বইকেন্দ্র পাবলিকেশন

বইকেন্দ্র পাবলিকেশন জ্ঞানের আলোয় পৃথিবী গড়ি ||

গুপ্তহত্যার ভয়ংকর রূপ। যুগে যুগে গুপ্তহত্যার নানা কৌশল আবিষ্কৃত হয়েছে। ঘাতকেরা সেই কৌশল কাজে লাগিয়ে নিজেদের কার্য হাসিল ...
24/07/2025

গুপ্তহত্যার ভয়ংকর রূপ।

যুগে যুগে গুপ্তহত্যার নানা কৌশল আবিষ্কৃত হয়েছে। ঘাতকেরা সেই কৌশল কাজে লাগিয়ে নিজেদের কার্য হাসিল করে গেছে।
আর গুপ্তহত্যা হলো এমন এক ভয়ঙ্কর হাতিয়ার, যা প্রতিপক্ষকে গোপনে চিরদিনের জন্য চুপ করিয়ে দেয়, কিংবা বাধিয়ে দেয় চিরশত্রুতা।

খ্রিস্টান মিশনারি কেমন করে গ্রাস করে নিচ্ছে পার্বত্য চট্টগ্রাম, ফাঁদে ফেলে কেমন করে খ্রিস্টান বানিয়ে ফেলছে দরিদ্র মুসলিম...
24/07/2025

খ্রিস্টান মিশনারি কেমন করে গ্রাস করে নিচ্ছে পার্বত্য চট্টগ্রাম, ফাঁদে ফেলে কেমন করে খ্রিস্টান বানিয়ে ফেলছে দরিদ্র মুসলিমদের-চোখে না দেখলে আপনি বিশ্বাস করবেন না।
আপনার চোখ খুলে দেবার জন্যই এই বইটি। আপাতত আর কিছু বলছি না। পড়ার আমন্ত্রণ রইল।

উপমহাদেশের কীর্তিমান সংগ্রামী পুরুষ তিতুমীরের জীবনের গল্পভাষ্য 'বাঁশের কেল্লায় তিতুমীর'। লেখক অত্যন্ত সফলভাবে ইতিহাসের র...
23/07/2025

উপমহাদেশের কীর্তিমান সংগ্রামী পুরুষ তিতুমীরের জীবনের গল্পভাষ্য 'বাঁশের কেল্লায় তিতুমীর'। লেখক অত্যন্ত সফলভাবে ইতিহাসের রুক্ষ-ধূসর আগল থেকে তাকে বের করে এনেছেন কথাসাহিত্যের সরস তীর্থভূমিতে।

এ বই আমাদের স্বপ্ন-কিশারদের চলার পথ বদলে দেবে; তাদের সামনে তৈরি হবে স্বাধীনতা ও দেশাত্মবোধের উজ্জ্বল সরণি। তাদের কোমল হৃদয়রাজ্যে সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়াবে সাহসী-অকুতভয়, নির্ভিক মুজাহিদ তিতুমীর।

লিখেছেন: অধ্যাপক এস. এম. হারুন-উর-রশীদ

21/07/2025

আজকের বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা মর্মাহত।

আমরা দোয়া করছি মৃতের সংখ্যা আর না বাড়ুক। যারা আহাত হয়েছে, দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক।
যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের সবাইকে বিনা হিসেবে জান্নাত দান করুন, আমিন।

ইলু*মিনাতি এবং ফ্রি*ম্যাসন নিয়ে বিভিন্ন ভাষায় অসংখ্য বই থাকলেও বাংলায় এর সার্বিক ও প্রামাণ্য ইতিহাস নেই বললেই চলে। এই...
20/07/2025

ইলু*মিনাতি এবং ফ্রি*ম্যাসন নিয়ে বিভিন্ন ভাষায় অসংখ্য বই থাকলেও বাংলায় এর সার্বিক ও প্রামাণ্য ইতিহাস নেই বললেই চলে। এই বইগুলো সেই শূন্যতা পূরণ করবে এবং আপনাকে দেবে একটি সম্পূর্ণ চিত্র।

19/07/2025

সত্য আসলে কোনটা?
বিস্তারিত জানতে আমাদের বই পড়ুন!

