CoreDeft ICT Private Program

CoreDeft ICT Private Program গফরগাঁও এ অবস্থিত একাদশ-দ্বাদশ শ্রেণীর "তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)" বিষয়ের প্রাইভেট প্রোগ্রাম।

CoreDeft ICT Private Program এর ডিজিটাল যাত্রায় আরও একটি মাইলফলক! 🚀​শিক্ষার্থীদের উপস্থিতি নিখুঁতভাবে মনিটর করার জন্য আম...
26/12/2025

CoreDeft ICT Private Program এর ডিজিটাল যাত্রায় আরও একটি মাইলফলক! 🚀

​শিক্ষার্থীদের উপস্থিতি নিখুঁতভাবে মনিটর করার জন্য আমরা আমাদের নিজস্ব ওয়েবসাইট এবং এটেন্ডেন্স মেশিনের সমন্বয়ে একটি সম্পূর্ণ অটোমেটেড সিস্টেম ডেভেলপ করেছি। আর এই সিস্টেমকে পূর্ণতা দিতে প্রয়োজন ছিল মেশিন রিডেবল স্মার্ট আইডি কার্ডের।

​ছাত্র-ছাত্রীরা অনেক আগে থেকেই আইডি কার্ডের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। যখন তাদের হাতে ফিতা ও আইডি কার্ড তুলে দেওয়া হলো, তাদের চোখে-মুখে যে আনন্দের ঝিলিক দেখেছি, তা আমাকে গভীরভাবে অভিভূত করেছে। শিক্ষার্থীদের এই অকৃত্রিম ভালোবাসা আর প্রতিষ্ঠানের প্রতি তাদের টানই আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি।

​আমাদের ওপর আস্থা রাখার জন্য সকল শিক্ষার্থীকে ধন্যবাদ। আমরা বদ্ধপরিকর আপনাদের শেখার পরিবেশকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে। সকালের নিকট দোয়া প্রার্থী। 😊❤️

24/12/2025

কোরডেফট ( CoreDeft )-এর পথচলায় আজ যুক্ত হলো নতুন এক মাইলফলক। আমাদের অত্যন্ত মেধাবী CTO, Asibur Rahman Aravi এর হাত ধরে আমরা প্রথমবারের মতো উন্মোচন করলাম আমাদের নিজস্ব তৈরি স্মার্ট ডিভাইস!
​অনেকেই হয়তো ভাবছেন, এই ধরনের ডিভাইস তো বাজারেই পাওয়া যায়, তবে কেন এই দীর্ঘ পরিশ্রম? উত্তরটা খুব সহজ—আমরা কেবল ব্যবহারকারী হতে চাইনি, আমরা চেয়েছি নির্মাতা হতে। অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে নিজের পায়ে দাঁড়ানোর আনন্দটাই আলাদা।
​এই ডিভাইসটি কী করতে সক্ষম?
১. স্মার্ট অ্যাটেনডেন্স: RFID কার্ড ব্যবহার করে আমাদের শিক্ষার্থীদের উপস্থিতির ডেটা নিখুঁতভাবে সংগ্রহ করবে।
২. IoT কন্ট্রোল: পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো ইলেকট্রনিক ডিভাইস অন বা অফ করার সুবিধা।
​সফটওয়্যারের গণ্ডি পেরিয়ে হার্ডওয়্যার জগতেও কোরডেফটের সক্ষমতা প্রমাণ করার জন্য আরাভিকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিশ্বাস করি, ইনশাআল্লাহ সামনে আমরা আরও বড় কিছু উপহার দেব।
​আমাদের এই অগ্রযাত্রায় আপনাদের দোয়া ও ভালোবাসা কাম্য। ❤️

এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। বিজয়ের এই দিনে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি সেই সব বীর সন্তানদের, যাদের আ...
16/12/2025

এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। বিজয়ের এই দিনে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি সেই সব বীর সন্তানদের, যাদের আত্মত্যাগে পেয়েছি এই লাল-সবুজের পতাকা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। 🇧🇩

আমাদের সমাজ ব্যবস্থা সাফল্য বলতে যা বুঝে, সেই অনুযায়ী আমি হয়তো সফল না। অবশ্য নিজেও কখনো সেই রকম সফল হতে চাই নি। আমার চ্য...
09/11/2025

