গফরগাঁও নিউজ

গফরগাঁও নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন,গফরগাঁও নিউজ,,

(আলহামদুলিল্লাহ,  উনাকে মাওনা থেকে পাওয়া গেছে) একটি নিখোঁজ সংবাদ 📢গফরগাঁও উপজেলার উথুরি গ্রামের বাসিন্দা সুজন গতকাল রবিব...
25/08/2025

(আলহামদুলিল্লাহ, উনাকে মাওনা থেকে পাওয়া গেছে)

একটি নিখোঁজ সংবাদ 📢

গফরগাঁও উপজেলার উথুরি গ্রামের বাসিন্দা সুজন গতকাল রবিবার (২৪-০৮-২০২৫) ঢাকায় পিজি হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন।
রাত আনুমানিক ১০টার দিকে তার ভাইয়ের সাথে শেষবার ফোনে কথা হয়। সে জানায়, রাতের ট্রেনে গফরগাঁও ফিরছে। কিন্তু এরপর থেকে এখন পর্যন্ত সে গফরগাঁও পৌঁছায়নি এবং তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

যদি কেউ তার সন্ধান পান, দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো 👇

📞 01922682655
📞 01624304518

🙏 সকলকে শেয়ার করার অনুরোধ রইলো।

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেশের আকাশে আজ দেখা যায়নি। তাই পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে ৬ সেপ্টেম্বর (শনিবার)।রোব...
24/08/2025

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেশের আকাশে আজ দেখা যায়নি। তাই পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে ৬ সেপ্টেম্বর (শনিবার)।
রোববার (২৪ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ কথা জানানো হয়।
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

অবসরের পর দ্বিতীয় বিবাহ করলে পেনশনারের মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী /স্বামী পেনশন পাবেন না।
24/08/2025

অবসরের পর দ্বিতীয় বিবাহ করলে পেনশনারের মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী /স্বামী পেনশন পাবেন না।

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিএসএফের হাতে আটক পুলিশ কর্মকর্তা । বাংলাদেশি ওই পুলিশ...
24/08/2025

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিএসএফের হাতে আটক পুলিশ কর্মকর্তা । বাংলাদেশি ওই পুলিশ কর্মকর্তার নাম মোহাম্মদ আরিফুজ্জামান। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত এপিবিএন-২-এর সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

ভারতের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছ থেকে শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়। বিএসএফের অভিযোগ, তিনি অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিলেন। দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিএসএফ জানায়, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে নিয়মিত টহলের সময় ওই কর্মকর্তাকে সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রম করতে দেখে আটক করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান গণমাধ্যমকে জানান, মোহাম্মদ আরিফুজ্জামান গত বছরের ৫ আগস্টের আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। পরে তাকে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত এপিবিএন-২-এ বদলি করা হয়।

সেখানে তিনি গেল বছরের ১৩ অক্টোবর পর্যন্ত কর্মরত ছিলেন।

১৪ অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে হাজির না হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই থেকে তিনি পলাতক ছিলেন

গফরগাঁওয়ে এক রাতে দুই বাড়িতে গরু চুরি, এলাকায় চরম আতঙ্কগফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নে এক রাতে দুই বাড়িতে গরু চুরির ঘট...
24/08/2025

গফরগাঁওয়ে এক রাতে দুই বাড়িতে গরু চুরি, এলাকায় চরম আতঙ্ক

গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নে এক রাতে দুই বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (গত রাত) আনুমানিক রাত ৩টার দিকে বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের ৭নং ওয়ার্ডের মৃত হেলাল উদ্দিনের ছেলে ছিদ্দিকের গোয়াল ঘর থেকে সাদা রঙের মাহেন্দ্র গাড়ি ব্যবহার করে ২টি ষাঁড় গরু ও ১টি গাভীসহ মোট ৩টি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

অপরদিকে একই রাতে আনুমানিক রাত ২টার দিকে পাকাটি গ্রামের দুলাল ডাক্তারের বাড়ির পাশের বাড়ি মান্নান মিয়ার ছেলে লুৎফর রহমানের গোয়াল ঘর থেকেও তিনটি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র।

