গাইবান্ধা পরিবার

গাইবান্ধা পরিবার News, warning, awareness, social works, voting etc.

এটি একটি ১,০০০ গ্রাম লোহার বার, কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ১০০ ডলার।যদি আপনি এটাকে ঘোড়ার খুর বানাতে ব্যবহার করেন, এ...
05/07/2025

এটি একটি ১,০০০ গ্রাম লোহার বার, কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ১০০ ডলার।

যদি আপনি এটাকে ঘোড়ার খুর বানাতে ব্যবহার করেন, এর মূল্য বেড়ে দাঁড়ায় ২৫০ ডলার।

সেলাইয়ের সূঁচ তৈরি করলে এর মূল্য হয় প্রায় ৭০,০০০ ডলার।

ঘড়ির স্প্রিং ও গিয়ার তৈরি করলে এর মূল্য পৌঁছে যায় ৬ মিলিয়ন ডলারে।

আর এটাকে যদি উন্নত প্রযুক্তির লেজার উপাদানে রূপান্তর করা হয়, যা কম্পিউটার চিপ তৈরিতে ব্যবহৃত হয়, তখন এই একই লোহার বারের মূল্য দাঁড়ায় ১৫ মিলিয়ন ডলার।

আপনার প্রকৃত মূল্য নির্ধারিত হয় আপনি কি দিয়ে তৈরি তার মাধ্যমে নয়, বরং আপনি কীভাবে আপনার দক্ষতাকে বিকশিত করেন এবং তা প্রয়োগ করেন, তার উপর।

গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টারকে মা/র/ধ/রের ঘটনায় অভি/যুক্ত স্বামী স্ত্রী গ্রেফ/তা/র..........্রেনের যাত্রী কে মেরে নাক...
14/06/2025

গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টারকে মা/র/ধ/রের ঘটনায় অভি/যুক্ত স্বামী স্ত্রী গ্রেফ/তা/র..........্রেনের যাত্রী কে মেরে নাক ফাটিয়ে দেয়ার কারনে ষ্টেশন মাষ্টার কে বেধরক পেটালো যাত্রী, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে নানা অপচেষ্টা
বিশেষ প্রতিনিধি :
ট্রেনের যাত্রির সাথে অসৌজন্যমুলক আচরন করায় স্টেশন মাস্টার আবুল কাশেম কে পিটিয়ে অর্ধ নগ্ন করেছে যাত্রিরা। বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করতে ষ্টেশন মাষ্টারের নানা অপচেষ্টা।
আজ দুপুরে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখি ৭৫২ ডাউন লালমনি এক্সপ্রেস ট্রেন টি গাইবান্ধা পৌছায়। গাড়ি স্টেশনে দাড়ানো অবস্থায় লালমনির হাট থেকে দাড়িয়ে আসা যাত্রী আসনের জন্য গাইবান্ধা স্টেশন মাস্টারের সাথে কথা বলতে আসলে বাকবিতন্ডা শুরু হয। এর এক পর্যায়ে স্টেশন মাস্টার আবুল কাশেম জনৈক ঐ যাত্রির মুখে আঘাত করলে নাক থেকে রক্ত ঝড়তে থাকে।
পরে যাত্রির সাথে থাকা স্ত্রী সহ সহ অন্যান্নরা ষ্টেশন মাস্টার কে টেনে হিচড়ে প্লাটর্ফম থেকে রেল লাইনের উপর নামিয়ে নিলে উভয় পক্ষকে মারধর করতে দেখাযায়। পরে নির্ধারিত সময়ে ট্রেন ছারলে যাত্রীরা ট্রেনে উঠে চলে যায়।
বিষয়টি তাৎক্ষনিক ভাবে যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

স্টেশনে কর্তব্যরত আই সি সাহেব গনি ঘটনার স্বত্যতা স্বীকার করে জানান আজকের এই অপ্রীতীকর ঘটনার জন্য পুরোপুরি দায়ী স্টেশন মাস্টার আবুল কাশেম, তিনি নিজেই মেরে নাক ফাটিয়ে দিয়েছেন যাত্রীর।