আমাদের সমাজ ব্যবস্থা সাফল্য বলতে যা বুঝে, সেই অনুযায়ী আমি হয়তো সফল না। অবশ্য নিজেও কখনো সেই রকম সফল হতে চাই নি।
আমার চ্যালেঞ্জ নিতে ভালো লাগে। এমন কিছুই সব সময় করতে চেয়েছি যা সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে। তা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমার পরিশ্রমের ফলে তৈরি এই প্রতিষ্ঠান কিছু নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। অনেকে এখান থেকে বের হয়ে ভালো চাকরি করছে। এটাই তো আমার সাফল্য, আলহামদুলিল্লাহ।
কখনো পত্রিকায় আমাকে নিয়ে প্রতিবেদন হবে, এমন চিন্তা মাথায় আসে নি। অথচ আমারই একজন ছাত্র প্রথম আলোর মতো পত্রিকায় আমার কাজ নিয়ে প্রতিবেদন লিখেছে। এটাই তো আমার সাফল্য।

MD Atifuzzaman Shuvo, আপনাকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ এই প্রতিবেদনের জন্য। এক সময় দেশ সেরা সাংবাদিক হয়ে উঠুন। আপনার কলমের মাধ্যমে সত্য এবং শক্তিশালী সব প্রতিবেদন তৈরি হোক, যা সমাজ ও দেশের জন্য কল্যানকর হবে। একজন সাংবাদিকের কলমের ক্ষমতা অনেক, এটা যেনো ইতিবাচক কাজেই লাগে, দোয়া করি। আপনার শিক্ষক হিসেবে গর্বিত হতে চাই সব সময়।

কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশলে পাস করে আফিফুর রহমান ফিরে গেছেন নিজ উপজেলায়।

অনার্স ১ম বর্ষের সৌজন্য সংখ্যা হাতে পেয়েছি। ইনশাআল্লাহ  আগামীতে ব্যাচও শুরু করবো। 😊
08/11/2025

অনার্স ১ম বর্ষের সৌজন্য সংখ্যা হাতে পেয়েছি। ইনশাআল্লাহ আগামীতে ব্যাচও শুরু করবো। 😊

07/11/2025

ঢাকা বোর্ড ২০২৫ এর ICT ৩.১ অধ্যায়ের একটি CQ প্রশ্নের সমাধান। ❤️

মতামতের মাধ্যমে অনুপ্রেরণা পেলে আরো ভিডিও দিবো ইনশাআল্লাহ।☺️

এমন আরো কোন বোর্ডের CQ বা MCQ প্রশ্নের সমাধান চাইলে কমেন্টে জানাতে পারেন। ❤️

31/10/2025

ময়মনসিংহ বোর্ড ২০২৪ এর ICT ৩.১ অধ্যায়ের একটি CQ প্রশ্নের সমাধান। ❤️

মতামতের মাধ্যমে অনুপ্রেরণা পেলে আরো ভিডিও দিবো ইনশাআল্লাহ।☺️

এমন আরো কোন বোর্ডের CQ বা MCQ প্রশ্নের সমাধান চাইলে কমেন্টে জানাতে পারেন। ❤️

31/10/2025

ফাংশন বাস্তবায়ন বুঝতে সমস্যা থাকলে এই ভিডিওটা দেখতে পারেন। 😊

30/10/2025

Slow progress is better than no progress 😊

একাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) এর আরো একটি নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি আগামীকাল সোমবার দুপুর ০২ টা থেকে, ই...
19/10/2025

একাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) এর আরো একটি নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি আগামীকাল সোমবার দুপুর ০২ টা থেকে, ইনশাআল্লাহ। 😊

ব্যাচ টাইমঃ দুপুর ০২ টা থেকে ০৩ টা।
দিনঃ শনি-সোম-বুধ
টপিকঃ ৩.১(সংখ্যা পদ্ধতি)

আলহামদুলিল্লাহ, এখনো সুখবর পাচ্ছি 😊❤️❤️
19/10/2025

আলহামদুলিল্লাহ, এখনো সুখবর পাচ্ছি 😊❤️❤️

18/10/2025

NAND গেইট দিয়ে X-OR গেইট বাস্তবায়ন।😊

Address

Gaffargaon
2230

Telephone

+8801750045130

Website

Alerts

Be the first to know and let us send you an email when CoreDeft ICT Private Program posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CoreDeft ICT Private Program:

Share