Northbengle Today

Northbengle Today বাংলাদেশ ২.০ এর সকল আপডেট এখানেই।

31/03/2025

সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার মাটি ও মানুষের নেতা জনাব অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক স্যারের পক্ষ থেকে ইফতার মাহফিল ও গরীব অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন জনাব মোঃ রশিদুল ইসলাম।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল,বগুড়া।

18/03/2025
আলহামদুলিল্লাহ আল- আকসা মসজিদ প্রথম তারাবি🤲
28/02/2025

আলহামদুলিল্লাহ আল- আকসা মসজিদ প্রথম তারাবি🤲

28/02/2025

একুশ সদস্যের আংশিক কমিটি ঘোষনা "নর্থবেঙ্গল ঐক্য পার্টির"
ইদে পূর্নাঙ্গ কমিটি ঘোষণার আশ্বাস দিয়েছেন নেতৃবৃন্দরা।
https://www.facebook.com/share/p/18XEAW3SrH/?mibextid=Nif5oz

28/02/2025

৭ টায় আংশিক কমিটি দেওয়ার ঘোষণা দিয়েছে "নর্থবেঙ্গল ঐক্য পার্টি"

"নর্থবেঙ্গল ঐক্য পার্টি" নামে নতুন দলের আবির্ভাব"
28/02/2025

"নর্থবেঙ্গল ঐক্য পার্টি" নামে নতুন দলের আবির্ভাব"

এটি ইতালীয় চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত দেয়াল চিত্রকর্ম The Last Supper (শেষ নৈশভোজ)। ধারণা করা হয় ১...
19/09/2024

এটি ইতালীয় চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত দেয়াল চিত্রকর্ম The Last Supper (শেষ নৈশভোজ)। ধারণা করা হয় ১৪৯৫-১৪৯৮ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ছবিটি আঁকা হয়েছিলো। যিশুখ্রিষ্ট তার বারোজন শিষ্যকে নিয়ে মৃত্যুর আগে যে শেষ নৈশভোজ সারেন তাই শেষ নৈশভোজ নামে পরিচিত ও এই ছবির মূল বিষয় । এই ছবিতে সে বারোজন শিষ্য অদৃশ্য।

10/09/2024

ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটরদের দিকে নজর দিন সবচেয়ে বেশি হয়রানির জায়গা ওখানে!
টাকা ছাড়া তাদের কিবোর্ড চলেনা।

04/09/2024

সব গোপন কথা তোমার বন্ধুর নিকট প্রকাশ করো না, যদিও খাঁটি (অন্তরঙ্গ) বন্ধু হয়। তোমার কি জানা আছে? যেকোনো সময় সে তোমার শত্রু হয়ে যেতে পারে (তখন তুমি ক্ষতির সম্মুখীন হবে )। আর শত্রুকে কষ্ট দেয়ার সামর্থ্য থাকলেও কষ্ট দিও না। কারণ,অসম্ভব নয় ওই শত্রু কখনো তোমার বন্ধু হয়ে যাবে (তখন তোমাকে লজ্জিত হতে হবে)l

পূর্বনাম-Bangladesh Sadharon Chhatra Odhikar Songrokkhon Parishad (Bengali: বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ...
02/09/2024

পূর্বনাম-
Bangladesh Sadharon Chhatra Odhikar Songrokkhon Parishad (Bengali: বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, commonly known BSRC is a Bangladeshi democratic student organization to promote and protect general students' right, to reform quotas and eliminate all types of discriminations in the recruitment of government employees.The organization first came to prominence in 2018 for leading Bangladesh quota reform movement.[5] Due to the movement's increasing popularity, Bangladesh government accepted its five-point demands and abolished quotas in the recruitment of Bangladesh Civil Service cadres though no reform was announced in the recruitment of lower grade officers.In July 2018, many involved in the demonstrations of the organization were brutally attacked.In July 2018, the embassies of Germany, USA, Norway, Switzerland and few other countries in Dhaka expressed their concern over the 'brutal attacks' on peaceful demonstration of Bangladesh Sadharon Chhatra Odhikar Songrokkhon Parishad.[13] For 2019, DUCSU election, the organization announced its panel on 25 February 2019. The organization made Nurul Haq Nur vice-president candidate of the panel and Muhammad Rashed Khan general secretary contender and Faruk Hasan assistant general secretary nominee.

