• জীবনযাত্রার খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম।
জীবনযাত্রার খরচ (মাসিক):
• ৪০০-৬০০ ইউরো।
৪. হাঙ্গেরি (Hungary)
কেন হাঙ্গেরি?
• টিউশন ফি: ১৫০০-৫০০০ ইউরো/বছর।
• Stipendium Hungaricum Scholarship প্রোগ্রামের মাধ্যমে বিনামূল্যে পড়ার সুযোগ।
• তুলনামূলকভাবে কম খরচে জীবনযাপন।
জীবনযাত্রার খরচ (মাসিক):
• ৪০০-৭০০ ইউরো।
৫. চেক প্রজাতন্ত্র (Czech Republic)
কেন চেক প্রজাতন্ত্র?
• চেক ভাষায় কোর্স করলে টিউশন ফি নেই।
• ইংরেজি কোর্সের জন্য টিউশন ফি ২,০০০-৫,০০০ ইউরো/বছর।
• মধ্য ইউরোপে ভ্রমণের সুযোগ।
জীবনযাত্রার খরচ (মাসিক):
• ৪০০-৭০০ ইউরো।
৬. ভারত (India)
কেন ভারত?
• আন্তর্জাতিক ছাত্রদের জন্য কম টিউশন ফি।
• ভালো মানের শিক্ষা এবং বৈচিত্র্যময় সংস্কৃতি।
• ইংরেজি ভাষায় কোর্সের প্রচুর সুযোগ।
জীবনযাত্রার খরচ (মাসিক):
• $১৫০-$৩০০।
৭. মালয়েশিয়া
কেন মালয়েশিয়া?
• টিউশন ফি: $২,০০০-$৫,০০০ প্রতি বছর।
• উন্নত জীবনযাত্রার মান, কিন্তু কম খরচে।
• ইউনিভার্সিটি অব মালায়া এবং অন্যান্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সুযোগ।
জীবনযাত্রার খরচ (মাসিক):
• $৩০০-$৫০০।
৮. তুরস্ক (Turkey)
কেন তুরস্ক?
• পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি: $৫০০-$১,৫০০ প্রতি বছর।
• শিক্ষার্থীদের জন্য বিশেষ ডিসকাউন্ট এবং স্কলারশিপের সুযোগ।
জীবনযাত্রার খরচ (মাসিক):
• $৩০০-$৪০০।
৯. থাইল্যান্ড
কেন থাইল্যান্ড?
• টিউশন ফি কম (প্রতি বছর $২,০০০-$৪,০০০)।
• এশিয়ার মধ্যে সাশ্রয়ী এবং ইংরেজি ভাষায় কোর্স করার সুযোগ।
জীবনযাত্রার খরচ (মাসিক):
• $৩০০-$৫০০।
১০. ফ্রান্স (France)
কেন ফ্রান্স?
• পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি কম (২০০-৫০০ ইউরো/বছর)।
• ইংরেজি ভাষায় প্রচুর মাস্টারস এবং ব্যাচেলর প্রোগ্রাম।
• ফ্রান্সের ছাত্র ভিসা নিয়ে কাজের সুযোগ।
জীবনযাত্রার খরচ (মাসিক):
• ৭০০-১২০০ ইউরো।
গুরুত্বপূর্ণ পরামর্শ:
১. স্কলারশিপ খুঁজুন: অনেক দেশেই বিশেষ স্কলারশিপ প্রোগ্রাম থাকে যা খরচ কমিয়ে দেয়।
২. পার্ট-টাইম কাজ: লো বাজেটে পড়াশোনার সময় পার্ট-টাইম কাজ জীবনযাত্রার খরচ সামলাতে সাহায্য করবে।
৩. ভিসার শর্ত যাচাই করুন: প্রতিটি দেশের ভিসার নিয়ম আলাদা।

22/11/2024
কোন স্টেশনে নামলে, কোথায় যেতে পারবেন১)  #উত্তরা_উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থ...
10/10/2024

