
26/01/2024
no.101
Form: অচেনা কেউ
To: asif
কী বলে শুরু করবো বুজতে পারতেছি না,Glp কলেজে তোমাকে প্রথম দেখেই এক নজরে ভালো লেগে গেলো।এমন এর আগে কখনো কাউকে লাগে নেই। বলতে গেলে তোমার ফিদা হয়ে গেলাম। তখন থেকে প্যারা ছিলো তোমাকে কিভাবে বলবো কার মধ্যমে বলবো।
আমার Glpতে তেমন বন্ধুবান্ধব নেই।তোমাকে বলটা খুব প্রয়োজন,জানি না তুমি কারো সাথে রিলেশন এ আছো কী না।কারো সাথে রিলেশন থাকলে তো আর হবে না।তো তুমি আমার ক্রাশ হয়ে থাকবা সারা জীবন। বিশ্বাস করো প্রথম দেখেই এতো ভালো লাগছে এর আগে এই ফিলিংস কাজ করে নাই। তাই কোনো উপায় না পেয়ে কনফিউশন দিলাম।তুুমি যদি সিঙ্গেল থাকো আমার বিষয় টা ভাববা।
চুপিচুপি ভালোবেসে জাবো।
সিঙ্গেল থাকলে লাভ রিয়েক্ট দিবা। অনেক কষ্টের পর তোমার পিকটা খুঁজে পেলাম"
তোমার এক দেখাই পাগল অচেনা কেউ। (Hidden)