জীবন মানে গল্প, গল্প মানে জীবন। গল্প কখনো আপনাআপনি তৈরি হয়না। এর পেছনে অবশ্যই কোন কারণ থাকে। তাই তো, একজন মনীষী বলেছিলেন...
19/07/2025

জীবন মানে গল্প, গল্প মানে জীবন। গল্প কখনো আপনাআপনি তৈরি হয়না। এর পেছনে অবশ্যই কোন কারণ থাকে। তাই তো, একজন মনীষী বলেছিলেন: "প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো"।

পাঠকের ক্লিক।

কখনো কি এমন মনে হয়েছে, আপনার চোখের সামনে অনেকিছু ঘটছে… কিন্তু আপনি কিছুই বুঝতে পারছেন না? বিস্তারিত কমেন্টে।      #দাজ্জ...
24/06/2025

কখনো কি এমন মনে হয়েছে, আপনার চোখের সামনে অনেকিছু ঘটছে… কিন্তু আপনি কিছুই বুঝতে পারছেন না?

বিস্তারিত কমেন্টে।




#দাজ্জালীয়_ফিতনা

পৃথিবীর অনেক ভাষায় ইলু*মিনাতি নিয়ে অসংখ্য রচনা থাকলেও, নেই শুধু বাংলায়। তাই ইলু*মিনাতি'র ওপর সার্বিক ও প্রামাণ্য বই 'ইলু...
21/06/2025

পৃথিবীর অনেক ভাষায় ইলু*মিনাতি নিয়ে অসংখ্য রচনা থাকলেও, নেই শুধু বাংলায়। তাই ইলু*মিনাতি'র ওপর সার্বিক ও প্রামাণ্য বই 'ইলুমিনাতি'। শুরু থেকে এ যাবতকালের সংক্ষিপ্ত-বিস্তৃত ইতিহাস ধারণ করেছে বইটি।

শত শত বছর ধরে অসংখ্য জল্পনা-কল্পনার 'ইলু*মিনাতি' কি আসলেই রাজত্ব করে আড়ালে আবডালে, নাকি এ কেবলই উর্বর মস্তিষ্কের নিছক কল্পনামাত্র? অধুনা বিশ্বের রাজনীতি, অর্থনীতি, যুদ্ধ ও গণআন্দোলনের পেছনে মূল ষড়যন্ত্র ও তার দোসরদের প্রকৃতকথা জানতে এবার পড়া শুরু করতে পারেন 'ইলু*মিনাতি' বইটি।

07/04/2025

জলপাই ভূমির মুক্তিকামী জনগণের সাথে একাত্মতা পোষণ করে আজ ৭ এপ্রিল বইকেন্দ্র পাবলিকেশন এর সকল কার্যক্রম বন্ধ থাকবে!

আহমাদ সাব্বির। একজন উদীয়মান তরুণ লেখক, অনুবাদক ও সম্পাদক। আচমকা তার এক্সিডেন্টের খবর শুনে আমরা স্তব্ধ, বাকরুদ্ধ। তার সাথ...
17/03/2025

আহমাদ সাব্বির। একজন উদীয়মান তরুণ লেখক, অনুবাদক ও সম্পাদক। আচমকা তার এক্সিডেন্টের খবর শুনে আমরা স্তব্ধ, বাকরুদ্ধ। তার সাথে নাশাতের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। সকল পাঠকের কাছে আহমাদ সাব্বির ভাইয়ের জন্য দোয়ার আরজ৷ আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে পরিপূর্ণ সুস্থতা ও নেক হায়াত দান করুন। ঘরের মানিক দ্রুত ঘরে ফিরুক।

আমীন।

আজকাল বিশ্বব্যাপী ক্ষমতা ও প্রভাব বিস্তার করার জন্য যে সকল গোপন সংগঠন কাজ করে যাচ্ছে,  এর মধ্যে অন্যতম হল ইলুমিনাতি, ফ্র...
12/03/2025

আজকাল বিশ্বব্যাপী ক্ষমতা ও প্রভাব বিস্তার করার জন্য যে সকল গোপন সংগঠন কাজ করে যাচ্ছে, এর মধ্যে অন্যতম হল ইলুমিনাতি, ফ্রিম্যাসন ও খ্রিষ্টান মিশনারী। এদের বহুল উদ্দেশ্যের প্রধান হলো: ইসলাম ও মুসলিমদের ঈমানকে ধ্বংস করা এবং পৃথিবীতে দাজ্জালের অনুসারীদের প্রতিষ্ঠিত করা।
যার কারণে, এসব সংগঠনগুলো নিজেদের কর্মকাণ্ড স্বাধারণ মানুষ থেকে গোপন করে রাখে। তাই মুসলিম সমাজের প্রত্যেকটি মানুষের জন্য, ইলুমিনাতি, ফ্রিম্যাসন এবং খ্রিষ্টান মিশনারীদের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

পাঠকের তোলা ছবি।

Address

Gandaria

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when বইকেন্দ্র পাবলিকেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বইকেন্দ্র পাবলিকেশন:

Share

Category