কোন স্টেশনে নামলে, কোথায় যেতে পারবেন

১) #উত্তরা_উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থানা, জমজম টাওয়ার, সেক্টর-৭, ১০, ১২, ১৪,১৫,১৬, কামারপাড়া, সুইচগেইট, রানাভোলা, হাউজবিল্ডিং, রাজলক্ষী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, টঙ্গী, কলেজ গেইট, টঙ্গী হয়ে বোর্ড বাজার, গাজীপুর, জয়দেবপুর। উত্তরা উত্তর মতিঝিল থেকে: ১০০ টাকা।
২) #উত্তরা_সেন্টার (Uttara Center): সেক্টর ১৮, রাজউক উত্তরা মডেল টাউন, বউ বাজার, পঞ্চবটি, বোটক্লাব, বীরুলিয়া ব্রীজ, বীরুলিয়া ব্রীজ থেকে সাভার, আশুলিয়া। উত্তরা উত্তর থেকে সর্বনিম্ন ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।
৩) #উত্তরা_দক্ষিণ (Uttara South): ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি, বিজিএমইএ ভবন, বৃন্দাবন, এয়ারপোর্ট, উত্তরা আজমপুর। উত্তরা উত্তর থেকে ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।
৪) #পল্লবী (Pallabi): মিরপুর ১২, মিরপুর ডিওএইচএস, মিরপুর সেনানিবাস, ইষ্টার্ন হাউজিং, আফতাব নগর হাউজিং, বিইউপি, কালসী মোড়, ইসিবি চত্বর, বারিধারা ডিওএইচএস। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা। মতিঝিল থেকে: ৮০ টাকা।
৫) #মিরপুর ১১ (Mirpur 11): পূরবী সিনেমা হল, কালসী মোড়, ইসিবি চত্বর, বারিধারা ডিওএইচএস, এয়ারপোর্ট, মিরপুর ১১, মিল্কভিটা, মিরপুর-১,৬,৭, চিড়িয়াখানা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা। মতিঝিল থেকে: ৭০ টাকা।
৬) #মিরপুর_১০ (Mirpur 10): বর্তমানে বন্ধ আছে। তারপরও বলে রাখি, মিরপুর গোল চক্কর, সেনপাড়া, মিরপুর-১,২, চিড়িয়াখানা , হার্ট ফাউন্ডেশন, পাকা মসজিদ, টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমীনবাজার, সাভার, মিরপুর-১৩, ১৪, পুলিশ ব্যাটালিয়ন, ভাষাণটেক, কচুক্ষেত, বনানী, বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমূখের যেকোনো জায়গা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।
৭) #কাজীপাড়া (Kazipara): কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, ইটাখোলা বাজার, পূর্ব মনিপুর, বৌবাজার, সাততারা মসজিদ রোড এবং এর আশেপাশে। উত্তরা দিয়া বাড়ি থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।
৮) #শেওড়াপাড়া (Shewrapara): শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, কচুক্ষেত, মাজার রোড, টেকনিক্যাল, গাবতলী, কল্যাণপুর এবং এর আশেপাশে। ভাড়া: ৫০ টাকা। উত্তরা উত্তর থেকে মতিঝিল থেকে: ৫০ টাকা।
৯) #আগারগাঁও (Agergaon) : আগারগাঁও পাসপোর্ট অফিস, বিসিএস কম্পিউটার সিটি, চক্ষু হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, শ্যামলী, জাপান গার্ডেন সিটি, টেকনিক্যাল , গাবতলী, শিশু হাসপাতাল, শিশু মেলা, তালতলা এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৫০ টাকা।
