
31/08/2025
আমরা যা দেখি, সেটাই কি চূড়ান্ত বাস্তবতা? আমাদের বিশ্বাস কি শুধু তার উপরেই নির্ভরশীল? বর্তমান প্রযুক্তি আর বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতি আমাদের এই চিরায়ত ধারণাকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে।
আমাদের যাপিত জীবনের প্রতিটি মুহূর্তে, একটু সচেতনভাবে তাকালেই আমরা থমকে যাই। কী ঘটছে এখানে? আর কারা এর পেছনে নাড়ছে কলকাঠি?
ব্যক্তি জীবন শুরু করে সমাজ, রাষ্ট্র, এবং অর্থনীতির মতো বৃহত্তর পরিসরের প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলেই এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি হতে হয়। দেখা যায়, দেশ, রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, রাজনীতি, আর ইতিহাসের গতিপথ নিয়ন্ত্রণ করছে কিছু গুপ্তসংঘ। পর্দার আড়ালে থেকে এই বিশাল জগতকে নিয়ন্ত্রণ করছে তারা। এই গুপ্ত সংঘগুলোর মধ্যে কয়েকটি সুপরিচিত নামও উঠে আসে। যা হচ্ছে......