Shek Mahfuz

Shek Mahfuz রাসূলের দায়িত্ব শুধু পৌছিয়ে দেওয়া।
আল্লাহ জানেন, যা কিছু তোমরা প্রকাশ্যে কর
এবং যা কিছু গোপন কর।
—আল মায়িদাহ - ৯৯
(1)

05/10/2025

ছোট সাহাবী নবিজী সাঃ কে কেমন ভালবাসছেন। জুমার বয়ান, খতিব গাজীপুর সালনা মৈশানবাড়ী বাজার মসজিদ।

14/09/2025

Alhamdulillah

11/09/2025

আমেরিকা নাইন ইলেভেন,
লন্ডন সেভেন সেভেন
জি/হা/দে/র চলছে লড়াই চলবে।
হক বাতিলের চলছে লড়াই চলবে।

আদি আসল খাঁটি মুহিব খান। তিনি ঠিক এখানেই অনন্য ❣️

11/09/2025

উন্নত দেশের সর্বাধুনিক ইটভাঁটা।

12/08/2025


‎🔴 ক্লাস শুরু ১৬ আগস্ট আগামী শনিবার
‎(ভর্তি হতে কমেন্টে থাকা ফরমটি পূরণ করুন)

‎ কোর্সটি কাদের জন্য?
‎. যাঁরা আঞ্চলিকতা কাটাতে চান।
‎. যাঁরা বিশুদ্ধ উচ্চারণে কথা বলতে চান।
‎. যাঁরা কথার জাদুতে মানুষকে মুগ্ধ করতে চান।
‎. যাঁরা জড়তা কাটিয়ে সাবলীলভাবে কথা বলতে চান।
‎. যাঁরা বয়ান বক্তৃতা করে গ্রহণযোগ্যতা বাড়াতে চান।

‎ কোর্সের বৈশিষ্ট্য:
‎. Google Meet অ্যাপসে লাইভ ক্লাস।
‎. প্রতিদিনের রেকর্ড + শিট প্রদান।
‎. সার্বক্ষণিক সাপোর্ট।
‎. মূল ক্লাসের পাশাপাশি অনুশীলন।
‎. প্রতিটি শিক্ষার্থী থেকে পাঠগ্রহণ।
‎. সাপ্তাহিক মূল্যায়ন পরীক্ষা।
‎. চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের সার্টিফিকেট বিতরণ।

‎ কোর্সে যা শিখবেন:
‎. বাংলা বর্ণের মাখরাজ।
‎. মুখের জড়তা কাটানোর ব্যায়াম।
‎. সুমিষ্টভাবে কথা বলার কৌশল।
‎. কবিতা আবৃত্তির ধরন।
‎. মঞ্চ পরিচালনার কৌশল।
‎. আধুনিক বক্তৃতার রীতিনীতি।

‎ ক্লাসের বিস্তারিত:
‎. কোর্স শুরু ৯ আগস্ট শুক্রবার।
‎. ক্লাসের সময়: রাত ৯:০০-১০:০০।
‎. আসন সংখ্যা ৪০ টি।
‎. কোর্সের মেয়াদ মোট ১৫ দিন।
‎. সপ্তাহে ৫ দিন: শনি থেকে বুধবার।
‎. কোর্স শেষে থাকবে আকর্ষণীয় সার্টিফিকেট।

‎ভর্তি হতে ও যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন:
✆ 01879-449660
‎(তাৎক্ষণিক সাপোর্ট পেতে হোয়াটসঅ্যাপ করুন)

‎ভর্তি ফরম:
https://forms.gle/dyJpcbFitKE42uvTA

06/08/2025

আকাম করবা আর ধরা খাইবা না এটা হবে না।

31/07/2025

প্রিয় শায়েখ...

24/06/2025

“সিগারেট খেলে পুরুষত্ব ধ্বংস! ডাক্তার বলছেন ধূমপানের ভয়ংকর সত্য”

22/06/2025

প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর অংশগ্রহণ করা ২৭ টি যু$দ্ধে উভয়পক্ষে মারা গেছে মোট চারশ মানুষ। তাদের প্রত্যেকে আবার ছিলেন সামরিক যো$দ্ধা।

আজকের পৃথিবীতে এক বো$মার আঘাতেই চারশর বেশি মানুষ মারা যায়। যাদের বেশিরভাগই আবার নারী-শিশু-বৃদ্ধ সহ বেসামরিক সাধারণ মানুষ।

এরপরও আপনাকে বলতে হবে আজকের পৃথিবী সভ্য!

নবীজি (সা.) এবং তাঁর সৈনিকেরা কখনো কোনো নারী কিংবা শিশুর গায়ে ফুলের টোকাও দেননি। অথচ আজ প্রতিটি রণাঙ্গণে কান পাতলেই শোনা যায় নারী ও শিশুর আর্তনাদ।

এরপরও আপনাকে বলতে হবে, আজকের পৃথিবী অনেক মানবিক!

নবীজি (সা.) কখনো উপাসনালয়ে থাকা যাজকদের হ$ত্যা করেননি। অথচ আজ বেছে বেছে ধর্মীয় উপাসনালয় ও ধর্মীয় নেতাদের টার্গেট করা হয়।

এরপরও আপনাকে বলতে হবে, আজকের পৃথিবী সংখ্যালঘুদের ব্যাপারে সংবেদনশীল!

নবীজি (সা.)-এর খলিফা আবু বকর (রা.) যুদ্ধের সময় সৈনিকদের গাছপালা ও ফসল নষ্ট করতে নিষেধ করেছেন। অথচ আজ নির্বিচারে কা$র্পেট বো$মা মেরে পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করা হয়।

এরপরও আপনাকে বলতে হবে, আজকের পৃথিবী অনেক বেশি পরিবেশ সচেতন।

নবীজি (সা.) লাশের সাথে অমানবিক আচরণ করতে নিষেধ করেছেন। অথচ আজ মৃত লাশ নিয়ে পৈশাচিক আনন্দ করা হয়।

এরপরও আপনাকে বলতে হবে, আজকের পৃথিবী মানবাধিকারের উর্বরভূমি

নবীজি (সা.) সম্মুখ যু$দ্ধেও প্রতিপক্ষের আক্রমণের অপেক্ষা করতেন, আক্রমণের আগে তাদের শেষবারের মতো দাওয়াত দিতেন, অথচ আজ ক্ষমতাধরেরা যখন যেখানে খুশি এমনকি রাতে আঁধারে ঘুমন্ত মানুষের ওপর হামলা করে।

এরপরও আপনাকে বলতে হবে, আজকের পৃথিবী শান্তিকামী।

Address

Gaffargaon
2230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shek Mahfuz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shek Mahfuz:

Share