রুয়ান্ডার মরিচ চাষী ডিয়াগো ওয়াহিরা, ৬ বছর আগে ১ হেক্টর জমিতে মরিচ চাষ শুরু করে ।রুয়ান্ডা প্রধানত চা এবং কফি রফতানি করেই ...
02/09/2024

রুয়ান্ডার মরিচ চাষী ডিয়াগো ওয়াহিরা, ৬ বছর আগে ১ হেক্টর জমিতে মরিচ চাষ শুরু করে ।

রুয়ান্ডা প্রধানত চা এবং কফি রফতানি করেই তাদের কৃষি দিয়ে উপার্জন করত । ডিয়েগো ইন্ডীয়াতে মরিচ রফতানি করার জন্য তার ইউএসপি ব্যাবহার করে - প্রাইস এ।

এছাড়াও, মচির চাষে হাত দিয়েই মরিচ তুলতে হয়, কাজেই এখানে যান্ত্রিকিকরণ সম্ভব নয় - এটাও তার মরিচ নিয়ে কাজ করার জন্য অন্যতম অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে ।

গ্রীস, ইংল্যান্ড, জার্মানি, স্পেন এবং ইটালিতেও কাচা মরিচের বিশাল বাজার আছে ।

ভারত, পাকিস্তান বা শ্রীলংকার চাইতেও রুয়ান্ডা আবহাওয়ায় মরিচ ভালহয় । কিছুটা শীত প্রধান আবহাওয়া মরিচ চাষের জন্য উপযোগী, সাথে নিয়মিত বৃষ্টিও রুয়ান্ডার চাষীদের মরিচ চাষে সুবিধা দিয়েছে । দিয়েগো এই সুবিধাই নিয়েছে ।

একই সাথে, রুয়ান্ডার সরকার তাদের দেশে ব্যাবসা করার জন্য অসাধারন সুযোগ সৃষ্টি করেছে ।

তারা বিজনেস ইনডেক্স এ বর্তমানে ৩৭ তম দেশ, যেকোণ লাইসেন্স অনলাইন এ আবেদন করার ২৪ ঘন্টার মাঝে কাগজ পাওয়া যায়, অন্যান্য সুবিধা ত আছেই ।

৩ হেক্টর এ শুরু করার পর ৬ বছর এ এসে ডিয়েগোর জমির পরিমান ৭০০ হেক্টর । হেক্টর প্রতি সব খরচ বাদ দিয়ে তার ৯০০০-১০০০০ ডলার লাভ থাকে ।

//.\\

দুনিয়ায়, ২ টি যায়গা অসাধারন যায়গ বলে আমার মনে হয় ।
একটা হল, দক্ষিণ পুর্ব এশিয়া,
আরেকটি হল পুর্ব আফ্রিকা ।

দক্ষিণ পুর্ব এশিয়া দ্রুত উন্নতি করছে, বার্মা, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনশিয়া...

এই কটি দেশে, বছরে ৭৮ লাখ পর্যটক ভ্রমন করতে যায় । তুলনামূলক সস্তা, সব ধরনের সুবিধা, পর্যটনের জন্য সুযোগ সুবিধা তাদেরকে এই সুবিধা দিয়েছে ।

সেখানে যেসব টুরিস্ট যায় - তারা গড়ে ৩০০০ ডলার খরচ করেন ।
পুর্ব আফ্রিকার - কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা আর তাঞ্জানিয়া মিলিয়ে ৮০ লাখ টুরিস্ট যায় ।

গড়ে খরচ করে ৮০০০ ডলার । ইউরোপের মধ্যবিত্তরা প্রধানত এখানে আসেন সাফারিতে ।

প্রচুর উপার্জন হয় এই দুই এলাকার পর্যটন সম্পর্কিত ব্যাবসায়ীদের ।
টুরিস্ট মানেই, গরুর মাংস আর ফল খাবেই সারা দুনিয়ায় ।
এই সুযোগ আমরা নিতে পারছি না - পুর্ব আফ্রিকায় এই সুযোগ নিচ্ছে প্রধানত ভারতীয়রা, সুনির্দিস্ট করে বললে - গুজরাটিরা ।

ডিপ্লোম্যাসির এই যুগে তারা এই সুযোগ নিতে পারলেও, তাঞ্জানিয়া আমাদের ভিসাই দেয় না বলতে গেলে ।

//.\\

আপনি যদি ভাগ্য বদলাতে চান - ক্রস বর্ডার বিজনেস ইজ আ মাস্ট !
সানমুন টেইলার্স সারা বছরে যত শার্ট বানায়, স্ট্যান্ডার্ড গার্মেন্টস সেটা সম্ভবত একদিনে বানায় ।

আমাদের উচিত, ক্রস বর্ডার ব্যাবসায় মনোযোগ দেয়া, দরকার হলে এসব দেশে গিয়ে ব্যাবসা করা ।

কিন্তু আমরা নিজ দেশ ছেড়ে কোথাও যেতে চাইনা সহজে, আফ্রিকায় ত অবশ্যই নয় । রুয়ান্ডা, সেফটিইন্ডেক্স এ বর্তমানে ৬ষ্ঠ দেশ ।

ডিয়েগো ভারতে মরিচ রফতানি করেও লাভ করে, আর আমরা ভারত থেকে মরিচ আমদানি করি ।

এমন একজন নবী/রাসুল নেই, যিনি হিজরতের আগে সাফল্য পেয়েছেন বা হিজরত করেন নাই ।

সফলতার জন্য এই একটি উদাহরনই যথেস্ট ।

Address

Rangpur

Telephone

+8801945014109

Website

Alerts

Be the first to know and let us send you an email when Northbengle Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Northbengle Today:

Share