MSI Windows

MSI Windows Welcome to the "MSI Windows" page. This is Md Shahidul Islam. It's my personal fb page. thank you

16/07/2025

বাবা হচ্ছেন ছেলের জন্য বটগাছের ন্যায়,
বটগাছ ফল না দিলেও,
তার ছায়াই যথেষ্ট

-আর্তুগ্রুল বে

11/07/2025
শুধুমাত্র প্রস্রাবের রঙ দেখে কি রোগ ধরা যায়?ছবিতে যা বলা হয়:✅ ফ্যাকাসে হলুদ = শরীরে জলের অভাব✅ ঘোলাটে = কিডনির সমস্যা✅ গ...
08/07/2025

শুধুমাত্র প্রস্রাবের রঙ দেখে কি রোগ ধরা যায়?

ছবিতে যা বলা হয়:
✅ ফ্যাকাসে হলুদ = শরীরে জলের অভাব
✅ ঘোলাটে = কিডনির সমস্যা
✅ গোলাপি = টিউমার বা গুরুতর সমস্যা
✅ কমলা = লিভারের সমস্যা
✅ গাঢ় হলুদ = জন্ডিসের আশঙ্কা

⚠️ বাস্তব সত্য:
প্রস্রাবের রঙ পরিবর্তন রোগের ইঙ্গিত দিতে পারে, কিন্তু কেবল রঙ দেখে রোগ নির্ণয় সম্ভব নয়।

🔍 কারণ কি হতে পারে?
✔️ গাঢ় হলুদ: ডিহাইড্রেশন, জন্ডিস
✔️ ঘোলা: ইউরিন ইনফেকশন, কিডনির পাথর
✔️ গোলাপি বা লালচে: ইউরিনে রক্ত, পাথর, UTI
✔️ কমলা: লিভার সমস্যা, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
✔️ ফেনা: প্রোটিন লস, কিডনির সমস্যা

🎯 আপনি কী করবেন?
✅ পর্যাপ্ত পানি পান করুন।
✅ প্রস্রাবে জ্বালা, ঘন ঘন প্রস্রাব, পেটে ব্যথা বা রক্ত দেখলে দেরি না করে ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
✅ Routine Urine Test ও প্রয়োজনে আল্ট্রাসনোগ্রাফি করুন।

⛔️ মনে রাখবেন:
প্রস্রাবের রঙ দেখে রোগ সম্পর্কে ধারণা পাওয়া যায়, কিন্তু নিশ্চিত রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না।

🌿 সতর্ক থাকুন, সুস্থ থাকুন।

❤️ যদি পোস্টটি আপনার ভালো লাগে, শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হতে পারে।
👥 বন্ধুকে ট্যাগ করুন, তাকেও যেন এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে।

#স্বাস্থ্য_সচেতনতা

07/07/2025

একটি সফল গল্পের পেছনের কিছু কারিগর আছে, যারা সবচেয়ে কম ক্রেডিট নেয়, বা তাদের কম ক্রেডিট দেয়া হয়।
কারণ, আমরা শুধু সামনে যারা কাজ করছে, তাদেরকেই মাথায় তুলে নাচি।
ঘটনার পেছনে যারা অমানবিক পরিশ্রম করে, যারা মূল কারিগর, তাদেরকে কেউ স্বরণই করি না।
অনেক সময় খালি চোখে যা দেখা যায়, তা আসল শক্তি না। অদৃশ্য শক্তিই আসল শক্তি।

06/07/2025

বিএনপির যদি অন্য কোনো উদ্যেশ্য থাকতো তাইলে ঐক্যমত কমিশনের সকল প্রস্তাবই মেনে নিতো, বার্গেডিং এ যেতো না। কারণ, সবাই জানে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি দুই তৃতীয়াংশ ভোট পেয়ে বিজয়ী হতে পারে। বিজয়ী হলে সকল সিদ্ধান্তই চেঞ্জ করা সম্ভব। বার্গেডিং এ যাওয়ার উদ্যেশ্য, বিএনপি এইখানে যেগুলোয় রাজি হবে সেগুলোর ধারাবাহিকতা রক্ষা করবে।
অনেকে বলতেছে, বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, এইটা স্বাভাবিক, কারণ ভালো ছাত্ররা পরীক্ষা দেওয়ার জন্য পাগল থাকবেই। কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য দেশে হরতাল অবরোধ বা জনগণের দূর্ভোগ হয় এমন কিছু করছে না। একটু চিন্তা করেন, বিএনপির যায়গায় যদি আওয়ামিলীগ থাকতো তাইলে এতোদিনে ড. ইউনুসকে ক্ষমতা থেকে নামিয়ে নিজেরাই ক্ষমতা নিয়ে নিতো।
এরপরও এক শ্রেণির মানুষ বলবে, বিএনপি ভালো না। মানছি, বড় দল হিসেবে তৃণমূল এ বিভিন্ন ভুল ত্রুটি আছে। কিন্তু, বর্তমানে বিএনপির চাইতে এতো ম্যাচুরট পলিটিক্স কে করছে?
তাই, কতিপয় শাহবাগী ভট্রাচার্যের কথায় নাচবেন না। ওরা কিন্তু প্রতিনিয়তই খোলস বদলায়, এক সময় জামাতের পিছলে লাগতো, এখন বিএনপির পিছনে লাগে, অদূর ভবিষ্যতে হয়তো দেখবেন আওয়ামিলীগ এর পক্ষে কথা বলছে।

😎😎😎
24/06/2025

😎😎😎

18/06/2025

বাংলাদেশে যদি মিসাইল হামলা হয় তাহলে মিসাইলের যে হাল হতে পারে।

প্রথমেই বর্ডারে থামিয়ে দেখা হবে এর ভিতরে ইয়াবা আছে কিনা।

ওটা পার হয়ে মিসাইল ভিতরে এগুতে থাকলেই কমপক্ষে ৩ বার চাঁদাবাজের কবলে পড়বে।

এরপর মোটামুটি আহত অবস্থায় ঢাকার আশপাশে আসলে নিচে দেখবে ৩/৪ পক্ষ দাঁড়িয়ে চিল্লিয়ে জিজ্ঞাসা করবে তোমার আক্বিদা কি!

আরেক গ্রূপ জিজ্ঞাসা করবে তোমাকে যে পাঠিয়েছে তার আক্বিদা কি!

এরপর অর্ধমৃত মিসাইলকে চারপাশ থেকে এলোমেলো ভাবে প্রশ্নের পর প্রশ্নে জর্জরিত করবে শুধু জানার জন্য "বল তুই কার দালাল"

অতঃপর মিসাইল জ্ঞান যাবার আগে হাত জোর করে বলবে "ভাই আমি ভুল জায়গা আইসা পরসি, আমারে মাফ কইরা দেওন যায়না?"

এরপরেও মাফ না পেয়ে অবশেষে মব জাস্টিসেই নিঃশেষ হয়ে যাবে মিসাইলের প্রাণ।

আমাদের পরমাণু বোমা লাগবেনা। এভাবেই বেঁচে যাবে বাংলাদেশ ইনশাল্লাহ।

উসমান বের সাথে কায়ী বসতিতে গিয়ে দেখা করে আসলাম
17/06/2025

উসমান বের সাথে কায়ী বসতিতে গিয়ে দেখা করে আসলাম

14/06/2025

😄😄😄

08/06/2025

বিড়াল ও ইঁদুরের বন্ধুত্বের গল্প | শিক্ষামূলক গল্প

Address

Gaffargaon

Alerts

Be the first to know and let us send you an email when MSI Windows posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MSI Windows:

Share