CoreDeft ICT Private Program

CoreDeft ICT Private Program গফরগাঁও এ অবস্থিত একাদশ-দ্বাদশ শ্রেণীর "তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)" বিষয়ের প্রাইভেট প্রোগ্রাম।

একাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) এর আরো একটি নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার দুপুর ০১ টা থে...
24/09/2025

একাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) এর আরো একটি নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার দুপুর ০১ টা থেকে, ইনশাআল্লাহ । 😊

ব্যাচ টাইমঃ দুপুর ০১ টা থেকে ০২ টা।
দিনঃ রবি-মঙল-বৃহঃ
টপিকঃ ৩.১(সংখ্যা পদ্ধতি)

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়া’লার অশেষ রহমতে আজ থেকে প্রস্তুতি প্রোগ্রামের ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু করলাম। আজ ১৭/০৯...
17/09/2025

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়া’লার অশেষ রহমতে আজ থেকে প্রস্তুতি প্রোগ্রামের ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু করলাম। আজ ১৭/০৯/২৫ তারিখ বুধবার CoreDeft ICT Private Program এর HSC-26 ব্যাচের ICT প্রস্তুতি প্রোগ্রামের শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত হয়। ক্লাসে উপস্থিত প্রিয় মুখ গুলোর সাথে কিছু স্থিরচিত্র, যা রয়ে যাবে স্মৃতির পাতায়। ❤️😊

14/09/2025

অক্টাল যোগ || Octal addition

12/09/2025

বাইনারি যোগ। 😊

12/09/2025

গফরগাঁয়ে HSC-26 ব্যাচের ICT পূর্নাঙ্গ প্রস্তুতি প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে , ইনশাআল্লাহ। ☺️
CoreDeft ICT Private Program ২০১৭ সাল থেকে সফলতার সাথে প্রতি বছর গফরগাঁয়ে ICT প্রস্তুতি প্রোগ্রাম পরিচালনা করে আসছে। শুভেচ্ছা ক্লাসের সময় অতি শীঘ্রই জানিয়ে দেয়া হবে।

🟢যাদের জন্য এই প্রোগ্রামঃ
★ যাদের ICT একদমই পড়া হয়নি। অর্থাৎ শূন্য থেকে শুরু করতে চাচ্ছেন।
★ যাদের ICT মোটামুটি পড়া হয়েছে কিন্তু পরীক্ষা নিয়ে শতভাগ নিশ্চিন্ত হতে পারছেন না।
★ যাদের ICT তে ভিত্তি মজবুত কিন্তু আবারো ঝালিয়ে নিতে চাচ্ছেন ও পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করতে চাচ্ছেন।

এই তিনটি ক্যাটাগরির আলাদা আলাদা ব্যাচ তৈরী করে প্রস্তুতি প্রোগ্রাম পরিচালিত হবে, ইনশাআল্লাহ। ☺️

🟢যা যা থাকছে HSC 26 ব্যাচের পূর্নাঙ্গ ICT প্রস্তুতি প্রোগ্রামেঃ
★ ৫০± সমাধান ক্লাস (এই ক্লাস গুলোতে সম্পূর্ণ সিলেবাস শেষ করা হবে। যাদের ICT একদমই পড়া হয় নাই, ক্লাস গুলো শেষে তারাও এক্সপার্ট হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আর যারা আগে থেকেই মোটামুটি এক্সপার্ট, তারা আরও ভালোভাবে ঝালিয়ে নেয়ার সুযোগ পাবেন।)

★ ১০+ MCQ সমাধান ক্লাস (এই ক্লাস গুলোতে প্রতিটি অধ্যায়ের MCQ ব্যাখ্যা সহ সমাধান করা হবে।)।

★ ২০± টেস্ট পেপার সমাধান ক্লাস (এই ক্লাস গুলোতে টেস্ট পেপারে থাকা কলেজ গুলোর প্রশ্ন গুলোর ব্যাখ্যা সহ সমাধান করা হবে। এতেকরে শিক্ষার্থীরা সৃজনশীল CQ প্রশ্ন শতভাগ বুঝতে পারবে।)।

★ ১৫ টি ক্লাস টেস্ট (প্রতি অধ্যায় শেষে CQ ও MCQ পরীক্ষা নেয়া হবে।)।

★ ৮ টি মডেল টেস্ট (HSC পরীক্ষার মত পূর্ন সিলেবাসের উপর, পূর্ন নাম্বারের পরীক্ষা নেয়া হবে।)।

★ ৮ টি সমাধান ক্লাস (এই ক্লাস গুলোতে মডেল টেস্টে শিক্ষার্থীদের করা ভুল গুলো সমাধান করে দেয়া হবে।)।

