12/05/2025
আগামীকাল ১৩ মে সকাল ৮:৩০ মিনিট SSC আমরা শেষ বারের মতো রিভিশন দিয়ে পড়ার টেবিল থেকে উঠে যাব, শেষ বারের মতো তারাহুরো করে ইস্কুল ড্রেস টা পড়ে পরীক্ষার হলের উদ্দেশ্যে বের হবো,ঘরির কাটা কাঁটায় যখন ১:০০ বাজবে তখন সবাই তারাহুরো করে পরীক্ষার হল থেকে বের হবে, তার পর সবার সাথে একটু কথা হাসি ঠাট্টা করে বাসায় চলে আসবে। কিন্তু আমরা তখন বুঝতে পারবো না একানেই শেষ হলো আমাদের সূনালী অধ্যায় 😌 আজ থেকে কয়েক বছর পর যখন এই কথা মনে পরবে আফসোস করে বলবো" ইশ যদি আরও একটু সময় তাদের সাথে কাটিয়ে আসতাম,আরও একটু সময় যদি এক সাথে বসতাম কতই না মজা হতো..💔😌