(১০) #বিজয়_সরণী (Bijoy Sarani): বিজয় সরণী, জাতীয় সংসদ, ঢাকা ক্যান্টনমেন্ট, শাহীন স্কুল ও কলেজ, তেজগাঁও এয়ার পোর্ট, শাহীন বাগ, নাখালপাড়া এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৪০ টাকা।
(১১) #ফার্মগেট (Farmgate) : ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি -২৭, ২৮, লালমাটিয়া, তেজগাঁও কলেজ, বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া: ৭০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।
(১২) #কাওরান_বাজার ( Kawran Bazar) : কাওরান বাজার, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বসুন্ধরা সিটি, পান্থপথ, স্কয়ার হাসপাতাল, বিআরবি হাসপাতাল, ধানমন্ডি -৩২, কলাবাগান এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।
(১৩) #শাহবাগ (Shahbagh) : শাহবাগ, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, রমনা পার্ক, সাইন্স ল্যাব, সিটি কলেজ, ঢাকা কলেজ, ল্যাবএইড হাসপাতাল এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
(১৪) #ঢাকা_বিশ্ববিদ্যালয় (Dhaka University) : ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ঢাকা মেডিকেল, বুয়েট, শহিদ মিনার, শিশু একাডেমী, আজিমপুর, ইডেন কলেজ, ঢাকা কলেজ, নিউ মার্কেট, চক বাজার। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
(১৫) #বাংলাদেশ_সচিবালয় ( Bangladesh Secretariat) : সচিবালয়, প্রেস ক্লাব, সেগুনবাগিচা, শান্তিনগর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পল্টন, বিজয়নগর, মিন্টু রোড, বেইলী রোড, ভিকারুননিসা স্কুল, গুলিস্তান, বায়তুল মোকাররম এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া : ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
(১৬) #মতিঝিল ( Motijheel) : মতিঝিল, দিলকুশা, কমলাপুর , বঙ্গভবন , বাংলাদেশ ব্যাংক, নটরডেম কলেজ, আরামবাগ, ফকিরাপুল এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ১০০/- টাকা।
বিঃদ্রঃ ২০০ টাকা বিনিময়ে কার্ড করলে, যাতায়াতে সবসময় ১০% ডিসকাউন্ট পাওয়া যায়।
উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন: সকাল ৭:১০ মিঃ
এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:০০ ঘটিকায়।
মতিঝিল থেকে প্রথম ট্রেন: সকাল ৭:৩০ মিঃ
এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:৪০ মিঃ।
প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে: ৩:৩০ মিঃ শুরু হয়ে সর্ব শেষ ট্রেন ৯:০০ মিঃ।
এবং মতিঝিল থেকে বিকাল ৩:৫০ মিঃ শুরু হয়ে সর্ব শেষ ট্রেন ৯:৪০ মিঃ।
প্রতি ৮/১০ মিনিট পরপর উত্তরা ও মতিঝিল থেকে মেট্রো রেল ছাড়ে।
**প্রতি ষ্টেশন বেশি সময় থাকলে ১০০ টাকা জরিমানা দিতে হবে।
(সংযোজন চলবে)
বিঃদ্রঃ মেট্রো স্টেশন থেকে নেমে সময় ও খরচ বুঝে রিক্সা, অটো রিক্সা, সিএনজি চালিত অটো, লোকাল বাস, উবার, পাঠাও নিতে পারবেন।
ধন্যবাদ সবাইকে।
আপনার যাত্রা নিরাপদ হউক।