এমন ধারাবাহিক গরু চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ময়মনসিংহ গফরগাঁওয়ের এই মায়ের পরিবারের সন্ধান চাই বর্তমানে তিনি আদর্শ নিবাস বৃদ্ধাশ্রম, বরিশাল–এ অবস্থান করছেন।কেউ তাকে...
24/08/2025

ময়মনসিংহ গফরগাঁওয়ের এই মায়ের পরিবারের সন্ধান চাই

বর্তমানে তিনি আদর্শ নিবাস বৃদ্ধাশ্রম, বরিশাল–এ অবস্থান করছেন।
কেউ তাকে চিনে থাকলে বা তার পরিবারের ঠিকানা জানলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন।

নাম: গোলাপি
স্বামী: আলোম
ছেলে: সোহাগ, সিপন
গ্রাম: বাগবাড়ি
থানা: শালা গফরগাঁও
জেলা: ময়মনসিংহ

দয়া করে পোস্টটি শেয়ার করুন, যাতে দ্রুত তার পরিবারের কাছে পৌঁছানো যায়।

মোঃ তাইজুল ইসলাম
আদর্শনিবার বৃদ্ধাশ্রম বরিশাল
ফোন ০১৭৩০৯৫৯৯২০

>>শোক সংবাদ
23/08/2025

>>শোক সংবাদ

23/08/2025

ঢাকাগামী যমুনা এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনের কিছুদূর আগে (কসাই বাড়ি এলাকায়) লাইনচ্যুত হয়েছে। 🚆

(আজকের সমকাল পত্রিকা- ২২/০৮/২৫) ময়মনসিংহ নগরীর পাটগুদামের শতকোটি টাকার সরকারি জমি বিক্রি নিয়ে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ ...
22/08/2025

(আজকের সমকাল পত্রিকা- ২২/০৮/২৫)

ময়মনসিংহ নগরীর পাটগুদামের শতকোটি টাকার সরকারি জমি বিক্রি নিয়ে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। ৬০ বছর আগে আদমজী জুট মিলের নামে হস্তান্তরিত এবং পরবর্তী সময়ে সরকারি খতিয়ানে অন্তর্ভুক্ত জমি সম্প্রতি ব্যক্তি মালিকানা দাবি করে বিক্রি দেখানো হয়েছে।

রেকর্ড অনুযায়ী, সিএস খতিয়ান নম্বর ১৫৫৭ ও এসএ খতিয়ান নম্বর ২১০৯ এর জমির মালিক ছিলেন রেবতী মোহন দাস। ১৯৬৩ সালে এক্সিকিউশন কনভেয়েন্স ডিডের (লিখিত দলিল যা আইনিভাবে কার্যকর) মাধ্যমে জমিটি আদমজী জুট মিলস লিমিটেডের নামে হস্তান্তরিত হয়।

বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) তথ্যমতে, এই দলিলের নম্বর-১০৭, দলিলটি ১৯৬৩ সালের ১৮ সেপ্টেম্বর সম্পাদিত হয়। এর নথি বর্তমানে করাচি জেলা রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত। ওই দলিল মোতাবেক ১৯৬৪ সালে নামজারি সম্পন্ন হয় এবং পরবর্তী সময়ে খারিজ খতিয়ান প্রস্তুত হয়।

জুট মিল দীর্ঘদিন দখলে রেখে খাজনা পরিশোধ করলেও মিল বন্ধ হয়ে যাওয়ার পর জমিটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। বিআরএস জরিপে জমিটি সরকারি মালিকানায় (খতিয়ান নম্বর ১/১) রেকর্ডভুক্ত হয়। এর প্রায় ৬০ বছর পর ২০২২ সালে রেবতী মোহন দাসের ছেলে পরিচয়ে রবীন্দ্র মোহন দাস জেলা প্রশাসক ও বাংলাদেশ পাটকল করপোরেশনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি চলতি বছরের ৮ মে খারিজ করে দেন আদালত।

