Galachipa crush & confession

Galachipa crush & confession আসসালামু আলাইকুম"গলাচিপা বাসী"পরিচয় গোপন রেখে আপনার ক্রাশকে confo দিতে আমাদের মেসেজ করুন'রুলস ইনবক্স

  no.101Form: অচেনা কেউTo: asifকী বলে শুরু করবো বুজতে পারতেছি না,Glp কলেজে  তোমাকে প্রথম দেখেই এক নজরে ভালো লেগে গেলো।এম...
26/01/2024

no.101

Form: অচেনা কেউ
To: asif
কী বলে শুরু করবো বুজতে পারতেছি না,Glp কলেজে তোমাকে প্রথম দেখেই এক নজরে ভালো লেগে গেলো।এমন এর আগে কখনো কাউকে লাগে নেই। বলতে গেলে তোমার ফিদা হয়ে গেলাম। তখন থেকে প্যারা ছিলো তোমাকে কিভাবে বলবো কার মধ্যমে বলবো।
আমার Glpতে তেমন বন্ধুবান্ধব নেই।তোমাকে বলটা খুব প্রয়োজন,জানি না তুমি কারো সাথে রিলেশন এ আছো কী না।কারো সাথে রিলেশন থাকলে তো আর হবে না।তো তুমি আমার ক্রাশ হয়ে থাকবা সারা জীবন। বিশ্বাস করো প্রথম দেখেই এতো ভালো লাগছে এর আগে এই ফিলিংস কাজ করে নাই। তাই কোনো উপায় না পেয়ে কনফিউশন দিলাম।তুুমি যদি সিঙ্গেল থাকো আমার বিষয় টা ভাববা।
চুপিচুপি ভালোবেসে জাবো।
সিঙ্গেল থাকলে লাভ রিয়েক্ট দিবা। অনেক কষ্টের পর তোমার পিকটা খুঁজে পেলাম"
তোমার এক দেখাই পাগল অচেনা কেউ। (Hidden)

  no. 100From: Hidden 😷To:আফসানা মিমিপ্রিয়তমা,তোমার প্রতি আমার যে ভালোবাসা এটা কখনোই প্রকাশ করা হলো না। তাইতো আজ তোমার ...
25/01/2024

no. 100
From: Hidden 😷
To:আফসানা মিমি
প্রিয়তমা,

তোমার প্রতি আমার যে ভালোবাসা এটা কখনোই প্রকাশ করা হলো না। তাইতো আজ তোমার প্রতি না বলা ভালোবাসার কিছু কথা তোমাকে জানাতে চাই। হয়তো তুমি কখনো বিশ্বাস করবে না আমি তোমাকে কতটা ভালোবাসি।

ভালোবাসার অপর নাম দুঃখ হওয়া সত্ত্বেও আমি তোমার ভালবাসায় শতবার মরে যেতে রাজি। তোমার প্রতি আমার যে ভালোবাসা এই ভালোবাসা আমি সাগরের সমুদ্রে ডুব দিতে চাই। তোমার প্রতি বলা আমার প্রতিটা কথা আমার হৃদয়ে থেকে আগত, আমি তোমার প্রতি যা বলি তা কখনোই মিথ্যার প্রয়াস নয়। ভালোবাসা এ যেন এক মায়া, তোমার মায়ায় আমি ক্লান্ত।

তোমার প্রতি ভালোবাসা ও শ্রেষ্ঠত্বের প্রমাণ হলো আমার প্রতি তোমার সম্মান ও আচার আচরণ। আমি যখন তোমাকে প্রথম দেখি তখন থেকেই ভেবেছিলাম তোমার মন মানসিকতা অনেক ভালো হবে। তবে এখন আমি সত্যিই অবাক কেননা আমি যতটুকু ভেবেছিলাম তুমি তার থেকেও বেশি ভালো।

তোমার প্রতি আমার যে আগ্রহ এই আগ্রহ কখনো শেষ হবে না। ভালোবাসার মানুষের প্রতি যত্নশীল হলে তাকে সারা জীবন আগলে রাখতে হয়। আমিও তোমাকে সারা জীবন আ মার কাছে আগলে রাখতে চাই। এবং তোমাকে সকল প্রকার দুঃখ-কষ্ট থেকে দূরে রাখতে চাই।

ইতি, তোমার প্রিয়

Address

Galachipa

Telephone

+8801907972906

Alerts

Be the first to know and let us send you an email when Galachipa crush & confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Galachipa crush & confession:

Share