Matri Pharmacy

Matri Pharmacy মাতৃ ফার্মেসী দেশি-বিদেশী সকল প্রকার ঔষধ ক্রয়-বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

স্বাস্থ্য টিপস পর্ব ৪
05/07/2025

স্বাস্থ্য টিপস পর্ব ৪

ওই কি রে 🔥  ভরপুর স্টক যত খুশি অর্ডার করতে পারেন।
04/07/2025

ওই কি রে 🔥
ভরপুর স্টক যত খুশি অর্ডার করতে পারেন।

🍂 গর্ভে শিশুর নিরাপদ প্রসব নিশ্চিত করতে অনেক সময় সিজারিয়ান অপারেশনের প্রয়োজন হয়। সিজারিয়ান কাটের ধরন ও পরবর্তী যত্ন সম্প...
26/06/2025

🍂 গর্ভে শিশুর নিরাপদ প্রসব নিশ্চিত করতে অনেক সময় সিজারিয়ান অপারেশনের প্রয়োজন হয়। সিজারিয়ান কাটের ধরন ও পরবর্তী যত্ন সম্পর্কে সঠিক তথ্য জানা থাকলে আপনি মানসিকভাবে স্বস্তি পাবেন এবং প্রক্রিয়াটি আরও সহজ হবে। নিচে সিজারিয়ান কাটের ধরন ও যত্নের বিষয়ে সহজ ও স্পষ্ট ভাষায় তথ্য দেওয়া হলো:

❗ বিকিনি কাট (অনুভূমিক কাট):
এটি সিজারিয়ানের সবচেয়ে সাধারণ ধরন। এই কাটটি পেটের নিচের অংশে, পিউবিক হেয়ারলাইনের ঠিক উপরে অনুভূমিকভাবে দেওয়া হয়। এর সুবিধা হলো:
🔹দ্রুত সেরে ওঠা যায়।
🔹দাগ কম দেখা যায় এবং নান্দনিকভাবে ভালো দেখায়।

❗উল্লম্ব কাট (ভার্টিকাল কাট):
এই কাট সাধারণত জরুরি পরিস্থিতিতে বা বিশেষ চিকিৎসাগত কারণে করা হয়। নাভির নিচ থেকে পিউবিক হেয়ারলাইন পর্যন্ত উল্লম্বভাবে কাটা হয়। এটি কম ব্যবহৃত হয়।

❗কাটের আকার:
🔹 কাটার দৈর্ঘ্য সাধারণত ৪ থেকে ৬ ইঞ্চি হয়।
🔹 কাটার পর জায়গাটি সেলাই বা স্ট্যাপল দিয়ে বন্ধ করা হয়।
🔹 সম্পূর্ণভাবে সুস্থ হতে সাধারণত ৬–৮ সপ্তাহ সময় লাগে। এই সময়ে বিশ্রাম ও পরিচর্যা খুবই জরুরি।

​‼️ গুরুত্বপূর্ণ পরামর্শ:
সিজারিয়ানের পর ডাক্তারের নির্দেশনা যথাযথভাবে মেনে চলুন। এতে জটিলতার ঝুঁকি কমবে এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন। কোনো অস্বাভাবিক লক্ষণ (যেমন: জ্বর, অতিরিক্ত ব্যথা, ক্ষত থেকে পুঁজ বের হওয়া) দেখা দিলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শ নিন।

💡 মনে রাখবেন: সিজারিয়ান কাটার পর ডাক্তার যা পরামর্শ দেবেন, তা ঠিকঠাক মেনে চলুন। এতে দ্রুত আরাম পাবেন এবং জটিলতা কম হবে।

#সিজারিয়ান #গর্ভাবস্থা #মাতৃস্বাস্থ্য #প্রসবযত্ন

স্বাস্থ্য টিপস পর্ব ৩
25/06/2025

স্বাস্থ্য টিপস পর্ব ৩

স্বাস্থ্য টিপস পর্ব ২
24/06/2025

স্বাস্থ্য টিপস পর্ব ২

স্বাস্থ্য টিপস পর্ব ১
23/06/2025

স্বাস্থ্য টিপস পর্ব ১

05/06/2025

টাকা দিয়ে সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন কিনছেন নাকি ইনফেকশন?

