বইকেন্দ্র পাবলিকেশন

বইকেন্দ্র পাবলিকেশন জ্ঞানের আলোয় পৃথিবী গড়ি ||

আমরা যা দেখি, সেটাই কি চূড়ান্ত বাস্তবতা? আমাদের বিশ্বাস কি শুধু তার উপরেই নির্ভরশীল? বর্তমান প্রযুক্তি আর বিজ্ঞানের অভা...
31/08/2025

আমরা যা দেখি, সেটাই কি চূড়ান্ত বাস্তবতা? আমাদের বিশ্বাস কি শুধু তার উপরেই নির্ভরশীল? বর্তমান প্রযুক্তি আর বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতি আমাদের এই চিরায়ত ধারণাকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে।
আমাদের যাপিত জীবনের প্রতিটি মুহূর্তে, একটু সচেতনভাবে তাকালেই আমরা থমকে যাই। কী ঘটছে এখানে? আর কারা এর পেছনে নাড়ছে কলকাঠি?
ব্যক্তি জীবন শুরু করে সমাজ, রাষ্ট্র, এবং অর্থনীতির মতো বৃহত্তর পরিসরের প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলেই এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি হতে হয়। দেখা যায়, দেশ, রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, রাজনীতি, আর ইতিহাসের গতিপথ নিয়ন্ত্রণ করছে কিছু গুপ্তসংঘ। পর্দার আড়ালে থেকে এই বিশাল জগতকে নিয়ন্ত্রণ করছে তারা। এই গুপ্ত সংঘগুলোর মধ্যে কয়েকটি সুপরিচিত নামও উঠে আসে। যা হচ্ছে......

এই যে আমাদের বিপর্যয়, এর মূল কারণ হলো-আমরা দাওয়াত ছেড়ে দিয়েছি, আমরা আমাদের কাজ ভুলে গিয়েছি, ফলে তারা দাওয়াত দিয়ে মুসলমান...
04/08/2025

এই যে আমাদের বিপর্যয়, এর মূল কারণ হলো-আমরা দাওয়াত ছেড়ে দিয়েছি, আমরা আমাদের কাজ ভুলে গিয়েছি, ফলে তারা দাওয়াত দিয়ে মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছে। এবং তারা টার্গেট করেছে আমাদের পাহাড় আর পাহাড়ের মানুষদের। যাদের জীবনযাপন স্বাভাবিক সমাজের চেয়ে একটু আলাদা। তাঁদেরকে নিয়মিত দাওয়াত এর মাধ্যমে প্রতিনিয়ত ধর্মান্তরিত করা হচ্ছে ।
এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই "বাংলায় বাজে গির্জার বাঁশি" বইটি তে।

হিজরতে নববীতে যারা লিখেছেন -২শিরোনাম: একটি তাত্ত্বিক আলোকপাত
04/08/2025

হিজরতে নববীতে যারা লিখেছেন -২

শিরোনাম: একটি তাত্ত্বিক আলোকপাত

ইতিহাস, যুদ্ধ, আন্দোলন, ক্ষমতা, মিডিয়া, অর্থনিতীর পেছনে থাকে চরম সত্য । কিন্তু সব সত্য কি সামনে আসে নাকি আড়ালে অনেককিছুই...
04/08/2025

ইতিহাস, যুদ্ধ, আন্দোলন, ক্ষমতা, মিডিয়া, অর্থনিতীর পেছনে থাকে চরম সত্য । কিন্তু সব সত্য কি সামনে আসে নাকি আড়ালে অনেককিছুই গোপন থাকে?

👉 যারা ইতিহাস, রাজনীতি ও মিডিয়া-ক্রিটিক পড়তে ভালোবাসেন — তাদের জন্য মাস্ট রিড!

04/08/2025

বইকেন্দ্র পাবলিকেশন এর কয়টা বই আপনার সংগ্রহে আছে?
আমাদের একটু জানাবেন প্লিজ!

হিজরতে নববীতে যারা লিখেছেন -১শিরোনাম: তাবলীগের সফর, নববী হিজরত: যে বিষয়টি লক্ষ্য করা উচিত। বিস্তারিত কমেন্টে।
31/07/2025

হিজরতে নববীতে যারা লিখেছেন -১

শিরোনাম: তাবলীগের সফর, নববী হিজরত: যে বিষয়টি লক্ষ্য করা উচিত।

বিস্তারিত কমেন্টে।

আপনি একজন গ্রাহক হিসেবে বই সংগ্রহে ক্ষেত্রে বেস্ট অপশন মনে করেন কোনটাকে, অনলাইন নাকি  অফলাইন?
30/07/2025

আপনি একজন গ্রাহক হিসেবে বই সংগ্রহে ক্ষেত্রে বেস্ট অপশন মনে করেন কোনটাকে, অনলাইন নাকি অফলাইন?

