Farid Uddin

Farid Uddin আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ~লাইক এবং ফলো দিয়ে পাশে থাকুন~

স্বাধীনতার ৫৪ বছর পর বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পাকিস্তানি সেনাবাহিনীর পার্থক্যটা কি ?
16/07/2025

স্বাধীনতার ৫৪ বছর পর বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পাকিস্তানি সেনাবাহিনীর
পার্থক্যটা কি ?

15/07/2025
হায়রে মানুষ? রাজনীতি জন্য মনুষ্যত্ব বিক্রি করে খেয়েছেন। নিজের বিবেক কাছে প্রশ্ন করেন, আপনি মানুষরূপী পৃথিবীতে জানোয়ার হ...
11/07/2025

হায়রে মানুষ? রাজনীতি জন্য মনুষ্যত্ব বিক্রি করে খেয়েছেন। নিজের বিবেক কাছে প্রশ্ন করেন, আপনি মানুষরূপী পৃথিবীতে জানোয়ার হয়ে এসেছেন 😪তার একটি পরিবার আছে।একবার ভাবলেন না?

30/06/2025
23/06/2025
18/06/2025
জীবনের পথে চলতে হলে…চারপাশে অনেক মানুষের সঙ্গে দেখা হয়, অনেক রকম কথা কানে আসবে, কখনো কখনো নিজেকে ভিড় ঠেলে এগোতেও হয়। ওই ...
08/05/2025

জীবনের পথে চলতে হলে…
চারপাশে অনেক মানুষের সঙ্গে দেখা হয়, অনেক রকম কথা কানে আসবে, কখনো কখনো নিজেকে ভিড় ঠেলে এগোতেও হয়। ওই সময় আমি যা করি তা হলো—ইগনোর। কারণ জীবনে কিছু মানুষ থাকবে, যাদের একমাত্র উদ্দেশ্য হলো আবর্জনা ছড়ানো, অন্যের জীবনে বিষ ঢালা।
লাইফ আমার—চয়েস ও ডিসিশনও আমার।
নেগেটিভিটি যেখানেই দেখি, সেখান থেকেই এখন নিজেকে সরিয়ে নেই। এটা দুর্বলতা নয়, বরং নিজের মানসিক শান্তির প্রতি দায়িত্বশীল থাকা।
খারাপ লাগলেও এটা সত্যি—আমি যাদের বন্ধু আর আপন মনে করি, তাদের অনেকেই আমার পতন দেখতে চায়। সহানুভূতির মুখোশ পরে তারা সুযোগ খুঁজে বেড়ায় আমাকে আঘাত করার।
তাদের সেই সুযোগটা দিতে চাই না। অপ্রয়োজনীয় তর্কে এখন আর নিজে থেকে ইচ্ছে করে যাই না, কাওকে কিছু বোঝাতেও এখন আর যাই না। কেউ যদি আমাকে অভদ্র বলে, হেসে বেরিয়ে আসি। এতে আমার সময়, এনার্জি আর মানসিক শান্তি—সবই বাঁচে।
আমার রেসপন্সই আমার শক্তি।
জীবনটা সত্যি অদ্ভুত মায়াজাল, কিছুটা অনুভব করতে পারি কাকে রেসপন্স দিতে হয় আর কাকে এড়িয়ে যেতে হয়।

আজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ধন্য।একটি বিশেষ ভর্তি পরীক্ষার আয়োজন হয় সেখানে। একটিমাত্র পরীক্ষার্থী—শিশু উপদেষ্টা আসিফ মাহ...
29/04/2025

আজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ধন্য।
একটি বিশেষ ভর্তি পরীক্ষার আয়োজন হয় সেখানে। একটিমাত্র পরীক্ষার্থী—শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ। গোটা কক্ষে শুধুই তিনি, বাকি সব আসন ফাঁকা। অথচ কক্ষের পরিবেশ যেন এক অভিজাত উৎসব—পরীক্ষার্থীর পেছনে উপসচিব পদমর্যাদার এক কর্মকর্তা বসে সাহায্য করেন, শিক্ষক-গার্ডরা তার পাশে বসে গল্প জমান, আর ক্যামেরা ধরে রাখে তার "ঐতিহাসিক" মুহূর্তগুলো। পরীক্ষার হলেই সবাই তাকে ‘স্যার’ বলে সম্মান জানান।

সারা জীবন দেখে এসেছি, সন্তানের কারণে বাবা কলঙ্কিত হন। কিন্তু নর্থ সাউথ পেয়েছে এমন এক রত্ন শিক্ষার্থী, যিনি নাকি বাবার কারণে কলঙ্কিত হয়েছেন!
(তবে দয়া করে এপিএস-এর অর্থ আত্মসাতের প্রসঙ্গ তুলে বিব্রত করবেন না—বড্ড সংবেদনশীল বিষয়।)

এই ব্যতিক্রমী প্রতিভাবান, যিনি নিজেই নিজেকে পরীক্ষিত করেন, নিজেই উত্তীর্ণ হন, এবং নিশ্চিন্তে সকল পরীক্ষায় অটোপাস হন—এটা নিয়ে কোনো সন্দেহই নেই।

দেশের ভবিষ্যৎ যে কত উজ্জ্বল, তা এই ভর্তি পরীক্ষাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।সত্যিই সেলুকাস, কি বিচিত্র এ দেশ!
বাটপারির সীমা থাকা উচিত 😡

27/04/2025

পুত্র স্বর্গীয়বালক, কিন্তু বাবা কি দুষ্টুর দুষ্টু... সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ইস্যুতে যে ব্যাখা দিলেন সাবেক সাংসদ গোলাম মাওলা রনি।
#বাংলাদেশেরখবর

Address

Fulgazi
<<NOT-APPLICABLE>>

Alerts

Be the first to know and let us send you an email when Farid Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farid Uddin:

Share