কেমিক্যাল সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে অ্যালার্জি ও ইনফেকশন হতে পারে। তাই কেমিক্যাল সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন বাদ দিন, বাংলাদেশ গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত সেনোরা নিন।

ঈদ স্পেশাল অফার BUY ONE GET ONE FREE১৫ পিসের একটি সেনোরা কনফিডেন্স (স্যানিটারি ন্যাপকিন) প্যাড ক্রয় করলে সাথে পাবেন ৫ পি...
04/06/2025

ঈদ স্পেশাল অফার
BUY ONE GET ONE FREE

১৫ পিসের একটি সেনোরা কনফিডেন্স (স্যানিটারি ন্যাপকিন) প্যাড ক্রয় করলে সাথে পাবেন ৫ পিসের একটা সেনোরা কনফিডেন্স (স্যানিটারি ন্যাপকিন) প্যাড একবারে ফ্রি।

তাহলে আর দেরি না করে দ্রুত ইনবক্সে নক করুন ।

বিঃদ্রঃ- সমগ্র গাবুরার ভিতরে থাকছে হোম ডেলিভারি সুভিধা।

"ঔষধের" নামে বিষ! আমরা যখন গিনিপিগ! চলুন,এই নীরব ঘাতক মেজেস্টল ও এপেটিজ সিরাপ সম্পর্কে সংক্ষেপে জেনে আসি..."সিরাপ দুটোর ...
29/05/2025

"ঔষধের" নামে বিষ! আমরা যখন গিনিপিগ!

চলুন,এই নীরব ঘাতক মেজেস্টল ও এপেটিজ সিরাপ সম্পর্কে সংক্ষেপে জেনে আসি...

"সিরাপ দুটোর জেনেরিক নাম মেজেস্ট্রল এসিটেট।এটা একধরনের হাইড্রক্সিপ্রজেস্টেরন হরমোন।স্টেরয়েড জাতীয়।এটা ব্রেস্ট ক্যান্সারে নির্দেশিত তবে কিছুক্ষেত্রে এইডস রিলেটেড কিংবা কেমোথেরাপি রিলেটেড ক্ষুধামন্দায় নির্দেশিত।"

কিন্তু চিকিৎসক, কোম্পানির,মেডিকেল রিপ্রেজেনটেটিভদের কথায় বিশ্বাস রেখে যে কোন ধরনের ক্ষুধামন্দায়,ভিটামিন হিসেবে যেকোন বয়সী মানুষকে দিয়ে দিচ্ছে।যদিও মেডিসিনটি ৬৫ বছরের উর্ধ্বে বয়স্কদের জন্য এবং ১২ বছরে নিচে
কোন ভাবেই ব্যবহার করার যাবেনা।

কিন্তু চিকিৎসকগন এসব না ভেবে, যাচ্ছেতাই ভাবে রোগিদেরকে ভিটামিন হিসেবে যেকোন ক্ষুধামন্দায় দিয়ে দিচ্ছে।"এই সিরাপ খেলে মোটা হয়" কথাটি একজন থেকে আরেকজন শুনে শুনে, মানুষ, "মারাত্মক" এই ঔষধটি খাচ্ছে।ফলে ঔষধের সাইডইফেক্ট ও মিসইউজ এর শিকার হচ্ছে।

যেসব সাইড ইফেক্ট হয়,
যেহেতু ঔষধটি হাইড্রক্সি প্রজেস্টোরন (একধরনের মেয়েলি হরমোন)তাই এই ঔষধ ব্যবহারে ৪৫ বছরের কম বয়সী মেয়েদের মেন্স সার্কেল অনিয়মিত হয়ে যায়।
দীর্ঘদিন মেন্স(ঋতু) না হওয়ায় জরায়ুতে Endometriosis হতে পারে।
এলবুমিনুরিয়া, লিউকোরিয়াও হতে পারে।

