Akram Hossain Arnok

Akram Hossain Arnok Wellcome my official fan page

15/09/2022
বিশ্বাস থাকলে সব ভালোবাসা পূর্নতা পায় >🌼💝
15/09/2022

বিশ্বাস থাকলে সব ভালোবাসা পূর্নতা পায় >🌼💝

বাড়ী বানাতে চান ?? তবে এই পোস্ট আপনার জন্য ۔۔۔গাথুনী এবং প্লাস্টারের হিসাব(টাইমলাইনে রেখে দিন) ১০” ওয়াল গাথুনীতে প্রতি ০...
15/09/2022

বাড়ী বানাতে চান ?? তবে এই পোস্ট আপনার জন্য ۔۔۔

গাথুনী এবং প্লাস্টারের হিসাব(টাইমলাইনে রেখে দিন)

১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = ১০”*৫”*৩”

তেমন কিছু না বাসায় পিচ্চিরে ফোন টা দিয়েছিলাম😐
25/08/2022

তেমন কিছু না বাসায় পিচ্চিরে ফোন টা দিয়েছিলাম😐

25/08/2022

বন্ধু বাইক এক্সিডেন্ট করেছে! খবর শুনে হাসপাতালে গেলাম ওকে দেখতে।

না, বেটার তেমন কিছু হয়নি। অবস্থা ভালোই। হাত-পায়ে সামান্য ব্যথা পেয়েছে।

হাসপাতালে একটা মেয়ের সুন্দর ফুটফুটে একটা মেয়ে হয়েছে। মেয়েটা দেখতে এতো সুন্দর আর মায়াবী! দেখলেই কোলে নিতে ইচ্ছে করে!

কোলে নিয়ে মেয়েটাকে আদর-টাদর করলাম। মেয়ের মাটাও বেশ হাসিখুশি।

বাড়িতে এসে দেখি গমগমে অবস্থা! কিছুই বুঝতে পারছি না। ছোটোবোন কে জিজ্ঞেস করলাম," কী হয়েছে রে?"

"জানো না! কী হয়েছে? "

আমি উদাস দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললাম, "বুঝতে পারছি না! "

ঠোঁট বাঁকিয়ে বলল, " ন্যাকা কিছুই জানে না! "

রুমে চলে গেল। কিছুই বুঝতে পারছি না! ঘটনা কী?

মায়ের রুমে গেলাম। মা মুখ গোমড়া করে বসে আছে। আমার দিকে একবার তাকিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলো।" কী হয়েছে মা?"

কিছুই বলল না!

বাইরে এসে দেখি ফুফু এসেছে বাড়িতে। ফুফু আমায় দেখে বলল, "এমন কাজটা কেমনে করলি রে বাপ!"

কী কাজ করলাম রে বাবা? বন্ধু এক্সিডেন্ট করায় দেখতে গেলাম, এতে এমন কী হলো।

"কী হয়েছে বলো তো ফুফু?"

"থাক আর লুকাতে হবে না। সবাই জেনে গেছে। তোর ফুফা আসছে। ও আসলে সবাই মিলে দেখতে যাব।"

একটু অবাক হলাম। আমার বন্ধু এক্সিডেন্ট করেছে। সেটাও এত ভয়ংকর কোনো এক্সিডেন না। ওকে দেখার জন্য ফুফা ফুফু যাবে কেন?

না, বাড়ির সবার কী যেন হয়েছে কে জানে? যা করে করুক।

ফুফা এসে বলল, "আরে ইয়াংম্যান তুমি তো আমাকে হারিয়ে দিয়েছ!'

আমি উদাস দৃষ্টিতে তাকিয়ে রইলাম ফুফার দিকে।

"সবাই জেনে গেছে বলে হতাশ হচ্ছ। এতে তো ভালোই হলো।" হা হা হা

"কী জেনে গেছে ফুফা?"

"নটি বয়! কী করে জানল বুঝতে পারছ না তা-ই তো? তোমার ফুফুই তো আমায় দেখাল তোমাদের ছবিটা। যাই বলো তোমার মেয়েটা দেখতে বেশ হয়েছে! "

"আমার মেয়ে কোথায় পেলেন!"

ফুফা মোবাইল বের করে ছবিটা দেখাল। একটা মেয়ে কোলে দাঁড়িয়ে আছি আমি। পিছনে হাসপাতালের বেডে শুয়ে আছে একজন মহিলা। মানে বাচ্চার মা। সামনে একটা মেয়ে যে সেলফিটা তুলেছে।

ক্যাপশনে লেখা খালা হলাম!

সবুজ কালারের রডগুলো কোন কোম্পানির 🙄🙄
26/07/2022

সবুজ কালারের রডগুলো কোন কোম্পানির 🙄🙄

অবহেলিত হতেই হবে,🙂- যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো!'🖤
26/07/2022

অবহেলিত হতেই হবে,🙂
- যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো!'🖤

সফলতা পাক সবার ভালোবাসা ❤️❤️🥀
26/07/2022

সফলতা পাক সবার ভালোবাসা ❤️❤️🥀

15/07/2022

-ছোট্ট একটা পেটে সন্তানের যায়গা হয়।
কিন্তু আফসোস

বিরাট ফ্ল্যাটে বাবা মায়ের জায়গা হয় না!😓

28/12/2021

এম বি এস এর মানে কি।

20/12/2021

অন্য কারোর মোনাজাতে😇

থাকি বা না থাকি আমার মায়ের 🤲

মোনাজাতে অবশ্যই সবসময় আছি 🤲

Address

Gofargaon, Dhaka
Mymensingh
2030

Alerts

Be the first to know and let us send you an email when Akram Hossain Arnok posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akram Hossain Arnok:

Videos

Share

Nearby media companies


Other Digital creators in Mymensingh

Show All