#মেত্রস্তাতিওন

06/06/2024
27/04/2024

📛কোন দেশে কত IELTS স্কোর লাগে?

দেশ ও পড়াশোনার প্রোগ্রাম ভেদে আইইএলটিএস স্কোর ভিন্ন ভিন্ন হয়। তবে স্বাভাবিক ভাবে একটি দেশে পড়াশোনার জন্য মিনিমাম স্কোরের পরিমান নিচের তালিকায় দেওয়া হলো। তবে এই তালিকাটি আপডেট হয়।

🔰১/ Australia
ব্যাচেলর: IELTS – 6.0 (No Band Below 5.5)
মাস্টার্স: 6.5 IELTS No Band Below 6.0
ডক্টরেট: 6.5

🔰২/Austria
ব্যাচেলর: IELTS – 6.0 (No Band Below 5.5)
মাস্টার্স: 6.5 IELTS No Band Below 6.0
ডক্টরেট: 7.0

🔰৩/Canada
ব্যাচেলর: With/Without IELTS Or ESL 6.5/6.0/ No Band Below 5.0
মাস্টার্স: 6.5 IELTS No Band Below 6.0
ডক্টরেট: 7.5/7.0

🔰৪/ China
সকল স্তরে IELTS প্রয়োজন হয়না (তবে ভালো স্কলারশিপ পেতে নূন্যতম IELTS Score 6.0 থাকতে হয়)

🔰৫/ Cyprus
ব্যাচেলর: IELTS 6.0/5.5/ No Band Below 5.0
মাস্টার্স: 6.0 IELTS No Band Below 5.5
ডক্টরেট: 7.0/6.5

🔰৬/ Czech Republic
সকল স্তরে IELTS – 6.0/5.5

🔰৭/ Denmark
ব্যাচেলর: IELTS – 6.0 (No Band Below 5.5)
মাস্টার্স: 6.5 IELTS
ডক্টরেট: 7.0/6.5

🔰৮/ Finland
ব্যাচেলর ও মাস্টার্স: IELTS – 6.0
ডক্টরেট: 7.0

🔰৯/ France
ব্যাচেলর ও মাস্টার্স: IELTS – 6.0
ডক্টরেট: 6.5

🔰১০/ Germany
ব্যাচেলর: 6.0 (জার্মান ভাষা – A1 – A2 এবং ফুল ফ্রি স্কলারশিপের জন্য)
মাস্টার্স: 6.5 IELTS
ডক্টরেট: 7.0/6.5

🔰১১/Hungary
ব্যাচেলর: IELTS – 6.0/5.5
মাস্টার্স: 6.5/6.0 IELTS
ডক্টরেট: 7.0/6.5

🔰১২/ Italy
ব্যাচেলর ও মাস্টার্স: IELTS – 6.0
ডক্টরেট: 6.5

🔰১৩/ Japan
IELTS প্রয়োজন হয়না (তবে স্কলারশিপের জন্য জাপানি ভাষা কোর্স করার প্রয়োজন হয়।)

🔰১৪/ Kyrgyzstan
IELTS প্রয়োজন হয়না।

🔰১৫/ Latvia
ব্যাচেলর: IELTS – 5.5
মাস্টার্স: 6.0 IELTS
ডক্টরেট: 6.5

🔰১৬/ Lithuania
ব্যাচেলর: IELTS – 5.5
মাস্টার্স: 6.0 IELTS
ডক্টরেট: 7.5

🔰১৭/ Malaysia
ব্যাচেলর: With/Without IELTS – 6.0 (No Band Below 5.5)
মাস্টার্স: 6.5/6.0 IELTS
ডক্টরেট: 7.0/6.5

🔰১৮/ Malta
ব্যাচেলর: With/Without IELTS – 6.0 (No Band Below 5.5)
মাস্টার্স: 6.5/6.0 IELTS
ডক্টরেট: 7.0/6.5

🔰১৯/ Morocco
ব্যাচেলর: IELTS – 5.5
মাস্টার্স: 6.0 IELTS
ডক্টরেট: 6.5

🔰২০/ Netherlands
ব্যাচেলর ও মাস্টার্স: IELTS – 6.5 (No Band Below 6.0)
ডক্টরেট: 7.0

🔰২১/ New Zealand
ব্যাচেলর ও মাস্টার্স: IELTS – 6.0 (No Band Below 5.5)
ডক্টরেট: 6.5

🔰২২/ Poland
ব্যাচেলর ও মাস্টার্স: IELTS – 6.0 (No Band Below 5.5)
ডক্টরেট: 7.5

🔰২৩/ Portugal
ব্যাচেলর: IELTS – 6.0/5.5
মাস্টার্স: 6.5/6.0 IELTS
ডক্টরেট: 7.0/6.5

