15/05/2025
ভালোলাগে,
ভালোলাগে রাত বারোটায় ছাদে বসে গান শুনতে, আর
ভাঙা গলায় তাল মিলাতে।
দক্ষিণ থেকে ধেয়ে আসা মৃদু বাতাসের অপরিচিত গন্ধটা
বুক ফুলিয়ে ভরে নিতে।
হা করে চাঁদেটাকে দেখতেও ভালোলাগে,
চাঁদের গায়েও নাকি কলঙ্ক থাকে, এটা ভাবতেই
ভালোলাগে।
ভালোলাগে অদ্ভুত সব চিন্তা করতে,
গোলমাল পেঁচিয়ে মাথা ঝিম ধরাতে,
যার কোনো মানেই হয়না।
তবুও ভালোলাগে!
ভালোলাগে ছাদে বসে অশরীরীর কথা ভাবতে,
অথবা তাকে দেখার জন্য ছাদের যেই পাশে পুকুরটা
ছিলো, সেখানে দাঁড়িয়ে থাকতে।
শুনেছিলাম সুন্দর ছেলেদের নাকি পরী ধরে নিয়ে যায়।
যদিও আমি তার যোগ্য না,
তবুও ভালোলাগে।
এতো সব ভালোলাগার পর একটু খারাপ লাগা সব নষ্ট
করে দিয়ে যায়,
সেই সময় টা ভালো লাগেনা।
সেটা বাস্তব এর মতো মনে হয়,
বাস্তব গুলো কখনো ভালো লাগেনা।
তাই স্বপ্ন দেখতে চাই।