28/08/2024
ভুল ইতিহাস নিয়ে হাসাহাসি বন্ধ করুন।সত্যিকার ইতিহাস চর্চা আমাদের এখানে নেই বললেই চলে।তত্ত্বের চেয়ে গুজবই বেশি পছন্দ করে মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক তথ্য নিশ্চিত করাটাও অনেক কঠিন হয়ে গেছে এখন।যে যেভাবে পারে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
আসলে চণ্ডীদাসের বাসায় অরণ্যকুমার চক্রবর্তী যাতায়াত করতেন ঠিকই।কিন্তু সেটা ছিলো একটা সুনির্দিষ্ট কারণে।গৌরিবালার সাথে তার দেখাও হয়েছিলো,তবে খুব অল্প সময়ের জন্য। বিশ্বভারতীর পাঠাগার থেকে গৌরিবালার একটি ব্যক্তিগত ডায়েরি উদ্ধার হয়েছে।
ওখানে তিনি অরণ্যকুমারের কথা বলেছেন।উনি লিখেছেন,অরণ্যবাবু আমাকে সারাজীবনে একটাই চিঠি লিখেছিলেন।এক লাইনের একটা চিঠি।ওখানে লেখা ছিলো,গৌরি! you are nice and attractive.