🔰২৪/ Russia
IELTS প্রয়োজন হয়না।

🔰২৫/ South Korea
ব্যাচেলর: With/Without IELTS – 6.0 (No Band Below 5.5)
মাস্টার্স: 6.5/6.0 IELTS
ডক্টরেট: 7.0/6.5

🔰২৬/ Sri Lanka
IELTS প্রয়োজন হয়না।

🔰২৭/ Sweden
ব্যাচেলর: With/Without IELTS – 6.0 (No Band Below 5.5)
মাস্টার্স: 6.5 IELTS No Band Below 6.0
ডক্টরেট: 7.0/6.5

🔰২৮/ Switzerland
ব্যাচেলর ও মাস্টার্স: IELTS – 6.0
ডক্টরেট: 6.5

🔰২৯/ Turkey
ব্যাচেলর: IELTS – 5.5/6.0
মাস্টার্স: 6.5/6.0 IELTS
ডক্টরেট: 6.5

🔰৩০/ UK
ফাউন্ডেশন: UKVI IELTS – 5.5
ব্যাচেলর: UKVI IELTS – 5.5
প্রি-মাস্টার্স/মাস্টার্স: UKVI IELTS – 6.5
ডক্টরেট: 7.0

🔰৩১/ *USA*
ব্যাচেলর: With/Without IELTS – 6.0 (No Band Below 5.5)
মাস্টার্স: 6.5 IELTS No Band Below 6.0
ডক্টরেট: 7.0/6.5

🔰উপরের তালিকায় আপনি বিভিন্ন দেশের নাম ও IELTS স্কোর এর পরিমান দেখতে পাচ্ছেন। তবে এই স্কোর গুলো এখন কম বেশি হতে পারে অথবা পরবর্তীতে যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

★★জার্মানির ৭ বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই পড়াশোনা, অডি-বিএমডব্লিউ-ভক্সওয়াগন-মার্সিডিজে চাকরির সম্ভাবনা ★★জার্মানির ৭ ...
02/04/2024

★★জার্মানির ৭ বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই পড়াশোনা, অডি-বিএমডব্লিউ-ভক্সওয়াগন-মার্সিডিজে চাকরির সম্ভাবনা ★★

জার্মানির ৭ বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই পড়াশোনা করার সুযোগ আছে
জার্মানির ৭ বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই পড়াশোনা করার সুযোগ।

জার্মানির কিছু বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে পড়ার সুযোগ করে দিয়েছে। পড়তে গেলে বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় আইইএলটিএস চায়। জার্মানির এ বিশ্ববিদ্যালয়গুলোতে আইইএলটিএস ছাড়া ভর্তি হওয়া যাবে। তবে আইইএলটিএসের বিকল্প একটি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়গুলো। আবার কিছু ক্ষেত্রে ভর্তির পর মিলতে পারে বৃত্তিও। এ ক্ষেত্রে অনেক সময় আন্ডারগ্র্যাজুয়েট শেষে বৃত্তি পাওয়ার সুযোগ বেশি।

পড়াশোনা শেষে অডি, বিএমডব্লিউ, ভক্সওয়াগন ও মার্সিডিজের মতো কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। ২০২৪ সালে ভর্তির জন্য এ সুযোগ পাবেন বিদেশি শিক্ষার্থীরা।

কেন আপনি জার্মানিতে পড়বেন—
জার্মানিকে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বেছে নেওয়ার কিছু কারণ আছে। সেগুলো হলো—
*শীর্ষস্থানীয় জার্মান বিশ্ববিদ্যালয়গুলো বৃত্তির সুযোগ ও স্নাতকের পর কর্মসংস্থান অনেকটা নিশ্চিত করে;
*ডেন্টাল, মেডিসিন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, আর্কিটেকচার, ব্যবসা ও আইনে পড়ার সুযোগ;
*আন্তর্জাতিক মানের একাডেমিক পাঠ্যক্রম;
*জার্মানিতে নিখরচায় পড়ার সুযোগ। জার্মানিতে এসে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। কারণ, এতে DAAD বৃত্তি পেতে সুবিধা হবে;
*জার্মান ভাষা বিনা মূল্যে শেখার সুযোগ। ফলে জার্মানিতে কাজ করার সুযোগ তৈরি হবে;