তবে স্টেশন মাস্টার আবুল কাশেমের সাথে ঘটনার সময় বক্তব্য নিতে চাইলে তিনি ক্যামেরায় কোন বক্তব্য দিতে রাজি না হলেও, পরে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সাজিয়েছেন নানা গাল গল্প।
তবে ঘটনার সময় গণ উত্তরণ, গ্লোবাল টিভি এবং জনকন্ঠের কন্ট্রিবিউটিং রির্পোটারের ক্যামেরায় সকল কিছু ধারন করা থাকায় চাইলেও ভিন্ন খাতে প্রবাহিত করতে পারছে না।

ক্যামেরায় ধারন করা সকল ভিডিও সেই সাথে কর্তব্যরত আই সি ওসমান গনির স্পষ্ট বক্তব্য প্রমান করে যে ষ্টেশন মাষ্টার অপরাধি। সুতরাং
দায়িত্বশীল পদে থেকে যাত্রীর সাথে এমন আচরন কেন করল স্টেশন মাস্টার, কিংবা যাত্রিরাই কেন বা কর্তব্যরত স্টেশন মাস্টার কে এভাবে লাঞ্চিত করল, বিষয়টি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবে সংশ্লিষ্টরা এমনটাই দাবি করছে সুধি সমাজ।
fans

14/06/2025

গাইবান্ধা রেলওয়ে স্টেশনে
যাত্রী এবং স্টেশন মাস্টারের মাঝে ঘটে ঘটনা...

11/06/2025

স্যালুট স্যার। যুক্তি উপস্থাপন করার জন্য।

09/06/2025

আগে দলীয় প্রোগ্রামে আইলে মাইর খাইতাম , এখন খিচুড়ি খাই😄

দুরন্ত কায়দায় কমান বিদ্যুতের বিল! সহজ এই কাজেই বাঁচান হাজার হাজার টাকা!
08/06/2025

দুরন্ত কায়দায় কমান বিদ্যুতের বিল! সহজ এই কাজেই বাঁচান হাজার হাজার টাকা!

🌿 পেয়ারা পাতার উপকারিতা:রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করেপেয়ারা পাতায় প্রাকৃতিক অ্যান্টি-ডায়াবেটিক উপাদান র...
08/06/2025

🌿 পেয়ারা পাতার উপকারিতা:
রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে

পেয়ারা পাতায় প্রাকৃতিক অ্যান্টি-ডায়াবেটিক উপাদান রয়েছে, যা ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়।

হজম শক্তি বাড়ায় ও গ্যাস্ট্রিক কমায়

পেয়ারা পাতার চা পান করলে পেট ফাঁপা, অ্যাসিডিটি ও ডায়রিয়া উপশম হয়।
ওজন কমাতে সহায়ক

চর্বি শোষণ কমায় এবং বিপাক ক্রিয়া বাড়ায়, ফলে ওজন কমাতে সহায়তা করে।

দাঁতের মাড়ির রোগ ও মুখের দুর্গন্ধ দূর করে

পাতা চিবালে বা দিয়ে কুলকুচি করলে ব্যাকটেরিয়া কমে যায় এবং মাড়ি শক্ত হয়।

ত্বকে ব্রণ ও ফুসকুড়ি প্রতিরোধ করে

পাতা বেটে পেস্ট করলে তা অ্যান্টি-ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে।

চুল পড়া কমায় ও স্ক্যাল্প সুস্থ রাখে

পাতা সেদ্ধ করে সেই পানি দিয়ে মাথা ধুলে খুশকি ও চুল পড়া কমে।
ঠান্ডা-কাশি উপশমে কার্যকর

গরম করে পাতা দিয়ে ভাপ নিলে কফ সহজে বের হয় এবং কাশি কমে।

রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে

অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে।

রক্ত পরিষ্কার করে ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়

ভিটামিন C ও ফ্ল্যাভনয়েড সমৃদ্ধ পাতা শরীরের টক্সিন দূর করে।
মাসিক অনিয়মে সহায়ক হতে পারে

পেয়ারা পাতার চা মাসিকব্যথা কমাতে প্রাকৃতিক টনিকের কাজ করে।

08/06/2025

পল্লী বিদ্যুতের অনিয়ম নিয়ে যা বললেন আন্দোলনরত কর্মীরা ।

08/06/2025

জোর প্রতিবাদ জানাই নাই এই অনিয়ম নিয়ে।

Address

Gaibandha

Telephone

+8801767042496

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাইবান্ধা পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গাইবান্ধা পরিবার:

Share