অনু লেখা

অনু লেখা কিছু নির্ঘুম আবেগ আর,
কিছু নির্ঘুম মানুষের আর্তনাদ।

05/10/2025

ওহে জীবন,তোমার কাছে প্রচুর অভিযোগ আছে। কিন্তু,তুমি যা দিয়েছো আমাকে,বহুজনের ভাগ্যে সেটাও জুটে না |

09/07/2025

প্রাক্তন
মানে- যাকে ভাবলে আজও জড়িয়ে ধরতে ইচ্ছে করে। প্রাক্তন মানে-আজও যাকে ফিরে পেতে মন চায়, কিন্তু পরিস্থিতি বাঁধা দেয়! প্রাক্তন মানে-আজও কোনো Romantic song শুনলে যার পুরোনো স্মৃতিগুলো নাড়া দিয়ে ওঠে। প্রাক্তন মানে, I hate you but I still love you. প্রাক্তন মানে- Block list এ থাকা সত্ত্বেও f**k ID দিয়ে তার প্রোফাইল চেক, প্রাক্তন মানে-যাকে এখনও অন্য কারো সাথে দেখলে নিজের মধ্যে একটা তীব্র কষ্ট বোধ করা। প্রাক্তন মানে chatlist এ আগে যার নাম সবার উপরে ছিলো তাকে হারিয়ে ফেলা। প্রাক্তন মানে যে শুধুই আমার ছিলো, সে আজ অন্য কারো..!

15/05/2025

ভালোলাগে,
ভালোলাগে রাত বারোটায় ছাদে বসে গান শুনতে, আর
ভাঙা গলায় তাল মিলাতে।
দক্ষিণ থেকে ধেয়ে আসা মৃদু বাতাসের অপরিচিত গন্ধটা
বুক ফুলিয়ে ভরে নিতে।
হা করে চাঁদেটাকে দেখতেও ভালোলাগে,
চাঁদের গায়েও নাকি কলঙ্ক থাকে, এটা ভাবতেই
ভালোলাগে।
ভালোলাগে অদ্ভুত সব চিন্তা করতে,
গোলমাল পেঁচিয়ে মাথা ঝিম ধরাতে,
যার কোনো মানেই হয়না।
তবুও ভালোলাগে!
ভালোলাগে ছাদে বসে অশরীরীর কথা ভাবতে,
অথবা তাকে দেখার জন্য ছাদের যেই পাশে পুকুরটা
ছিলো, সেখানে দাঁড়িয়ে থাকতে।
শুনেছিলাম সুন্দর ছেলেদের নাকি পরী ধরে নিয়ে যায়।
যদিও আমি তার যোগ্য না,
তবুও ভালোলাগে।
এতো সব ভালোলাগার পর একটু খারাপ লাগা সব নষ্ট
করে দিয়ে যায়,
সেই সময় টা ভালো লাগেনা।
সেটা বাস্তব এর মতো মনে হয়,
বাস্তব গুলো কখনো ভালো লাগেনা।
তাই স্বপ্ন দেখতে চাই।

09/05/2025

অভাব নিয়ে বেশি চিন্তা করবেন না। নিজেকে তুচ্ছ মনে হবে। হীনমন্যতা কাজ করবে। আপনার ভেতরে লোভ জন্ম নেবে।
নৈতিকতা আর সরলতা হারাবেন।

26/04/2025

দুজন দাঁড়িয়ে ছিলাম
সময়ের বিপরীত পাশে।
চোখের পাতার নীচে হাজারটা না বলা কথা দুলছিল,
কিন্তু ঠোঁটের ওপর নেমে এসেছিল অদ্ভুত নীরবতা।

তুমি বলতে চেয়েছিলে,
হয়তো ক্ষমা, হয়তো ভালোবাসার শেষ টুকরো,
হয়তো শুধুই একটুকরো মায়া —
কিন্তু কিছুই বলা হলো না।
হয়তো সাহস হারিয়ে ফেলেছিলে,
হয়তো ভয় পেয়েছিলে স্মৃতির ভারে।