আইইএলটিএস ছাড়া যেসব জার্মান বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে
বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য আইইএলটিএস প্রয়োজন। তবে ইউরোপের দেশ জার্মানিতে এমন অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয় আছে, যেগুলো আইইএলটিএস বা অন্য কোনো ভাষার দক্ষতা পরীক্ষা না দিয়ে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দেয়। এমন জার্মান বিশ্ববিদ্যালয়গুলো হলো—

*ইউনিভার্সিটি অব কাইসারস্লটার্ন;
*ইউনিভার্সিটি অব সিয়েজেন;
*ফ্রি ইউনিভার্সিটি অব বার্লিন;
*ইউনিভার্সিটি অব গিজেন;
*ইউনিভার্সিটি অব কোবলেঞ্জ অ্যান্ড ল্যান্ডউ;
*ব্রাউনচেইইউগ ইউনিভার্সিটি অব টেকনোলজি;
*এসলিনজেন ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্স।

বাংলাদেশিদের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস, প্রয়োজন আইএলটিএসে ৬.৫
বাংলাদেশিদের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস, প্রয়োজন আইএলটিএসে ৬.৫
ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য আগের শিক্ষাপ্রতিষ্ঠানের কোর্সে সম্পূর্ণ রূপে ইংরেজি ভাষায় পড়ানো হয়েছিল, এমন একটি সনদ জার্মানির বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে
ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য আগের শিক্ষাপ্রতিষ্ঠানের কোর্সে সম্পূর্ণ রূপে ইংরেজি ভাষায় পড়ানো হয়েছিল, এমন একটি সনদ জার্মানির বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবেপ্রথম আলো ফাইল ছবি

আইইএলটিএসের বিকল্প পরীক্ষা কী—
*জার্মানের বিশ্ববিদ্যালয়গুলোতে আইইএলটিএস ছাড়া ভর্তির সুযোগ আছে। তবে আইইএলটিএসের বিকল্প একটি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়গুলো। ভাষা–দক্ষতার প্রমাণ হিসেবে তারা এ পরীক্ষা নেবে।

*ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য আগের শিক্ষাপ্রতিষ্ঠানের কোর্সে সম্পূর্ণ রূপে ইংরেজি ভাষায় পড়ানো হয়েছিল, এমন একটি সনদ জার্মানির বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অর্থাৎ সর্বশেষ পড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সব কোর্স যদি সম্পূর্ণ রূপে ইংরেজি ভাষায় পড়ানো হয়, সেটির সনদ জমা দিতে হবে ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য।

জার্মানিতে পড়াশোনা শেষে অডি, বিএমডব্লিউ, ভক্সওয়াগন ও মার্সিডিজের মতো কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়
জার্মানিতে পড়াশোনা শেষে অডি, বিএমডব্লিউ, ভক্সওয়াগন ও মার্সিডিজের মতো কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়।

*শিক্ষার্থী স্নাতকে সব কোর্স সম্পূর্ণভাবে ইংরেজি মাধ্যমে পড়লে আইইএলটিএস লাগবে না। শিক্ষার্থীর যদি পিটিই (PTE), টোয়েফল (TOEFL), ডুয়োলিঙ্গো (Duolinguo) বা সিএই (CAE) পরীক্ষার সনদ থাকে; তবে আইইএলটিএস পরীক্ষা দিতে হবে না।

*কিছু জার্মান বিশ্ববিদ্যালয় আছে, যেগুলো আবেদনকারীর সাক্ষাৎকার নিয়ে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা যাচাই করে।

বুলগেরিয়া নিয়ে অনেক মানুষের কৌতূহল " 🇧🇬 🇪🇺আজকে আলোচনা করবো বুলগেরিয়া নিয়ে "🇪🇺🇧🇬বুলগেরিয়া হলো ইউরোপ ইউনিয়ন ভুক্ত বল...
26/02/2024