সবচেয়ে বেশি ক্ষতি হয় ছেলেদের।তাদের সেক্সুয়াল আসক্তি কমে যায়।উত্থান হয়না।দ্রুত আউট হয়ে যায়।এটা মেয়েলি হরমোন হওয়ার কারণে,অনেক ছেলেদের মেয়েলি স্বভাব চলে আসতে পারে,কন্ঠ মেয়েলি মেয়েলি হয়ে যেতে পারে,স্তন বড় হয়ে যেতে পারে,এমনকি! ইম্পোটেন্স impotence (বন্ধা) হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।

তাছাড়া মাথায় টাক হতে পারে,আবার চামড়া সাদা সাদা (আংশিক শ্বেতী) হতে পারে,চর্মরোগও হতে পারে,

আর যদি ঔষধ খাওয়া ছেড়ে দেওয়া হয়,
পূর্বের ন্যায় আবারও ক্ষুধামন্দা দেখা দেয়।যেটুকু স্বাস্থ্যবান হয়েছিল তার চেয়ে বেশি ওজন কমে যায়,শরীরের ভেতর জ্বর লেগেই থাকে,কলিজা কাপা বেশি হতে পারে(Tachycardia)

কলিজা ধুপধাপ করে, চোখ মুখ অন্ধকার হয়ে, নিশ্বাস স্লো হয়ে যেতে পারে।মনে হবে এই বুঝি প্রাণ বের হয়ে যাবে,অন্যরকম চটপটানি হবে,(Panic disorder)..
দিনে অনেকবার এই রকম চটপটানি হবে।

চিকিৎসকরা রোগ নির্ণয়ে বার বার ব্যর্থ হবেন।
এটাই "মেজেসট্রল এসিটেট" সাইডইফেক্ট। ঠিক স্টেরয়েড খাওয়ার মতন। ছেলেদের ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি।

এই ঔষধ, মেজেস্টল নামে জিসকা ফার্মার,এপেটিজ নামে এরিস্টোফার্মার,মেজেস্ট নামে বিকন ফার্মার,মেস্ট্রল নামে ড্রাগ ইন্টারন্যাশনাল, মেজোক্সিয়া নামে এভারেস্ট ফার্মার পাওয়া যায়।

মনে রাখবেন,এটা ক্ষুধাবৃদ্ধির ভিটামিন নই।এই মেডিসিন এড়িয়ে চলুন।নিজে সচেতন হউন।অন্যকে সচেতন করুন।

25/05/2025
গরীব-দুঃখী, অসহায় রুগী যাদের দেখা শোনার মত কেউ নেই এবং ঔষধ ক্রয় করার মত টাকা পয়সা নেই। তাদের জন্য Matri Pharmacy দিচ্ছে ...
10/04/2025

গরীব-দুঃখী, অসহায় রুগী যাদের দেখা শোনার মত কেউ নেই এবং ঔষধ ক্রয় করার মত টাকা পয়সা নেই। তাদের জন্য Matri Pharmacy দিচ্ছে ফ্রী চিকিৎসা ও ঔষধ। ঔষধের এই স্যাম্পল গুলো আমরা আপনাদের ফ্রী দিয়ে দিবো ইনশাআল্লাহ। যে ঔষধ গুলো বাহিরের থেকে কিনতে গেলে আপনাদের হাজার হাজার টাকা লাগতে পারে। আপনাদের নিকটস্থ যদি এমন কোন অসহায় রুগি থাকে তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিবেন।

ওরস্যালাইন-এন বানানোর ১২ ঘন্টার মধ্যে পান করুন। ১২ ঘন্টা পার হয়ে গেলে নতুন করে আবার তৈরি করুন।
19/03/2025

ওরস্যালাইন-এন বানানোর ১২ ঘন্টার মধ্যে পান করুন।
১২ ঘন্টা পার হয়ে গেলে নতুন করে আবার তৈরি করুন।

Address

Gabura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Matri Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share