আমি শুধু তাকিয়ে রইলাম —
ভেতরে একটা ঝড় বইলো,
তবুও মুখে হালকা হাসির ছায়া আঁকলাম।
কারণ জানতাম — কিছু কথা কখনো বলা হয় না,
শুধু চোখের ভেতর হারিয়ে যায়... চুপচাপ।

তুমি চলে গেলে।
আর আমি এখনো দাঁড়িয়ে আছি,
ভেঙে যাওয়া না বলা কথাগুলো বুকের গভীরে জমিয়ে রেখে।

15/04/2025

তুমি চাইলে তোমার অতীতকে বদলাতে পারবে না। কিন্তু তুমি চাইলে তোমার ভবিষ্যতকে বদলে দিতে পারো পরিশ্রমের মাধ্যমে। তাই অতীত নিয়ে আফসোস করে দুশ্চিন্তা আর হতাশা নয়; বরং ভবিষ্যতকে সুন্দর করতে লক্ষ্যকে ঠিক রেখে পরিকল্পনা অনুযায়ী বর্তমানে কাজ করতে থাকো। ভবিষ্যৎ একদিন সুন্দর হবেই, ইনশাআল্লাহ।

14/04/2025

জীবনে যা চেয়েছিলাম, তার কিছুই পাওয়া হলো না। সময়ের স্রোতে ভেসে গিয়ে হারিয়ে ফেললাম অনেক কিছু—নিজের স্বকীয়তা, সুখ, শান্তি, স্বপ্ন, সবকিছু। ভালো থাকার চেষ্টায় বারবার লড়াই করেছি, দুনিয়ার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে একে একে।

শেষ পর্যন্ত, যখন কোনো চাওয়া আর পূরণ হয় না, যখন সব চেষ্টা বৃথা যায়, তখন জীবন থেকে চাওয়ারও কিছু বাকি থাকে না।

একসময় অনুভব হয়, এই শূন্যতাই হয়তো চূড়ান্ত সত্য!

মানসিক যন্ত্রণাটা বুঝি পৃথিবীতে এক জঘন্যরকমশাস্তিস্বরুপ। সময়ের হাত ধরেই যেনো নিজ আমিকেঅবনতিতে পৌছে দেয়। হঠাৎ হঠাৎ সিলিং ...
09/04/2025

মানসিক যন্ত্রণাটা বুঝি পৃথিবীতে এক জঘন্যরকম
শাস্তিস্বরুপ। সময়ের হাত ধরেই যেনো নিজ আমিকে
অবনতিতে পৌছে দেয়। হঠাৎ হঠাৎ সিলিং ফ্যানের
নিচে বাঁচা মরার সিদ্বান্তটা নিয়ে ফেলি। মরি মরি
করে যেনো এগোচ্ছেই অন্ধকার কুটিরে। পদে পদে
যেনো সংকীর্ণ হচ্ছে আলোর ঘরটা। শত শত উপায় যেনো
ব্যর্থ হয় ভালো থাকার গল্পে। ক্লান্ত শ্রান্ত হয়ে এক
পর্যায়ে জীবন যুদ্ধের হাল ছেড়ে দেয়। ওরা মৃত! এবার
তোমরা আয়োজন করো মৃত্যুর,যারা হাঁপিয়ে গেছে।

07/04/2025

পুরুষকে সবথেকে বেশি মানসিক
যন্ত্রণা দেয় তার শখের নারী!

07/04/2025

আমি হঠাৎ-ই রিয়েলাইজ করলাম, আমি কখনো কোনোদিন মানুষ চিনিনি।
কখনো বন্ধু হিসেবে বা পছন্দের মানুষ হিসেবেও ঠিক মানুষকে চুজ করতে পারিনি।
এখন পর্যন্ত আমার বেস্ট এফোর্ট যাদের জন্য দিয়েছি তারা সবাই আমাকে নিঁখুত ভাবে বুঝিয়ে দিয়েছে আমি তাদের কেউই নই!
পুরো অর্ধেক জীবন কাটিয়ে দিলাম আমি একটা সঠিক মানুষ চুজ করতে পারলাম না!

31/03/2025

ঈদের ছবি তুলার মোড নাই😞

Address

Gafargaon

Telephone

01904535120

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনু লেখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share