26/06/2025
বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট ভাই ও বোন আছেন যারা ফেমেলি সহ ইউরোপ যেতে আগ্রহী। আপনাদের জন্য বেস্ট অপশন হল স্পাউস ভিসা।আজকে আমার এই পোস্টটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে যারা ২০২৬ সালে স্পাউস নিয়ে আপনি কোন দেশে চেষ্টা করতে পারবেন তা জানতে পারবেন।
প্রথমে চেষ্টা করব স্পাউস ভিসা কি সেটা নিয়ে বেসিক কিছু তথ্য দিতে
স্পাউস ভিসা হল একটি প্রকারের ভিসা যা একজন ব্যক্তির HUSBAND / Wife কে অন্য একটি দেশে বসবাসের অনুমতি দেয়।
১/ ফিনল্যান্ড 🇫🇮
ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসায় আপনি আপনার Wife / Husband / Baby নিয়ে যেতে পারবেন। আপনি যদি Bachelors & Master’s আবেদন করেন তাহলে আপনি আপনার husband & Wife কে নিতে পারবেন।ফিনল্যান্ডে এই সূযোগ আপনি পাবেন আপনার স্পাউস সহ ফ্লাই করতে পারবেন। ফিনল্যান্ডে স্পাউস কাজের অনুমতি পায়
Finland Bachelor's জন্য IELTS 6 লাগবে
Master’s জ্ন্য IELTS 6.5 লাগবে।
২/ সুইডেন 🇸🇪
সুইডেন এ আপনি আপনার HUSBAND & Wife কে স্পাউস হিসাবে নিয়ে আসতে পারবেন। তবে শুদুমাথ যারা সুইডেন এ Master’s অথবা PHD করতে যাবে তারাই পারবে Bachelor's স্পাউস Allow না। সুইডেনে একসাথে ফ্লাই করতে পারবেন।
৩/ লিথুনিয়া 🇱🇹
লিথুনিয়াতে আপনি আপনার Husband / Wife কে স্পাউস হিসাবে নিতে পারবেন। শুদুমাথ যারা Master’s জন্য যাবেন তারা এই সূযোগ পায়। লিথুনিয়াতে Bachelor's স্পাউস নেওয়া Impossible. লিথুনিয়াতে Husband & Wife একসাথে ফ্লাই করা যায় না। স্টুডেন্ট আগে ভিসা পাবে তারপর লিথুনিয়াতে যাওয়ার পর স্পাউস এর প্রসেস করবে স্টুডেন্ট নিজেই।
৪/ নেদারল্যান্ডস
এই দেশটাতে অনেকেই জানেন না যে স্পাউস নিয়ে যাওয়া যায়। তবে আগে স্টুডেন্ট যাওয়ার পর স্পাউস নিতে পারবে । স্পাউস কাজ করার সূযোগ পান তবে প্রথমে পাবেন না । Bachelor's & Master’s স্টুডেন্ট Husband / Wife আনতে পারবে
৫/ ডেনমার্ক 🇩🇰
বেশিরভাগ স্টুডেন্ট ভাই ও বোনের প্রিয় একটা দেশ। Bachelor & Master’s ,Phd স্টুডেন্টদের জন্য স্পাউস নিয়ে যাওয়ার সৃযোগ রয়েছে। স্টুডেন্ট চাইলে স্পাউসকে সাথে নিয়ে ফ্লাই করে যেতে পারবে। স্পাউস কাজ করার অনুমতি পান। IELTS লাগবে
৬/ নরওয়ে 🇧🇻
শুদুমাথ MASTER’S AND PHD স্টুডেন্ট স্পাউস নিতে পারবে। যদি সব কিছু একসাথে APPROVED হয় আপনি স্পাউস নিয়ে একসাথে আসতে পারবেন। ielts লাগবে
৭/ Germany
স্পাউস নিয়ে আসার সূযোগ আছে। শুদুমাথ Master’s and Phd Student আনত পারবে স্পাউস। তবে অনেক সময় লাগে একসাথে ফ্লাই করা যায় না।
৮/ অস্ট্রিয়া 🇦🇹
স্পাউস নিয়ে যাওয়ার অনুমতি আছে। তবে একটু সময় লাগবে।
৯/Ireland
Ireland স্পাউস নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। শুধুমাত্র NFQ Level 9 বা 10 Masters, PhD ,স্পাউস এর
–কাজের অনুমতি থাকে।আবেদন একসাথে করা যায় তবে ফ্লাই একসাথে করা যায় না।
১০/ ফ্রান্স
LONG Stay Student Visa Holder পরিবার আনতে পারবেন।
আপনাদের কে বেসিক কিছু তথ্য দিলাম। আশা করি আপনাদের কাজে লাগবে।
দয়া করে কেউ যদি আমার পোস্ট কপি মারেন মিনিমাম একটা রেফারেন্স দিবেন। রাতজেগে এগুলো লিখতে হয়।
২০২৬ সালে আপনাদের জন্য বেস্ট ৩ টা দেশ স্পাউস নিয়ে আগালে ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে ,,ফিনল্যান্ড ,Denmark ,,লিথুনিয়া ,
এই ৩ দেশে ২০২৬ সালের জানুয়ারি / ফেব্রুয়ারি ইনটেক দরতে পারবেন।
ফিনল্যান্ড ,,লিথুনিয়া ,,Denmark এই ৩ দেশের স্পাউস ভিসার ফাইল প্রসেস আপনি চাইলে আমার মাধ্যমে করাতে পারবেন।
©Foreign Guides