MR BILLO

MR BILLO Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MR BILLO, Video Creator, Mymensingh, Gaffargaon.

28/08/2024

ভুল ইতিহাস নিয়ে হাসাহাসি বন্ধ করুন।সত্যিকার ইতিহাস চর্চা আমাদের এখানে নেই বললেই চলে।তত্ত্বের চেয়ে গুজবই বেশি পছন্দ করে মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক তথ্য নিশ্চিত করাটাও অনেক কঠিন হয়ে গেছে এখন।যে যেভাবে পারে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

আসলে চণ্ডীদাসের বাসায় অরণ্যকুমার চক্রবর্তী যাতায়াত করতেন ঠিকই।কিন্তু সেটা ছিলো একটা সুনির্দিষ্ট কারণে।গৌরিবালার সাথে তার দেখাও হয়েছিলো,তবে খুব অল্প সময়ের জন্য। বিশ্বভারতীর পাঠাগার থেকে গৌরিবালার একটি ব্যক্তিগত ডায়েরি উদ্ধার হয়েছে।

ওখানে তিনি অরণ্যকুমারের কথা বলেছেন।উনি লিখেছেন,অরণ্যবাবু আমাকে সারাজীবনে একটাই চিঠি লিখেছিলেন।এক লাইনের একটা চিঠি।ওখানে লেখা ছিলো,গৌরি! you are nice and attractive.

13/08/2024

"স্বৈরশাসক পতনের আন্দোলন করে সফল হলেও আমার ঘরে এখনো স্বৈরসংসারিণী আসলো না 🥲।"
-জনৈক অবিবাহিত যুবক

😊🖤
31/05/2024

😊🖤

৫০ বছর আগে জন্মাইলে বড় বাচা বেচে যেতাম। বাপের সাথে মাঠে যাইতাম, ধান লাগাইতাম।পাট লাগাইতাম, মাছ ধরতাম জাল দিয়ে।নদীতে নেমে...
09/05/2024

৫০ বছর আগে জন্মাইলে বড় বাচা বেচে যেতাম।

বাপের সাথে মাঠে যাইতাম, ধান লাগাইতাম।
পাট লাগাইতাম, মাছ ধরতাম জাল দিয়ে।
নদীতে নেমে আচ্ছা মত ডুবাইতাম।

২০-২২ বছর বয়সে বিয়ে করতাম।
ঘর হইত মাটির।
বৃস্টি হইলে চুয়ে চুয়ে পানি পড়তো খড়ের চাল দিয়ে,
চালে উঠে সেটা ঠিক করতাম।

লাইফ ক্যারিয়ার সাক্সেস, পিজ্জা বার্গার, আইফোন, ম্যাকবুক, ফেসবুক, ড্রোন,
মাসের বাসা ভাড়া, গাড়ি ,বাইক,
কিছু নিয়ে কোন চিন্তা নাই।
পছন্দ করা মেয়ের বাপ স্টাব্লিশড না হইলে বিয়ে দিবেনা সেই চিন্তা নেই।
গাড়ি বাড়ির চিন্তা নেই।

দুনিয়া নিয়া চিন্তা নাই, কে ভাইরাল হইলো নাকি কারেন্ট ইস্যু কি , এসব ভাবার টাইম নাই। সন্ধার পরেই ঘুম।

বাসা ভাড়া দেয়ার প্যারা নাই।
বাবা মা ছেড়ে দুরে একলা থাকা নেই।

কাজ করো খাও ঘুমাও,
হার্ট এটাক, হার্টে ব্লক, অফিসের প্যারা,বসের ঝারি।

অন্ততপক্ষে টেনশন মুক্ত থাকতে পারতাম।🙂

সাকিব প্লেয়ার থেকে ব্যবসায়ী - হয়েছে এম পি ।দু হাতে টাকা কামিয়েছে , টাকার পাহাড় বানানোর পর সে নেতা হয়েছে।মাশরাফি প্লেয়ার ...
06/05/2024

সাকিব প্লেয়ার থেকে ব্যবসায়ী - হয়েছে এম পি ।
দু হাতে টাকা কামিয়েছে , টাকার পাহাড় বানানোর পর সে নেতা হয়েছে।
মাশরাফি প্লেয়ার থেকে এমপি হয়েছে, এখন হুইপ হয়েছে।
এরা দু জন ছোট বেলা থেকেই বড় হবার স্বপ্ন দেখেছে।
মেট্রিক পাশ নেতার পিছনে ছুটে নাই। যদি ছুটতো তাহলে আজকে এমপি হত না। এলাকার মেম্বার হতে পারতো কিনা তাও সন্দেহ।
আর ব্যারিস্টার সুমন আগে লন্ডনে গেছে, পড়াশোনা করেছে, ব্যারিস্টার হয়েছে, এলাকার জন্য কাজ করেছে।
সে রানিং এমপিরে নাকানি চুবানি খাওয়াইছে গত ইলেকশনে।
আর তুমি বাপের খেয়ে বাপের পড়ে, মেট্রিক ফেইল নেতার পা চাট!!
বাপ মার খবর নাই , আবার ফেইসবুকে পোস্ট দাও- প্রিয় অভিভাবক।
প্রিয় অভিভাবকদের জন্যই একদিন এলাকার মেম্বারও হইতে পারবে না। আজীবন ছ্যাচড়ামি করে খাইতে হবে।
সিএনজি স্টেশনের চাঁদা তুলে খাওয়া লাগবে।
অটোরিকশা, ভ্যান, পিকআপ থেকে চাঁদা তুলে খেতে হবে।
আর মানুষের অভিশাপ কামাবে।
বলদামি না করে লেখাপড়া কর, ব্যবসা কর, বিদেশ যাও।
লাগলে গরু পাল, মুরগির খামার করো।
তাও নেতার পা চাটা বন্ধ কর।
নিজে বড় হলে এক সময় নেতা তোমাকে খুজবে।
©

10/01/2024

নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসতে না পারলে আমাকে ভালোবাসুন ধন্যবাদ..!🙂

28/10/2023
02/10/2023

এরকম বন্ধু থাকার চেয়ে শত্রু থাকা অনেক ভালো🙂

01/10/2023

মেনশন করোন আপনার সেই ফ্লার্টিং বন্ধুকে 🤪

Address

Mymensingh
Gaffargaon

Telephone

+8801455351322

Website

Alerts

Be the first to know and let us send you an email when MR BILLO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category