এদিকে মামলাটি খারিজ হওয়ার আগেই ২০২৪ সালের সেপ্টেম্বরে রবীন্দ্র মোহন দাস মিরাশ উদ্দিন সুমনকে আমমোক্তারনামা (মামলা চালানোর পাওয়ার) দেন। এর পর তিনি মামলাটি পুনর্জীবিত করে নতুন করে ছানি মামলা করেন, যার প্রাথমিক শুনানির তারিখ আগামী ২৮ আগস্ট।

ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের তথ্যমতে, মামলা চলমান থাকা অবস্থায় চলতি বছরের ৬ জুন জমিটির ৮৪ শতাংশ মাত্র পাঁচ লাখ ৫০ হাজার টাকায় বিক্রির দলিল সম্পাদিত হয়। দাতা হিসেবে রবীন্দ্র মোহন দাসের নাম ব্যবহার করা হয় এবং তাঁর পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী জজ পবন চন্দ্র বর্মণ। অথচ জমিটির বর্তমান বাজারমূল্য শতকোটি টাকা বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

স্থানীয় ভূমি বিশারদ মজিবুর রহমান মিন্টু বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, ৬০ বছর আগে বৈধভাবে সরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি হওয়া এবং সরকারি খতিয়ানে রেকর্ডভুক্ত জমি কীভাবে ব্যক্তি মালিকানায় আবার বিক্রি হলো? মামলা চলমান থাকা অবস্থায় দলিল সম্পাদন আইনসঙ্গত কিনা– তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ময়মনসিংহ জেলা জজ আদালতের একজন বেঞ্চ সহকারী জানান, একটি সংঘবদ্ধ চক্র আইনের ফাঁকফোকর ব্যবহার করে সরকারি সম্পত্তি হাতিয়ে নিতে চাইছে। তারা মামলার আড়ালে উত্তরাধিকারীর দাবি দেখাচ্ছে, পরে আমমোক্তারনামা দিয়ে নতুন সিন্ডিকেট তৈরি করছে। সর্বশেষ দলিল সম্পাদনের মাধ্যমে জমি হাতবদল করে নিচ্ছে। চক্রটি গত কয়েক বছরে হাজার কোটি টাকার সরকারি ও ব্যক্তি মালিকানা জমি হাতিয়ে নিয়েছে।

জজ কোর্টের সিনিয়র আইনজীবী শাহজাহান কবির সাজুর মতে, বিষয়টি গভীরভাবে তদন্ত করা প্রয়োজন। অবিলম্বে বিতর্কিত দলিল বাতিল করে দায়ীদের চিহ্নিত ও শাস্তির ব্যবস্থা না নিলে রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাটের প্রবণতা বেড়ে যাবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন সমকালকে বলেন, ‘এ বিষয়ে আমরা তদন্ত করে দেখছি। গাফিলতির কিছুটা প্রমাণ পেয়েছি। পুরোপুরি ত্রুটি প্রমাণিত হলে দলিল বাতিলের ব্যবস্থা করা হবে।’

সদর উপজেলা সাব-রেজিস্ট্রার জাহিদ হাসান জানান, সদর কোর্টের সিনিয়র সহকারী জজ পবন চন্দ্র বর্মণ স্বাক্ষরিত একটি আদেশে এই জমির দলিল করার নির্দেশ দেওয়া হয়। চিঠিতে আদালতের অফিস সহায়ক শাহীন আলমকে ক্ষমতা ও নির্দেশ দিয়ে সদর উপজেলা সাব-রেজিস্ট্রারকে দলিলে স্বাক্ষর করতে বলা হয়। তিনি বলেন, ‘এটি যেহেতু আদালতের আদেশ ছিল, তাই আমার কিছু করার ছিল না।’ শতকোটি টাকা মূল্যের জমি কীভাবে সাড়ে পাঁচ লাখ টাকা মূল্য দেখানো হলো এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের নির্দেশে জমি রেজিস্ট্রি হলে মৌজা রেট অনুসনের কোনো বাধ্যবাধকতা নেই।