🟢 আমাদের বৈশিষ্ট্যঃ
★ সুপরিকল্পিত কোর্স প্ল্যান।
★ গফরগাঁয়ে "তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)" পাঠদান উপযোগী পূর্নাঙ্গ মাল্টিমিডিয়া সংবলিত শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম।
★ সকল অধ্যায়ের প্রয়োজনীয় শিট প্রদান।
★ নিজস্ব ওয়েবসাইটে সকল অধ্যায়ের শত শত MCQ প্র‍্যাক্টিসের মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা।
★ এনিমেটেড প্রেজেন্টেশন মাধ্যমে ৫ম অধ্যায়ের কন্ডিশনাল স্টেটমেন্ট, লোপ ও জটিল অনুধাবন মূলক MCQ সহজ সমাধানের পাশাপাশি ৪র্থ ও ৫ম অধ্যায়ের প্র‍্যাক্টিকেল ক্লাসের ব্যবস্থা।
★ ক্লাস টেস্ট ও মডেল টেস্ট পরীক্ষার রেজাল্ট SMS এর মাধ্যমে শিক্ষার্থীর মোবাইলে প্রেরন ও নিজস্ব ওয়েবসাইটে প্রতিটি শিক্ষার্থীর আলাদা প্রোফাইলে নিজ নিজ ফলাফল সংরক্ষণ। যা শিক্ষার্থীর অগ্রগতি মূল্যায়নে সহায়ক।

বিঃদ্রঃ কোর্স প্ল্যান ও কোর্স ফি সম্পর্কে শুভেচ্ছা ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে।

কোর্স পরিচালনায়,
ইঞ্জিনিয়ার আফিফুর রহমান অর্নব
বিএসসি ইন কম্পিউটার সাইন্স & ইঞ্জিনিয়ারিং
সাবেক প্রভাষক (ICT)
ক্যাপিটাল কলেজ, ময়মনসিংহ
প্রতিষ্ঠাতা পরিচালক
CoreDeft Computer Training Institute &
CoreDeft IT Solution

12/09/2025

ডিজিটাল সিগনাল থেকে মান নির্ণয়ের প্রক্রিয়া।😊

সব প্রাইভেট প্রোগ্রাম গুলো যেখানে প্রতিযোগিতায় নেমেছে কে কলেজের কত কাছে যেতে পারে, CoreDeft ICT Private Program সেখানে ব...
09/09/2025

সব প্রাইভেট প্রোগ্রাম গুলো যেখানে প্রতিযোগিতায় নেমেছে কে কলেজের কত কাছে যেতে পারে, CoreDeft ICT Private Program সেখানে ব্যাতিক্রম। আমরা বিশ্বাস করি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারলে শিক্ষার্থী খোঁজতে কলেজে যেতে হয় না, শিক্ষার্থীরাই নিজ দায়িত্বে খোঁজে নেয়। বিদ্যা অর্জনের জন্য যদি সুদূর চীন যাওয়া যায়, তাহলে চাঁদনী হল মোড় কিন্তু খুব বেশি দূরে না। ☺️

ICT তে ভালো করতে হলে প্রয়োজন প্রচুর অনুশীলন ও নিয়মিত মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ। কনফিডেন্স কম থাকলে সহজ প্রশ্নও পরীক্ষ...
09/09/2025

ICT তে ভালো করতে হলে প্রয়োজন প্রচুর অনুশীলন ও নিয়মিত মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ। কনফিডেন্স কম থাকলে সহজ প্রশ্নও পরীক্ষার হলে কঠিন মনে হয়। ☺️

অল্প সময়ে বা শর্টকাটে সফলতা আসে না।যে কেউ ভালো ফলাফল পেতে চায়, তার জন্য দরকার সময়ের সঠিক ব্যবহার, ধৈর্য, ও পূর্ণ প্রস্তু...
08/09/2025

অল্প সময়ে বা শর্টকাটে সফলতা আসে না।
যে কেউ ভালো ফলাফল পেতে চায়, তার জন্য দরকার সময়ের সঠিক ব্যবহার, ধৈর্য, ও পূর্ণ প্রস্তুতি। শর্টকাট পদ্ধতি সাময়িক স্বস্তি দিলেও স্থায়ী সফলতার জন্য পরিশ্রম আর নিয়মিত চর্চার বিকল্প নেই। তাই স্বপ্ন পূরণে সংক্ষিপ্ত পথ নয়, বরং সঠিক পথে ধীরে ও স্থিরভাবে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। ☺️

গফরগাঁয়ে HSC-26 ব্যাচের ICT পূর্নাঙ্গ প্রস্তুতি প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে , ইনশাআল্লাহ। ☺️CoreDeft ICT Private Program ২...
05/09/2025

গফরগাঁয়ে HSC-26 ব্যাচের ICT পূর্নাঙ্গ প্রস্তুতি প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে , ইনশাআল্লাহ। ☺️
CoreDeft ICT Private Program ২০১৭ সাল থেকে সফলতার সাথে প্রতি বছর গফরগাঁয়ে ICT প্রস্তুতি প্রোগ্রাম পরিচালনা করে আসছে। শুভেচ্ছা ক্লাসের সময় অতি শীঘ্রই জানিয়ে দেয়া হবে।