গুপ্তহত্যার ভয়ংকর রূপ। যুগে যুগে গুপ্তহত্যার নানা কৌশল আবিষ্কৃত হয়েছে। ঘাতকেরা সেই কৌশল কাজে লাগিয়ে নিজেদের কার্য হাসিল ...
24/07/2025

গুপ্তহত্যার ভয়ংকর রূপ।

যুগে যুগে গুপ্তহত্যার নানা কৌশল আবিষ্কৃত হয়েছে। ঘাতকেরা সেই কৌশল কাজে লাগিয়ে নিজেদের কার্য হাসিল করে গেছে।
আর গুপ্তহত্যা হলো এমন এক ভয়ঙ্কর হাতিয়ার, যা প্রতিপক্ষকে গোপনে চিরদিনের জন্য চুপ করিয়ে দেয়, কিংবা বাধিয়ে দেয় চিরশত্রুতা।

খ্রিস্টান মিশনারি কেমন করে গ্রাস করে নিচ্ছে পার্বত্য চট্টগ্রাম, ফাঁদে ফেলে কেমন করে খ্রিস্টান বানিয়ে ফেলছে দরিদ্র মুসলিম...
24/07/2025

খ্রিস্টান মিশনারি কেমন করে গ্রাস করে নিচ্ছে পার্বত্য চট্টগ্রাম, ফাঁদে ফেলে কেমন করে খ্রিস্টান বানিয়ে ফেলছে দরিদ্র মুসলিমদের-চোখে না দেখলে আপনি বিশ্বাস করবেন না।
আপনার চোখ খুলে দেবার জন্যই এই বইটি। আপাতত আর কিছু বলছি না। পড়ার আমন্ত্রণ রইল।

উপমহাদেশের কীর্তিমান সংগ্রামী পুরুষ তিতুমীরের জীবনের গল্পভাষ্য 'বাঁশের কেল্লায় তিতুমীর'। লেখক অত্যন্ত সফলভাবে ইতিহাসের র...
23/07/2025

উপমহাদেশের কীর্তিমান সংগ্রামী পুরুষ তিতুমীরের জীবনের গল্পভাষ্য 'বাঁশের কেল্লায় তিতুমীর'। লেখক অত্যন্ত সফলভাবে ইতিহাসের রুক্ষ-ধূসর আগল থেকে তাকে বের করে এনেছেন কথাসাহিত্যের সরস তীর্থভূমিতে।

এ বই আমাদের স্বপ্ন-কিশারদের চলার পথ বদলে দেবে; তাদের সামনে তৈরি হবে স্বাধীনতা ও দেশাত্মবোধের উজ্জ্বল সরণি। তাদের কোমল হৃদয়রাজ্যে সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়াবে সাহসী-অকুতভয়, নির্ভিক মুজাহিদ তিতুমীর।

লিখেছেন: অধ্যাপক এস. এম. হারুন-উর-রশীদ

21/07/2025

আজকের বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা মর্মাহত।

আমরা দোয়া করছি মৃতের সংখ্যা আর না বাড়ুক। যারা আহাত হয়েছে, দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক।
যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের সবাইকে বিনা হিসেবে জান্নাত দান করুন, আমিন।

ইলু*মিনাতি এবং ফ্রি*ম্যাসন নিয়ে বিভিন্ন ভাষায় অসংখ্য বই থাকলেও বাংলায় এর সার্বিক ও প্রামাণ্য ইতিহাস নেই বললেই চলে। এই...
20/07/2025

ইলু*মিনাতি এবং ফ্রি*ম্যাসন নিয়ে বিভিন্ন ভাষায় অসংখ্য বই থাকলেও বাংলায় এর সার্বিক ও প্রামাণ্য ইতিহাস নেই বললেই চলে। এই বইগুলো সেই শূন্যতা পূরণ করবে এবং আপনাকে দেবে একটি সম্পূর্ণ চিত্র।

Address

Boi-kendro Publication, Kawmi Market, 2 Flor 61/1 Paridahs Road Banglabazar Dhaka
Gandaria
01977565397

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when বইকেন্দ্র পাবলিকেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বইকেন্দ্র পাবলিকেশন:

Share

Category