আমমোক্তারনামা দলিলে বাদীপক্ষ নিযুক্ত হন মিরাস উদ্দিন সুমন। তিনি বর্তমানে মামলাটি পরিচালনা করছেন। মামলা চলমান থাকা অবস্থায় কীভাবে সরকারি সম্পত্তি হাতবদল হয়ে গেল এ প্রশ্ন করতেই তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।

মামলার আইনজীবী এ টি এম মাহবুবুল আলম সমকালকে বলেন, ‘আমি অনেক মামলা পরিচালনা করেছি। তবে এটি কোন মামলা তা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আর কোর্টের আদেশে যদি দলিল হয়ে থাকে, তাহলে সরকার আপিল করতে পারে। সরকারি স্বার্থ থাকলে দলিল বাতিল হবে।’

জেলা প্রশাসক মুফিদুল আলমের ভাষ্য, তদন্ত চলছে। প্রতিবেদন পেলে পদক্ষেপ নেওয়া হবে।

বিজেএমসির মুখ্য পরিচালন কর্মকর্তা নাসিমুল ইসলাম জানান, জমিটি জুট মিলস করপোরেশনের। জালিয়াতির ব্যাপারে জানতে পেরেছেন তারা। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আলোচনা চলছে।

সমকাল পত্রিকা।

মা হয়েছে পাগলী, কিন্তু বাবা হয়নি কেউ©জনকণ্ঠ
21/08/2025

মা হয়েছে পাগলী, কিন্তু বাবা হয়নি কেউ

©জনকণ্ঠ

বহুল প্রত্যাশার পর অবশেষে গফরগাঁও বিশ্বরোড ব্রিজের লাইটিং কাজের মেরামত হচ্ছে...!! অসংখ্য ধন্যবাদ উপজেলা প্রশাসন গফরগাঁও ...
21/08/2025

বহুল প্রত্যাশার পর অবশেষে গফরগাঁও বিশ্বরোড ব্রিজের লাইটিং কাজের মেরামত হচ্ছে...!!
অসংখ্য ধন্যবাদ উপজেলা প্রশাসন গফরগাঁও কে। অসাধারণ একটি উদ্যেগ গ্রহণ করার জন্য।

গফরগাঁও রেলস্টেশন জামে মসজিদের পুকুরে একটা  বাচ্চার  লাশ ভেসে আছে. এখনো পরিচয় জানা যায় নাই.. সবাই বেশি বেশি শেয়ার করে...
21/08/2025

গফরগাঁও রেলস্টেশন জামে মসজিদের পুকুরে একটা বাচ্চার লাশ ভেসে আছে. এখনো পরিচয় জানা যায় নাই.. সবাই বেশি বেশি শেয়ার করেন।

যাদের ছোট ছেলে-মেয়ে আছে, তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে তারা পুকুরে না নামে। ছোট ছেলে-মেয়েরা সাঁতার না জানলে বা বেশি গভীর হলে পুকুরে ডুবে যাওয়ার সম্ভবনা থাকে, যা খুবই বিপদজনক। তাই, তাদের সবসময় নজরে রাখতে হবে এবং পুকুরের ধারে যেতে বা নামতে না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ।
বিশেষ করে, ছোট শিশুদের ক্ষেত্রে, তাদের বাবা-মা বা তত্ত্বাবধায়কের উচিত পুকুর বা অন্য কোনো জলাশয়ের ধারে যাওয়ার সময় তাদের হাত ধরে রাখা বা তাদের কাছাকাছি থাকা। এছাড়াও, পুকুরের ধারে "সাবধান, এখানে নামা নিষেধ" বা এই ধরনের সতর্কতামূলক নোটিশ লাগানো যেতে পারে। শিশুদের সাঁতার শেখানোটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা তাদের এই ধরনের বিপদ থেকে বাঁচাতে পারে।

আল্লাহ আমাদের রক্ষা করুন,

Address

Gafargaon
2223

Telephone

+8809611758381

Website

Alerts

Be the first to know and let us send you an email when গফরগাঁও নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গফরগাঁও নিউজ:

Share