🟢যাদের জন্য এই প্রোগ্রামঃ
★ যাদের ICT একদমই পড়া হয়নি। অর্থাৎ শূন্য থেকে শুরু করতে চাচ্ছেন।
★ যাদের ICT মোটামুটি পড়া হয়েছে কিন্তু পরীক্ষা নিয়ে শতভাগ নিশ্চিন্ত হতে পারছেন না।
★ যাদের ICT তে ভিত্তি মজবুত কিন্তু আবারো ঝালিয়ে নিতে চাচ্ছেন ও পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করতে চাচ্ছেন।

এই তিনটি ক্যাটাগরির আলাদা আলাদা ব্যাচ তৈরী করে প্রস্তুতি প্রোগ্রাম পরিচালিত হবে, ইনশাআল্লাহ। ☺️

🟢যা যা থাকছে HSC 26 ব্যাচের পূর্নাঙ্গ ICT প্রস্তুতি প্রোগ্রামেঃ
★ ৫০± সমাধান ক্লাস (এই ক্লাস গুলোতে সম্পূর্ণ সিলেবাস শেষ করা হবে। যাদের ICT একদমই পড়া হয় নাই, ক্লাস গুলো শেষে তারাও এক্সপার্ট হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আর যারা আগে থেকেই মোটামুটি এক্সপার্ট, তারা আরও ভালোভাবে ঝালিয়ে নেয়ার সুযোগ পাবেন।)

★ ১০+ MCQ সমাধান ক্লাস (এই ক্লাস গুলোতে প্রতিটি অধ্যায়ের MCQ ব্যাখ্যা সহ সমাধান করা হবে।)।

★ ২০± টেস্ট পেপার সমাধান ক্লাস (এই ক্লাস গুলোতে টেস্ট পেপারে থাকা কলেজ গুলোর প্রশ্ন গুলোর ব্যাখ্যা সহ সমাধান করা হবে। এতেকরে শিক্ষার্থীরা সৃজনশীল CQ প্রশ্ন শতভাগ বুঝতে পারবে।)।

★ ১৫ টি ক্লাস টেস্ট (প্রতি অধ্যায় শেষে CQ ও MCQ পরীক্ষা নেয়া হবে।)।

★ ৮ টি মডেল টেস্ট (HSC পরীক্ষার মত পূর্ন সিলেবাসের উপর, পূর্ন নাম্বারের পরীক্ষা নেয়া হবে।)।

★ ৮ টি সমাধান ক্লাস (এই ক্লাস গুলোতে মডেল টেস্টে শিক্ষার্থীদের করা ভুল গুলো সমাধান করে দেয়া হবে।)।

🟢 আমাদের বৈশিষ্ট্যঃ
★ সুপরিকল্পিত কোর্স প্ল্যান।
★ গফরগাঁয়ে "তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)" পাঠদান উপযোগী পূর্নাঙ্গ মাল্টিমিডিয়া সংবলিত শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম।
★ সকল অধ্যায়ের প্রয়োজনীয় শিট প্রদান।
★ নিজস্ব ওয়েবসাইটে সকল অধ্যায়ের শত শত MCQ প্র‍্যাক্টিসের মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা।
★ এনিমেটেড প্রেজেন্টেশন মাধ্যমে ৫ম অধ্যায়ের কন্ডিশনাল স্টেটমেন্ট, লোপ ও জটিল অনুধাবন মূলক MCQ সহজ সমাধানের পাশাপাশি ৪র্থ ও ৫ম অধ্যায়ের প্র‍্যাক্টিকেল ক্লাসের ব্যবস্থা।
★ ক্লাস টেস্ট ও মডেল টেস্ট পরীক্ষার রেজাল্ট SMS এর মাধ্যমে শিক্ষার্থীর মোবাইলে প্রেরন ও নিজস্ব ওয়েবসাইটে প্রতিটি শিক্ষার্থীর আলাদা প্রোফাইলে নিজ নিজ ফলাফল সংরক্ষণ। যা শিক্ষার্থীর অগ্রগতি মূল্যায়নে সহায়ক।

বিঃদ্রঃ কোর্স প্ল্যান ও কোর্স ফি সম্পর্কে শুভেচ্ছা ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে।

কোর্স পরিচালনায়,
ইঞ্জিনিয়ার আফিফুর রহমান অর্নব
বিএসসি ইন কম্পিউটার সাইন্স & ইঞ্জিনিয়ারিং
সাবেক প্রভাষক (ICT)
ক্যাপিটাল কলেজ, ময়মনসিংহ
প্রতিষ্ঠাতা পরিচালক
CoreDeft Computer Training Institute &
CoreDeft IT Solution

আপনারাই আমার অনুপ্রেরণা। খুব মিস করি আপনাদের। দোয়া করি, মহান আল্লাহ তায়া’লা আপনাদের মনের সকল নেক আশা পূরণ করেন।🤲
04/09/2025

আপনারাই আমার অনুপ্রেরণা। খুব মিস করি আপনাদের। দোয়া করি, মহান আল্লাহ তায়া’লা আপনাদের মনের সকল নেক আশা পূরণ করেন।🤲

Address

Gaffargaon
2230

Telephone

+8801750045130

Website

Alerts

Be the first to know and let us send you an email when CoreDeft ICT Private Program posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CoreDeft ICT Private Program:

Share