বুলগেরিয়া নিয়ে অনেক মানুষের কৌতূহল " 🇧🇬 🇪🇺
আজকে আলোচনা করবো বুলগেরিয়া নিয়ে "🇪🇺🇧🇬

বুলগেরিয়া হলো ইউরোপ ইউনিয়ন ভুক্ত বলকান দেশ" এপ্রিল মাস থেকে রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন ভুক্ত হবে " 🇧🇬🇷🇴🇪🇺

সোফিয়া হল বুলগেরিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর। শহরটি দেশের পশ্চিমাঞ্চলে বিতোষা পর্বতের পাদদেশে অবস্থিত। এটি বাণিজ্যিক, উত্পাদন, পরিবহন এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে বলকান উপদ্বীপের কেন্দ্রে একটি কৌশলগত অবস্থান দখল করে! পাহাড় পর্বত সাগর এর সৌন্দর্য যে কোন মানুষকে মুগ্ধ করবে " 😍🇪🇺🇧🇬

বুলগেরিয়ার পার্শ্ববর্তী দেশ, তুরস্ক গ্রিস সার্বিয়া রোমানিয়া!

এখন আসি মূল কথায় : 🇪🇺🇧🇬🇷🇴✈️

★বুলগেরিয়া স্টুডেন্টদের জন্য উপযোগী কিনা?
= কম খরচে থাকা-খাওয়া এবং টিউশন ফি, এবং ইউরোপ লাইফ স্টাইল পাবেন " বাজেটের মধ্যে সেরা বলা যায়!

★ টিউশন ফি কেমন লাগতে পারে?
= ১৮০০ ইউরো থেকে ৪৫০০ ইউরো কোর্স এর উপর নির্ভর করে " সাধারণত ১৮০০ থেকে ২৫০০ ইউরো লাগে পার ইয়ার "

★ পার্ট টাইম জব করে টিউশন টি ম্যানেজ করা পসিবল কিনা?
= হ্যাঁ পসিবল যদি আপনি হার্ড ওয়ার্কার হন " আদরের দুলাল হলে বাসা থেকে নিতে হবে পৃথিবীর যেই দেশেই যান না কেন !

★বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসা হয়?
= হয়, সিজনাল নন সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা এবং স্টুডেন্ট ও টুরিস্ট ভিসা হয়ে থাকে!

★বুলগেরিয়ার বেসিক স্যালারি কত?
= ৪০০\৫০০ ডলার যা বাংলাদেশী টাকায় ৪২\৫৫ হাজার টাকা " কাজের দক্ষতা এবং স্কিল থাকলে আরো বেশি পাওয়ার সম্ভাবনা আছে!

★ ভিসা প্রসেসিং সময় কত মাস লাগতে পারে?
= সাধারণত ৫ থেকে ৮ মাস লেগে যায়, তবে ভাগ্য ভালো হলে অনেক ক্ষেত্রে চার মাসের ভিতরে হয়ে যায়!

★ ভিসা কোন দেশ থেকে হয় এবং ইন্টারভিউ দেওয়া লাগে কিনা?
= বাংলাদেশের বুলগেরিয়ার অ্যাম্বাসি নেই, অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য ইন্ডিয়া যেতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে "

★ বাংলাদেশীদের ভিসা রেশিও কেমন?
= ভালো এজেন্ট এবং ভালো কোম্পানি ধরে কাজ করতে পারলে ৯০% ভিসা রেশিও আছে বর্তমানে "

★ কি ধরনের কাজ আছে?
= গার্মেন্টস সুইং অপারেটর, হোটেল, রেস্টুরেন্ট, কার ওয়াশিং , ওয়ার হাউস, কনস্ট্রাকশন ইত্যাদি "

যুক্তরাষ্ট্র দূতাবাসের ইন্টারভিউ দেয়ার পর
13/02/2024

যুক্তরাষ্ট্র দূতাবাসের ইন্টারভিউ দেয়ার পর

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when SUMAN MAHI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share