খোলাফায়ে রাশেদা

খোলাফায়ে রাশেদা পুকুরের পানি সবাই ব্যবহার করে
কিন্তু কেউ পান করে না।
ঠিক তেমনি ভাবে বেপর্দা নারীকে
সবার কাছে ভালো লাগে কিন্তু কেউ বিয়ে করে না।

আমরা মানুষ হবো কবে এই সেই নিষ্ঠুর নিশি বেগম, যিনি ৮টি কুকুরছানা পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করেছেন! ছানাগুলোর মাকে গতকাল...
03/12/2025

আমরা মানুষ হবো কবে

এই সেই নিষ্ঠুর নিশি বেগম, যিনি ৮টি কুকুরছানা পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করেছেন! ছানাগুলোর মাকে গতকাল ইউএনওর অফিসে ঘুরাঘুরি করতে দেখা গেছে। বিচার চাইতে এসেছিলো উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে। কর্মকর্তারা তাকে আদর-যত্ন করে অনেক বুঝিয়ে-সুঝিয়ে বেলা ১২টার পর তাকে নিচে নামিয়েছিলেন। কিন্তু বিকেলে মা কুকুরটিকে পুনরায় ইউএনওর অফিসে দাড়িয়ে থাকতে দেখা যায়! ঈশ্বরদী উপজেলা প্রশাসন জানিয়েছেন, নিশি বেগমের স্বামীর সরকারী বাসার বরাদ্দ বাতিল করা হয়েছে। এছাড়া নিশি বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিশি বেগমের কঠিন শাস্তি দাবি করছি।

মহিলা মানুষের স্তনে mammary glands থাকে দুটো। কুকুরের থাকে ৮-১০টি। কোন নারীর সন্তান যখন জন্মের পর মারা যায় - সন্তানকে দুধ খাওয়ানোর আর সুযোগ থাকে না।

তখন স্তনে দুধ জমে ভার থাকে। আর এই জমে থাকা দুধের কারণে হতে পারে সিরিয়াস ব্যথা, সেই সাথে হতে পারে ইনফেকশন! রয়েছে স্বাস্থ্যঝুঁকি। এই সমস্যাকে Mastitis বলে।

নারীর চেয়ে কুকুরের Glands বেশী থাকায়। কষ্টের পরিমাণটা আরও বেশী হতে পারে। নারীরাই এই কষ্ট সহ্য করতে না পেরে ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিয়ে থাকেন।

আর যেই কুকুরের ৮টি সন্তানকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। সেই কুকুরের শারীরিক কন্ডিশনের কথা ভাবুন! মানসিক অবস্থা কেমন সেটা তো ঐ মা কুকুরটার সন্তানদের জন্য ছটফট দেখলেই বুঝা যায়।

তবে গুডনিউজ হচ্ছে - সন্তান হারা মা কুকুরটিকে চিকিৎসা দিচ্ছেন প্রাণীসম্পদ কর্মকর্তারা।

হত্যায় অভিযুক্ত নারীর সাক্ষাৎকার দেখলাম। ভাজা মাছটাও উল্টিয়ে খেতে পারেন না। এত নরম সুর। বস্তায় ভরার কথা স্বীকার করলেও, ডুবিয়ে হত্যার দায় এড়িয়ে যাচ্ছেন। তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই কামনা।

আগামী ১২ জানুয়ারী বিড়াল হত্যায় অভিযুক্ত এক আসামীর আত্মপক্ষ সমর্থনে হাজিরা রয়েছে। এই আসামী গত ফেব্রুয়ারি মোহাম্মদপুর এপার্টমেন্টের একটি বিড়ালকে বিনা কারণে হত্যা করেন। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিলো। প্রমান কিন্তু রয়েছে। তারপরেও এই মামলা আজকে ১ বছর ধরে চলছে!

সেখানে ৮টি কুকুরের বাচ্চা হত্যার বিচার কী আদৌ মিলবে?
তবুও সুষ্ঠু বিচার হোক। এই প্রার্থনায়।

02/12/2025
02/12/2025
বিশ্ব ইজতেমার রাতের দৃশ্য অসাধারণ
01/12/2025

বিশ্ব ইজতেমার রাতের দৃশ্য
অসাধারণ

01/12/2025
30/11/2025

আগে মোবাইল ফোন নষ্ট হতো বাচ্চাদের কারণে,
আর এখন বাচ্চা নষ্ট হচ্ছে মোবাইলের কারণে!

Address

Fulgazi

Website

Alerts

Be the first to know and let us send you an email when খোলাফায়ে রাশেদা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খোলাফায়ে রাশেদা:

Share