12/09/2025
গফরগাঁয়ে HSC-26 ব্যাচের ICT পূর্নাঙ্গ প্রস্তুতি প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে , ইনশাআল্লাহ। ☺️
CoreDeft ICT Private Program ২০১৭ সাল থেকে সফলতার সাথে প্রতি বছর গফরগাঁয়ে ICT প্রস্তুতি প্রোগ্রাম পরিচালনা করে আসছে। শুভেচ্ছা ক্লাসের সময় অতি শীঘ্রই জানিয়ে দেয়া হবে।
🟢যাদের জন্য এই প্রোগ্রামঃ
★ যাদের ICT একদমই পড়া হয়নি। অর্থাৎ শূন্য থেকে শুরু করতে চাচ্ছেন।
★ যাদের ICT মোটামুটি পড়া হয়েছে কিন্তু পরীক্ষা নিয়ে শতভাগ নিশ্চিন্ত হতে পারছেন না।
★ যাদের ICT তে ভিত্তি মজবুত কিন্তু আবারো ঝালিয়ে নিতে চাচ্ছেন ও পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করতে চাচ্ছেন।
এই তিনটি ক্যাটাগরির আলাদা আলাদা ব্যাচ তৈরী করে প্রস্তুতি প্রোগ্রাম পরিচালিত হবে, ইনশাআল্লাহ। ☺️
🟢যা যা থাকছে HSC 26 ব্যাচের পূর্নাঙ্গ ICT প্রস্তুতি প্রোগ্রামেঃ
★ ৫০± সমাধান ক্লাস (এই ক্লাস গুলোতে সম্পূর্ণ সিলেবাস শেষ করা হবে। যাদের ICT একদমই পড়া হয় নাই, ক্লাস গুলো শেষে তারাও এক্সপার্ট হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আর যারা আগে থেকেই মোটামুটি এক্সপার্ট, তারা আরও ভালোভাবে ঝালিয়ে নেয়ার সুযোগ পাবেন।)
★ ১০+ MCQ সমাধান ক্লাস (এই ক্লাস গুলোতে প্রতিটি অধ্যায়ের MCQ ব্যাখ্যা সহ সমাধান করা হবে।)।
★ ২০± টেস্ট পেপার সমাধান ক্লাস (এই ক্লাস গুলোতে টেস্ট পেপারে থাকা কলেজ গুলোর প্রশ্ন গুলোর ব্যাখ্যা সহ সমাধান করা হবে। এতেকরে শিক্ষার্থীরা সৃজনশীল CQ প্রশ্ন শতভাগ বুঝতে পারবে।)।
★ ১৫ টি ক্লাস টেস্ট (প্রতি অধ্যায় শেষে CQ ও MCQ পরীক্ষা নেয়া হবে।)।
★ ৮ টি মডেল টেস্ট (HSC পরীক্ষার মত পূর্ন সিলেবাসের উপর, পূর্ন নাম্বারের পরীক্ষা নেয়া হবে।)।
★ ৮ টি সমাধান ক্লাস (এই ক্লাস গুলোতে মডেল টেস্টে শিক্ষার্থীদের করা ভুল গুলো সমাধান করে দেয়া হবে।)।
🟢 আমাদের বৈশিষ্ট্যঃ
★ সুপরিকল্পিত কোর্স প্ল্যান।
★ গফরগাঁয়ে "তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)" পাঠদান উপযোগী পূর্নাঙ্গ মাল্টিমিডিয়া সংবলিত শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম।
★ সকল অধ্যায়ের প্রয়োজনীয় শিট প্রদান।
★ নিজস্ব ওয়েবসাইটে সকল অধ্যায়ের শত শত MCQ প্র্যাক্টিসের মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা।
★ এনিমেটেড প্রেজেন্টেশন মাধ্যমে ৫ম অধ্যায়ের কন্ডিশনাল স্টেটমেন্ট, লোপ ও জটিল অনুধাবন মূলক MCQ সহজ সমাধানের পাশাপাশি ৪র্থ ও ৫ম অধ্যায়ের প্র্যাক্টিকেল ক্লাসের ব্যবস্থা।
★ ক্লাস টেস্ট ও মডেল টেস্ট পরীক্ষার রেজাল্ট SMS এর মাধ্যমে শিক্ষার্থীর মোবাইলে প্রেরন ও নিজস্ব ওয়েবসাইটে প্রতিটি শিক্ষার্থীর আলাদা প্রোফাইলে নিজ নিজ ফলাফল সংরক্ষণ। যা শিক্ষার্থীর অগ্রগতি মূল্যায়নে সহায়ক।
বিঃদ্রঃ কোর্স প্ল্যান ও কোর্স ফি সম্পর্কে শুভেচ্ছা ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে।
কোর্স পরিচালনায়,
ইঞ্জিনিয়ার আফিফুর রহমান অর্নব
বিএসসি ইন কম্পিউটার সাইন্স & ইঞ্জিনিয়ারিং
সাবেক প্রভাষক (ICT)
ক্যাপিটাল কলেজ, ময়মনসিংহ
প্রতিষ্ঠাতা পরিচালক
CoreDeft Computer Training Institute &
CoreDeft IT Solution