02/09/2024
রুয়ান্ডার মরিচ চাষী ডিয়াগো ওয়াহিরা, ৬ বছর আগে ১ হেক্টর জমিতে মরিচ চাষ শুরু করে ।
রুয়ান্ডা প্রধানত চা এবং কফি রফতানি করেই তাদের কৃষি দিয়ে উপার্জন করত । ডিয়েগো ইন্ডীয়াতে মরিচ রফতানি করার জন্য তার ইউএসপি ব্যাবহার করে - প্রাইস এ।
এছাড়াও, মচির চাষে হাত দিয়েই মরিচ তুলতে হয়, কাজেই এখানে যান্ত্রিকিকরণ সম্ভব নয় - এটাও তার মরিচ নিয়ে কাজ করার জন্য অন্যতম অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে ।
গ্রীস, ইংল্যান্ড, জার্মানি, স্পেন এবং ইটালিতেও কাচা মরিচের বিশাল বাজার আছে ।
ভারত, পাকিস্তান বা শ্রীলংকার চাইতেও রুয়ান্ডা আবহাওয়ায় মরিচ ভালহয় । কিছুটা শীত প্রধান আবহাওয়া মরিচ চাষের জন্য উপযোগী, সাথে নিয়মিত বৃষ্টিও রুয়ান্ডার চাষীদের মরিচ চাষে সুবিধা দিয়েছে । দিয়েগো এই সুবিধাই নিয়েছে ।
একই সাথে, রুয়ান্ডার সরকার তাদের দেশে ব্যাবসা করার জন্য অসাধারন সুযোগ সৃষ্টি করেছে ।
তারা বিজনেস ইনডেক্স এ বর্তমানে ৩৭ তম দেশ, যেকোণ লাইসেন্স অনলাইন এ আবেদন করার ২৪ ঘন্টার মাঝে কাগজ পাওয়া যায়, অন্যান্য সুবিধা ত আছেই ।
৩ হেক্টর এ শুরু করার পর ৬ বছর এ এসে ডিয়েগোর জমির পরিমান ৭০০ হেক্টর । হেক্টর প্রতি সব খরচ বাদ দিয়ে তার ৯০০০-১০০০০ ডলার লাভ থাকে ।
//.\\
দুনিয়ায়, ২ টি যায়গা অসাধারন যায়গ বলে আমার মনে হয় ।
একটা হল, দক্ষিণ পুর্ব এশিয়া,
আরেকটি হল পুর্ব আফ্রিকা ।
দক্ষিণ পুর্ব এশিয়া দ্রুত উন্নতি করছে, বার্মা, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনশিয়া...
এই কটি দেশে, বছরে ৭৮ লাখ পর্যটক ভ্রমন করতে যায় । তুলনামূলক সস্তা, সব ধরনের সুবিধা, পর্যটনের জন্য সুযোগ সুবিধা তাদেরকে এই সুবিধা দিয়েছে ।
সেখানে যেসব টুরিস্ট যায় - তারা গড়ে ৩০০০ ডলার খরচ করেন ।
পুর্ব আফ্রিকার - কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা আর তাঞ্জানিয়া মিলিয়ে ৮০ লাখ টুরিস্ট যায় ।
গড়ে খরচ করে ৮০০০ ডলার । ইউরোপের মধ্যবিত্তরা প্রধানত এখানে আসেন সাফারিতে ।
প্রচুর উপার্জন হয় এই দুই এলাকার পর্যটন সম্পর্কিত ব্যাবসায়ীদের ।
টুরিস্ট মানেই, গরুর মাংস আর ফল খাবেই সারা দুনিয়ায় ।
এই সুযোগ আমরা নিতে পারছি না - পুর্ব আফ্রিকায় এই সুযোগ নিচ্ছে প্রধানত ভারতীয়রা, সুনির্দিস্ট করে বললে - গুজরাটিরা ।
ডিপ্লোম্যাসির এই যুগে তারা এই সুযোগ নিতে পারলেও, তাঞ্জানিয়া আমাদের ভিসাই দেয় না বলতে গেলে ।
//.\\
আপনি যদি ভাগ্য বদলাতে চান - ক্রস বর্ডার বিজনেস ইজ আ মাস্ট !
সানমুন টেইলার্স সারা বছরে যত শার্ট বানায়, স্ট্যান্ডার্ড গার্মেন্টস সেটা সম্ভবত একদিনে বানায় ।
আমাদের উচিত, ক্রস বর্ডার ব্যাবসায় মনোযোগ দেয়া, দরকার হলে এসব দেশে গিয়ে ব্যাবসা করা ।
কিন্তু আমরা নিজ দেশ ছেড়ে কোথাও যেতে চাইনা সহজে, আফ্রিকায় ত অবশ্যই নয় । রুয়ান্ডা, সেফটিইন্ডেক্স এ বর্তমানে ৬ষ্ঠ দেশ ।
ডিয়েগো ভারতে মরিচ রফতানি করেও লাভ করে, আর আমরা ভারত থেকে মরিচ আমদানি করি ।
এমন একজন নবী/রাসুল নেই, যিনি হিজরতের আগে সাফল্য পেয়েছেন বা হিজরত করেন নাই ।
সফলতার জন্য এই একটি উদাহরনই যথেস্ট ।